Islamic Motivation シ︎

Islamic Motivation シ︎ Follow this page

যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তায়ালা তাকে উচ্চ মর্যাদা দান করেন।
27/10/2023

যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তায়ালা তাকে উচ্চ মর্যাদা দান করেন।

Today's Best photo 🌿🌿🌿❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤aphy               •      
08/10/2023

Today's Best photo 🌿🌿🌿
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤aphy





















06/09/2023

আল্লাহ যে কত দয়াবান 🥰

আপনার যে নম্রতা, ভদ্রতা, উদারতা, ক্ষমা, নীরবতা, ধৈর্য, সহ্য, বিনয়ীর কারণে মানুষ আপনাকে বোকা দুর্বল ভাবেতারা হয়তো বুঝতেই ...
31/08/2023

আপনার যে নম্রতা, ভদ্রতা, উদারতা, ক্ষমা, নীরবতা, ধৈর্য, সহ্য, বিনয়ীর কারণে মানুষ আপনাকে বোকা দুর্বল ভাবে

তারা হয়তো বুঝতেই পারেনি যে,

আপনি এই দুনিয়ার অন্যতম যন্ত্রণাদায়ক কঠিনসাধ্য সুন্দর বিষয় গুলো কে জয়ি করে নেওয়া এক মহা সাহসী যুদ্ধা।

কষ্ট লাগা কথা কাজের উত্তর,
প্রশান্তির মুচকি হাসি দিয়ে ফিরিয়ে দিন।

রব চাহেতো, দুই জগতেই জয় আপনার ই হবে।

রবের প্রিয় হতে চাই....
রবের প্রিয় হয়েই বাঁচতে চাই....।

- ভালোবাসা অবিরাম -

লিখা:- সৈয়্যদ মোহাম্মদ মোকাররম বারী

পোস্ট:- এডিটর

ভালো বন্ধু ও খারাপ বন্ধুর উদাহরণ হলো- আতর বিক্রেতা এবং কামারের হাঁপরে ফুঁ দানকারীর মতো।আতর বিক্রেতার কাছ থেকে তুমি শূন্য...
31/08/2023

ভালো বন্ধু ও খারাপ বন্ধুর উদাহরণ হলো- আতর বিক্রেতা এবং কামারের হাঁপরে ফুঁ দানকারীর মতো।
আতর বিক্রেতার কাছ থেকে তুমি শূন্য হাতে ফিরে আসবে না। হয় তুমি আতর কিনবে, না হয় তার সুঘ্রাণ পাবে।
আর কামারের হাঁপরে হয় তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে, তা না হলেও অন্তত তুমি তার দুর্গন্ধ পাবে।
📚{সহীহ্ বুখারীঃ ২১০১}📚

আপনি কি জানেন, আপনাকে কে সালাম দিয়েছেনকথা শুনে একটু অন্যরকম লাগছে তাই না। হাদীস টা পড়ে গভীর ভাবে অনুভব করে দেখুন, অন্তর ...
27/07/2023

আপনি কি জানেন, আপনাকে কে সালাম দিয়েছেন

কথা শুনে একটু অন্যরকম লাগছে তাই না। হাদীস টা পড়ে গভীর ভাবে অনুভব করে দেখুন, অন্তর খুশী তে আত্মহারা হয়ে যাবে।

হযরত ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

মি’রাজের রাতে নবী হযরত ইবরাহীম (আঃ)-এর সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তিনি আমাকে বললেনঃ আপনার উম্মাতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদেরকে জানান যে, জান্নাতের যমীন অতীব সুগন্ধি উর্বর সমৃদ্ধ এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। তা একটি সমতল ভূমি এবং তার গাছপালা হল “সুবহানাল্লাহ ওয়ালহামদু লিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার"। ( অর্থাৎ এই প্রতিটি জিকির পাঠের মাধ্যমে জিকিরকারীর জন্য জান্নাতে এক একটি গাছ রুপন হবে) - তিরমিযী, হাদীস ৩৪৬২-

একবার প্রেম নিয়ে ভেবে দেখুন, আপনাকে সালাম দিয়েছেন তিনি কে, আবার সেই সালাম টা কার মাধ্যমে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ

কি সৌভাগ্যবান জাতি আমরা, যাদের কে সালাম জানিয়েছেন নবী হযরত ইব্রাহীম (আ)।

আল্লাহ দয়া করে মেহেরবানি করে, আমাদেরকে রহমাতুল্লিল আলামীন নবীজির উম্মত বানিয়ে কত সম্মানিত করেছেন কত দামী করে দিয়েছেন।

আল্লাহ আমাদের সবাইকে, সেই সম্মান মর্যদা অর্জন করে ধরে রেখে চলার তাওফিক দান করুন...

27/07/2023

কুরআন শরীফের অক্ষরগুলো দেখতে কালো,
কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হেদায়তের আলো।

- আলহামদুলিল্লাহ -

পবিত্র কাবা শরীফের ভিতরে অংশ 🕋🤲🏻 - মাশা আল্লাহ -
23/06/2023

পবিত্র কাবা শরীফের ভিতরে অংশ 🕋🤲🏻

- মাশা আল্লাহ -

- মূহুর্তটি আমাদের জন্য অন্যরকম ছিল-সৈয়্যদ মোকাররম বারী হুজুরকে সামনাসামনি দেখে অশ্রুসিক্ত নয়নে ভালোবাসার বহিঃপ্রকাশ এক ...
14/05/2023

- মূহুর্তটি আমাদের জন্য অন্যরকম ছিল-
সৈয়্যদ মোকাররম বারী হুজুরকে সামনাসামনি দেখে অশ্রুসিক্ত নয়নে ভালোবাসার বহিঃপ্রকাশ এক ভাইয়ের। বারী হুজুর উনাকে বুকে জড়িয়ে নেন, এবং নিজ হাতে মায়া করে চোখের পানি মুছে দিচ্ছেন। ❤️ মাশা আল্লাহ ❤️

পোষ্টঃ- আমজাদ...

যে ব্যক্তি কিয়ামতের দিন হিসাব দেওয়ার জন্য নিজের রবের সামনে দাঁড়াতে ভয় করে, তাঁর জন্য দু'টি জান্নাত রয়েছে!  #সুবহানাল্লাহ...
08/05/2023

যে ব্যক্তি কিয়ামতের দিন হিসাব দেওয়ার জন্য নিজের রবের সামনে দাঁড়াতে ভয় করে, তাঁর জন্য দু'টি জান্নাত রয়েছে! #সুবহানাল্লাহ্ 🖤🤲

(সুরা আর রহমান; আয়াত :৪৬)

কক্সবাজার - ইনানী বীচ ♥️
01/05/2023

কক্সবাজার - ইনানী বীচ ♥️

প্রিয় শায়েখ দুই দিনের সফরেএখন কক্সবাজার আছেন....।পোস্ট:- এডিটর
30/04/2023

প্রিয় শায়েখ দুই দিনের সফরে
এখন কক্সবাজার আছেন....।

পোস্ট:- এডিটর

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"❤️ ঈদ মোবারক ❤️
21/04/2023

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

❤️ ঈদ মোবারক ❤️

17/04/2023

এই প্রচন্ড গরমে
পানির পিপাসা সহ্য করে, যারা তোমার সন্তুষ্টির আশায় রোজা রেখেছে,
আল্লাহ তুমি তাদের সকল পা'প ক্ষমা করে দাও।
(আমিন)

এই দুনিয়া বড্ড স্বার্থপর।এই চির বাস্তব সত্য কথাটি যতদ্রুত মনে মস্তিস্কে সেট করে নেওয়া যাবে, দুঃখ আফসোস ততই কম হবে।© Isla...
10/04/2023

এই দুনিয়া বড্ড স্বার্থপর।
এই চির বাস্তব সত্য কথাটি যতদ্রুত মনে মস্তিস্কে সেট করে নেওয়া যাবে, দুঃখ আফসোস ততই কম হবে।

© Islamic Motivation シ︎

"যা পাওয়ার কথা ছিল, তা পেলাম না" - এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি, তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, সবই আল্লাহর এ...
07/04/2023

"যা পাওয়ার কথা ছিল, তা পেলাম না" - এভাবে ভাবলে হতাশা আসবেই।
যা কিছু পেয়েছি, তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, সবই আল্লাহর একান্ত অনুগ্রহ ও নেয়ামত। ফলে, যা পেয়েছি তাতে আনন্দের শেষ নেই। আলহামদুলিল্লাহ!

© Islamic Motivation シ︎

রাসূল (ﷺ) ইরশাদ করেন—❝রোজাদারের ক্ষমার জন্য ইফতার পর্যন্ত সমুদ্রের মাছও দু'আ করে।❞(মুসনাদে আহমাদ : ৭৯৭১)
05/04/2023

রাসূল (ﷺ) ইরশাদ করেন—
❝রোজাদারের ক্ষমার জন্য ইফতার পর্যন্ত সমুদ্রের মাছও দু'আ করে।❞

(মুসনাদে আহমাদ : ৭৯৭১)

পাথর হইও না,পাথরে কখনও ফুল ফুটে না। মাটি হয়ে যাও, তোমার বুকে ধৈর্যের ফুলের বাগান হবে।- আল্লামা রুমী (রহ) ❣️
04/04/2023

পাথর হইও না,পাথরে কখনও ফুল ফুটে না।
মাটি হয়ে যাও, তোমার বুকে ধৈর্যের ফুলের বাগান হবে।

- আল্লামা রুমী (রহ) ❣️

হযরত মুসা (আঃ) একবার আল্লাহ কে জিজ্ঞাসা করলেন! হে আল্লাহ আমার থেকে কি কেউ আপনার নিকটতম আছে? যেমন আমি আপনার সাথে কথা বলি।...
24/03/2023

হযরত মুসা (আঃ) একবার আল্লাহ কে জিজ্ঞাসা করলেন! হে আল্লাহ আমার থেকে কি কেউ আপনার নিকটতম আছে? যেমন আমি আপনার সাথে কথা বলি।

তখন আল্লাহ তায়ালা জবাব দেন! হে মুসা আখেরী যমানায় এমন এক উম্মত আসবে যারা হযরত মুহাম্মাদ (সাঃ)এর উম্মত! এবং এই উম্মতের লোকেরা এমন একটি মাস পাবে! যারমধ্যে তাদের শুকনো ঠোঁট, পিপাসার্থ মুখ, শুকনো চোঁখ ও ক্ষুধার্ত পেঠ নিয়ে যখন ইফতার করার জন্য বসবে! তখন আমি তাদের নিকটবর্তী হয়ে যাবো।

হে মুসা! তোমার আর আমার মাঝে সত্তরটা পর্দার পার্থক্য! কিন্তু ইফতারের সময় এই উম্মত আর আমার মাঝে কোনো পার্থক্য থাকবে না! এবং যা কিছু তারা চাইবে সেগুলো কবুল করা আমার জিম্মাদারে থাকবে। #সুবহানআল্লাহ 🖤🤲

🌺 প্রাণপ্রিয় শায়েখের পক্ষ থেকেসবাইকে জানাই "রমজানুল মোবারক-এর শুভেচ্ছা ও অভিনন্দন।"💐💐© Mohammad Joyanal Abedin
23/03/2023

🌺 প্রাণপ্রিয় শায়েখের পক্ষ থেকে
সবাইকে জানাই "রমজানুল মোবারক-এর শুভেচ্ছা ও অভিনন্দন।"💐💐

© Mohammad Joyanal Abedin

আপনি যতই যেমন ভালো করে চলেন বলেন করেন না কেন,কখনোই সবাইকে খুশী করতে রাখতে পারবেন না। বদনাম সমালোচনা দুঃখ কষ্ট যন্ত্রণা  ...
21/03/2023

আপনি যতই যেমন ভালো করে চলেন বলেন করেন না কেন,কখনোই সবাইকে খুশী করতে রাখতে পারবেন না। বদনাম সমালোচনা দুঃখ কষ্ট যন্ত্রণা ইত্যাদি থাকবেই থাকবে, চলবেই চলবে।
কারণ এইটা দুনিয়া... জান্নাত নয়।

আর এটাই যে অপ্রিয় এক মহা সত্য কঠিন বাস্তবতা।

তাই ফোকাস টা মানুষের দিকে না দিয়ে রবের দিকে দিন। যিনি বান্দার অন্তরের অনুশোচনার এক ফোটা চোখের পানির পর্যন্ত মূল্যায়ন করেন যথাযথ ভাবে, ভালোবাসার একটি সিজদা দেখেও খুশী হয়ে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন।

কোন কিছুতেই কখনোই মন ছোট না করে, নিরাশ না হয়ে খুশী মনে সাদ্যমত আল্লাহর সৃষ্টির জন্য করে যান, প্রতিদান টা না হয় তার রব থেকেই নিয়েন।

আল্লাহ বড্ড দয়াবান....

ভালো রাখুন....ভালো থাকুন....
--- ভালোবাসা অবিরাম ----

লিখাঃ- সৈয়্যদ মোহাম্মদ মোকাররম বারী

• Today's the best Photo 🌿🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️• beautiful 💚💚💚💚💚💚       today's Best Photo ❤️❤️❤️  
21/03/2023

• Today's the best Photo 🌿🥰
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
• beautiful 💚💚💚💚💚💚








today's Best Photo ❤️❤️❤️











অহংকারের সন্ধি বিচ্ছেদ করলে অহম + কারআর* অহম এর সর্বনাম পদ অর্থ হল / (আমি)* বিশেষ্য পদ অর্থ হল/ (আমিত্ব, আমিত্ববোধ)কার  ...
17/03/2023

অহংকারের সন্ধি বিচ্ছেদ করলে

অহম + কার

আর

* অহম এর সর্বনাম পদ অর্থ হল / (আমি)
* বিশেষ্য পদ অর্থ হল/ (আমিত্ব, আমিত্ববোধ)

কার এর সর্বনাম পদ অর্থ হল ( কাহার)।

এক কথায়.... আমি কার....

উত্তর ত সবারি জানা... আল্লাহর

এইবার প্রশ্ন... আমার সব কিছু কার দান

উত্তর.... আল্লাহর

তাহলে অহংকার করার মূলত অধিকার কার...?

উত্তর,,,, আল্লাহর....।

হাদীসের আলোকে অহংকারকে আল্লাহর কুদরতি চাদর বলে আখ্যায়িত করা হয়েছে...।

যার কারণে...
বান্দার অহংকার, আল্লাহর বড্ড অপছন্দের।

বান্দার বিনয়ী নম্রতা মহান রবের বড্ড পছন্দের।
প্রতিটি হৃদয় যুদ্ধ হোক সেই আলোয় আলোকিত করার অসীম তৃষ্ণার।

অন্তর থেকে কথা হোক একটায়...

আমার একটাই অহংকার,
আর তা হল...
আমার কোন অহংকার ই নেই।

মনকে জানিয়ে বুঝিয়ে দেওয়া হোক....

অহংকার করার মত মূলত আমার কিচ্ছুই নেই,
কারণ আমি নিজেই ত আমার না।

আল্লাহর প্রিয় বান্দা হবার প্রচেষ্টায় হোক
এই জীবন পথ চলা। যুদ্ধ হোক অবিরাম শয়তানের সাথে।

ভালোবাসা অবিরাম....

আপনি সরি বলেছেন, তারমানে সব সময় এইটা নয় যে আপনি ভুল। এটার অর্থ এইটা ও হয় যে আপনি সম্পর্ককে সুন্দর শান্তিময় ভাবে বাঁচিয়ে ...
15/03/2023

আপনি সরি বলেছেন, তারমানে সব সময় এইটা নয় যে আপনি ভুল। এটার অর্থ এইটা ও হয় যে আপনি সম্পর্ককে সুন্দর শান্তিময় ভাবে বাঁচিয়ে রাখতে চান।

লিখাঃ- সৈয়্যদ মোহাম্মদ মোকাররম বারী

প্রিয় শায়েখের দুই শাহজাদী ❤️🍂- মাশা-আল্লাহ -
14/03/2023

প্রিয় শায়েখের দুই শাহজাদী ❤️🍂

- মাশা-আল্লাহ -

আমার দয়াল নবী ﷺ বলেন,‘‘প্রতিটা মানুষই ভুল করে আর ভুলকারীর মধ্যে তাঁরাই উত্তম! যারা তওবা করে।’’___{তিরমিজি ২৪৯৯}🖤🌼
14/03/2023

আমার দয়াল নবী ﷺ বলেন,

‘‘প্রতিটা মানুষই ভুল করে আর ভুলকারীর মধ্যে তাঁরাই উত্তম! যারা তওবা করে।’’

___{তিরমিজি ২৪৯৯}🖤🌼

তুমি নামাজ পড়োনি কেন?= অসুস্থ তাই!😓→তুমি কি হযরত আইয়ুব (আঃ) এর চেয়েও অসুস্থ?তুমি নামাজ পড়োনি কেন?= দায়িত্ব কর্মভার থাকার...
13/03/2023

তুমি নামাজ পড়োনি কেন?
= অসুস্থ তাই!😓
→তুমি কি হযরত আইয়ুব (আঃ) এর চেয়েও অসুস্থ?

তুমি নামাজ পড়োনি কেন?
= দায়িত্ব কর্মভার থাকার কারণে!😓
→তোমার কি হযরত সুলাইমান (আঃ) চেয়েও বড় রাজত্ব নাকি?
যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পরতে পারনি।

তুমি নামাজ পড়োনি কেন?
= স্বামীর অত্যাচারের কারনে!😓
→তোমার স্বামী কি বিবি আছিয়ার স্বামী ফেরআউন এর চেয়েও বেশী অত্যাচারী?

তুমি নামাজ পড়োনি কেন?
= সাংসারিক কাজকর্মের কারণে!😓
→তুমি কি মা ফাতেমার চেয়েও বেশী সংসারী?

নাহ! নামাজ না পরার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না।❌
সমুদ্রে হাবুডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে। কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাস এর জন্য আমরা আল্লাহর কাছে ঋণী!✅
বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কাযা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সে ক্ষেত্রে এক ওয়াক্ত নামাজ না পড়লে কি শাস্তি হতে পারে? একবার ভাবো.......🤔
দুনিয়ার আগুনের চেয়ে ৭০গুন তেজোদৃপ্ত জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, নামাজে কখনো অবহেলা করোনা।

আল্লাহ্ আমাদের সবাইকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন -

আমীন..🤲

না চাওয়া স্বত্তেও যে রব প্রতি সেকেন্ডে শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো যে নেয়ামত দান করেছেন, তাঁর জন্য লাখো-কোটি শুকরিয়া জ্ঞাপ...
08/03/2023

না চাওয়া স্বত্তেও যে রব প্রতি সেকেন্ডে শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো যে নেয়ামত দান করেছেন, তাঁর জন্য লাখো-কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।

- আলহামদুলিল্লাহ্‌ -

07/03/2023

আজকের মহিমান্বিত রজনীর উসিলায়
আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করুন।

দু:খ,কষ্ট,যন্ত্রণা,রোগ,বলা,মুসিবত ও প্রশান্তিময় নিয়ামতের ভান্ডার হয়ে যায়, বান্দা যখন আল্লাহর উপর সন্তুষ্টির সাথে ধৈর্য ধ...
06/03/2023

দু:খ,কষ্ট,যন্ত্রণা,রোগ,বলা,মুসিবত ও প্রশান্তিময় নিয়ামতের ভান্ডার হয়ে যায়, বান্দা যখন আল্লাহর উপর সন্তুষ্টির সাথে ধৈর্য ধরে যায়। জান্নাতে যাদের স্বাগতম জানানো হবে সালাম এর মাধ্যমে।

- আল্লাহ তায়ালা বলেন....
তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে। সূরা ফুরকান, আয়াত: ৭৫

এই দুনিয়ায় আপনার জানা মতে যতজন আল্লাহর প্রিয় বান্দাদের নাম জানা আছে, উনাদের জীবনের দিকে একটু লক্ষ করে দেখলেই দেখবেন, প্রত্যেক জন ই কোন না কোন দু:খ কষ্ট মুসিবত রোগ বলায়ের মাধ্যমে জীবন অতিবাহিত করেছেন। এতকিছুর মাঝেও কখনো অন্তর কে আল্লাহর উপর সন্তুষ্টি থাকা থেকে বিমুক হতে দেন নি। অধৈর্য্যতা নিজের ভিতর আসার সুযোগ দেন নি।

আর পক্ষান্তরে আপনি আমি ত মহা পাপী অপরাধী কঠিন সাজার আসামি। সে জায়গায় উনাদের সামনে আমরা কি আর এমন বলেন।

আপনার দু:খ কষ্ট যন্ত্রণা যদি কারো কাছে আনন্দের মশকরার হয় তাহলে মনে কোন ক্ষোভ অভিযোগ না রেখে তাকে উন্মুক্ত ভাবে করতে দিন।
কারণ আপনার আল্লাহ তো সব দেখেন ও শুনেন।
সুতরাং আপনার এত বিচলিত হওয়ার প্রয়োজন ই নেই। আপনি আপনার নিয়ামত অর্জন করতেই থাকুন ধৈর্য ধরে।

বান্দার একমাত্র কাজ ই হল জীবন দাতার প্রিয় হওয়া। আর ধৈর্য ধরা ছাড়া প্রিয় হওয়াটা সম্পূর্ণ অসম্ভব। আর সেই ধৈর্য ধরার জন্য ত ওই কষ্ট যন্ত্রণার পরীক্ষা লাগবেই।

আল্লাহ তায়ালা বলেন...

আর যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন।... আল ইমরান ১৪৪।

এই দুনিয়ায় আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরে সন্তুষ্টি মনে যে যত সয়ে যেতে পারবে, রব্বে করিমের নাজ নিয়ামত তার পাল্লায় তথই বেশী আসতে থাকবে।

কথায় আছে না...
আল্লাহর দিকে তাকিয়ে যা ছেড়ে দেওয়া হয়, তার চেয়ে অনেক গুন বেশি পাওয়া হয়।
এক দিকে ছাড় দিলে, অন্যদিকে বেড়ে যায়।

আর মুমিনদের জন্য
আসল জীবন ত এই জগতি-ই না।

আচ্ছা...একবার ভেবে দেখুন ত....

দয়াময় আল্লাহ যদি ফেরেশতাদেরকে আপনার দিকে দেখিয়ে একবার বলেন,,,

আমার এই বান্দার ধৈর্য ধরাটা সন্তুষ্টি থাকাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি আল্লাহ আমার এই বান্দাটাকে ভালোবাসি পছন্দ করি।

আচ্ছা কেমন হবে সেই ক্ষণ মূহুর্ত টা আপনার জন্য,
তখন ও কি এই দু:খ কষ্ট যন্ত্রণা নিয়ে কোন রাগ অভিযোগ মন খারাপ কষ্ট থাকবে।

ভালো রাখুন....ভালো থাকুন...
ভালোবাসা অবিরাম

লিখাঃ- সৈয়্যদ মোহাম্মদ মোকাররম বারী.....

পোষ্টঃ- এডিটর

21/02/2023

❝রাসূলে পাক ﷺ এর শানে দুরুদ পাঠ করার উছিলায়
মু'মিনগণের গুনাহ ঝরে যায়।❞

- সুবহানাল্লাহ -

অমর ২১শে ফ্রেব্রয়ারী......আমি কি ভূলিতে পারি?সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🇧🇩🥰
21/02/2023

অমর ২১শে ফ্রেব্রয়ারী......
আমি কি ভূলিতে পারি?

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🇧🇩🥰

12/02/2023

রাসূল ﷺ বলেছেন:
“মুমিন তো সেই ব্যক্তি যার অন্তর নেক কাজে খুশি হয় আর পাপকাজে কষ্ট অনুভব করে।”

(সহীহুল জামে-৬২৯৪)

মুমিনের জন্য কষ্টটাও এক বিশেষ নিয়ামত...হয়তো মর্যাদা বাড়াবে, না হয় গুনাহ কমাবে।✍️ ছৈয়দ মোহাম্মদ মোকাররম বারী ❤️
12/02/2023

মুমিনের জন্য কষ্টটাও এক বিশেষ নিয়ামত...
হয়তো মর্যাদা বাড়াবে, না হয় গুনাহ কমাবে।

✍️ ছৈয়দ মোহাম্মদ মোকাররম বারী ❤️

প্রিয় শায়েখের পুরনো এ্যালবাম ❤️🍂- মাশা আল্লাহ -
10/02/2023

প্রিয় শায়েখের পুরনো এ্যালবাম ❤️🍂

- মাশা আল্লাহ -

জুম'আর দিনের সুন্নাত সমুহ:১| গোসল করা। -বুখারিঃ ৮৭৭২| ফজরের সালাতে সূরা সিজদা ও সূরা ইনসান পড়া। -বুখারিঃ ৮৯১৩| সূরা কাহা...
10/02/2023

জুম'আর দিনের সুন্নাত সমুহ:

১| গোসল করা। -বুখারিঃ ৮৭৭
২| ফজরের সালাতে সূরা সিজদা ও সূরা ইনসান পড়া। -বুখারিঃ ৮৯১
৩| সূরা কাহাফ পাঠ করা। -বুখারিঃ ৩/ ২৪৯
৪| দরূদ পাঠ করা।- আবু দাউদঃ ১০৪৭
৫| বেশি করে দু’আ করা বিশেষ করে আসরের শেষের দিকে। -আবু দাউদঃ ১০৪৮
৬| জুমু’আহ সালাতের জন্য তাড়াতাড়ি যাওয়া। -বুখারিঃ ৮৮১
৭| উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি লাগানো। -বুখারিঃ ৮৮৬, ৮৮০
৮| মসজিদে প্রবেশ করে “তাহ্যিয়াতুল মাসজিদ”-এর সলাত আদায় করা। -বুখারীঃ ১১৬৭
৯| নীরব থাকা ও খুতবা শোনা। -বুখারিঃ ৯৩৪
১০| ২/৪ রাকাত নফল সালাত আদায় করা জুমু’আহ সালাতের পর। -মুসলিমঃ ৯৩৪

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।।

শুকরিয়া এমন এক বিষ্ময়কর সফটওয়্যার...যা মনের প্রাসাদ থেকে অনেক অশান্তির ভাইরাসকে নিমিষেই ধ্বংস করে দেয়।  #আলহামদুলিল্লাহ✍...
10/02/2023

শুকরিয়া এমন এক বিষ্ময়কর সফটওয়্যার...

যা মনের প্রাসাদ থেকে অনেক অশান্তির ভাইরাসকে নিমিষেই ধ্বংস করে দেয়। #আলহামদুলিল্লাহ

✍️ ছৈয়দ মোহাম্মদ মোকাররম বারী ❤️

যার দয়া, মায়া, ভালোবাসা মায়ের কোলে শিশু পর্যন্ত আছে। যার ওয়াজ দৈনিক না শুনলে চোখে ঘুম আসে না। তিনি আর কেউ নই! প্রিয়...
08/02/2023

যার দয়া, মায়া, ভালোবাসা মায়ের কোলে শিশু পর্যন্ত আছে। যার ওয়াজ দৈনিক না শুনলে চোখে ঘুম আসে না।

তিনি আর কেউ নই! প্রিয় হুজুর #সৈয়দ_মোহাম্মদ_মোকাররম_বারী 😍🥰

08/02/2023

এই দুনিয়ার বুকে যে ধর্মটা সবচাইতে বেশি খাঁটি?
সেটাই হলো- আমাদের ইসলাম ধর্ম।

- আলহামদুলিল্লাহ -

05/02/2023

ধ্বংস হোক সেই হাতগুলো,
যে হাত দিয়ে
পবিত্র কুরআন পোড়ানো হয়েছে।

Address

Chandpur

Telephone

+8801868045933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Motivation シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Motivation シ︎:

Videos

Share

Category



You may also like