Islamer Barta

Islamer Barta ইসলামি আলোচনা, হামদ, নাত, ও ইসলামিক প্র?

14/01/2023

দ্বিতীয় আজহারী.
।এক আজহারীকে দেশের বাহিরে রাখলেও বহু আজহারী এগিয়ে যাবে দ্বীনের মশাল নিয়ে।

মুহাম্মদ মুমিনুল ইসলাম চাঁদপুরী

প্রধানমন্ত্রীর সাথে  মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী সাহেব ও দারুন্নাজাত মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের এর মতবিনিময়: দ...
12/01/2023

প্রধানমন্ত্রীর সাথে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী সাহেব ও দারুন্নাজাত মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের এর মতবিনিময়: দাবী পূরণের আশ্বাস

নতুন শিক্ষাক্রমের অসঙ্গতি ও পাঠ্যপুস্তকে উল্লেখিত কুরআন-সুন্নাহ বিরোধী ও আপত্তিকর বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। আজ ১২ জানুয়ারি, বৃহস্পতিবার এক প্রতিনিধিদল নিয়ে প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে তিনি মাদরাসার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন, সাধারণ বিষয়সংখ্যা কমিয়ে ১০০০ নম্বর নির্ধারণ, স্বকীয়তা রক্ষা, পাঠ্যপুস্তক সংশোধনসহ বিবিধ দাবি উপস্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী মনযোগ সহকারে বক্তব্য শুনেছেন, পাঠ্যপুস্তকের অসঙ্গতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেছেন। সাথে সাথে তিনি মাদরাসা শিক্ষার স্বকীয়তা রক্ষার প্রতি গুরুত্বও প্রদান করেছেন।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, ফরিদগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান।

28/11/2022

মাশাআল্লাহ! এই ছোট বাচ্চার মুখে নামাজ ভঙ্গের কারনগুলো শুনুন।

আমরা অনেকেই এই ১৯ টি কারণ জানি না।
তাই আসুন নিজে শুনি অন্যকে শুনাতে সেয়ার দেই।
মোঃ মেহেদি
ছাত্র -পুরাণ রামপুর নুরানী হাফেজিয়া মাদরাসা।

30/10/2022

🙏🙏দয়া করে ফাসেক ফুজ্জারকে মাহফিলের সভাপতি কিংবা প্রধান অতিথি বানাবেন না।

15/09/2022

ফেসবুকের প্রতিবাদও একেবারে ফেলনা নয়।

টাঙ্গাইলের আলোচিত কামিল মাদরাসাটিতে
গোপাল চন্দ্রের বদলে আনোয়ারুল হাবিবকে
অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে!

চট্টগ্রামে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় শেষে যখন বৃষ্টি নামলো...
01/09/2022

চট্টগ্রামে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় শেষে যখন বৃষ্টি নামলো...

31/08/2022

কবরের পাশে মানুষ গিয়ে কি গান গাইবে?
কবরের পাশে নাকি কুরআন তেলাওয়াত করা যাবে না‼️
📌ডঃ এনায়েত উল্লাহ আব্বাসী
📌মাওলানা আহসান উল্লাহ নেছারী চাঁদপুরী

09/08/2022

মহররমে শিয়াদের কাণ্ড, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই।

23/07/2022

অবশেষে তাবিজ ব্যবহারকে জায়েজ বললেন শায়েখ আহমাদুল্লাহ।

22/07/2022

বৃদ্ধাশ্রম তৈরীর আগে সন্তানকে মা-বাবার হক আদায়ের গুরুত্ব বুঝান।
শাহ সাহেব হুজুর -ছারছীনা দরবার শরীফ।

22/07/2022

কাবলাল জুমআর নামাজ কে ফালতু বলায় কঠিন ধোলাই।
ভিডিও তে শুনুন কাবলাল জুমআর সম্পর্কে অসংখ্য হাদিস এবং ওলামায়ে কেরাম দের অভিমত।
মুফতী ওসমান গনী সালেহী
মুহাদ্দিস -দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা।

20/07/2022

অনেক খোঁজাখোজির পর ভিডিও টা পেলাম।
বারবার শুনতেই মন চায়।

16/07/2022

যারা নামাজ বাদ দিয়ে শুয়ে থাকে, তাদের সাথে এমনটা করলে কেমন হয়। যদি ভিতরে একটু ভয় ঠুকে।
সে কিন্তু সত্যিই ভয় পাইছে। সে বলছে আমি জীবিত আমি মরি নাই।

15/07/2022

কামালুদ্দীন জাফরী সাহেবকে হাদীস থেকে কাবলাল জুমযার দলীল দেখিয়ে দিলেন।

07/07/2022

সবার মাঝে এই বার্তা ছড়িয়ে পড়ুক।

07/07/2022

আরাফার রোজা নিয়ে বিভ্রান্তি নিরসন।

ভিডিও টি দেখলে আর সন্দেহ থাকবে না,ইনশাআল্লাহ।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Islamer Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamer Barta:

Videos

Share

Category