MrAsif

MrAsif Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MrAsif, Digital creator, Chandpur.

17/04/2024

"Heat Wave" আসিতেছে?
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩)ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

কপি পোস্ট

17/03/2024
ফেসবুক থেকে টাকা ইনকাম করার নিয়ম
11/12/2023

ফেসবুক থেকে টাকা ইনকাম করার নিয়ম

যেভাবে ফেইসবুকে প্রফেশনাল মোড অন করবেন How to on Facebook Professional Mode, facebook professional mode bangla, FB, Facebook, Professional, mode, facebook re...

পদ্মা সেতুর প্রথম নলি.!'🙂
15/07/2022

পদ্মা সেতুর প্রথম নলি.!'🙂

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের ফুটবল খেলার দৃশ্য । ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করে...
15/07/2022

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের ফুটবল খেলার দৃশ্য । ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। সবাই ড্রেসিং রুমে ফিরে যায়। গোলরক্ষক স্যাম বাট্রাম রয়ে যান গোল পাহারায়। কুয়াশা যত বাড়ছে-তার সতর্কতাও তত বেশি বাড়ছে। পেছনে মানুষের কোলাহলে তিনি শুনতে পাননি রেফারির খেলা সমাপ্তির বাঁশী। অনেকক্ষণ পর- মাঠের একজন নিরাপত্তা কর্মী এসে তাঁকে জানায় ম্যাচটি প্রায় পনের মিনিট আগেই শেষ হয়ে গেছে।

স্যাম বাট্রাম বলেন- না এটা হতে পারেনা। আমি বিশ্বাস করিনা। খেলা শেষ হয়ে গেলে বন্ধুরা অবশ্যই আমাকে বলতো। আমাকে মাঠে একা রেখে ওরা চলে যেতোনা। একজন মানুষও কি ছিলোনা- যে আমার খোঁজ করবে। এরপর, সত্যি যখন বুঝলেন-আসলেই খেলা শেষ হয়ে গেছে। তখন, স্যাম গভীর এক দুঃখ পেলেন। খেলা শেষ হওয়ার জন্য না। বরং বন্ধুরা যে সত্যিই তাকে না জানিয়ে চলে গেছে সে জন্য। যাদের জন্য তিনি গোল পাহারায় দাঁড়িয়ে ছিলেন- তারা সবাই চলে গেলো। কেউ তার কথা একটিবার মনেও রাখলোনা।

জীবনটাও বুঝি এমনি এক খেলার মাঠ। যেখানে সময় দিয়ে, সামর্থ্য দিয়ে যাদের জন্য ডিফেন্ড করে প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে- সামান্য কুয়াশার পরিস্থিতিতে তারাই এভাবে সব কিছু ভুলে চলে যায়।

© collected

14/07/2022

গানটা এতো ভালো লাগে কেন🥀🥀
ওরে কাঠ পুড়িলে হয়রে কয়লা, কয়লা পুড়লে চাই

Pray for Sylhet 🥺🤲
18/06/2022

Pray for Sylhet 🥺🤲

18/06/2022

আহ! মরণ!
কুমিল্লায় চলন্ত ট্রেনে আত্মহত্যা করলেন এক মহিলা! কতটা অসহায় হয়ে গেলে একটা মানুষ এই পথ বেছে নেয়?😢😢

জীবনের শেষটা যেনো সুন্দর হয়,মাওলা!! হে আল্লাহ, আমাদের কে ভালো মৃত্যু দান করুন!! অপমৃত্যু থেকে রক্ষা করুন! (আমিন)

13/06/2022

ওমর সানি ভাই কাজটা ঠিক করেন নাই, মৌসুমি আপু কষ্ট পাইছে 🤣

11/06/2022

সিলেট গামী ৭০৯/পারাবত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আ'গুন।
কমলগঞ্জের শমসেরনগর বিমানবন্দর এলাকায় সিলেট গামী পারাবত এক্সপ্রেসের আগুন নিভানোর জন্য কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছে কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিস।

06/06/2022

আল্লাহ সবাইকে জান্নতবাসী করুক আমিন

আল্লাহ নিহতদের জান্নাত দান কর।আহতদের সেফা দান কর🤲🤲🤲😭😭😭যারা বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা করতেছেন,তাদের জন্য দোয়া করি🤲আল্...
05/06/2022

আল্লাহ নিহতদের জান্নাত দান কর।
আহতদের সেফা দান কর🤲🤲🤲
😭😭😭
যারা বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা করতেছেন,তাদের জন্য দোয়া করি🤲
আল্লাহ সহায় হোক
#সীতাকুণ্ড
#চট্টগ্রাম

এই মানুষ গুলো আমাদের হিরো৷ যদিও আমরা এদের যথাযথ মূল্যায়ন করিনা৷ জাস্ট ভাবুন! কে নিজের জীবন বাজি রেখে অন্যকে বাঁচাতে যায়?...
05/06/2022

এই মানুষ গুলো আমাদের হিরো৷ যদিও আমরা এদের যথাযথ মূল্যায়ন করিনা৷ জাস্ট ভাবুন! কে নিজের জীবন বাজি রেখে অন্যকে বাঁচাতে যায়? এদেরও তো পরিবার আছে৷ তবুও মানুষগুলো নিজের শেষ দম পর্যন্ত কাজ করে যায়৷ এ মানুষ গুলো ভালো থাকুক ❤

আল্লাহ চট্টগ্রামের উপর রহমত দান করুন।সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো এবং দ্রুত সুস্থ করে দাও বিপদ-আপদ থেকে রক্ষা কর...
05/06/2022

আল্লাহ চট্টগ্রামের উপর রহমত দান করুন।
সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো এবং দ্রুত সুস্থ করে দাও বিপদ-আপদ থেকে রক্ষা করো।
ঢাকার স্বেচ্ছাসেবকরা একটু প্রস্তুত হন চট্টগ্রাম থেকে কিছু রোগীকে ঢাকা টান্সফার করা হয়েছে।

একটা স্বপ্নের সমাপ্তি, তিলে তিলে গড়া একটা পরিবারের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার সমাপ্তি😪😪😪, দেশের জন্য, মানুষের জন্য যারা...
05/06/2022

একটা স্বপ্নের সমাপ্তি, তিলে তিলে গড়া একটা পরিবারের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার সমাপ্তি😪😪😪

, দেশের জন্য, মানুষের জন্য যারা নিজের জীবন উজার করে দিলো আল্লাহর কাছে তারা যেন ভালো থাকে। 🤲

😞💔

03/06/2022

#যদি ডেকে বলি এ সময়ের❣️❣️

31/05/2022

একেই আদর্শ❤️❤️

 #সচেতনতামূলক .....শীত শেষ গরমের দিন আসছে, অনেকদিন ফ্যানগুলো বন্ধ ছিল, প্রত্যকের বাসার ফ্যানটা ছাড়ার আগে একটু ভাল করে ঝু...
01/03/2022

#সচেতনতামূলক .....
শীত শেষ গরমের দিন আসছে, অনেকদিন ফ্যানগুলো বন্ধ ছিল, প্রত্যকের বাসার ফ্যানটা ছাড়ার আগে একটু ভাল করে ঝুলন্ত ফ্যান এর নাট বোল্ট চেক করে নিন।

নিজে বাঁচুন আপনার পরিবারকে দুর্ঘটনা থেকে বাঁচাতে সচেতন হোন ☺️

06/10/2021
'ছবিটি কিছুক্ষণ আগে ফেসবুকে পেলাম।কুমিল্লার গুনবতী বাজারের ব্যবসায়ী মরহুম আমীর হোসেন সওদাগরের জানাজা হচ্ছে।জানাজাতে উপস্...
08/09/2021

'ছবিটি কিছুক্ষণ আগে ফেসবুকে পেলাম।
কুমিল্লার গুনবতী বাজারের ব্যবসায়ী মরহুম আমীর হোসেন সওদাগরের জানাজা হচ্ছে।
জানাজাতে উপস্থিত মুসল্লীদের পিছনে বিমর্ষ হয়ে বসে থাকা এই ব্যক্তির নাম সুধীর বাবু।

মৃত আমীর সওদাগর এবং সুধীর বাবু ছোট বেলার বন্ধু। গুনবতী বাজারে দীর্ঘ বছর একসাথে ব্যবসা- বানিজ্য করে আসছেন উনারা।

আজ সেই বন্ধুর মৃত্যুর পর সুধীর বাবু জানাজার পিছনে উপস্থিত হয়ে অশ্রু ঝরাচ্ছেন।
সত্যিকারের বন্ধুত্ব আসলেই এমন হয়।
যে বন্ধুত্ব জাত দেখে না,ধর্ম দেখে না,ধনী-গরিবের ভেদাভেদ চিনে না'

কালেক্টেড

চিরন্তন সত্য 😢😢
07/09/2021

চিরন্তন সত্য 😢😢

ম্যাচ শুরু হবার ৬ মিনিটের মাথায় অনেকটা আচমকা ঘটলো সব। মাঠে ঢুকে পড়েন ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বেশ কজ...
05/09/2021

ম্যাচ শুরু হবার ৬ মিনিটের মাথায় অনেকটা আচমকা ঘটলো সব। মাঠে ঢুকে পড়েন ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বেশ কজন পুলিশ সদস্য।

রাসূল (সাঃ) বলেন :- আল্লাহ ওই ব্যাক্তির চেহারা উজ্জ্বল করে দেন , যে আমার কোনো হাদীস শুনেছে , অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয...
05/09/2021

রাসূল (সাঃ) বলেন :-
আল্লাহ ওই ব্যাক্তির চেহারা উজ্জ্বল করে দেন , যে আমার কোনো হাদীস শুনেছে , অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে ।

আবু দাউদ :৫১৫

🖤🖤🖤
04/09/2021

🖤🖤🖤

💔🥀🥀🥀💔অভিনন্দন প্রিয় টিম।💔🥀🥀🥀💔লাউতারো মার্টিনেজ,, জোয়াকিন কোরেয়া,,এংগেল কোরেয়ার ১ টি করে গোলে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ জ...
03/09/2021

💔🥀🥀🥀💔অভিনন্দন প্রিয় টিম।💔🥀🥀🥀💔
লাউতারো মার্টিনেজ,, জোয়াকিন কোরেয়া,,এংগেল কোরেয়ার ১ টি করে গোলে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ জয় পেলো প্রিয় দল আর্জেন্টিনা।💔🥀

💔💔🥀💔

👷‍♂️মাঝেমধ্যে দেখবেন আপনাকে সবাই একসাথে ছেড়ে চলে যাইতেসে! আপনাকে ভুল বুঝতেসে! আপনার সব ব্যাপারে,সব কথায় ভুল ধরতেসে! তারা...
02/09/2021

👷‍♂️
মাঝেমধ্যে দেখবেন আপনাকে সবাই একসাথে ছেড়ে চলে যাইতেসে! আপনাকে ভুল বুঝতেসে! আপনার সব ব্যাপারে,সব কথায় ভুল ধরতেসে! তারা আপনার কথা শুনতে চাইবে না তখন! আপনি কিছু বলার আগেই দেখবেন তারা আর আপনার জীবনে নাই! চলে গেছে!
এটাই লাইফ ব্রো! খারাপ সময়ে সময় আরো খারাপ হয়ে যায়! কেউ থাকেনা! থাকতে চায় না!🥀

01/09/2021

সকালে ঘুমটা থেকে উঠে প্রকৃতির উপর মুগ্ধ।

কত যুগ গেল পথ চেয়ে! তবুও তো পথ ফুরায় না 🌻
30/08/2021

কত যুগ গেল পথ চেয়ে!
তবুও তো পথ ফুরায় না 🌻

🥀আমি আর আমার মাজে নেই, প্রকৃতি আমায় এই যেন ডাকে আয় হারিয়ে যাই অজানা পরিবেশে।🙂💔
29/08/2021

🥀আমি আর আমার মাজে নেই, প্রকৃতি আমায় এই যেন ডাকে আয় হারিয়ে যাই অজানা পরিবেশে।🙂💔

Address

Chandpur

Telephone

+8801863814550

Website

Alerts

Be the first to know and let us send you an email when MrAsif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MrAsif:

Videos

Share

Nearby media companies



You may also like