এম,বি এন্টারপ্রাইজ
শুভ উদ্বোধন, বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির সামনে, কেবি জালাল উদ্দীন সড়ক।
আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুরের লাশ বাহী গাড়ির সাথে লক্ষ কোটি জনতা শেষ বিদায় জানাতে এভাবেই মানুষের ঢল।
হে আল্লাহ হুজুর কে জান্নাতুল ফেরদৌস নছিব করুন, আমিন।
এই ভেরিবাঁধ এর কারনে বদরখালী আজ হুমকির সম্মুখীন হয়েছে।
এটা স্থায়ী বাঁধ চাই এটা জনগণের গণদাবী
বদরখালী RFL এর শো-রুম
শুভ উদ্বোধন করা হয়,
ডিলারঃ আবরার জাওয়াদ ক্রোকারিজ
সোনালী ব্যাংক এর সামনে, সমবায় রোড, বদরখালী বাজার, চকরিয়া, কক্সবাজার।
শুভ উদ্বোধন করেন: জনাব আলহাজ্ব নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান বদরখালী ইউনিয়ন পরিষদ, বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব আলহাজ্ব মাওলানা আবুল বশর সাহেবসহ অসংখ্য নেতৃবৃন্দ।
বদরখালীতে চোর ডাকাত ও অপহরণকারীর বিরুদ্ধে আরিফ চেয়ারম্যান এর অ্যাকশন শুরু।
মহেশখালীর এক ছেলেকে রাত ১০টা ৩০ মিনিটের সময় প্রকাশ্যে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মোস্তাক মিস্ত্রির ছেলে জুয়েল ও টুটিয়াখালী পাড়া এলাকার বাসিন্দা এই এলাকার বর্তমানের ত্রাস ভয়ংকর ছিনতাইকারী ফারুক কে সাধারণ জনগন হাতেনাতে ধরে চেয়ারম্যান হাতে তুলে দেয়, চেয়ারম্যানের সাহসী ভূমিকায় তাদের কে চকরিয়া থানা পুলিশের হাতে তুলে দিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আলহাজ্ব নুরে হোছাইন আরিফ।
চেয়ারম্যানের ঘোষনা আজকে থেকে যেখানে তাদের পাওয়া যাবে সেখান থেকে ধরিয়ে দিন পুলিশ ও স্হানীয় চেয়ারম্যান এর হাতে
রাত থেকেই বিএনপির নয়াপল্টন অফিসের সামনে নেতাকর্মীরা সমাবেশস্থলের আশেপাশে অবস্থান নেন, নেতাকর্মীদের জনস্রোত এখন পল্টনের দিকে।
কক্সবাজারের নেতাকর্মীরা সবাই ঢাকা ফকিরাপুল থেকে নয়াপল্টনের বিএনপি মহাসমাবেশে যোগ দিতে এক জায়গায় অবস্থান নিয়েছেন পুরো কক্সবাজারের হাজার হাজার নেতাকর্মী সালাহউদ্দিন আহমেদ এর ডাকে সাড়া দিয়ে ইতিহাসের সাক্ষী হতে এই মহাসমাবেশে ২/৩ দিন আগে ঢাকায় নতুন ইতিহাস সৃষ্টি করতে চলে জান, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার হলে জীবন দেব তবুও রাজপথে লড়াই করব ইনশাআল্লাহ।
লাইভটি শ্রমিকনেতা রফিক ভাইয়ের টাইমলাইন থেকে নেওয়া।
কক্সবাজার সি বীচ এর মাঝপথে পাটুয়ার ট্যাগ
সমুদ্রের ঢেউ উঠলে ধাক্কা নদীতেও আসে
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক কমিটি দ্বারা বদরখালী মৌজার জায়গার দাম বাড়ানোর জন্য মানববন্ধন।
এরই দ্বারা বাহিকতায় আজকে মাননীয় রেজিস্ট্রার এসে আজ আবারও চেষ্টা করছেন বদরখালীবাসীর ন্যায্য দাবী পুরন করতে।
বদরখালী বাজারে পকেটমার সিসিটিভি ক্যামেরায় তাদের খুঁজে বাহির করে আপনাদের সামনে তুলে ধরা হলো।
পকেটমার মোবাইল নিয়ে চলে যাওয়ার সময় বদরখালী বাজার থেকে
সরকারের কোটি টাকার প্রকল্প জনগণের কল্যাণমূলক কোন কাজই আসবে না, যদি বিদ্যুৎ এর খুটি না সরানো হয়।