চকোরি টিভি

চকোরি টিভি নিউজ চ্যানেল/সংবাদ বার্তা
গুজব নয়,সত্য প্রচারে অঙ্গীকারবদ্ধ। ইনবক্সে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।
(5)

25/03/2023

চকরিয়ায় কিছু ব্যাক্তি সাংবাদিকতার নাম দিয়ে বিভিন্ন উপায়ে মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
বিশেষ করে অনলাইন সাংবাদিক,
নিউজ পোর্টালে নিউজ চাপিয়ে চলে এসব ভূয়া সাংবাদিকের অবৈধ ইনকাম।
শীঘ্রই একজন বিখ্যাত ভূয়া সাংবাদিক ও চিটিং সাংবাদিকের নাম ও পরিচয় প্রকাশ করা হবে-
এসব ভূয়া সাংবাদিকের কারণে প্রকৃত সাংবাদিকের মান ক্ষুণ্ণ হচ্ছে,সাংবাদিকতা সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণার সৃষ্টি হচ্ছে।

চিরিঙ্গা ইউনিয়নের একমাত্র প্রবেশ পথ "মাছঘাট সংযোগ সড়ক"। অল্প বৃষ্টিতে এই বেহাল অবস্থা: এই পথের যাত্রীদের দূর্ভোগের জন্য ...
20/03/2023

চিরিঙ্গা ইউনিয়নের একমাত্র প্রবেশ পথ
"মাছঘাট সংযোগ সড়ক"।
অল্প বৃষ্টিতে এই বেহাল অবস্থা: এই পথের যাত্রীদের দূর্ভোগের জন্য মোটেও চিন্তিত নন চেয়ারম্যান সাহেব।

চকরিয়া সরকারি হাসপাতালের পাশে ফার্নিচার ও মিষ্টির দোকানে বয়াবহ অগ্নিকান্ড। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে। এখনো...
26/01/2023

চকরিয়া সরকারি হাসপাতালের পাশে ফার্নিচার ও মিষ্টির দোকানে বয়াবহ অগ্নিকান্ড। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং দরগা এলাকায়।
16/01/2023

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং দরগা এলাকায়।

চকরিয়া সিটি কলেজ এমপিও ভুক্ত।
14/01/2023

চকরিয়া সিটি কলেজ এমপিও ভুক্ত।

06/01/2023
র‌্যাব-১৫ কর্তৃক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক...
20/12/2022

র‌্যাব-১৫ কর্তৃক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন গ্রেফতার -

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ ভেন্ডি বাজার জনৈক রফিক মেম্বারের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে একজন ব্যক্তি অস্ত্রগুলি নিয়ে অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১৭/১২/২০২২ তারিখ আনুমানিক ১৬.১০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় তার পরিচয়, সোহেল আহমদ (৩৭), পিতা-ইদ্রিচ আহামদ, মাতা-মোর্শিদা বেগম, সাং-পূর্ব সদাগর ঘোনা, ০৫ নং ওয়ার্ড, চিরিঙ্গা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার। পরবর্তীতে ধৃত ব্যক্তি জানায়, তার নিকট অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রয়েছে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে তার নিকট হতে দেশীয় তৈরী ০২ টি এলজি ও ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে ধৃত ব্যক্তি নিকট জানতে চাইলে সে জানায়, স্থানীয় এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিল। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ বর্ণিত ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

30/11/2022

কে জিতবে বলে মনে করেন?
#আর্জেন্টিনা-Like
#পোল্যান্ড-Comment.

28/11/2022

আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ৫ম স্থানে থেকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তামিমদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত।

নিজেদের দুটি সিরিজ বাকি থাকতেই ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলার টিকিট পেয়ে গেল টাইগাররা।
অভিনন্দন টিম টাইগার্রস-
#বাংলাদেশ
#টিমগার্রস
চকোরি টিভি
Trusted Shop.Ctg

22/11/2022
পর্দা নামলো কাতার বিশ্বকাপের-প্রথম ম্যাচে কাতারকে ২-০গোলে পরাজিত করে শুভ সুচনা করলো ইকুয়েডর।  এবার কে নিবে আপনার মনে হয়?...
21/11/2022

পর্দা নামলো কাতার বিশ্বকাপের-
প্রথম ম্যাচে কাতারকে ২-০গোলে পরাজিত করে শুভ সুচনা করলো ইকুয়েডর।
এবার কে নিবে আপনার মনে হয়? ❤️

কক্সবাজার সৈকতে ভেসে আসছে সামুদ্রিক মাছ।বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রচুর মাছ ধরা পরেছে।জেলেদের চাহিদার তুলনায় অনেক বে...
18/11/2022

কক্সবাজার সৈকতে ভেসে আসছে সামুদ্রিক মাছ।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রচুর মাছ ধরা পরেছে।জেলেদের চাহিদার তুলনায় অনেক বেশি মাছ ধরা পড়ায় ট্রলারে রাখার জায়গা হচ্ছিল না। হাত দিয়ে মাছ ধরার আনন্দ পর্যটকরা খুব উপভোগ করছিল।

ডিজিটাল বাংলাদেশ দিবস -২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা--রেজিস্ট্রেশনের চলবেঃ ২৬ নভেম্বর ২০২২ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।-প্রতি...
17/11/2022

ডিজিটাল বাংলাদেশ দিবস -২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা-

-রেজিস্ট্রেশনের চলবেঃ
২৬ নভেম্বর ২০২২ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

-প্রতিযোগিতার সময়ঃ
সন্ধ্যা ৭:০০ টা থেকে ৮:০০ টার মধ্যে যেকোনো ২১ মিনিট।
- গ্রুপ কঃ ২৯ নভেম্বর
- গ্রুপ খঃ ০১ ডিসেম্বর
- গ্রুপ গঃ ০২ ডিসেম্বর

-যারা অংশগ্রহণ করতে পারবেঃ
১।গ্রুপ-কঃ ৮-১২ বছর
২।গ্রুপ-খঃ ১৩-১৮ বছর
৩।গ্রুপ-গঃ ১৯-তদূর্ধ্ব

পুরস্কার হিসেবে থাকছে ২১টি (ল্যাপটপ ও স্মার্ট ফোন)।

রেজিষ্ট্রেশন লিংকঃ-
www.quiz.digitalbangladesh.gov.bd

 #চকরিয়া_জমজম_হাসপাতাল_ভূঁয়া_ডাক্তার_গ্রেফতার।চকরিয়া জমজম হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে  হুমায়ন কবির নামে এ...
16/11/2022

#চকরিয়া_জমজম_হাসপাতাল_ভূঁয়া_ডাক্তার_গ্রেফতার।

চকরিয়া জমজম হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে হুমায়ন কবির নামে একজন ভূঁয়া ডাক্তারকে আটক করেছে।

আটককৃত ব্যক্তির নামঃ মোহাম্মদ হুমায়ুন কবির(৪০), পিতাঃ পিতা মোহাম্মদ দিদারুল আলম, মাতাঃ জান্নাতুল হাওয়া,সাং- টরকী ইসলাম পুর, টরকীচর,
ডাকঃ ভিটি হোগলা -১৫০০, থানাঃ মুন্সিগঞ্জ সদর, জেলাঃ মুন্সিগঞ্জ।

সে দীর্ঘদিন ধরে চকরিয়া জমজম হাসপাতালে ডাক্তার সেজে প্রতারণা করে আসছিল। তার সকল ডিগ্রী ভূঁয়া।
চকোরি টিভি

 #জেনে_রাখুন>>চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোন ওয়ার্ডে কি চিকিৎসা দেওয়া হয় তার একটি ছক নিচে দেওয়া হলঃ--ওয়ার্ড ১- জর...
14/11/2022

#জেনে_রাখুন>>
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোন ওয়ার্ডে কি চিকিৎসা দেওয়া হয় তার একটি ছক নিচে দেওয়া হলঃ--

ওয়ার্ড ১- জরুরী বিভাগ
ওয়ার্ড ২- চর্ম ও যৌন বিভাগ
ওয়ার্ড ৩- মানসিক বিভাগ
ওয়ার্ড ৬- রেডিওথেরাপি বিভাগ
ওয়ার্ড ৭- ডেন্টাল ও শিশু (বহিঃবিভাগ)
ওয়ার্ড ৮- শিশু ও মেডিসিন
ওয়ার্ড ৯- শিশু বিভাগ
ওয়ার্ড ১০- প্রসাশনিক ব্লক
ওয়ার্ড ১১- সি সি ইউ
ওয়ার্ড ১২- কার্ডিওলজি বিভাগ
ওয়ার্ড ১৩- মেডিসিন বিভাগ ১
ওয়ার্ড ১৪- মেডিসিন বিভাগ ২
ওয়ার্ড ১৫- রেডিওলজি বিভাগগ
ওয়ার্ড ১৬- মেডিসিন বিভাগ ৩
ওয়ার্ড ১৭- নেফ্রোলজী বিভাগ
ওয়ার্ড ১৮- নিউরো মেডিসিন বিভাগ
ওয়ার্ড ১৯- নাক,কান,গলা
ওয়ার্ড ২০- চক্ষু বিভাগ
ওয়ার্ড ২১-ও,টি (পশ্চিম)
ওয়ার্ড ২২- আই,সি,ইউ
ওয়ার্ড ২৩- ও,টি (পূর্ব)
ওয়ার্ড ২৪- সার্জারি ইউনিট ১
ওয়ার্ড ২৫- সার্জারি ইউনিট ২ ও থোরাসিক সার্জারি ইউনিট
ওয়ার্ড ২৬; ৭৯- অর্থোপেডিক্স সার্জারি
ওয়ার্ড ২৭- সার্জারি ইউনিট ৩
ওয়ার্ড ২৮- নিউরো সার্জারি বিভাগ
ওয়ার্ড ২৯- কেবিন (সাধারণ)
ওয়ার্ড ৩০- কেবিন (গৃহিণী)
ওয়ার্ড ৩১- গাইনী (স্ত্রী রোগ)
ওয়ার্ড ৩২- নিউনেটাল পেয়িং
ওয়ার্ড ৩৩- প্রসূতি বিভাগ
ওয়ার্ড ৩৪- মা ও শিশু বিভাগ
ওয়ার্ড ৩৫- ইউরোলজি বিভাগ
ওয়ার্ড ৩৬- বার্ণ ও প্লাস্টিক বিভাগ
ওয়ার্ড ৩৭- রক্ত রোগ বিভাগ
ওয়ার্ড ৭৭- কার্ডিয়াক সার্জারি
ওয়ার্ড ৮৩,৮৪- শিশু সার্জারি
ওয়ার্ড নং ২০৪ : পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ওয়ার্ড
এরা বাচ্চাদের দাঁতের(দুধদাঁত) যত্ন, সুরক্ষা ও চিকিৎসা, প্রভৃতি দিয়ে থাকেন।
ওয়ার্ড নং ২০২: অর্থোডন্টিকস ওয়ার্ড
আঁকাবাঁকা, উঁচুনিচু, ফাকা দাঁত সুবিন্যস্ত ও সুন্দর করেন।
ওয়ার্ড নং ২০১ : কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিকস ওয়ার্ড : দাঁতের ফিলিং, রিশেপিং, রুট ক্যানেল চিকিৎসা ইত্যাদি দিয়ে থাকেন।
ওয়ার্ড নং ১০৭ : ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ওয়ার্ড :
আক্কেল দাঁতের সমস্যা,মুখমণ্ডল ও চোয়ালের ফ্র্যাকচার, সিস্ট, টিউমার,
মুখের ক্যান্সার, ঠোট ও তালু কাটা, চোয়ালের হাড় বাঁকা সহ মুখমণ্ডলের যাবতীয় রিকন্সট্রাক্টিভ সার্জারি করে থাকেন।
ওয়ার্ড নং২০৫ :প্রস্থোডন্টিকস ওয়ার্ড
দাঁত ও মাড়ির আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপন ইত্যাদি করেন।
ওয়ার্ড নং ১১০ : পেরিওডন্টোলজি ওয়ার্ডঃ দাঁতের স্কেলিং সহ মাড়ির রোগের চিকিৎসা করেন।
ওয়ার্ড নং ১০৩ :ওরাল & ম্যাক্সিলোফেসিয়াল যাবতীয় জটিল রোগের ডায়াগনোসিস ওয়ার্ড।

 #বাংলাদেশ_বনাম_পাকিস্থান হাইভোল্টেজ ম্যাচ!কে জিতবে বলে মনে করেন? #বাংলাদেশ-Comment, #পাকিস্থান- Like.খেলা দেখুন বাংলাদে...
05/11/2022

#বাংলাদেশ_বনাম_পাকিস্থান হাইভোল্টেজ ম্যাচ!
কে জিতবে বলে মনে করেন?
#বাংলাদেশ-Comment,
#পাকিস্থান- Like.
খেলা দেখুন বাংলাদেশ সময় -09:30 AM.
চকোরি টিভি
#টিমটাইগার

04/11/2022

পাকিস্থানের সাবেক প্রধানমন্ত্রী;পিটিআই প্রধান, ইমরান খান'র ওপর সন্ত্রাসী হামলা,
পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক। পায়ে গুলিবিদ্ধ ইমরান খান শঙ্কামুক্ত।

Address

Arkan Street
Chakaria

Alerts

Be the first to know and let us send you an email when চকোরি টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share