08/08/2024
সবাই একদিনের জন্য সময় বের করে
সবার সাথে উপস্থিত হওয়ার চেষ্টা করি।
আসসালামু আলাইকুম।
কোটাবিরোধি আন্দোলনের সকল শহীদের স্মরণে বগুড়া করোনেশন ইন্সটিটিউশন স্কুল অ্যান্ড কলেজ এর প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীসহ সকলের পরিচিতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচী ।
তারিখ - ১২ আগস্ট ২০২৪ ( সোমবার)
★ প্রথম কর্মসূচী
দেওয়াল লিখন ( সময় -৮:০০ঘটিকা হতে শুরু )
বগুড়া করোনেশন ইন্সটিটিউশন স্কুল অ্যান্ড কলেজ এর সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে স্কুল ক্যাম্পাস এর দেওয়াল গুলো মুক্তিযুদ্ধের আলোকে অংকন করা হবে। সকাল ৮:০০ ঘটিকার মধ্যে এ বিষয়ে আগ্রহী আমরা সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদেরকে স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য জানানো হইলো।
★ দ্বিতীয় কর্মসূচী
মোমবাতি প্রজ্বলন ( সময় - ০৬:০০ ঘটিকা)
স্থান - শহীদ মিনার স্কুল ক্যাম্পাস।
বগুড়া করোনেশন ইন্সটিটিউশন স্কুল অ্যান্ড কলেজ এর বিকেল ৫ টায় সবাই শহীদমিনার চত্ত্বরে একত্রিত হবো এবং সেখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ বক্তব্য রাখবেন, সাথে শহীদদের জন্য দোয়া করা হবে এবং পরিশেষে সকল শিক্ষার্থীদের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালিত হবে। উক্ত সময়ে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি কামনা করছি। সেই সাথে আপনাদের পরিচিত দের আসার আমন্ত্রণ রইলো, বিকাল ৬ ঘটিকায় সবাই জমায়েত হয়ে শহীদ মিনার এ আমরা যাবো। সেখানে সকল শহীদের প্রতি ১মিনিট নিরবতা পালন করবো এবং মোমবাতি প্রজ্বলন করবো।
আমরা সকলে উক্ত কর্মসূচীগুলোতে যোগদান করে ১২ আগস্ট কর্মসূচী সফলমন্ডিত করবো সকলের কাছে এ আশা ব্যাক্ত করছি।
বিঃদ্রঃ -
★মোমবাতি প্রজ্জ্বলনের জন্য সকল কে একটু করে মোমবাতি নিয়ে আসার আহবান রইল।
★ যারা অভিভাবক নিয়ে আসতে চাও তারা অভিভাবককে সাথে নিয়ে আসতে পারবে।
★ সবাইকে তার নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড সাথে করে বহন করার জন্য বলা হইলো। (প্রাক্তণ এবং বর্তমান উভয়কেই)
ধন্যবাদান্তে
BCICBIAN