Ruhul It Care

Ruhul It Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruhul It Care, Digital creator, Bogura Rajshahi, Bogura.

ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু সমাধানের ধাপ:১. সমস্যা নির্ণয়:প্রথমে, আপনার মনিটাইজেশন অ্যাকাউন্টে কোন ধরণের সমস্যা হচ্ছে...
17/05/2024

ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু সমাধানের ধাপ:
১. সমস্যা নির্ণয়:
প্রথমে, আপনার মনিটাইজেশন অ্যাকাউন্টে কোন ধরণের সমস্যা হচ্ছে তা সঠিকভাবে বের করুন।
ফেসবুকের অ্যাকাউন্ট কোয়ালিটি টুলস ব্যবহার করে আপনি আপনার পেজের স্ট্যাটাস চেক করতে পারেন। এটি আপনাকে নির্দিষ্ট সমস্যা সম্পর্কে ধারণা দেবে।
মনিটাইজেশন রিস্ট্রিকশন নোটিফিকেশন রিভিউ করুন। এতে সমস্যার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকতে পারে।
ফেসবুক বিজ্ঞাপন নীতিমালা পুনরায় পড়ুন। নিশ্চিত করুন যে আপনার বিষয়বস্তু নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ।
২. সমাধান:
সমস্যা নির্ণয়ের পর, আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নীতি লঙ্ঘনের ক্ষেত্রে, আপনাকে আপনার বিষয়বস্তু নিয়ে আবেদন করতে হবে যাতে এটি নীতিমালার সাথে মানানসই হয়।
অন্যান্য সমস্যা সমাধানের জন্য, ফেসবুকের সাহায্য কেন্দ্র (https://www.facebook.com/help) অথবা ফেসবুক বিজ্ঞাপন সহায়তা (https://www.facebook.com/help/769828729705201) ব্যবহার করুন।
৩. আপিল:
আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট ভুলভাবে লক করা হয়েছে, তাহলে আপনি আপিল করতে পারেন।
কিছু টিপস:
ফেসবুকের নীতিগুলি মেনে চলুন: নীতি লঙ্ঘন এড়াতে নিয়মিত ফেসবুক বিজ্ঞাপন নীতি আপডেটগুলি পরীক্ষা করে দেখুন।
আপনার বিষয়বস্তুর মান উন্নত করুন: আকর্ষণীয় এবং মূল্যবান বিষয়বস্তু তৈরি করুন যা আপনার লক্ষ্য দর্শকদের কাছে প্রাসঙ্গিক।
ধৈর্য ধরুন: মনিটাইজেশন রিভিউ প্রক্রিয়া সময়সাপেক্ষ হতে পারে।
মনে রাখবেন:
ফেসবুক যেকোনো সময় তার নীতি পরিবর্তন করতে পারে।
নীতি লঙ্ঘনের কারণে আপনার মনিটাইজেশন অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া যেতে পারে।
প্রয়োজনীয় কিছু লিঙ্ক:
ফেসবুক অ্যাকাউন্ট কোয়ালিটি টুলস: https://www.facebook.com/business/help/484519242313131
ফেসবুক বিজ্ঞাপন নীতিমালা: https://www.facebook.com/business/help/488043719226449
ফেসবুক হেল্প সেন্টার: https://www.facebook.com/help
ফেসবুক বিজ্ঞাপন সহায়তা: https://www.facebook.com/help/769828729705201

আগামী পাঁচ বছরে যেসব দক্ষতার চাহিদা বাড়বে ও কমবে:চাহিদা কমবে -1) ডেটা এন্ট্রি (Data Entry)2) প্রশাসনিক ও নির্বাহী কাজ (...
07/05/2024

আগামী পাঁচ বছরে যেসব দক্ষতার চাহিদা বাড়বে ও কমবে:
চাহিদা কমবে -
1) ডেটা এন্ট্রি (Data Entry)
2) প্রশাসনিক ও নির্বাহী কাজ (Administrative Jobs)
3) হিসাবরক্ষণ ও পে রোলের করণিক কাজ (Payroll)
4) নিরীক্ষা (Audit)
5) কারখানা শ্রমিকের কাজ (Factory Labor)
চাহিদা বাড়বে -
1) তথ্য বিশ্লেষণ (Data Analysis)
2) কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্র শিক্ষণ (Artificial Intelligence & Machine Learning)
3) বিগ ডেটা স্পেশালিস্ট (Big Data Specialist)
4) ডিজিটাল মার্কেটিং ও কৌশল বিশেষজ্ঞ (Digital Marketing Specialist)
5) প্রক্রিয়া অটোমেশন (Process Automation/Excellence)
it

"ঈদ মোবারক" 🌙⭐ঈদ আপনার জন্য আনন্দ, শান্তি ও সমৃদ্ধ বয়ে আনুক। 🤲🤲এই খুশির দিনে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শু...
10/04/2024

"ঈদ মোবারক" 🌙⭐
ঈদ আপনার জন্য আনন্দ, শান্তি ও সমৃদ্ধ বয়ে আনুক। 🤲🤲
এই খুশির দিনে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।






বর্তমান সময়কে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ । একটি স্মার্ট ফোন থাকলে পৃথিবী আমাদের হাতের মুঠোয়।যদি একটা স্মার্ট ফোন,ইন্টারন...
15/12/2023

বর্তমান সময়কে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ । একটি স্মার্ট ফোন থাকলে পৃথিবী আমাদের হাতের মুঠোয়।যদি একটা স্মার্ট ফোন,ইন্টারনেট কানেকশন আর আমরা যদি সময় টাকে কাজে না লাগাই তো এটা বিলাসিতা ছাড়া আর কিছু না।।
আমরা এমন এক জাতি যে অনলাইন গেমের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করতে পারি কিন্তু নিজ কিছু শিখে নিজের ক্যারিয়ারের উন্নতি করতে চাই না।
অনেকে আছে ডিজিটাল মার্কেটিং করার আগে বলে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া ডিজিটাল মার্কেটিং করা সম্ভব না। আমি নিজে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করি আর বড় কথা হচ্ছে আপনার শিখার চাহিদাটা কেমন।ভালো লাগা কি রকম।ভবিষ্যৎ এ কি করতে চান আর এসব ভাবনাই প্রধান কথা।যদি আপনার ইচ্ছে শক্তি থাকে তো মোবাইল ফোন দিয়ে অনেক দূরে যেতে পারবেন।
আপনি ফোন দিয়ে চেষ্টা করেন ।আপনার যদি ইচ্ছে শক্তি থাকে তো নিজের টাকায় কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারবেন।
ফ্রিল্যান্সিং শেখার জন্য কি কি লাগবে?
১/ একটা স্মার্ট ফোন
২/ ইন্টারনেট কানেকশন
৩/ ধৈর্য্য
৪/ নিজের প্রতি বিশ্বাস
৫/ সততা
৬/ সময়
এই কয়েকটি বিষয় যদি মানতে পারেন তো আপনি ও একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আপনার অনেক বাধা দানকারী থাকবে কিন্তু তাদের উপেক্ষা করে চলতে হবে।।। কারণ আপনাকে তো আপনার স্বপ্ন পূরণ করতে হবে।
অনেক এ কোর্স করার জন্য সম্পূর্ণ প্রস্তুত কি যখন কোর্স ফি বলা হয় তথন বলে এখন তো এত টাকা নাই বা বাসা থেকে তো দিবে না। কিন্তু অনলাইন গেম এ টপ আপ বা মোবাইল কেনার জন্য কিন্তু ঠিকই টাকা জোগাড় করে।
পৃথিবীতে ফ্রি তে কোনো কিছু পাওয়া যায় না। আমি কি কখনো কাউকে ফ্রিতে টিউশন ই করাবো? কখনো না। তাহলে সেই আমি যখন কোনো কিছু শিখতে যায় তখন ফ্রীতে খুঁজি। এটাই আমাদের প্রব্লেম। এই যুগে ৫-৬ হাজার টাকা ম্যানেজ করার মত অ্যাবিলিটি আমাদের সবার আছে। আমরা ২০-২৫ হাজার টাকা দিয়ে ফোন কিনতে পারি কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য কিছু টাকা খরচ করতে পারিনা। ব্যর্থতা আমাদের নিজের। নিজের ইচ্ছা , জেদ, সাহস, ধৈর্য্য দরকার। তাহলে সব কিছুই ম্যানেজ হয়ে যাবে। আর সেই আমি যেদিন সফল হবো সবাই আমার প্রশংসা করবে। এটাই বাস্তবতা। See less

16/11/2023

আমি এগিয়ে যাবো আপনার সহযোগিতায়
আপনি এগিয়ে যাবেন আমার সহযোগিতায়।

Follow back to back

09/08/2023

বাংলাদেশে যদি 'সাড়ে ছয়' লক্ষ ফ্রিল্যান্সার সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না।
আপনি ও পারবেন💪You can do too
তবে আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
আপনি চাকরিজীবী হন, বেকার হন, যে কোন পেশায় থাকেন না কেন।
যে কোন চাকরি করেন না কেন। চাইলে আপনিও একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারবেন। 😊
অযথা সময়টাকে নষ্ট না করে। আপনার মূল্যবান সময়টা কাজে লাগান।
Make expert yourself,start work and earn money.


02/08/2023

আসসালামু আলাইকুম,
বর্তমান সময়ের আলোচিত সম্ভাবনার নাম ফ্রিল্যানসিং। এই সেক্টরে কাজ করে লক্ষ লক্ষ মানুষ
সাবলম্বি হচ্ছে।
অনেকে আছি আমরা এই সেক্টরে আসার আগে একটা প্রস্ন চলে আসে..? সেটা হলো ফ্রিল্যানসিং এর কোন টপিক শিখলে আমি সফল হবো..!

তাদেরকে বলছি আজকে আপনি আপনার প্রস্নের উত্তর পেয়ে যাবেন এই পোস্টে ।

আমি আপনাদের মাঝে আজকে ফ্রিল্যানসিং এর কতগুলো টপিক নিয়ে আলোচনা করবো
যেটা আপনার ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

আজকে আমি ফ্রিল্যানসিং এর ৪টি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো সেগুলো হলো
১. ডাটা এন্ট্রি.।
২.গ্রাফিকস ডিজাইন।
৩.ডিজিটাল মার্কেটিং।
৪.সিপিএ মার্কেটি।

উপরের টপিকগুলোর যেকোন একটি টপিক শিখে আপনি আপনার ফ্রিল্যানসিং ক্যারিয়ার শুরু করতে পারবেন...।


01/08/2023

গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম,,,আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই !

সফলতার ভিত্তিতে আমাকে বিচার করোনা, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে।

সুখে থাকাই চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

31/07/2023

কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে....

বিশ্বাস করেন, আপনার ছোট্ট একটা চেষ্টাও আপনার ভাগ্য বদলে দিতে পারে।
টেবিলের ওপর রাখা গ্লাসের পানি আপনা-আপনি আমার মুখে এসে ঢুকবে না,উঠে বসুন,গ্লাস হাতে নেন,পান করুন।
তাই ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে ভাগ্য বদলের চেষ্টা করুন।

কারন মানুষ তাই পায়, যার জন্য সে চেষ্টা করে।
🤍

মানুষ যা চায় তাই কি পায়,,,,??

(সূরা: নাজম,,,আয়াত:২৪)

মানুষ তাই পায় যা সে চেষ্টা করে,,,,!

(সূরা: নাজম,,,আয়াত: ৩৯)
চেষ্টা আমার পক্ষ থেকে,,আর পূর্ণতা আসবে আল্লাহর পক্ষ থেকে,,
আমার চেষ্টার দৌড় যেখানে শেষ হবে,,, আল্লাহ পাকের সাহায্য সেখান থেকে শুরু হবে,,, সেটা আমার জন্য উত্তম হলে অবশ্যই আল্লাহ আমাকে দিবেন..... 🌺
তার জন‍্য আমাকে সব সময় চেষ্টা করে যেতে হবে। আর চেষ্টা করলে একদিন না একদিন পূর্ণতা আসবেই,,,,।
ইং শা আল্লাহ🖤
🌸
Freelancing

30/07/2023

নিজেকে নিয়ে আয়নার সামনে দাঁড়াও,
দেখো,
তুমি অবশ্যই Unique😊.

কি unique না?
ব্যস এইবার নিজেকে প্রমান করো💪।

তুমি জয়ী হবেই, মনে রাখবে,
এই যুদ্ধ নিজের সাথে লড়ে, নিজেকে পরাজীত করার যুদ্ধ, যেখানে প্রতিপক্ষ সবচেয়ে কাছের পরিচিত কেউ😎



✅তুমি বেকার!!?তোমার ২০ হাজার টাকা দিয়ে মোবাইল কিনার সময় টাকা হচ্ছে। কিন্তু ২ হাজার টাকা দিয়ে আজীবন মিয়াদি, অনলাইন বিজনেস...
30/07/2023

✅তুমি বেকার!!?

তোমার ২০ হাজার টাকা দিয়ে মোবাইল কিনার সময় টাকা হচ্ছে।
কিন্তু ২ হাজার টাকা দিয়ে আজীবন মিয়াদি, অনলাইন বিজনেস করার টাকা হয় না।

✅তুমি বেকার, তোমার দিনের পর দিন এমবি কিনে টিকটক দেখে টাকা খরচ করার টাকা হচ্ছে। কিন্তু সময়টাকে অনলাইনে কাজে লাগানোর সময় হয় না।

✅তুমি বেকার, তোমার মোবাইল টা গেম খেলে নষ্ট করে ঠিক করার সময় টাকা নষ্ট করতে ভাল্লাগছে। কিন্তু মোবাইল দিয়ে ইনকাম করতে ভালো লাগে না।

✅আসলে আমরা শুধু সময়টাকে নষ্ট করতে পারি, কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারি না।

✅আসুন আমরা অনলাইনে বিজনেস করি, নিজেকে গড়ে তুলি। এবং বেকারত্বকে দূর করি।

29/07/2023

মাত্র ৩১দিনে আপনার জিবনকে চেঞ্জ করে দেয়া সম্ভব ।
তবে আপনি আপনাকে প্রতিদিন ১০মি দিতে হবে আগামি ৩১দিন পর্যন্ত। এই ১০মিনিটে আপনাকে-
প্রতিদিন আপনি মাত্র ৪টা প্রশ্নের উত্তর খুজুন বা লিখুন:

১, আজকে আমি অনুভব করছি, কি অনুভব করছেন তা লিখুন।
২, আজকে আমি শিখেছি, কি শিখেছি লিখুন।
৩,আমি আজকের দিনে গর্বিত, কিসের জন্য গর্বিত লিখুন।
৪, আজকে আমি কমিটমেন্ট করছি, কি করবো লিখুন।

Address

Bogura Rajshahi
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhul It Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Bogura

Show All