বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বগুড়া। পৌরাণিক এবং প্রাচীনকালের ইতিহাসে বগুড়া দখল করে আছে এক গুরুত্বপূর্ণ স্থান। প্রাচীন পুন্ড্র রাজ্যের রাজধানী পুন্ড্রবর্ধনই হচ্ছে এ বগুড়া জেলা। মৌর্য, গুপ্ত, পাল, সেন প্রভৃতি রাজাদের প্রশাসনিক কেন্দ্র ছিল প্রাচীন জনপদ বগুড়া ।
বগুড়ার নামকরণের ইতিহাস সম্পর্কে যা জানা যায় তা হলো, সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা খান ১২৭৯ থেকে ১২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তাঁর নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছে বগরা বা বগুড়া।
ভৌগলিক অবস্থান : ৮৯.০০ ডিগ্রি পূর্ব থেকে ৮৯.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৪.৩০ ডিগ্রি উত্তর থেকে ২৫.১০ ডিগ্রি উত্তর অক্ষাংশে বগুড়া জেলা অবস্থিত।
সীমানা : উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, দক্ষিণে নাটোর ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে জামালপুর ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে জয়পুরহাট ও নওগাঁ জেলা।
আয়তন : ২৮৯৮ বর্গ কি: মি: গড় তাপমাত্রা : সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন ১১.৯ ডিগ্রি সে. গড় বৃষ্টিপাত : বাৎসরিক ১৬১০ মি.মি।
প্রধান নদীসমূহঃ
1. করতোয়া 2.বাঙ্গালী 3. যমুনা 4.নাগর
উপজেলা ও ইউনিয়ন
ইউনিয়ন নম্বর ইউনিয়ন এর নাম
বগুড়া সদর (Bogra sadar)
১ ফাঁপোর Fapore, ২ সাবগ্রাম Shabgram, ৩ নিশিন্দারা Nishindara, ৪ এরুলিয়া Erulia, ৫ রাজাপুর Rajapur, ৬ শাখারিয়া Shakharia, ৭ শেখেরকোলা Sekherkola, ৮ গোকুল Gokul, ৮ নুনগোলা Noongola, ১০ লাহিড়ীপাড়া Lahiripara, ১১ নামুজা Namuja
গাবতলি (Gabtali)
১ কাগইল Kagail, ২ সোনারায় Sonarai, ৩ রামেশ্বরপুর Rameshwarpur, ৪ নাড়ুয়ামালা Naruamala, ৫ নেপালতলী Nepaltali, ৬ দূর্গাহাটা Durgahata, ৭ গাবতলি Gabtali, ৮ মহিষাবান Mahishaban, ৯ নশিপুর Nasipur, ১০ বালিয়াদিঘী Baliadighi, ১১ দক্ষিণপাড়া Dakshinpara
শেরপুর (Sherpur)
১ কুসুম্বী Kusumbi, ২ গাড়িদহ Garidaha, ৩ খামারকান্দি Khamarkandi, ৪ খানপুর Khanpur, ৫ মির্জাপুর Mirzapur, ৬ বিশালপুর Bishalpur, ৭ ভবানীপুর Bhabanipur, ৮ সুঘাট sughat, ৯ সীমাবাড়ি Shimabari, ১০ শাহবন্দেগী Shahbondegi
কাহালু (Kahaloo)
১ বীরকেদার Birkedar, ২ কালাই Kalai, ৩ পাইকড় Paikar, ৪ নারহট্ট Narhatta, ৫ মুরইল Murail, ৬ কাহালু Kahaloo, ৭ দূর্গাপুর Durgapur, ৮ জামগ্রাম Jamgaon, ৯ মালঞ্চা Malancha
শাজাহানপুর(Shajahanpur)
১ আশেকপুর Asekpur, ২ মাদলা Madla, ৩ মাঝিড়া Majhira, ৪ আড়িয়া Aria, ৫ খরনা Kharna, ৬ গোহাইল Gohail, ৭ খোট্টাপাড়া Khottapara, ৮ চোপিনগর Chopinagar, ৯ আমরুল Amrul
শিবগঞ্জ (Shibgonj)
১ ময়দানহাটা Maidanhata,২ কিচক Kichok, ৩ আটমুল Atmul, ৪ পিরব Pirob, ৫ মাঝিহট্ট Majhihatta, ৬ বুড়িগঞ্জ Burigang, ৭ বিহার Bihar, ৮ শিবগঞ্জ Shibgonj, ৯ দেউলি Deuli, ১০ সৈয়দপুর Saidpur, ১১ মোকামতলা Mokamtola, ১২ রায়নগর Roynagar
ধুনট (Dhunat)
১ নিমগাছি Nimgachi, ২ কালেরপাড়া Kalerpara, ৩ চিকাশী Chikashi, ৪ গোসাইবাড়ী Gossaibari, ৫ ভান্ডারবাড়ী Bhandarbari, ৬ ধুনট Dhunat, ৭ এলাঙ্গী Elangi, ৮ চৌকিবাড়ী Chiwkibari, ৯ মথুরাপুর Mothurapur, ১০ গোপালনগর Gopalnagar
নন্দিগ্রাম (Nandigram)
১ বুরইল Burail, ২ নন্দিগ্রাম Nandigram, ৩ ভাটরা Bhatra, ৪ থালতা মাঝগ্রাম Thaltamajhgram, ৫ ভাটগ্রাম Bhatgram
সোনাতলা (Sonatola)
১ সোনাতলা Sonatola, ২ বালুয়া Balua, ৩ দিগদাইড় Digdair, ৪ জোড়গাছা Jorgachha, ৫ মধুপুর Madhupur, ৬ তেকানী চুকাইনগর Tekani chukainagar, ৭ পাকুল্লা Pakulla
আদমদিঘি (Adamdighi)
১ ছাতিয়ানগ্রাম Chhatiangram, ২ নশরতপুর Nasaratpur, ৩ আদমিদিঘি Adamdighi, ৪ কুন্দগ্রাম Kundagram, ৫ চাঁপাপুর Chapapur, ৬ সান্তাহার Shantahar
দুপচাঁচিয়া (Dupchanchia)
১ জিয়ানগর Zianagar, ২ চামরুল Chamrul, ৩ দুপচাঁচিয়া Dupchanchia, ৪ গুনাহার Gunahar, ৫ গোবিন্দপুর Gobindapur, ৬ তালোড়া Talora
সারিয়াকান্দি (Sariakandi)
১ চালুয়াবাড়ি Chaluabari, ২ কামালপুর Kamalpur, ৩ নারচী Narchi, ৪ হাটশেরপুর Hatsherpur, ৫ কাজলা Kazla, ৬ সারিয়াকান্দি Sariakandi, ৭ ফুলবাড়ি Fulbari, ৮ কুতুবপুর Kutubpur, ৯ কর্নিবাড়ি Karnibari, ১০ চন্দনবাইশা Chandanbaisha, ১১ বোহাইল Bohali, ১২ ভেলাবাড়ি Bhelabariভৌগলিক পরিচিতি
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বগুড়া। পৌরাণিক এবং প্রাচীনকালের ইতিহাসে বগুড়া দখল করে আছে এক গুরুত্বপূর্ণ স্থান। প্রাচীন পুন্ড্র রাজ্যের রাজধানী পুন্ড্রবর্ধনই হচ্ছে এ বগুড়া জেলা। মৌর্য, গুপ্ত, পাল, সেন প্রভৃতি রাজাদের প্রশাসনিক কেন্দ্র ছিল প্রাচীন জনপদ বগুড়া ।
বগুড়ার নামকরণের ইতিহাস সম্পর্কে যা জানা যায় তা হলো, সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা খান ১২৭৯ থেকে ১২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তাঁর নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছে বগরা বা বগুড়া।
ভৌগলিক অবস্থান : ৮৯.০০ ডিগ্রি পূর্ব থেকে ৮৯.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৪.৩০ ডিগ্রি উত্তর থেকে ২৫.১০ ডিগ্রি উত্তর অক্ষাংশে বগুড়া জেলা অবস্থিত।
সীমানা : উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, দক্ষিণে নাটোর ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে জামালপুর ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে জয়পুরহাট ও নওগাঁ জেলা।
আয়তন : ২৮৯৮ বর্গ কি: মি: গড় তাপমাত্রা : সর্বোচ্চ