VOB - Voice of Bogura

VOB - Voice of Bogura “Not all statements that are truthful are useful.”

29/11/2022
28/11/2022
27/11/2022
26/11/2022
26/11/2022
24/11/2022
23/11/2022
21/11/2022
20/11/2022
19/11/2022
18/11/2022
18/11/2022

আর্জেন্টিনার সমর্থকদের দেখিয়ে দিলেন ব্রাজিল সমর্থকরা

বগুড়া থেকে রপ্তানি তালিকায় যুক্ত হয়েছে নারীর কৃত্রিম চুলবিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতেও রপ্তানি তালিকায় ন...
23/10/2022

বগুড়া থেকে রপ্তানি তালিকায় যুক্ত হয়েছে নারীর কৃত্রিম চুল

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতেও রপ্তানি তালিকায় নতুন নতুন পণ্য যুক্ত হচ্ছে। যেমন গত ফেব্রুয়ারি মাস থেকে রপ্তানি হচ্ছে নারীর ব্যবহার্য কৃত্রিম চুল (সিনথেটিক হেয়ার গুডস)। রপ্তানির পরিমাণ প্রায় ৬১ হাজার ডলার।

বগুড়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আ...
23/10/2022

বগুড়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা সাত বছরের শিশু মাহিকে স্কুল থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৪ ডিসেম্বর নশরতপুর গ্রামে ইসলামি জালসা চলাকালে আসামিরা শিশু মাহি উম্মে তাবাসসুমকে বাদাম কিনে দেওয়ার কথা বলে পাশের স্কুলে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ বাঁশঝাড়ে ফেলে দেন। ওই ঘটনায় শিশু মাহির বাবা বাদী হয়ে মামলা করলে আদালত এই রায় দেয়।

Source:

কাক ডাকা ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারায় রংপুর- বগুড়া মহাসড়কের কলার হাটে  ক্রেতা বিক্রেতাদের  কেনা-বেচায় মুখরিত হ...
23/10/2022

কাক ডাকা ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারায় রংপুর- বগুড়া মহাসড়কের কলার হাটে ক্রেতা বিক্রেতাদের কেনা-বেচায় মুখরিত হয়ে ওঠে। চাঁপা কলা এক কাঁদি ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়ে থাকে। এক কাঁদিতে প্রায় দেড়শত থেকে ২০০ কলা থাকে। খুচরা বাজারে এ কলা ১৫ থেকে ২০ টাকা হালি(৪ টা) আবার ৬০ টাকা কেজিতে বিক্রি হয়ে থাকে। সাগার ও রঙিন সাগার কলা দামও প্রায় একই রকম। তবে কৃষক সপরী কলার দামভালো পেয়ে থাকেন।


হালকা প্রকৌশলশিল্পবগুড়ায় তৈরি হচ্ছে ২ হাজার রকমের যন্ত্রপাতিদেশে-বিদেশে এখন বগুড়ার কৃষি ও হালকা প্রকৌশলশিল্পের ব্যাপক সু...
23/10/2022

হালকা প্রকৌশলশিল্প
বগুড়ায় তৈরি হচ্ছে ২ হাজার রকমের যন্ত্রপাতি

দেশে-বিদেশে এখন বগুড়ার কৃষি ও হালকা প্রকৌশলশিল্পের ব্যাপক সুনাম। এই শিল্প খুব কম সময়ের মধ্যেই অনেক উদ্যোক্তার ভাগ্য বদলে দিয়েছে। কেউ কেউ শূন্য থেকে কোটিপতি ব্যবসায়ী হয়েছেন। তাঁদের কারখানা ও ওয়ার্কশপগুলোয় কর্মসংস্থান হয়েছে এক লাখের বেশি শ্রমিকের। বগুড়ার কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশলশিল্প অনেক উদ্যোক্তা ও শ্রমিকের ভাগ্য বদলে দিয়েছে। কিন্তু সম্ভাবনাময় খাতটি এখন সংকটে।

Soure:
📸 #সোয়েল_রানা

বগুড়ায় চাষকৃত বাঁধাকপি রপ্তানী হচ্ছে ছয়টি দেশে। ভালোমানের বাঁধাকপি প্রক্রিয়াজাত করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, নেপাল, ...
22/10/2022

বগুড়ায় চাষকৃত বাঁধাকপি রপ্তানী হচ্ছে ছয়টি দেশে। ভালোমানের বাঁধাকপি প্রক্রিয়াজাত করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, নেপাল, শ্রীলঙ্কা ও সৌদি আরবে যাচ্ছে। বাঁধাকপির পাশাপাশি বিদেশের বাজের চাহিদার সৃষ্টি করেছে বগুড়ার আলুও।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট (সিএমএ) কোর্স চালু হচ্ছে। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমে...
22/10/2022

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট (সিএমএ) কোর্স চালু হচ্ছে। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কোর্স চালুর বিষয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

আড়াই বছরের এই কোর্সটির ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২ হাজার টাকা। কেউ নিজে উদ্যোক্তা হতে চাইলে কোর্স সস্পন্ন করতে পারবেন। আগামী ২০২৩-২৪ শিক্ষা বছর থেকে ১০০ আসনে সরকারি আজিজুল হক কলেজের নতুন স্টাডি সেন্টারে সিএমএ কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

যানবাহন চলাচলের সুবির্ধাতে সরকার বগুড়া-নাটোর ৬২ কিলোমিটার মহাসড়ক ৭০০ কোটি টাকা ব্যয়ে ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৪ ফুট চওড়া করছে...
22/10/2022

যানবাহন চলাচলের সুবির্ধাতে সরকার বগুড়া-নাটোর ৬২ কিলোমিটার মহাসড়ক ৭০০ কোটি টাকা ব্যয়ে ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৪ ফুট চওড়া করছে। এ সড়কটিতে দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের ১৫ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৩ জেলার যোগাযোগ রয়েছে। এ মহাসড়কে প্রথম বারের মত রিফ্লেকটিভ রোড স্টাড লাইট স্থাপন করা হয়েছে।

10/10/2022

বগুড়ায় দীর্ঘ ১৯ বছর পর শাহজাহান হত্যা মামলার রায়ে আদালত শেখেরকোলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রশিদ মৃধা সহ ১১জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when VOB - Voice of Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like