Hamar Bogra

Hamar Bogra সমাজের কিছু বাস্তব চিত্র বগুড়ার আঞ্চলিক ভাষায় নাটকের মাধ্যমে তুলে ধরা

মনে রাখতে হবে
05/02/2024

মনে রাখতে হবে

02/02/2024

রিক্সাত উটে এনা ঢাকা শহরোত ঘুরিচ্চি

সরিষার ভিউ......
01/02/2024

সরিষার ভিউ......

বগুড়ার ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া। মৌর্যযুগে এটি পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। বগুড়ার প্রা...
31/01/2024

বগুড়ার ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া। মৌর্যযুগে এটি পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। বগুড়ার প্রাচীন নাম পৌণ্ড্রবর্ধন ও এটি বরেন্দ্রভূমি বলে খ্যাত অঞ্চলের অংশবিশেষ। আজকের রাজশাহীও এই অঞ্চলভুক্ত ছিল। অঞ্চলটি ৯ থেকে ১২ শতক সেন রাজাদের দ্বারা শাসিত হয়। পরে ১৩শ শতকের শুরুতে তা মুসলিম শাসকদের অধীনে আসে। ১৩শ শতকের শুরুতে এই এলাকা মুসলিম শাসকদের হাতে যায়। তারপরও সেন বংশের নৃপতিরা সামন্তপ্রধান হিসাবে প্রায় ১০০ বছর শাসনকার্য চালায়। এরপর অচ্যুত সেনের আচরণে রাগান্বিত হয়ে গৌড়ের বাহাদুর শাহ (?-১৫৩৭) সেনদের বিতাড়িত করেন।[৩] ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া ৭ নং সেক্টরের অধীনে ছিল।

দর্শনীয় স্থান:-

মহাস্থানগড়
গোকুল মেধ (বেহুলার বাসরঘর)
ভাসু বিহার
শীলাদেবীর ঘাট
গোবিন্দভিটা
প্রেম যমুনার ঘাট (সারিয়াকান্দি)
রাজা পরশুরামের বাড়ি
জীয়ত কুণ্ড
শাহ সুলতান বলখি (রহ.) এর মাজার
মহাস্থানগড় যাদুঘর
যোগীর ভবণ
‍‍‌নুর‌ইল বিল, শেখেরকোলা,বগুড়া
ভীমের জাঙ্গাল
খেরুয়া মসজিদ
নবাব বাড়ি (সাবেক নীল কুঠির)
বিজয়াঙ্গন যাদুঘর, বগুড়া সেনানিবাস, শাজাহানপুর (মুক্তিযুদ্ধভিত্তিক)
শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম,
পল্লী উন্নয়ন একাডেমী, শেরপুর,
বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ,
মম-ইন, ঠেঙ্গামারা, বগুড়া সদর
হোটেল নাজ গার্ডেন, ছিলিমপুর, বগুড়া সদর
পর্যটন মোটেল, বনানী, বগুড়া সদর
ওয়ান্ডারল্যান্ড পার্ক, বগুড়া সদর
মম-ইন ইকো পার্ক, ঠেঙ্গামারা, বগুড়া সদর
রানার প্লাজা (শপিংমল), বগুড়া সদর।
পৌরপার্ক [সাতমাথা,বগুড়া]
জিয়া বাড়ি [শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্মস্থান, বাগবাড়ি, গাবতলী উপজেলা, বগুড়া ]
নলডুবী মাজার শরীফ ( বগুড়া শহর থেকে ২২ কি.মি. দূরে কাহালু উপজেলাধীন নলডুবী গ্রামে অবস্থিত।)

তথ্য সংগ্রহ ও ছবি :-উইকিপিডিয়া।

বগুড়া সাতমাথা 1965 সালে আর এখন ২০২৩ সালে
30/01/2024

বগুড়া সাতমাথা 1965 সালে আর এখন ২০২৩ সালে

05/11/2023
মেট্রো রেলের গল্প পাবেন প্রথম কমেন্টে- মজা নিন  হাসতে থাকুন---
12/10/2023

মেট্রো রেলের গল্প পাবেন প্রথম কমেন্টে-
মজা নিন হাসতে থাকুন---

08/10/2023

ঢাকার বিখ্যাত বাকরখানি তৈরি কেমনে করে জানেন কি ? না জানলে বগুড়ার আঞ্চলিক ভাষায় বর্ণনাটা শোনেন

ইউটিউব লিংক কমেন্টে :

06/10/2023

বৃষ্টির দিনে মুড়ি মাখার আঞ্চলিক ভাষায় বর্ণনা শুনে হাসতে হাসতে.....
ইউটিউব লিংক কমেন্টে --

04/10/2023

বগুড়ার আঞ্চলিক ভাষায় পিকনিকের বর্ণনা শুনে হাসতে হাসতে পেটে খিল l হাসি থামাতে পারবেন তো ?

ইউটিউব লিংক কমেন্টে----

গ্রামের মজার পিকনিক l আঞ্চলিক ভাষায় বর্ণনা শুনে বেহুশ অবস্থা l বগুড়ার আঞ্চলিক ভাষাভিডিও লিংক প্রথম কমেন্টে :
04/10/2023

গ্রামের মজার পিকনিক l আঞ্চলিক ভাষায় বর্ণনা শুনে বেহুশ অবস্থা l বগুড়ার আঞ্চলিক ভাষা
ভিডিও লিংক প্রথম কমেন্টে :

সুখবর!!!হামার বগুড়া টিম খুব তাড়াতাড়ি লতুন কিছু লিয়ে আসিচ্চে। যারা অভিনয় করতে আগ্রহী যোগাযোগ করেন 01750048537 এই নাম্বারে...
27/09/2023

সুখবর!!!
হামার বগুড়া টিম খুব তাড়াতাড়ি লতুন কিছু লিয়ে আসিচ্চে। যারা অভিনয় করতে আগ্রহী যোগাযোগ করেন 01750048537 এই নাম্বারে।

হামার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা "ঈদ মুবারাক"
28/06/2023

হামার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা "ঈদ মুবারাক"

21/09/2022

আবারো আসিচ্চি হামরা লতুন অভিনয় লিয়ে।হাসার জন্যে দাত ঘুসে থোন😁😁😁

14/07/2022

গ্রাম দেখা পর্ব ১
অসাধারণ মুরগির বাচ্চা

অসাধারণ একটি গজল না শুনলে মিসলিংক দেয়া আছে কমেন্টসেইউটিউব এবং ফেসবুক দুইটারই লিঙ্ক দিয়ে দিলাম দেখুন কত অসাধারণ
14/06/2022

অসাধারণ একটি গজল না শুনলে মিস
লিংক দেয়া আছে কমেন্টসে
ইউটিউব এবং ফেসবুক দুইটারই লিঙ্ক দিয়ে দিলাম
দেখুন কত অসাধারণ

Address

Banani, Bogra
Bogura
5800

Telephone

+8801750048537

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamar Bogra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Broadcasting & media production in Bogura

Show All

You may also like