এগ্রো গ্রো

এগ্রো গ্রো আসসালামু আলাইকুম

সকল ধরনের কৃষি বিষয়ে ও পরামর্শ ভিডিও পাবেন
ফলো লাইক করবেন 🌱💖

ধন্যবাদ 💖🥰

14/01/2025

#ব্রেকিং_নিউজ
বগুড়া শিবগঞ্জ জমির লোভ দেখিয়ে চাচা শ্বশুড়র ভাতিজা বউ এর সাথে অসামাজিক কার্যকলাপ। বিয়ের দাবীতে চাচা শ্বশুড়ের বাড়িতে অনশন।

01/01/2025

যেকোনো বীজ কেনার আগে এই কয়টা কৌশল মাথায় রাখে তারপরে বিষ কিনবেন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন

নতুন বছরের শুভেচ্ছা 🌱💝
31/12/2024

নতুন বছরের শুভেচ্ছা 🌱💝

29/12/2024

প্রাইমারি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা আপওিকর আপত্তিকর অবস্থায় আটক।

বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন

সবাই একটা করে ফলো করবেন। ধন্যবাদ

27/12/2024

শিবগঞ্জে এক সন্তানের মায়ের অনশন
--------------------------------------------------------
বগুড়ার শিরবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন বড় বেলঘড়িয়া গ্রামে বিয়ের দাবীতে এক সন্তানের মায়ের অনশণ !বিয়ের দাবীতে।

প্রিয় বন্ধু সাবধান হয়ে যাও 😅

23/12/2024

সঠিক নিয়মে সিডলিং ট্রে চারা তৈরি 🌱💝

18/12/2024

ভারতে মসজিদ ভেঙ্গে ফেলার দৃশ্য। গ্রামবাসীর মাঝে কান্নার ভূমিকা।
হে আল্লাহ আপনি মুসলমানদের সাহায্য করুন 🤲 আমীন।দয়া করে সবাই একটা করে শেয়ার করবেন #আল্লাহ #রক্ষা #করুন

07/12/2024

শীতকালে শসা চাষ পদ্ধতি 🥒







06/12/2024

লাউয়ের দ্বিগুণ ফলনে এভাবে টবে লাউ চাষ করুন

🥑 এই রকম কৃষি বিষয়ে ভিডিও পেতে ফলো করুন #লাউ #এগ্রো_গ্রো







01/12/2024

অধিক ফলনের জন্য শসা গাছ যেভাবে প্রুনিং করতে হয় | How to prune cucumber plants for better production.

#শসা #সবজি







29/11/2024

সবজি চারা রোপণের আগে শোধন পদ্ধতি | Vegetables sapling treatment before planting.

#চারা_শোধন #চারা #এগ্রো_গ্রো

29/11/2024

বীজ আলুর দাম বেশি হয় কৃষকেরা যা করতেছে 😅

#আলু #আলুরবাজার #আলুবীজ‌ #আলুরোপন




#এগ্রো_গ্রো

বালতিতে আলু চাষ।💚©নানারকম গাছের চারা গিফট পেতে এগ্রো গ্রো  পেজে ফলো দিয়ে রাখুন। কৃষি বিষয়ে সব ধরনের পরামর্শ পাবেন এই  প...
28/11/2024

বালতিতে আলু চাষ।💚©
নানারকম গাছের চারা গিফট পেতে এগ্রো গ্রো পেজে ফলো দিয়ে রাখুন।
কৃষি বিষয়ে সব ধরনের পরামর্শ পাবেন এই পেজে ধন্যবাদ #এগ্রো_গ্রো

তরমুজ চাষ 🍉🍉🍉 এক নজরেতরমুজ চাষ বাংলাদেশে একটি জনপ্রিয় ও লাভজনক কৃষি কাজ। গরমের দিনে এর চাহিদা বেড়ে যাওয়ায় চাষিরা ভাল...
28/11/2024

তরমুজ চাষ 🍉🍉🍉
এক নজরে
তরমুজ চাষ বাংলাদেশে একটি জনপ্রিয় ও লাভজনক কৃষি কাজ। গরমের দিনে এর চাহিদা বেড়ে যাওয়ায় চাষিরা ভালো ফলন পেতে পারেন। তবে সফল চাষের জন্য কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
জমি প্রস্তুতি:
* মাটি: দোআঁশ বা বেলে দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী।
* জমি চাষ: ভালোভাবে জমি চাষ করে মৃদু করে নিতে হবে।
* সার প্রয়োগ: জৈব সার ও রাসায়নিক সারের মিশ্রণ দিতে হবে।
বীজ বপন বা চারা রোপণ:
* বীজ বপন: ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে বীজ বপন করা হয়।
* চারা রোপণ: চারা তৈরি করে রোপণ করলে ফলন ভালো হয়।
* দূরত্ব: চারাগুলোর মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখতে হবে।
পরিচর্যা:
* সেচ: নিয়মিত সেচ দিতে হবে।
* গাছ ছাঁটাই: অতিরিক্ত শাখা ছাঁটাই করে ফলন বাড়ানো যায়।
* পোকা-মাকড় দমন: পোকা-মাকড়ের আক্রমণ থেকে গাছ রক্ষা করতে হবে।
* ফল সংগ্রহ: ফল পাকলে সাবধানে সংগ্রহ করতে হবে।
বিভিন্ন জাত:
* স্বাদ: মিষ্টি, খাঁটি, সুগন্ধি ইত্যাদি বিভিন্ন স্বাদের তরমুজ পাওয়া যায়।
* আকার: ছোট, মাঝারি ও বড় আকারের তরমুজ পাওয়া যায়।
* রং: লাল, গোলাপি, হলুদ ইত্যাদি বিভিন্ন রঙের তরমুজ পাওয়া যায়।
চ্যালেঞ্জ ও সমাধান:
* রোগ: পাতার দাগ, পচন ইত্যাদি রোগ হতে পারে।
* পোকা: পাতার বিটল, জাব পোকা ইত্যাদি পোকার আক্রমণ হতে পারে।
* সমাধান: উপযুক্ত কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করে রোগ ও পোকা দমন করা যায়।

মো: মেহেদী হাসান সৈকত

এগ্রো গ্রো

28/11/2024

ফ্যাক্টরির মতো রেডিমেড কোকোপিট বাড়িতে তৈরি পদ্ধতি | How to making cocopeat at home.

#কোকোপিট #কোকোডাস্ট

এরকম কৃষি বিষয়ে ভিডিও জানতে এগ্রো গ্রো পেজ টা কে ফলো করবেন 😊

বিজলী ২০২০ মরিচ  একটি জনপ্রিয় পছন্দবিজলী ২০২০ মরিচ হলো বাংলাদেশের কৃষকদের কাছে একটি জনপ্রিয় পছন্দ। এর উচ্চ ফলন এবং রোগ...
27/11/2024

বিজলী ২০২০ মরিচ

একটি জনপ্রিয় পছন্দ
বিজলী ২০২০ মরিচ হলো বাংলাদেশের কৃষকদের কাছে একটি জনপ্রিয় পছন্দ। এর উচ্চ ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একে অনন্য করে তুলেছে।
বিজলী ২০২০ মরিচের বিশেষ বৈশিষ্ট্য:
✅সারা বছর চাষ: এই জাতটি সারা বছর চাষ করা যায়, যার ফলে কৃষকরা বছরের যেকোন সময় এই মরিচ চাষ করে লাভবান হতে পারেন।
✅উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল: বিজলী ২০২০ মরিচ উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহ্য করতে পারে, ফলে গ্রীষ্মকালেও এটি সফলভাবে চাষ করা যায়।
✅রোগ প্রতিরোধ ক্ষমতা: এই জাতটি ভাইরাস ও ঝিমিয়ে পড়া রোগের প্রতিরোধ ক্ষমতা রাখে, যা কৃষকদের জন্য একটি বড় সুবিধা।
✅দ্রুত ফলন: এই মরিচের ফলন দ্রুত হয়। মাত্র ৪৫-৫০ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়।
✅উচ্চ ফলন: একর প্রতি ১৫-১৬ টন পর্যন্ত ফলন পাওয়া যায়।
বিজলী ২০২০ মরিচ কেনার জন্য

মো: মেহেদী হাসান (সৈকত)

কৃষি বিষয়ে জানতে ফলো করেন

27/11/2024

তিন দিনের ভিতরে ধনিয়া জার্নিশন 🌱🌱

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when এগ্রো গ্রো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এগ্রো গ্রো:

Videos

Share

Category