25/03/2024
সৌন্দর্যের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম।
তবে সেই মানুষ অবশ্যই সুন্দর যে নিজেকে নিয়ে কনফিডেন্ট। যাঁর মধ্যে নিজেকে "সুন্দর" বলা, ও "সুন্দর" ভাবার ক্ষমতা রয়েছে। Self obsession ভালো।🧡
কে কী বলল সেসব তো পরের কথা! 🤷♀️
আয়নার সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে যে নিজের দিকে চেয়ে থাকে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া তাঁর সৌন্দর্য বিচার করার ক্ষমতা কারো নাই।❤