Cameraman Vai

Cameraman Vai অনেক কিছুই করতে চাই!

25/11/2023

বিংশ শতাব্দী ফুরিয়ে গেলেও কখনো মুগ্ধতা হারাবে না!🖤

09/11/2023
31/10/2023

বগুড়ায় পুলিশ ও বিএনপির সং'ঘ'র্ষ

31/10/2023

বগুড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সং'ঘ'র্ষ

29/10/2023

বগুড়ায় হরতালে বিএনপি আওয়ামীলীগ দ্বিতীয় দফায় সংঘর্ষ চলছে...

01/10/2023

জনসচেতনতা মূলক পোস্ট🙂

21/09/2023

সারিয়াকান্দি❤️

06/08/2023

আসবো বলেও গেছে ফিরে জীবনের শেষ ট্রেন তুমি কারশেডে দাঁড়িয়ে ছিলে তাও, থামাতে চাওনি ট্রেন!!

05/08/2023

যে মাটিকে ইচ্ছে মত করে সাজানো যায়..
যুগ যুগ ধরে জ্বলন্ত আগুনে পোড়া লোহা!

১ মিনিট ৩০ এর ফিল্ম ঈদে আসছে....
22/06/2023

১ মিনিট ৩০ এর ফিল্ম
ঈদে আসছে....

21/06/2023

প্রতিদিন চাইনিজ খাওয়ালেও ১৫ লক্ষ টাকা? কিভাবে সম্ভব?
Surah Agro Farm

08/06/2023

সব কিছুই কৃত্রিম, প্রকৃতি ই হল একমাত্র ঈশ্বরের তৈরি নিজস্ব শিল্প।

07/06/2023

মাঠে ঘাটে-শ্রমসঙ্গী নানাজাতি ধর্মের বসতি
চিরদিন বাংলাদেশ

04/06/2023

মা❤️

03/05/2023

একদিন দিন চলে যাবে মৌসুম ফুরাবে,
জরা আর খরায় পীড়িত খাঁ খাঁ
অকর্ষিত ওলো জমি
কেঁদে-কেটে কৃষক পাবে না !
-হেলাল হাফিজ

04/04/2023

মা_আমি এলাম তোমার কোলে,
তোমার ছায়ায় তোমার মায়ায়‪ মানুষ ‬হব বলে!

26/03/2023

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤️
লোকেশন: পুলিশ লাইন বগুড়া৷

22/03/2023

সরাসরি : রাতের গানের আড্ডায়....

22/03/2023

রাতে গানের আড্ডায় ....

15/03/2023

বগুড়ার দই বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়া জেলার বিখ্যাত মিষ্টি। দধি বা দই হল এক ধরনের দুগ্ধজাত খাদ্য যা দুধের ব্যাক্টেরিয়া গাঁজন হতে প্রস্তুত করা হয়। সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও স্বাদে ও গুণে অতুলনীয় হওয়ায় বগুড়ার দই দেশ ও দেশের বাইরে খুব জনপ্রিয়।

প্রাচীনকাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ শহুরে মানুষের বাড়িতে নিত্য দিনের সাংসারিক কাজে ব্যবহার হতো মাটির তৈরি পণ্য।...
27/02/2023

প্রাচীনকাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ শহুরে মানুষের বাড়িতে নিত্য দিনের সাংসারিক কাজে ব্যবহার হতো মাটির তৈরি পণ্য। আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারাতে বসেছে মাটির তৈরি পণ্যের ব্যবহার। মাটির তৈরি জিনিসপত্রের বিকল্প হিসেবে এ যুগের মানুষ ব্যবহার করছে প্লাস্টিক ও মেলামাইন। তবে আধুনিক যুগে থেকেও কিছু সংখ্যক মানুষ এখনো মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার ভুলে যাননি। মৃৎ শিল্পীরা তাদের পৈত্রিক সূত্রে পাওয়া মাটির কাজ করে এখনো টিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু মাটির তৈরি পণ্যের ক্রেতা এবং সঠিক মূল্যায়ন না থাকায় ধীরে ধীরে মৃৎ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকতে শুরু করেছে।

মৃৎ শিল্পীদের মনে কথা নিয়ে ফিরছি শিগগিরই...


বাবা কী করেন, কিংবা বাবার পেশা সম্পর্কে জানতে চান, এমন প্রশ্নের মুখোমুখি হয়তো কমবেশি সবাইকেই হতে হয়। কেউ যখন এমন প্রশ্ন ...
26/02/2023

বাবা কী করেন, কিংবা বাবার পেশা সম্পর্কে জানতে চান, এমন প্রশ্নের মুখোমুখি হয়তো কমবেশি সবাইকেই হতে হয়। কেউ যখন এমন প্রশ্ন জিজ্ঞাসা করেন, তখন খুব গর্ব করেই বলি, আমার বাবা একজন কৃষক। এটি আমার কাছে গর্বের ব্যাপার। আমি নিজেও শহরে আসার আগ পর্যন্ত বাবার কৃষিকাজে মাঝেমধ্যে সাহায্য-সহযোগিতা করেছি।

সূর্য পৃথিবীর সকল শক্তির উৎস। আমার বাবা হচ্ছেন আমার ‘সূর্য’। আমার সকল শক্তির উৎস। শত অন্ধকার থেকে যিনি আমাকে আগলে রাখেন। মধ্যবিত্ত পরিবার হওয়ায় খুব স্বাভাবিকভাবেই অভাব-অনটন লেগে থাকে আমাদের সংসারে। বাবার সামান্য আয়, তা-ই দিয়ে তিনি সংসারের ভরণপোষণ করেন। এ নিয়ে অবশ্য বাবার কোনো আফসোসও নেই। সব সময় আমাদের ভাইবোনদের প্রায় সব সাধ-আহ্লাদ পূরণ করার চেষ্টা করেন। নিজে কষ্ট ভোগ করেন, তবুও আমাদের সুখে-শান্তিতে রাখার চেষ্টা করেন।

আমি বাবার কাছ থেকে সংগ্রাম করে বেঁচে থাকতে শিখেছি। আমার বাবা সুন্দর আগামীর স্বপ্ন দেখেন। তাঁর সন্তানেরা ভালো কিছু করবে সেই স্বপ্ন দেখেন। বাবার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি, সেটিই আমার চাওয়া। বাবা যেমন আমার গর্বের ধন। আমিও যেন তেমনি তাঁর গর্বের ধন হতে পারি। সব সময় ভালো থাকুক আমার বাবা।

ছবিঃবিধান

বাবা মাঠে সরিষা কেটে ভ্যানে তুলে দিচ্ছেন, আর দিনা সেই ভ্যান চালিয়ে বাড়ির উঠানে  নিয়ে যাচ্ছে৷ ছবিঃবিধান
25/02/2023

বাবা মাঠে সরিষা কেটে ভ্যানে তুলে দিচ্ছেন, আর দিনা সেই ভ্যান চালিয়ে বাড়ির উঠানে নিয়ে যাচ্ছে৷
ছবিঃবিধান

সাইকেল মানে স্মৃতি। স্মৃতি মানে কবিতা। সাইকেল মানে তাই কবিতা। ‘কবিতা তো কৈশোরের স্মৃতি।সে তো ভেসে ওঠা ম্লানআমার মায়ের মু...
23/02/2023

সাইকেল মানে স্মৃতি। স্মৃতি মানে কবিতা। সাইকেল মানে তাই কবিতা।

‘কবিতা তো কৈশোরের স্মৃতি।
সে তো ভেসে ওঠা ম্লান
আমার মায়ের মুখ; নিম ডালে
বসে থাকা হলুদ পাখিটি
পাতার আগুন ঘিরে রাতজাগা
ছোট্ট ভাইবোন
আব্বার ফিরে আসা, সাইকেলের ঘণ্টাধ্বনি
—রাবেয়া রাবেয়া
ছবি: বিধান৷

15/02/2023

ইছামতি নদীর তীরে পোড়াদহ নামক স্থানে প্রতি বছর যে মেলা বসে তাই পোড়াদহ মেলা নামে পরিচিত। বাংলাদেশে গ্রামীণ মেলাসেমূহের মধ্যে বগুড়ার পোড়াদহ মেলা অন্যতম।

#পোড়াদহ মেলা নিয়ে ফিরছি শিগগিরই!

যমুনা নদী বেষ্টিত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চলের শুষ্ক মৌসুমে একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। কৃষকের কষ্টে ফলানো ...
12/02/2023

যমুনা নদী বেষ্টিত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চলের শুষ্ক মৌসুমে একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। কৃষকের কষ্টে ফলানো ফসল বাজারজাত করতে যমুনা নদীর পার হওয়ার আগেই কয়েক কিলোমিটারের বালুচর পাড়ি দিতে ঘোড়ার গাড়ির কোনো বিকল্প নেই। শুধু মালামাল পরিবহনে নয় মানুষের যাতায়াতের ক্ষেত্রেও ঘোড়ার গাড়ি চর এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে।

বর্ষার মৌসুমে চর পানিতে ডুবে থাকায় চরবাসীর মালামাল পরিবহন এবং যাতায়াত নৌকা ব্যবহর করতে হয়। কিন্তু শীত মৌসুমের শুরু থেকে নদীতে পানি কমতে থাকলে কষ্টের শেষ থাকে না। শীত মৌসুম থেকে বর্ষার আগ পর্যন্ত চরের উর্বর জমিতে ধান, গম, মরিচসহ বিভিন্ন সবজি ব্যাপক চাষ হয়। চরে চাষ করা ফসল জমি থেকে ঘরে আনতে কিংবা হাটে নিয়ে যেতে চর এলাকায় অন্য কোনো যানবাহন পাওয়া যায় না। এ কারণে অনেকেই ঘোড়া কিনে বাড়ির গরু ছাগলের সাথে পালন করে। শুষ্ক মৌসুমে ঘোড়ার সাথে গাড়ি লাগিয়ে মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়।

Address

Puran Bogra
5800

Telephone

+8801796894885

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cameraman Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cameraman Vai:

Videos

Share

Nearby media companies



You may also like