24/12/2023
আদমদীঘিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে রেহেল প্রদান করল 'বসুন্ধরা শুভসংঘ'
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে পবিত্র কোরআন পড়ার রেহেল প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামে হযরত দুর্লভ দেওয়ান রহ. দাখিল মাদরাসার শিক্ষার্থীদের হাতে রেহেলগুলো তুলে দেওয়া হয়। মাদরাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের হাতে রেহেলগুলো তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও মাদরাসার প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবলু, কালের কণ্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, সান্তাহার শহর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, হাফেজ রায়হান, শফি, বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম সুমন, সহসভাপতি শাহীনা জোয়ারদার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক শাকিলা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মিনি সুলতানা, দপ্তর সম্পাদক রঞ্জন কুমার, কার্যকরী সদস্য শাকিল হোসেন, ছায়া, মামুন, মাইন ও স্থানীয় অভিভাবকরা।