আল বারাকাহ

আল বারাকাহ আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।
গাফলতে সময় পার করিওনা যুবক সময়কে কদর করো।
(13)

20/09/2024

একটা ছেলে মাদ্রাসায় পড়তে চেয়েছিল বলে তার পিতা মাতা তাকে বাসা থেকে বের করে দিয়েছিল। আজ পুরো বিশ্ব তাকে মাওলানা নামে চিনে তিনি কে..??

17/09/2024

"আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

"আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?

অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।

আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-
'কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।' - সুরা হাজ্জ:৭৮

সুবাহান আল্লাহ ❤

হে মাবুদ আপনি সহায় হন!
12/09/2024

হে মাবুদ আপনি সহায় হন!

03/09/2024

#পাওয়ার অফ 'দোয়া' & 'ধৈর্য্য' ❤️‍🩹

তিন বোনের মধ্যে আমি একটু শ্যামলা। বাকি দু'বোন অনেক বেশী ফর্সা; 'আলহামদুলিল্লাহ'। আমার বাকি দু'বোনের বিয়ে হয়ে যায়। আমি বোনদের মধ্যে ছোটো। আমি এবার মেশকাত। বড় আপু হাফেজা শেষ করতে'ই বিয়ে হয়ে যায় (বিয়ের পর আলেমা হয়েছে)আর মেজো বোনের বিয়ে হয় সরহে বেকায়াহ জামাতে।

আর আমার গায়ের রং শ্যামলা হওয়াতে আমার বিয়ে হচ্ছিলো না। বিয়ের প্রস্তাব দিলেও গায়ের রং শুনে ছেলে পক্ষেরা পিছিয়ে যেত। আমার গোটা পরিবার চিন্তায় পড়ে গেলো। তবে আমার কানে এসব কথা আসতো না। কিন্তু আমি নিজ থেকে'ই বুঝে নিতাম গায়ের রং এর জন্য আমার বিয়ে হচ্ছে না। আস্তে আস্তে আমি খুব ভেঙ্গে পরি। একা একা রাতে নিরবে কান্না করতাম। ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম।

অনেক ভালো ভালো জানাশোনা দ্বীনদার পরিবার থেকে আমার বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু গায়ের রং শুনে'ই পিছিয়ে যেতো।😅

এই যে গত হয়ে যাওয়া রমাদন মাস টাই আমার জিবনকে পাল্টে দিলো। আমি অনেক বেশী ধৈর্যশীল হয়ে গেলাম। রমাদন মাসে নিজেকে সম্পূর্ণ রুপে সপে দিলাম আল্লাহর সমীপে। ধ্যানে মগ্নে শুধু একটাই চিন্তা,আল্লাহ পাক আমায় এমন জীবনসঙ্গী দিবেন যেনো সবাই অবাক হয়ে যাবেন। সেই জন্য অনেক বেশী চাইতে লাগলাম।কল্যানের সাথে চেয়ে যাচ্ছিলাম। শাওয়াল মাসে'ই যেনো তিনি আমায় দান করেন আমার অর্ধেকদ্বীনকে।

'আলহামদুলিল্লাহ' আমি গুনাহগার বান্দীর দোয়া যে এত তাড়াতাড়ি'ই আল্লাহ কবুল করে নিবেন, আমি ভাবতেও পারিনি। 'আলহামদুলিল্লাহ'। আমি এখন অবাক হয়ে ভাবি আল্লাহর কাছে চাইলে তিনি কখনো'ই ফিরিয়ে দেন না। বরং তিনি উত্তম উপায়ে দান করেন। শুধু আমাদের ধৈর্য ধরে চাওয়ায় লেগে থাকতে হবে। 'আলহামদুলিল্লাহ্'

'আলহামদুলিল্লাহ' এখন সোসাইটি আমায় দেখে মুখ লুকায়, বাঁকা চোখের সমাজ এখন মুখে ঢাকনা দিয়ে রাখে। কারণ আমি যে শ্যামলা হয়েও সুন্দর জীবনসঙ্গী পেয়েছি। 'আলহামদুলিল্লাহ' এমন পরিবার পেয়েছি যা সমাজ কল্পনাও করেনি আমার কপালে এমন কিছু হবে। আশেপাশের মানুষ এখন আমায় মাথায় করে রাখে। যেই আমিকে সবাই শ্যামলা বলে তুচ্ছতাচ্ছিল্য করতো।

শ্যামলা মেয়েটা হঠাৎ করে কারো পূর্নিমার চাঁদ হয়ে গেল 'আলহামদুলিল্লাহ' 💖
©️
Credit - আফিফা বিনতে আব্দুল্লাহ্

ফজরের বাতাস এত নির্মল কেন জানেন ?কারণ ফজরের বাতাসে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকেনা......!আলহামদুলিল্লাহ ❤️
02/09/2024

ফজরের বাতাস এত নির্মল কেন জানেন ?
কারণ ফজরের বাতাসে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকেনা......!

আলহামদুলিল্লাহ ❤️

27/08/2024
27/08/2024
27/08/2024
ইন শা আল্লাহ
26/08/2024

ইন শা আল্লাহ

এই জাতিকে কেমনে দমাবেন???

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি।

ইনশাআল্লাহ এই মহাসংকট কাটিয়ে খুব শীঘ্রই আমরা আবার নতুন উদ্যোমে সামনের দিকে এগিয়ে যাবো। ✌️✌️

26/08/2024

এই কষ্টের কোন সীমা নেই

25/08/2024
24/08/2024
In-sha-allha
22/08/2024

In-sha-allha

আমাদের প্রবাসী আছে এখন ১ কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৪৬০ জন । আমরা সবাই ১০০০ টাকা করে দিলে 15513660×1000 = 1551,36,60,000/- টাকা হবে । ফারাক্কা বাধ এর এন্টি ফারাক্কা তৈরি করা হোক । আমরা সবাই টাকা দিব ৷
আর আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম সবাই বিনা পারিশ্রমিকে শ্রম দিবো, ঘাম-রক্ত মিশ্রিত পরিশ্রমের সহযোগিতা করবো ইনশাআল্লাহ ।

Address

Bogra
5870

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল বারাকাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies