ভোলার কথা.কম

ভোলার কথা.কম BholarKotha.Com is the most popular online news publishing website of Bhola District.

08/01/2024
ভোলা : ১,২,৩,৪ আসনে পুনরায় সাংসদ নির্বাচিত নৌকার প্রার্থীগণ ভোলার কথা. কম
07/01/2024

ভোলা : ১,২,৩,৪ আসনে
পুনরায় সাংসদ নির্বাচিত
নৌকার প্রার্থীগণ

ভোলার কথা. কম

অভিনন্দন  আলহাজ্ব আলী আজম মুকুল ভাই।ভোলা -২ আসনের মোট ১৩২ টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছেআলী আজম মুকুলনৌকা প্রতীকে পেয়েছেন...
07/01/2024

অভিনন্দন আলহাজ্ব আলী আজম মুকুল ভাই।

ভোলা -২ আসনের মোট ১৩২ টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে
আলী আজম মুকুল
নৌকা প্রতীকে পেয়েছেন - ১৫৯৩২৬ ভোট।

নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ গজনবী বাই সাইকেল প্রতীকে পেয়েছেন- ৩১৯১ ভোট।

প্রশাসনিক কঠোর নিরাপত্তায় চলছে ভোলার দ্বাদশ সাংসদ নির্বাচন....
07/01/2024

প্রশাসনিক কঠোর নিরাপত্তায় চলছে ভোলার দ্বাদশ সাংসদ নির্বাচন....

30/09/2023

১৭ মিনিটের ব্যবধানে চলে গেলেন দুই এমপি

Warning Post...🔥·মেয়েরা সোস্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার থেকে বিরত থাকুন 🙏Dress Removal Bot Is So Powerful..·এতটাই পাওয়ার...
16/08/2023

Warning Post...🔥
·মেয়েরা সোস্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার থেকে বিরত থাকুন 🙏
Dress Removal Bot Is So Powerful..

·এতটাই পাওয়ার ফুল আপনি বুঝতে পারবেন না
এতটা নিখুঁত ভাবে ড্রেস রিমুভ করে Nudity & Bikini বানিয়ে দেয়৷
যা আপনার পরিবার এবং আপনার জন্য মারাত্মক ভয়ংকর হতে পারে।
·এমন কি কিছু খারাপ মানুষ আপনার ছবি খারাপ ভাবে ইডেট করে। আপনার কাছে মোট অংকের টাকা চাইতে পারে..

·বিশেষ করে এরা সাধারণ মেয়েদের কে বেশি টারগেট করে...

ছবি টা দিতে চাইনি শুধু সবাইকে বুঝানোর জন্যই দিছি🙏

•পোস্টা সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে সাবধান করে দিন..🙏

---নিয়োগ বিজ্ঞপ্তি---ভোলার কথা.কম'র উপজেলা ও জেলা পর্যায় বিভিন্ন পদের জন্য প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীরা য...
10/08/2023

---নিয়োগ বিজ্ঞপ্তি---

ভোলার কথা.কম'র উপজেলা ও জেলা পর্যায় বিভিন্ন পদের জন্য প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন...

যোগাযোগেঃ 01780011111, 01634507274

অফিসঃ উকিল পাড়া নিজাম হসিনা ফাউন্ডেশন মসজিদের বিপরীতে গ্রামীন মটরস এর শোরুম

10/08/2023

প্রতিদিনের সংবাদ তাৎক্ষণিক পেতে ভোলার কথা.কম-এর সাথে থাকুন....

05/04/2023

ভোলার দৌলতখানে দ্রব্যমূল্য উর্ধ গতি রোধে বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের অভিযান

03/04/2023
31/03/2023

ভোলায় দোকান পুরে ১কোটি ২০ লাখ টাকার মালামাল পুরে ছাই - ব্যাবসায়ীদের মাথায় হাত

28/03/2023

ভোলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান

28/03/2023

ভোলা চরফ্যাশন মহাসড়কের সংস্কার ধীরগতি
ধুলা বালুতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের

26/03/2023
17/03/2023

ভোলায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ৪

06/03/2023

ভোলায় শিশুর বিয়ের গুজব ছড়ানোর অপরাধে মামলা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে

05/03/2023

জাতীয় প্রেসক্লাবে থেকে সরাসরি!

03/03/2023

ভোলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ২১বছর পর র‌্যাব -৮ জালে আটক

01/03/2023

আজ ১ মার্চ থেকে শুরু হচ্ছে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে টানা দুই মাসের অভিযান। জাটকা সংরক্ষণ ও বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধির জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম গুলোতে সকল ধরনের জালফেলা ও মাছ ধরার উপর সম্পুর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দু-মাস মেঘনা ও তেতুলিয়া নদীর ১শ’ ৯০ কিলোমিটার অর্থাৎ ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এবং ভোলার ইলিশা থেকে মনপুরার চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা অভায়াশ্রম ঘোষনা করেন মৎস্য বিভাগ।

24/12/2022

হঠাৎ করেই মানুষের চোখ ভেবে উঠেছে ৫০০শত বছরের পুরাতন মসজিদ

14/12/2022
12/12/2022
11/12/2022
ভোলায় সন্ত্রাসী হামলায় গুরুতরআহত রুবেলকে উন্নত চিকিৎসারজন্য ঢাকায় রেফারভোলা সংবাদদাতা ॥ভোলার পরানগঞ্জে দাবীকৃত চাঁদা না ...
13/11/2022

ভোলায় সন্ত্রাসী হামলায় গুরুতর
আহত রুবেলকে উন্নত চিকিৎসার
জন্য ঢাকায় রেফার
ভোলা সংবাদদাতা ॥
ভোলার পরানগঞ্জে দাবীকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মুজাহিদুল ইসলাম রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে। সিটিস্কীন করার পর তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় শনিবার (১২ নভেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে রেফার করা হয়।
সন্ত্রাসী হামলায় আহত রুবেলের পরিবার জানায়, সন্ত্রাসী রাহাত, ফরহাদ বাহিনী রুবেলকে রড, কাঠ দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। হামলাকারীরা সন্ত্রাসীরা রুবেলের মাথায় রড দিয়ে প্রচন্ড আঘাত করে। রুবেলকে হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার সিটিস্কীন দেন। সিটিস্কীন করানো হলে রুবেলের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার রুবেলকে ঢাকায় রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য শনিবার রুবেলকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে রুবেলের মাথার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছেন।
উল্লেখ্য, ভোলার পরানগঞ্জ বাজারের ইলিশা অংশে মুজাহিদুল ইসলাম রুবেল ওয়াশি সূত্রে পাওয়া জমিতে দোকান ঘর নির্মান করে ভোগদখলে ছিলেন। সম্প্রতি রাস্তার পাশে সরকারি ড্রেন নির্মানের কারণে রুবেল তার দোকানঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে রাখে। ড্রেনের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) রুবেল শ্রমিক নিয়ে উক্ত স্থানে দোকানঘর নির্মান করতে গেলে মিজানুর রহমানের নির্দেশে সন্ত্রাসী আরাফাত রহমান রাহাত, মোঃ ফরহাদ, ওয়াইবুর রহমান রুবেলের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দিলে রুবেলকে সেখানে দোকানঘর উত্তোলন করতে দিবে না বলে প্রাণনাশসহ বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয় সন্ত্রাসী রাহাত ও ফরহাদ বাহিনী। রুবেল সন্ত্রাসী রাহাত বাহিনীর দাবীকৃত ১ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করে। মোঃ মিজানুর রহমানের নির্দেশে এসময় সন্ত্রাসী আরাফাত রহমান রাহাত, মোঃ ফরহাদ, ওয়াইবুর রহমান আরাত, মাহাবুবুর রহমান এনায়েত ধাড়ালো অস্ত্র, রড, লাঠিসোটা দিয়ে মুজাহিদুল ইসলাম রুবেলকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীদের রডের আঘাতে রুবেলের মাথা, ঘাড়ে, গালে, পিঠে, রানে, হাতে মারাত্মক রক্তাক্ত জখম হয়। রুবেলের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলেও সন্ত্রাসীদের ভয়ে তারা রুবলকে উদ্ধার করতে পারেনি। পরে ভোলা থানার ওসি শাহীন ফকিরকে জানালে তিনি এসআই মুকবুলের নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারী সন্ত্রাসী বাহিনী রুবেলর সাথে থাকা নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বোরহানউদ্দিনে মাদ্রাসা পড়ুয়া  ছাত্রীকে বরখাস্ত করার অভিযোগ মিলি শিকদার -ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইসলামিয়া দাখিল...
24/09/2022

বোরহানউদ্দিনে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে বরখাস্ত করার অভিযোগ

মিলি শিকদার -

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পরুয়া ছাএী নাজমা বেগমকে বরখাস্ত করার অভিযোগ পাওয়া গেছে।

গত ১৪-০৯-২০২২ ইং তারিখে মাদ্রাসা চলা কালীন সময়ে নিজের কিছু জমানো টাকা দিয়ে মনিরাম বাজার থেকে কিছু প্রয়োজনীয় কসমেটিকস কিনতে যায়। এই বিষয় কে কেন্দ্র করে মেয়েটিকে কাচিয়া দাখিলা মাদ্রাসার প্রধান শিক্ষক আতরজ্জামান হুজুর, দাখিল মাদ্রাসা থেকে ছাড়পত্র দিয়ে দেন। আর মাদ্রাসায় না আসার জন্য বলে দেন, এমনটাই বলেন নাজমা বেগমের বাবা-মা।

লিখিত অভিযোগ করে নাজমা বাবা গণমাধ্যমকর্মীদেরক জানায়,মাদ্রাসার প্রধান শিক্ষক আমাকে ডেকে নিয়ে আমার মেয়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করে।

সাথে সাথে আমি হুজুরদের সামনে আমার মেয়ের বিচার করি।আতরজ্জামান হজুরের কাছে ক্ষমা চেয়ে আমার মেয়েকে যাতে বরখাস্ত না করে নিয়মিত করার জন্য প্রত্যক শিক্ষকের কাছ থেকে আমি ও আমার মেয়ে তাদের কাছে ক্ষমা চাই।

এ বিষয়ে তিনি আমার স্ত্রী'র কাছ থেকে সাদা কাগজে লিখিত দরখাস্ত নেয়। তিনি আমাকে আরও বলেন আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন।ওনি একজন সচেতন লোক হয়ে আমার মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার পরামর্শ দেন।

আমি বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি যাতে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে আমার মেয়েকে পড়ার সুযোগ করে দেন।

তবে প্রধান শিক্ষক গণমাধ্যমকর্মীদের বলেন - নাজমা মাদ্রাসা চলাকালীন মনিরাম বাজারে যায়।এছাড়াও আমাদের প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী সুজনের সাথে দেখা করতে গিয়েছে এমন অভিযোগের সূত্র ধরে আমরা নাজমাকে বরখাস্ত করি।

নাজমার মায়ের দাবী- বিষয়টি হুজুরকে একটি মহল ভুল বুজিয়ে আমার মেয়ের ওপর জুলুম করেছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবী করছি। আমার মেয়ে পড়াশোনা করতে চায়। আমার মেয়েকে অপবাদ দিয়ে মাদ্রাসা থেকে ছাড়পত্র দিয়েছে।এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস জানান আমি সুপার থেকে বিষয়টি জানার পর যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নিবো।

11/09/2022

দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক সুন্নুর টাশ খেলার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল।

ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট এর জমকালো আয়োজনে ৬ষ্ঠ  ব্যাচের  বিদায়ী সংবর্ধনা  অনুষ্ঠিত। বিশেষ প্রতিনিধিঃ ভোলা দক...
11/09/2022

ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট এর জমকালো আয়োজনে ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধিঃ

ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট এর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৬ষ্ঠ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুরে একাডেকিম ইনচার্জ ইঞ্জিনিয়ার বেল্লাল নাফিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভোলা সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান আবেগময় কণ্ঠে বলেন, মানুষের জীবনের পুরোটা সময় বিভিন্ন ধাপে বিভক্ত। একটা ধাপ পেরিয়ে আরেকটা ধাপে উঠতে অনেক কাঠখড় পোহাতে হয়। প্রতিটা ধাপের কষ্টগুলোকে অসহ্য মনে হয়, তবুও জীবনের কঠিন বাস্তবতায় সেগুলোকে মাড়িয়ে সামনের পথে এগিয়ে চলতে হয়। একজন শিক্ষার্থীর জীবনের শুরুর বাস্তবতা পড়ালেখার মাধ্যমে শুরু হয়। স্কুল শেষে যখন একজন শিক্ষার্থী পলিটেকনিক লাইফে প্রবেশ করে, তখনই মূলত তার জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। সুন্দর একটি ভবিষ্যতের আশায় চিন্তামগ্ন প্রতিটি শিক্ষার্থীর দেখতে দেখতে হারিয়ে যায় লাইফের অন্যতম সেরা সময়গুলো। যখন হুঁশ ফেরে তখন যেন গোধূলিলগ্ন, চাইলেও দিনের আলোকে তখন আর ফিরিয়ে আনা সম্ভব হয় না।

অত্র প্রতিষ্ঠানের ৬ষ্ঠ ব্যাচ তথা বিদায়ী শিক্ষার্থীদের দিনটিকে স্মৃতিময় করে রাখতে আয়োজনের কোনো কমতি ছিল না। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছিল ব্যানার, রঙিনভাবে সাজিয়ে তোলা হয় ক্যাম্পাস। চার বছর আগে যেসব অচেনা মুখ বুকের মধ্যে লালিত স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আগমন করেছিল, সময়ের নিষ্ঠুর বাস্তবতায় আজ তারা বিদায়ের দ্বারপ্রান্তে। ক্যাম্পাসের পথচলায় সর্বদা অনুপ্রেরণাদায়ী বড় ভাইদের বিদায় দিতে জুনিয়রদের মধ্যেও যেন অব্যক্ত কষ্ট ফুটে উঠছিল।

এ ছাড়াও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী এইচ আর আজাদ, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার সমীর চন্দ্র রায়, শুভ চন্দ্র রায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

একসময় ক্লাসে এসব শিক্ষকের লেকচার শুনতে শুনতে বিরক্ত হয়ে ওঠা প্রতিটি শিক্ষার্থীর কাছে আজ তাদের বক্তব্য যেন বড়ই মধুর লাগছিল। তারা যেন খুব করে চাইছিল এক সময়ের বিরক্তিময় এসব মুখ থেকে আরও কিছু মধুর বাণী শুনতে। কেননা আজকের পর থেকে চার বছরের পরিচিত এসব মুখগুলোর দেখা যে আর সচরাচর মিলবে না। তাই তো বিদায় বেলায় প্রতিটি শিক্ষাগুরুর বক্তব্য শুনে নিজেদের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ছিল। প্রতিটি শিক্ষার্থী আজ মনের গভীর থেকে ভালোবাসার দৃষ্টিতে এসব শিক্ষাগুরুর কাছে তাদের সব ভুলত্রম্নটির জন্য ক্ষমার চাহনীতে তাকিয়ে ছিল। উপস্থিতি সব শিক্ষকরাও যেন তাদের চাহনী বুঝতে পেরে আবেগময় হয়ে এসব মুখের দিকে তাকিয়ে চোখ থেকে দুয়েক ফোঁটা জল বিসর্জন করে আশীর্বাদ করে বলছিল, তোরা অনেক বড় হও।

পরিশেষ অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।

Address

BHOLA SADAR
Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when ভোলার কথা.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভোলার কথা.কম:

Videos

Share



You may also like