Namaz-নামাজ

Namaz-নামাজ আসসালামু আলাইকুম বন্ধুরা আসাকরি ভালো আসেন আমাদের উদ্দেশ্য হলো ইসলাম প্রচার করা মানুষকে সঠিক পথ দেখানো
(3)

আলহামদুলিল্লাহ 🥀
24/03/2023

আলহামদুলিল্লাহ 🥀

24/03/2023

১ম রোজার ফজিলত।

"যে ব্যাক্তি প্রথম রোজা সম্পুর্ণ শরিয়ত মোতাবেক রাখলেন ,তাকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হলো"❤️

আলহামদুলিল্লাহ 🥀NNamaz-নামাজNaNamaz-নামাজ
07/03/2023

আলহামদুলিল্লাহ 🥀

NNamaz-নামাজ
NaNamaz-নামাজ

🕌পবিএ শবে বরাত এ কি কি বিষয়ে ফায়সালা হয় , সে সম্পর্কে হাদীস শরীফে ইরশাদ হয়েছে,🌌এ বরাতের রাতে আগামী এক বৎসরে কতজন সন্তান ...
07/03/2023

🕌পবিএ শবে বরাত এ কি কি বিষয়ে ফায়সালা হয় , সে সম্পর্কে হাদীস শরীফে ইরশাদ হয়েছে,
🌌এ বরাতের রাতে আগামী এক বৎসরে কতজন সন্তান জন্ম গ্রহন করবে এবং কতজন লোক মৃত্যুবরণ করবে তা লিপিবদ্ধ করা হয়।আর এ রাতে বান্দার আমলসমূহ উপরে উঠানো হয় এবং এ রাতে বান্দার রিযিকের ফায়সালা করা হয়”।
(মিশকাত শরীফ)
লাইলাতুল বরাতের রাতে আল্লাহপাক অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন এবং অসংখ্য পাপীকে ক্ষমা করেন।
তবে সাত ব্যক্তির দোয়া আল্লাহপাক এ বরকতপূর্ণ রাতেও কবুল করেন না, যদি না তারা খালিস তওবা করে।
এরা হচ্ছে-
১) যাদুকর(গণক, জ্যেতিষ)
২) শরাবখোর
৩) যেনাখোর
৪) পিতা-মাতার অবাধ্য সন্তান
৫) চোগলখোর
৬) আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী
৭) ঐ ব্যক্তি, যে শরয়ী ওজর ব্যতীত কোন মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশী কথা বন্ধ রাখে।

অন্য হাদীস শরীফে আরো দু’ব্যাক্তির কথা উল্লেখ আছে-
ক)মুশরিক অর্থ্যাৎ যারা আল্লাহপাক উনার সাথে শরীক করে
খ)যে শরীয়তের কারণ ব্যতীত কাউকে হত্যা করে।
(নাউযুবিল্লাহ্)

শবে বরাত হচ্ছে দোয়া কবুলের খাছ রাত।তাই বান্দার উচিত নেক আরজুগুলো দৃঢ়তার সাথে খালিছভাবে তা চাওয়া। কোন প্রকার সন্দেহ পোষণ না করা। ইয়াক্বীন রাখা ,আমার সব দোয়া এবং সব আরজুই আল্লাহপাক অবশ্যই কবুল করবেন।মূলতঃ বান্দার কোন দোয়াই আল্লাহপাক ফিরিয়ে দেননা।সবই কবুল করে থাকেন।
যেটা হাদীস শরীফে ইরশাদ হয়েছে,
“দোয়া তিনভাবে কবুল হয়-
১)বান্দা যা দোয়া করে আল্লাহপাক বান্দাকে তা দিয়ে দেন তখন বান্দা বুঝতে পারে যে, তার দোয়া কবুল হয়েছে।
২)বান্দা যা চায় আল্লাহপাক বাšদাকে তা না দিয়ে বান্দার জন্য যা বেশী মঙ্গল বা বেশী জরুরী তা তাকে দিয়ে দেন।তখন বান্দা বুঝতে পারেনা, তার দোয়া কবুল হয়েছে বা হয়নি।
বান্দার দোয়াগুলো পরকালের জন্যে জমা করে রাখা হয়।
এক্ষেএেও বান্দা বুঝতে পারে না যে, তার দোয়া কবুল হয়েছে।কারণ একমাএ আল্লাহপাকই জানেন পরকালে কে কি অবস্থার সম্মুখীন হবে।
(সুবহানআল্লাহ্)

⭕ মেয়েদের কাপড় শুকানোঃমেয়েদের কাপড় শুকানো নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমাজে দেখা যায় অনেক আপু আছেন, যারা গোসল করে তাদের ক...
28/02/2023

⭕ মেয়েদের কাপড় শুকানোঃ

মেয়েদের কাপড় শুকানো নিয়ে কিছু কথা বলবো। আমাদের সমাজে দেখা যায় অনেক আপু আছেন, যারা গোসল করে তাদের কাপড় শুকাতে দেয় বাহিরে এবং ছাদের উপড়ে যেখান দিয়ে মানুষ চলাচল করলে দেখতে পায়। তাদের উদ্দেশ্যেই আজকের লিখা।

আমার মহান আল্লাহ্ মেয়েদের জন্য পর্দা ফরজ করেছেন "নারীদের চেহারার মধ্যে শুধু পর্দা না, নারীদের কাপড়ের মধ্যেও রয়েছে পর্দা। এমনকি নারীর নামের মধ্যে রয়েছে পর্দা।

💔 অনেক মেয়ে আছে তারা গোসল করে তারা তাদের পায়জামার দুই পা ফাকাঁ করে বাহিরে শুকাতে দেয় "আরোও কামিজ শুকাতে দেয়" এমনকি অনেকেই ছোট্ট ছোট্ট জিনিস গুলোও শুকাতে দেয় "লজ্জার কথা যা বলতেও লজ্জা লাগে।"

একজন পরপুরুষ যদি আপনার পায়জামা, জামা, আরোও যা কিছু আছে যদি সে দেখতে পায় এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অবশ্যই তার মনের ভিতরে কুমন্ত্রনা সৃষ্টি হবে যদিও আপনাকে কোনদিন সে দেখে নাই। কিন্তু আপনার কাপড় দেখে সে উপলব্ধি করতে পারবে আপনার গঠন কেমন।

আর তার মনের ভিতরে যদি কুমন্ত্রনা সৃষ্টি হয় তার অন্তরে যদি যিনার প্রতি আকর্ষন তৈরী হয় তাহলে সেই ব্যক্তির আমলনামায় একটি চোখের যিনা কবিরা গুনাহ লিখা হয়। এমনকি আপনার আমলনামাও এক ভাগ গুনাহ লেখা হয়। কারণ এর জন্য আপনি দ্বায়ী। আর একটি কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য।

পবিত্র কোরআনের ভিতরে মহান আল্লাহ্ তা 'য়ালা ইরশাদ করছেন "সামন্য বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে তাহলে কবরের মাটি তাকে ছাড় দিবে না।

💕 তাই আপনারা গোসল করে কাপড় এমন জায়গায় শুকাতে দিবেন যেখানে কোন পরপুরুষ দেখতে না পায়। আর দয়াকরে ছোট্ট ছোট্ট জিনিস গুলো পরিবারের বাবা ভাই অর্থাৎ- যাদের সামনে আপনার যাওয়া বৈধ তাদের সামনেও রাখবেন না। এগুলো নিজের রুমের ভিতরে অথবা কাপড়ের নিচে শুকাতে দিবেন। লজ্জা ইমানের অংশ। যার লজ্জা নাই তার ইমানের মধ্যে কমতি আছে এটাই প্রমান করে।

⭕ দুনিয়ার জীবনে দুঃখ-কষ্ট, বিপদ-আপদ না থাকলে আমরা জান্নাতের কথা ভুলেই যেতাম। এই কষ্টের দুনিয়ায় আমাদের প্রতি মূহুর্তে জান্নাতকে স্মরণ করিয়ে দেয়। আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনে কখনো পরিপূর্ণ সুখ লাভ করা সম্ভব নয়। সব সম্ভবের একমাত্র জায়গা হচ্ছে জান্নাত।

আমার কোন কথায় কেউ খারাপ মনে করলে ক্ষমা করে দিবেন। যদি কেও সতর্ক হয় তাহলে হয়তো এই লিখাটি আমার ও আপনার জন্য পরকালে মুক্তির জন্য উছিলাও হয়ে যেতে পারে ইনশাআল্লাহ্, আমীন! 💕
NamNamaz-নামাজ

Alhamdhulillah 🥀
23/02/2023

Alhamdhulillah 🥀

04/12/2022

"সুবহানআল্লাহ " আপনার জন্য জান্নাতে আল্লাহ একটি গাছ সৃষ্টি করেছেন❣️

"সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম " পড়েছেন? আপনার আমল নামায় দশটি নেকি লেখা হয়েছে❣️
আপনার দশটি গুনাহ মাফ করে দেওয়া হয়েছে❣️
আপনার উপর দশটি রহমান নাযিল হয়েছে❣️
আপনার দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হয়েছে❣️

একটু জিকির,,, দয়াল নবী ﷺ এর উপর দূরুদ আমাদের আমল নামা ভরিয়ে দিতে পারে❤️
আসুন বেশি বেশি দুরুদ শরিফ বেশি বেশি জিকির করি।

Namaz-নামাজ

04/12/2022

নামাজি এক বাচ্চার সাথে কথোপকথনঃ-
জুম্মার নামাজ পড়তে এসেছি। ওযুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দিয়ে আছে
ভাবলাম, হয়ত পানি নিয়ে খেলা করছে। একেবারে ছোট বাচ্চা। এই বয়সের বাচ্চারা সুন্দর কিছু দেখলে খেলায় মেতে উঠে।
কিন্তু কাছে গিয়ে দেখি সে অজু করছে, হাত ধোয়ার সময় বলছে এক... দুই...তিন...।এভাবে তিন বার করে নিজের ছোট্ট ছোট্ট আংগুল দিয়ে হাত পা ধৌত করছে।
তাকে বললাম, মাশাআল্লাহ, তুমি তো ভালই অজু করতে জানো দেখি।
আমার কথা শুনে ভাঙ্গা ভাঙ্গা বুলিতে সে যা বলল তা ছিল এমন -ওযু করা এক্কেবারে সহজ। আমার অসুবিধা হয়না কখনো কিন্তু অসুবিধা হয় নামাজে দাঁড়াতে গেলে। ছোট বলে সবাই আমাকে পেছনের কাতারে পাঠিয়ে দেয়। কিন্তু আমি তো অন্যদের মতো দুষ্টামি করি না। তখন বরং ওদের দুষ্টুমির কারনে আমিও নামাজ পড়তে পারি না ঠিকমত।
বললাম, তোমার আব্বুর সাথে নামাযে দাঁড়াবে। তাহলে কেউ তোমাকে পেছনে পাঠাবে না।
বলল, আব্বু মারা গেছেন। প্রতিবেলা নামাজের সময় হলে আম্মু আমাকে মসজিদে পাঠান। আর বলে দেন, আব্বুর সাথে দেখা করতে চাইলে নামাজ পড়ে তার জন্য দোয়া করো। তাহলে খুব তাড়াতাড়ি আব্বুর সাথে সুন্দর একটা জায়গায় তোমার দেখা হবে।

Namaz-নামাজ

04/12/2022

,,,,,,,,,,,,,,,,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,,,,,,,,

-মেয়ে,,
🔵নামাজ পড়ো ,
2 মিনিটে নামাজ শেষ করে পরপুরুষের সাথে কথা ও বলো।
কোনো লাভ নেই।
#বরং তুমি নামাজের সাথে ঠাট্টা করছো।
-
মেয়ে,,
🔵বোরকা পড়ো,
সাথে পারফিউম মেখে বাহিরে যাও,
কোনো লাভ নেই।
#বরং তুমি ব্যভিচারীর পরিচয় দিচ্ছ।
-
মেয়ে,,
🔵কোরআন তিলাওয়াত করো,
সাথে গান বাজনায় DJ পার্টি করো ,
কোনো লাভ নেই।
#বরং তুমি পবিত্র গ্রন্থ কে অসম্মান করছ।
-
মেয়ে,,
🔵বিয়ের আগে প্রেম হারাম জেনে প্রেম করো না, অথচ চ্যাটলিস্ট ছেলে দিয়ে ভর্তি।
কোনো লাভ নেই!
#বরং তুমি শয়তান কে জিতিয়ে দিচ্ছ।
-
মেয়ে,,
🔵স্বামীকে বলো ভালবাসি,
সাথে পরপুরুষের সাথে ফোনালাপ করো,
কোনো লাভ নেই!
#বরং তুমি ব্যভিচারিনীর পরিচয়ে পরিচিত হচ্ছ।
-
🔵মেয়ে,,
ফুল পর্দা করো , আবার মাথায় ফুলকপির বোঝা বাঁধো ,
কোনো লাভ নেই!
#বরং তুমি জাহান্নামে যাওয়ার রুলসকে আপন করছো।
-
মেয়ে,,
🔵হারাম কোনটা, হালাল কোনটা সব ই বোঝো
তবুও কেন হারাম ছাড়ছো না???
এতে অন্য কারোর ক্ষতি হবে না ।
একটু ভেবে দেখো তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করছো।
-
সমাজের সাথে আজ নিজেকে মানাতে গিয়ে যে চির শান্তির স্থান জান্নাত তুমি হারাচ্ছো এটা কি মাথায় আছে বোন???
-
কেউ একজন হারাম টা ধরাই দিলে বলো
এটা না করলে আমার Prestige থাকবে না।
🔵একবার ভেবে দেখো হাশরের মাঠে যখন তোমাকে অপমানজনক লাঞ্ছনা করা হবে তখন তোমার এই Prestige কোনো কাজে আসবে কি না।
কত ই না নিকৃষ্ট আর যন্ত্রণাদায়ক হবে সেই শাস্তি!!!!
👉 বোন সময় থাকতে নিজেকে শুধরে নাও
ইসলাম মেনে জীবন চালাও।
ইনশাল্লাহ জয় তোমার হবে,
আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন
আমিন।

,,,,,,,,,,,,,🌺🌿Namaz-নামাজNamaz-নামাজ,,,,,

04/12/2022

যেখানে Kiss ছাড়া কেও ঘুমাতে যায় না,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔

যেখানে অশ্লীল কথা ছাড়া কথাগুলো বিরক্তকর লাগে, সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔

যেখানে লুচ্চামি ছাড়া মেয়েরা পটে না, সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔

যেখানে হাত ধরাধরি ছাড়া রাস্তায় চলা যায় না,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔

যেখানে Park এ যাওয়া ছাড়া থাকা যায় না,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔

যেখানে শরীরের প্রতিটি অঙ্গের পিক না দেখলে ব্রেকাপ দেওয়া হয়,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র। 🙂💔

যেখানে বিয়ের আগেই Room Date করা হয়,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র..!🤬

একটাই কথা বলতে চাই ভালোবাসা পবিত্র রিলেশন না..!🌺

সব শেষ এ একটাই কথা বলতে চাই ভালোবাসা হালাল কিন্তু রিলেশন না..!🌺🌼🌸

মনে ভয় রাখুন হিসাব দেওয়া লাগবে,কিভাবে দিবেন এইসব হিসাব মৃত্যুর পর।🙂

এটা দুনিয়া আখিরাত না, দুনিয়াটা হলো এক বিন্দু পানির মতো।😇

আর আখিরাত হলো একটা সাগরের মতো শুরু আছে কিন্তু শেষ নাই।☺️

সবাই পাপ করছে বলে আপনি করবেন ,জান্নাতে যেমন সবাই যাবে না, তেমনি জাহান্নামেও সবাই যাবে না।😊

আপনার হিসাব কিভাবে দিবেন সেইটা আপনি চিন্তা করেন।🖤

কাওকে আঘাত করার জন্য কথাগুলো না কাওকে ভালো পথে আনার জন্য কথাগুলো..!💞
😍😍😍😍😍😍😍
কথায় ভুল থাকলে ক্ষমার চোখে দেখবেন..!🙏

🌺🌿Namaz-নামাজ🌺🌿Namaz-নামাজ

04/12/2022

,,,,,,,,,,,,,,,,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,,,,,,,,

-মেয়ে,,
🔵নামাজ পড়ো ,
2 মিনিটে নামাজ শেষ করে পরপুরুষের সাথে কথা ও বলো।
কোনো লাভ নেই।
#বরং তুমি নামাজের সাথে ঠাট্টা করছো।
-
মেয়ে,,
🔵বোরকা পড়ো,
সাথে পারফিউম মেখে বাহিরে যাও,
কোনো লাভ নেই।
#বরং তুমি ব্যভিচারীর পরিচয় দিচ্ছ।
-
মেয়ে,,
🔵কোরআন তিলাওয়াত করো,
সাথে গান বাজনায় DJ পার্টি করো ,
কোনো লাভ নেই।
#বরং তুমি পবিত্র গ্রন্থ কে অসম্মান করছ।
-
মেয়ে,,
🔵বিয়ের আগে প্রেম হারাম জেনে প্রেম করো না, অথচ চ্যাটলিস্ট ছেলে দিয়ে ভর্তি।
কোনো লাভ নেই!
#বরং তুমি শয়তান কে জিতিয়ে দিচ্ছ।
-
মেয়ে,,
🔵স্বামীকে বলো ভালবাসি,
সাথে পরপুরুষের সাথে ফোনালাপ করো,
কোনো লাভ নেই!
#বরং তুমি ব্যভিচারিনীর পরিচয়ে পরিচিত হচ্ছ।
-
🔵মেয়ে,,
ফুল পর্দা করো , আবার মাথায় ফুলকপির বোঝা বাঁধো ,
কোনো লাভ নেই!
#বরং তুমি জাহান্নামে যাওয়ার রুলসকে আপন করছো।
-
মেয়ে,,
🔵হারাম কোনটা, হালাল কোনটা সব ই বোঝো
তবুও কেন হারাম ছাড়ছো না???
এতে অন্য কারোর ক্ষতি হবে না ।
একটু ভেবে দেখো তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করছো।
-
সমাজের সাথে আজ নিজেকে মানাতে গিয়ে যে চির শান্তির স্থান জান্নাত তুমি হারাচ্ছো এটা কি মাথায় আছে বোন???
-
কেউ একজন হারাম টা ধরাই দিলে বলো
এটা না করলে আমার Prestige থাকবে না।
🔵একবার ভেবে দেখো হাশরের মাঠে যখন তোমাকে অপমানজনক লাঞ্ছনা করা হবে তখন তোমার এই Prestige কোনো কাজে আসবে কি না।
কত ই না নিকৃষ্ট আর যন্ত্রণাদায়ক হবে সেই শাস্তি!!!!
👉 বোন সময় থাকতে নিজেকে শুধরে নাও
ইসলাম মেনে জীবন চালাও।
ইনশাল্লাহ জয় তোমার হবে,
আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন
আমিন।

,,,,,,,,,,,,,🌺🌿 Namaz-নামাজNamaz-নামাজ,,,,

14/11/2022

- যে ব্যক্তি আল্লাহ'র উপর প্রবল বিশ্বাস রাখে❞ツ💚🌻
- আল্লাহ'র তার ইচ্ছা অপূর্ণ রাখে না"!!-🌻💚

— ইনশা আল্লাহ ❤ツ"🥰ツ🌻

-কেয়ামত অতি নিকটে? -কেয়ামতের আলামত অনেকটা প্রকাশ হয়ে গেছে "আল্লাহুম্নাগফিরলী"😭-সামনের বছর ২০২৩ সালে কিছু হতে যাচ্ছে। -কে...
28/10/2022

-কেয়ামত অতি নিকটে?
-কেয়ামতের আলামত অনেকটা প্রকাশ হয়ে গেছে "আল্লাহুম্নাগফিরলী"😭
-সামনের বছর ২০২৩ সালে কিছু হতে যাচ্ছে।
-কেউ বলতেছে দূর্ভিক্ষ আসবে, আবার কেউ বলতেছে ২০২৩ সালে কোনো শ্রেষ্ঠযুগ আলেমের আগমন ঘটবে!
-সেই আলেন নাকি ইমাম মাহদী হতে পারেন! অদৃশ্যের খবর আল্লাহ তায়ালা ভালো জানেন।
-২০২৩ শতাব্দীর শেষ বছর। আর হুজুর সাঃ বলেছেন শতাব্দীর শেষ বছর কোনো আশ্চর্য ঘটনা ঘটবে।
-আর হুজুর সাঃ এর যুগ থেকে প্রত্যেক শতাব্দীতে কিছু ঘটে ও আসছে। 🔻এর দ্বারা বুঝা যায় ২০২৩ সালে কিছু ঘটতে যাচ্ছে এমনকি যুদ্ধও হতে পারে!!
🔻এমন সময়ে ঈমান টিকিয়ে রাখা কঠিন আল্লাহ সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক।
-আমীন!!🤲🏻

আলহামদুলিল্লাহ আরেকবার বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা সমুন্নত হলো।কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প...
19/10/2022

আলহামদুলিল্লাহ আরেকবার বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা সমুন্নত হলো।
কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২ ৩য় স্থান অর্জন করেছেন বাংলাদেশের কুরআনের পাখি "হাফেজ আবু রাহাত"
সে ঢাকা যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদরাসার হাফেজ নেছার আহমদ আন-নাছিরী সাহেবের ছাত্র। আল্লাহ যেন কোরানের আলোয় গোটা বিশ্বকে আলোকিত করেন !

12/10/2022

Namaz-নামাজ
Choto Golpo-ছোট গল্প
Shaporan-শাহপরান
Namaz-নামাজ

12/10/2022

Namaz-নামাজ
হৃদয়ের কথা
Choto Golpo-ছোট গল্প
Namaz-নামাজ
Shaporan-শাহপরান

....আসসালামু আলাইকুম।সাত দোযখের বর্ণনাঃ......:১। প্রথম দোযখের নাম,  #হাবিয়া"ফেরাউন, নমরুদ প্রভৃতি কাফেরগন এই দোযখে বাস ...
11/10/2022

....আসসালামু আলাইকুম।

সাত দোযখের বর্ণনাঃ......
:
১। প্রথম দোযখের নাম, #হাবিয়া"
ফেরাউন, নমরুদ প্রভৃতি কাফেরগন এই দোযখে বাস করবে ।
২। দ্বিতীয় দোযখের নাম #ছায়ির "
মুশরিকগন এই দোযখে বাস করবে ।
৩। তৃতীয় দোযখের নাম #ছাকার "
মূর্তিপূজকগন এই দোযখে বাস করবে ।
৪। চতুর্থ দোযখের নাম #জাহীম"
শয়তান ও.
অগ্নিপূজকগন এই দোযখে বাস করবে ।
,
৫। পঞ্চাম দোযখের নাম #হুতামা "
ইহুদীগন এই দোযখে বাস করবে ।
,
৬। ষষ্ঠ দোযখের নাম #লাজা "
খ্রিষ্টানগন এই দোযখে বাস করবে ।
,
৭। সপ্তম দোযখের নাম #ওয়াইল "
আমাদের আখেরী নবী হুযুর পাক সল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনার
উম্মতের যারা পাপের কাজ করে বিনা তওবায় মারা
যাবে
তারা এই
দোযখে বাস করবে।
হে আল্লাহ পাক! সব ধরনের দোজখের
আজাব
থেকে রক্ষা করুন...
আমিন****----

♦️ভালোবাসা কি???? একবার পড়ে দেখুন,, মনটা ভরে যাবে,,♦️১) যখন আজান শুনলে মনটা ছটফট করবে কখন নামাজ পড়বো,, হ্যাঁ সেটাই ভালোব...
11/10/2022

♦️ভালোবাসা কি????
একবার পড়ে দেখুন,, মনটা ভরে যাবে,,

♦️১) যখন আজান শুনলে মনটা ছটফট করবে কখন নামাজ পড়বো,, হ্যাঁ সেটাই ভালোবাসা!

♦️২) যখন নামাজে সেজদায় যাওয়ার পর মনে শান্তি লাগে,, হ্যাঁ সেটাই ভালোবাসা!

♦️৩) যখন কুরআনের আয়াত গুলো পড়লে বা শুনলে আল্লাহর রহমত অনুভব করা যায়,, হ্যাঁ সেটাই ভালোবাসা!

♦️৪) পাপ করার পর যখন মনের ভিতরে ঝড় উঠে যে আমার ভুলের জন্য আল্লাহকে হারিয়ে ফেলছি,, হ্যাঁ সেটাই ভালোবাসা!

♦️৫) যখন কল্পনা করি মক্কা শরিফের ছবি দেখে হার্টবির্ট বেড়ে যাওয়া অশ্রুতে চোখ ছলছল করছে, হ্যাঁ সেটাই ভালোবাসা!

♦️৬) লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে কলিজা কেঁপে উঠার নামই হচ্ছে ভালোবাসা!

♦️৭) "মরনের কথা মনে হওয়ার কারণে" ভয় পেয়ে যখন মুচকি হাসি দিয়ে মনে করা আমি আমার আল্লাহর কাছে যাব এ খুশিতে চোখে পানি আসা টাই ভালোবাসা!

♦️৮) যখন রাসুল (সাঃ) এর জীবনের কিছু ঘটনা পড়ে কষ্টে বুক ফেটে যাওয়ার নামই হচ্ছে ভালোবাসা!

♦️৯) কার জন্য এত ভালোবাসা??
আমাদের আল্লাহর জন্য! রাসুল (সাঃ) এর জন্য!
সাহাবীদের (রাঃ) জন্য! যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়,,,

💞সুবহানআল্লাহ্!!
💞 আলহামদুলিল্লাহ্!!
💞আল্লাহু আকবার!!
💞 লা ইলাহা ইল্লাল্লাহ্!!

Namaz-নামাজ
11/10/2022

Namaz-নামাজ

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
07/10/2022

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


মেয়ে মানুষের মন হচ্ছে তুলার চেয়েও নরম, এরা জগতের সবকিছু সহ্য করতে পারলেও কথার আঘাত কখনোই সহ্য করতে পারে না।😊© আখলাকুজ্জা...
27/09/2022

মেয়ে মানুষের মন হচ্ছে তুলার চেয়েও নরম, এরা জগতের সবকিছু সহ্য করতে পারলেও কথার আঘাত কখনোই সহ্য করতে পারে না।😊

© আখলাকুজ্জামান

ছবিটি দেখে কিছু না লিখে পারলাম না....চোখের কোনে পানি চলে আসলো তারপরেও কিছু কিছু ছেলে আছে মাকে দেখতে পারে না মায়ের কথা ভা...
27/09/2022

ছবিটি দেখে কিছু না লিখে পারলাম না....

চোখের কোনে পানি চলে আসলো তারপরেও কিছু কিছু ছেলে আছে মাকে দেখতে পারে না মায়ের কথা ভালো লাগে না
মা ঘরে থাকে ঠিকই কিন্তু শান্তি মিলে না, আল্লাহ সেই সমস্ত সন্তানকে তুমি হেদায়েত কর।

এই ছবিটি একটি দুর্ঘটনাস্থলের যেখানে একজন যুবক এবং একটি মেয়ে আহত হয়ে চিকিৎসা সহায়তার জন্য অপেক্ষা করছে।
আজকের এই ছবিটি দেখে মায়ের সত্যিকারের ভালোবাসার আরেকটি উদাহরণ পেলাম।
যে মায়ের পায়ের হাড় ভেঙ্গে গেছে, তিনি এখনো তার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, এই কলিজা জন্মেছে মাত্র একজন নারীর সে মা।
মা যতই কষ্ট পান না কেন, সন্তানের ছোটখাটো কষ্টও তিনি সহ্য করতে পারেন না।
এই ছবিটি সম্ভবত দিনের সবচেয়ে সুন্দর ছবি। মায়ের ভালোবাসার কথা ভাষায় প্রকাশ করতে পারে এমন কোনো কলম এখনো নেই।
সংগ্রামের বর্ণনা দিতে ‘মা’ শব্দটিই যথেষ্ট।
আল্লাহ যেন সকল মাকে সব সময় ভালো রাকেন🤲

নারীকে রাজকন্যা করে একমাত্র তার বাবাই রাখতে পারে। 🖤
23/09/2022

নারীকে রাজকন্যা করে একমাত্র তার বাবাই রাখতে পারে। 🖤

Address

Harinpala
Bhandaria

Telephone

+8801318773280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namaz-নামাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namaz-নামাজ:

Share

Category


Other Video Creators in Bhandaria

Show All