Saad75

Saad75 �বড়লোক না, বড় মনের মানুষ হওয়া উওম �
স্ব?

22/11/2024

আর যে আমার জিকির থেকে বিমুখ হয়, তার জীবনযাত্রা সংকীর্ণ ও দুঃখে ভরপুর হয়ে ওঠে।

(সুরা ত্বহা, আয়াত: ১২৪)

21/11/2024

আচ্ছা বলত কোন ওয়াক্ত নামাজে সময় পরিবর্তন হয় না

আগে তো মসজিদের ইমামের ডাকে সাড়া দেন 🙂না হয় ইমাম মাহদী কে চিনতে পারবেন না
17/11/2024

আগে তো মসজিদের ইমামের ডাকে সাড়া দেন 🙂
না হয় ইমাম মাহদী কে চিনতে পারবেন না

আল্লাহ সাবাইকে কবুল করুন   আমিন🤲
16/11/2024

আল্লাহ সাবাইকে কবুল করুন
আমিন🤲

16/11/2024

মুমিন ও মুনাফিকের উদাহরণ

হাসান ইবন আলী খাল্লাল প্রমুখ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের উদাহরণ হল শস্যের মত, যাকে বাতাস দোলা দেয়। মু’মিনেরও তেমনি বালা মুসিবত পৌঁছতে থাকে। আর মুনাফিকের উদাহরণ হল অশ্বত্থ বৃক্ষের মত, বাতাসে হেলে না। শেষে (ঝড়ে) সমূলে উৎপাটিত হয়। [Tirmidhi:2866,IF-BD]

15/11/2024

🗣️যে হাত দিয়ে মোবাইল চালাচ্ছেন ওই হাত দিয়ে একবার আল্লাহর শুকরিয়া আদায় করুন

🤲আলহামদুলিল্লাহ🤲

15/11/2024

আলহামদুলিল্লাহ লেখার জন্য ৫ সেকেন্ড সময় হবে। 🥰🥰

15/11/2024

সবচেয়ে খুশির সংবাদ হলো- আল্লাহর, রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি।
-আলহামদুলিল্লাহ

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামা...
13/10/2023

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামাজ পড়ায় ম‌নো‌যোগ ও বাড়‌বে। ঈমানও তাজা হবে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে! ইনশাআল্লাহ।

Khairul Saad

17/05/2023

মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে?

13/04/2023

মুনাফিকদের জন্য ফজর ও ইশার সালাত অপেক্ষা অধিক ভারী সালাত আর নেই। এ দু'সালাতের কী ফাযীলাত, তা যদি তারা জানতো, তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা (নামাজে) উপস্থিত হতো।
(সহীহ বুখারী: 657)

03/03/2023

মাদরাসা ছাত্রদের প্রদর্শনী দেখে মুগ্ধ সবাই ।🥰
#মাহফিল

08/02/2023

এই কষ্টের কোনো ভাষা নেই ! 😥😭 🇹🇷

14/01/2023

বান্দা যখন দোয়ার জন্য
হাত উঠায়,
সে হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জা পান!
[আবু দাউদ-৩৩৭০ ]

আছে কি এমন বন্ধু,,💔🥀
06/01/2023

আছে কি এমন বন্ধু,,💔🥀

27/12/2022

হঠাৎ আপনি মারা যাবেন, আর আপনার পুরো প্রোফাইল জুড়ে থাকবে হারাম জিনিস, যা আপনার জাহান্নামে যাওয়ার কারন হতে পারে। 😥

Khairul Saad

Address


Telephone

+8801862538297

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saad75 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saad75:

Videos

Share

Category