Humayun Jahir Miazi

Humayun Jahir Miazi Humayun Jahir Miazi is ready to give you a full computer skill & freelancing service.

"বিশ্বাস করুন, কাস্টমার কখনই ফিরে আসে না!"স্যাম ওয়ালটন। বিশ্বের বৃহত্তম রিটেইল চেইন ওয়াল-মার্টের প্রতিষ্ঠাতা। একবার তি...
16/01/2024

"বিশ্বাস করুন, কাস্টমার কখনই ফিরে আসে না!"

স্যাম ওয়ালটন।
বিশ্বের বৃহত্তম রিটেইল চেইন ওয়াল-মার্টের প্রতিষ্ঠাতা।

একবার তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য
সেলস ও কাস্টমার সার্ভিসের ওপর
একটি ট্রেনিং করাচ্ছিলেন।

ট্রেনিং এ তার শুরুর কথাগুলো ছিলো এরকম:

"আমি সেই লোক
যে রেস্টুরেন্টে গিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে,
কখন ওয়েটার অন্য কাজ বাদ দিয়ে
আমার অর্ডার নিতে আসবে
তার জন্য।

আমি সেই লোক
যে দোকানে যেয়ে চুপচাপ অপেক্ষা করে,
কখন সেলসম্যানরা তাদের পার্সোনাল কথা শেষ করে
একটু আমার দিকে নজর দিবে
তার জন্য।

আমি সেই লোক
যে পেট্রোল পাম্পে ধৈর্য ধরে অপেক্ষা করে
কখন তারা সংবাদপত্র পড়া শেষ করে
আমাকে সময় দিতে পারবে
তার জন্য।

আমি সেই ব্যক্তি
যে কিনা আর্জেন্ট সার্ভিস পাবার জন্য
কাস্টমার কেয়ারে বারবার অনুরোধ করবার পরেও
কয়েক সপ্তাহ পার হবার পর
সেটা পান।

আপনি নিশ্চয় ভাবছেন
আমি একজন
শান্ত, ধৈর্যশীল আর নির্ঝঞ্ঝাট মানুষ!

না, আপনি ভুল।

আমি সেই কাস্টমার
যে কখনই ফিরে আসে না!

আমাকে ফিরিয়ে আনার জন্য
আপনার কোম্পানির
নানারকম চটকদার বিজ্ঞাপনের পেছনে
কোটি কোটি টাকা খরচ করা দেখলে
আমার হাসি পায়।

কারণ
আমি যখন প্রথম আপনার ওখানে গিয়েছিলাম,

আপনার উচিত ছিল
আমার সাথে একটু হেসে কথা বলা
আমার প্রয়োজন কি সেটা বোঝার চেষ্টা করা
একটু আন্তরিকতা দেখানো।

There is only one boss: THE CUSTOMER.

এবং সে কোম্পানির প্রেসিডেন্ট থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত
সবাইকে ফায়ার করতে পারে
তার টাকা
'অন্যত্র' খরচ করার মাধ্যমে।"

Want to be SUCCESSFUL?
Have better CUSTOMER SERVICE than anyone else.

(কপি)

10/01/2024

Good Night.

09/01/2024

“Patience is the key to joy.”...... Jalal Uddin Rumi

23/12/2023

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারি দিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু’ দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতি দূর সমুদ্রের পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনই দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এত দিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেন দেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

কবি: জীবনানন্দ দাশ
কবিতা: বনলতা সেন
কাব্যগ্রন্থ: বনলতা সেন

23/12/2023

শুপ্রভাত। আজকের দিনটি সবার ভালো কাটুক।

22/12/2023

জীবনে অনেক পরিস্থিতির সম্মুখিন হওয়া লাগতে পারে, তবে কখনোই চাপ নেওয়া যাবে না। সব সময় শান্ত থাকতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে।

বাম দিকের এক্স রে টি একটি ৪ বছরের শিশুর হাতের এক্স রে। ডান দিকের এক্স রে টি একটি ৭ বছরের শিশুর হাতের এক্স রে।পার্থক্য টি...
18/12/2023

বাম দিকের এক্স রে টি একটি ৪ বছরের শিশুর হাতের এক্স রে। ডান দিকের এক্স রে টি একটি ৭ বছরের শিশুর হাতের এক্স রে।

পার্থক্য টি দেখুন।
চার বছরের বাচ্চাদের হাড় গুলো ডেভোলপিং পর্যায়ে থাকে। পরিপূর্ণভাবে এজন্য তারা সব কাজ করতে পারেনা যেটি সাতবছরের বাচ্চাদের অনেকেই করতে পারে।

অনেক বাবা মা চারবছর এর শিশুকে লিখা শিখানোর জন্য উঠে পড়ে লাগেন, বাচ্চা লিখতে না পারলে মারধর করেন। এটি আপনার বাচ্চার কোন সমস্যা না, সৃষ্টিগত ভাবেই ওদের শরীর তখনো পরিপূর্ণভাবে শক্তিশালী থাকেনা। এই লিখাটি পড়ার পর থেকে একটু সতর্ক হন।

আপনার চার বছরের বাচ্চাকে মুখে মুখে ছড়া শেখান। বুদ্ধিবৃত্তি বৃদ্ধি পায় এমন কাজ বা এমন খেলাগুলো বেশি করে করুন। যেমন বিভিন্ন রঙ চেনানো, গুনতে শিখানো, একই রকম আকৃতি একসাথে জড়ো করার খেলা শিখানো, জীব জন্ত চেনানো, ইত্যাদি । খুব বেশি চাপ দিবেন না। এতে করে বাচ্চাটির উপর মারাত্নক প্রভাব পড়বে এমনকি মানসিক ভারসাম্য পর্যন্ত হারাতে পারে,

হাত পায়ের পেশি সুগঠিত হওয়ার জন্য তাকে খেলতে দিন। পুষ্টিকর খাবার খাওয়ান। বাচ্চাকে ভালোবাসুন। সারাক্ষণ সমাজের চোখে বড় হওয়ার জন্য বাচ্চাকে ঘোড়ার মত রেইসে লাগিয়ে রাখবেন না।

কারণ এই বাচ্চা বড় হয়ে দুয়া করবে
"হে আমার প্রতিপালক, তাদের প্রতি সেভাবে দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন।"

অতএব আপনি কিভাবে লালন পালন করছেন আপনার সন্তানকে সেদিকে খেয়াল করুন।
#সংগৃহীত

উসমানী খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোট, একটি বড়।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোট কড়াটি নাড়তো। এতে ...
07/12/2023

উসমানী খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোট, একটি বড়।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোট কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড় কড়াটি নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়! সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?🙂

18/11/2023

শুভ রাত্রি

ধেয়ে  আসছে বাংলাদেশের উপকুলের দিকে।(মিধিলির অবস্থান) #বাংলাদেশ
17/11/2023

ধেয়ে আসছে বাংলাদেশের উপকুলের দিকে।(মিধিলির অবস্থান)
#বাংলাদেশ

 #সংগৃহীত"বুয়েট থেকে পাশ করছি প্রায় ছয় মাস হতে চললো।এই ছয় মাসে নানান রকমের মানুষের সাথে মিশে আমার উপলব্ধি হলো কোথাও কেউ ...
17/11/2023

#সংগৃহীত
"বুয়েট থেকে পাশ করছি প্রায় ছয় মাস হতে চললো।

এই ছয় মাসে নানান রকমের মানুষের সাথে মিশে আমার উপলব্ধি হলো কোথাও কেউ সুখে নাই।

যার চাকরী আছে সে বলতেছে, চাকরি করা পেইন, প্রতিদিন এক জায়গায় যাওয়া বোরিং। যার চাকরি নাই সে বলতেছে চাকরি ছাড়া ঝামেলায় আছে অনেক।
যে বিসিএস এডমিন সে বলতেছে, পাওয়ার কোম্পানীতে বেতন ভালো। যে পাওয়ার কোম্পানীতে আছে, সে বলতেছে এডমিনদের সেই ক্ষমতা আছে হাতে।

যে ইন্ড্রাস্টিয়াল চাকরি করতেছে, সে বলতেছে টিচিং প্রফেশান ভালো বেশি। অল্প পরিশ্রমে বেশি টাকা। যে টিচার সে বলতেছে, কেন শুরুতে ইন্ড্রাস্টিতে ঢুকলাম না, এতদিনে লাখ টাকা বেতন হতো।

যে বিদেশে আছে সে বলতেছে, দেশে একটা সরকারী চাকরি করে আরামে থাকতে পারতাম, হুদাই আসছি বিদেশে।

যে দেশে আছে, সে বলতেছে বন্ধুরা সব বিদেশে মজা করতেছে, আর আমি পেইন খাচ্ছি দেশে। কী বিগাড় রে ভাই। আসল সুখ কই আছে তাইলে?"

"প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে, কবরে যাবার আগ পর্যন্ত।"

- (সূরা তাকাসুরঃ১,২)

(কপি পোস্ট)

বিয়ের আগে পরিবার পরিজন, আত্মীয় স্বজন সংক্রান্ত যাবতীয় খোঁজ খবর নিয়ে থাকি আমরা, কিন্তু ভুলে যাই সব চেয়ে প্রয়োজনীয় ব্যাপার...
12/11/2023

বিয়ের আগে পরিবার পরিজন, আত্মীয় স্বজন সংক্রান্ত যাবতীয় খোঁজ খবর নিয়ে থাকি আমরা, কিন্তু ভুলে যাই সব চেয়ে প্রয়োজনীয় ব্যাপার স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ সংক্রান্ত ব্যাপার টি, আসুন জেনে নেয়া যাক এই বিষয়ে জরুরী কিছু তথ্যঃ

স্বামী-স্ত্রীর ব্লাড গ্রুপ কেমন হওয়া উচিত সে বিষয়টি নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমাদের ব্লাড গ্রুপ সম্পর্কে কিছু কথা জানা দরকার। প্রধানত ব্লাড গ্রুপ কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হল ABO system (A, B, AB & O), আরেকটা হল Rh factor {Rh positive(+ve) & Rh negative(-ve)}. অর্থ্যাৎ Rh factor ঠিক করবে ব্লাডগ্রুপ পজেটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে ব্লাড গ্রুপগুলো হলঃ A+ve, A-ve, B+ve, B-ve, AB+ve, AB-ve O+ve, O-ve.

জেনে নেয়া যাক, যদি অন্য গ্রুপের ব্লাড কারো শরীরে দেওয়া হয় তাহলে কী হবে?

যখন কোনো Rh নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে Rh পজেটিভ গ্রুপের ব্লাড দেয়া হয় তখন প্রথমবার সাধারনত কিছু হবে না। কিন্তু এর বিরুদ্ধে রোগীর শরীরে এন্টিবডি তৈরী হবে যার ফলে যদি কখনো রোগী আবার পজেটিভ ব্লাড নেয় তাহলে তার ব্লাড cell গুলো ভেঙ্গে যাবে, এর কারনে অনেক সমস্যা হবে। যেমন জ্বর, কিডনি ফেইলিউর, হঠাৎ মৃত্যু ইত্যাদি। এই সমস্যাকে মেডিকেল টার্ম এ বলা হয় ABO incompatibility.

স্বামী-স্ত্রীর ব্লাডগ্রুপ কী রকম হওয়া দরকার?

স্বামীর ব্লাডগ্রুপ যদি পজেটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ ও পজেটিভ হতে হবে। আর যদি স্বামীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ পজেটিভ বা নেগেটিভ যে কোনো একটি হলেই হবে। তবে স্বামীর ব্লাডগ্রুপ যদি পজেটিভ হয় তাহলে কোনোভাবেই স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হওয়া চলবে না। এক্ষেত্রে যদি স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে তার স্বামীর ব্লাডগ্রুপ ও নেগেটিভ হতে হবে।

যদি স্বামীর ব্লাডগ্রুপ পজেটিভ হয় আর স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে কী সমস্যা হবে?

রক্তের গ্রুপ মিলে গেলে কোন সমস্যা হয় না। তবে স্ত্রী যদি নেগেটিভ হয় আর স্বামী যদি পজিটিভ হয় তাহলে ‘লিথাল জিন’ বা ‘মারন জিন’ নামে একটি জিন তৈরি হয় যা পরবর্তীতে জাইগোট তৈরিতে বাঁধা দেয় বা জাইগোট মেরে ফেলে। সে ক্ষেত্রে মৃত বাচ্চার জন্ম হয়।

যদি স্বামীর ব্লাডগ্রুপ পজেটিভ হয় তাহলে সাধারনত বাচ্চার ব্লাডগ্রুপ ও পজেটিভ হবে। যখন কোনো নেগেটিভ ব্লাডগ্রুপের মা ধারন করবে পজেটিভ Fetus(ভ্রুন) তখন সাধারনত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

কিন্তু ডেলিভারির সময় পজেটিভ Fetus এর ব্লাড, placental barrier ভেধ করে এবং placental displacement এর সময় মায়ের শরীরে প্রবেশ করবে। মায়ের শরীরে ডেলিভারির সময় যে ব্লাড প্রবেশ করবে, তা ডেলিভারি হওয়ার কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে Rh এন্টিবডি তৈরী করবে। যখন মা দ্বিতীয় সন্তান বহন করবে, তখন যদি তার fetus এর ব্লাডগ্রুপ পুনরায় পজেটিভ হয়।

তাহলে মায়ের শরীরে আগে যেই Rh এন্টিবডি তৈরী হয়েছিলো সেটা placental barrier ভেধ করে বাচ্চার শরীরে প্রবেশ করবে। আর যখন fetus এর শরীরে Rh antibody ঢুকবে তখন fetal এর RBC এর সাথে agglutination হবে, যার ফলে RBC ভেঙ্গে যাবে। একে মেডিকেল টার্ম এ “Rh incompatibility” বলে।

ফিলিস্তিনের পক্ষে ইন্সটাগ্রামে সমর্থনের কারণে ডাচ ফরোয়ার্ড আনোয়ার আল গাজীর সাথে চুক্তি বাতিল করেছে জার্মান ক্লাব মাইনৎস।...
09/11/2023

ফিলিস্তিনের পক্ষে ইন্সটাগ্রামে সমর্থনের কারণে ডাচ ফরোয়ার্ড আনোয়ার আল গাজীর সাথে চুক্তি বাতিল করেছে জার্মান ক্লাব মাইনৎস। এর প্রত্যুত্তরে আনওয়ার আল গাজী নিজ ইন্সটাগ্রামে যা লিখেন :

"ন্যায়ের পক্ষে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে একা প্রতিবাদ করতে হলেও করব। গাজাতে হাজার হাজার নির্দোষ মানুষ মারা যাচ্ছে, সেগুলোর সামনে আমার জীবিকা হারানো কিছুই না"।

04/11/2023

আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমার ছেলের সুন্নাতে খৎনা সম্পন্ন হয়েছে।
সবাই তার সুস্থতার সহিত সুদীর্ঘ নেক হায়াতের জন্য দোয়া করবেন।

04/11/2023

দ্রব্যমূল্য যে অত্যাধিক বেশী মানে একেবারে হাতের নাগালের বাইরে, এটা তিন শ্রেনীর মানুষ বুঝে নাঃ
১. যারা বাপের খায়।
২. যারা পাপের খায়।
৩. যারা হাত পেতে খায়।

03/11/2023

জুম্মা মোবারাক 🕌

31/10/2023

Good Night friends. Have a nice dream. Fi Amanillah.

29/10/2023

"The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall."
.......... Nelson Mandela

20/10/2023

"That's one small step for a man, a giant leap for mankind. "
......Neil Armstrong

17/10/2023

Good night.

15/10/2023

Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing you will be successful.

08/10/2023

সংগৃহীতঃ
খুবই অসুস্থ একটা জেনারেশন আসছে।

এদের না আছে ধর্মীয় জ্ঞান আর না আছে ভালো আচার ব্যবহার। এরা হালাল হারামের পার্থক্য জানেনা। কোথায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলতে হয় সেটা জানেনা। এরা বড়দের / মা-বাবাকে তুমি করে বলা কে আধুনিকতা মনে করে। এরা পড়তে বসে রাত ১২-১ টায় আর ঘুমাতে যায় ভোরে। অথচ এদের উচিত ছিল, সন্ধ্যা রাতেই লিখাপড়া শেষ করে রাত ১০ টার ভিতর ঘুমিয়ে পড়া এবং ফজরের নামাযের সময় উঠে নামায আদায় করে আবার পড়ালেখায় মনোনিবেশ করা। এরা খেলাধুলা, কায়িক পরিশ্রম ভুলেই গেছে। শরীর ও মেধা গঠনের জন্য শারিরীক পরিশ্রম, খেলাধুলা বা শরীরচর্চার কথা ভুলেই গেছে। তাহলে কিভাবে এদের শারিরীক ফিটনেস আসবে? কিভাবে সুস্থতা ফিরে পাবে? এরা মোবাইল, ফেসবুক ইত্যাদি সামাজিক মাধ্যম নিয়ে অতিরিক্ত সময় ব্যয় করছে, পৃথিবীর অন্য কোনো কিছুই তাদের হৃদয়কে স্পর্শ করে না। এদের কাছে সকাল হচ্ছে দুপুর ১২ টায়, এরা নাস্তা করে দুপুর ২ টায়। এসব অনিয়মের কারণে তারা তাদের দেহের ভিতর অজ্ঞাত রোগকে আমন্ত্রণ জানাচ্ছে। এরা শ্রদ্ধার কথা ভুলেই গেছে। বয়স্ক মুরুব্বি লোকদের সন্মান দিতে জানেনা। পারলে সিগারেটের ধোয়া মুরুব্বিদের মুখের উপর নির্গত করে। পিতামাতাকে শ্রদ্ধা করে কিছু পাবার আশায়, প্রতিষ্ঠিত হয়ে গেলে পিতামাতার আর খোজ রাখেনা। শিক্ষকদের শ্রদ্ধা করে সিজিপিএ এর জন্য।

এরা সালাম দিতে, নামাজ পড়তে লজ্জা পায়। ধর্মীয় অনুভূতি তাদের কাছ থেকে হারিয়ে যেতে বসেছে। তাই নৈতিকতার বালাই এদের ভিতর নেই। এরা অন্যায়কে অন্যায় বলার সাহস রাখেনা, চোখের সামনে অন্যায় কিছু ঘটলেও প্রতিবাদের ভাষা তারা হারিয়ে ফেলেছে। তাদের ভিতর ধর্মীয় অনুভূতি না থাকার কারণে প্রতিবেশির দু:খ কষ্টে তারা এগিয়ে না গিয়ে ঝামেলা মনে করে এড়িয়ে চলে। এরা আত্বীয়তার বন্ধন ভুলে যেতে বসেছে। বাসায় গেষ্ট বা নিকট আত্বীয় এলেও তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করে। এদের আছে পেট ভর্তি ইগো নামক দূষিত গ্যাস।

এরা পাপ পুণ্যের পার্থক্য বুঝতে পারে না। পাপ কে পাপ মনে করে না। পাপ বা নিষিদ্ধ কাজকে এরা সঠিক বলে মনে করে। এরা গালাগালি ছাড়া কথা বলতে পারেনা। একবার ভেবে দেখেছেন বর্তমান জেনারেশন কোন পথে হাটছে? শুধুই আত্বকেন্দ্রিকতা তাদেরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে।

আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে সকল ধরনের খারাপ মত খারাপ পথ থেকে হেফাজত করে হেদায়েতের পথে রাখুক। আমিন।

07/10/2023

Congratulations Bangladeshi Tigers for their first win at 2023 world Cup against Afghanistan.

04/10/2023

মেঘ ঝরে ঝরে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়।
জল উড়ে উড়ে আকাশের বুকে,
ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়।

02/10/2023

The future belongs to those who believe in the beauty of their dreams.

01/10/2023

Be yourself because the original one is worth then a copy. ❤️

ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। এ পেশায় স্বাধীনভাবে যে কেউ কাজ করে উপার্জন করতে পারে। ফ্রিল্যান্সিংয়ের একটি মজার বিষয় হলো...
29/09/2023

ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। এ পেশায় স্বাধীনভাবে যে কেউ কাজ করে উপার্জন করতে পারে। ফ্রিল্যান্সিংয়ের একটি মজার বিষয় হলো এখানো ৯ টা ৫ টা বা ১০ টা ৬ টা কোন ধরাবাধা অফিস সিডিউল নেই। এখানে যে কেউ তার সুবিধাজনক টাইম সিডিউল অনু্যায়ী যখন খুশী কাজ করতে পারে।
বাংলাদেশে বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা। বিশেষ করে করোনা মহামারীর সময় মানুষ যখন ঘরবন্দী জীবন যাপন করছিলো এবং বেকারত্বের হার যখন বেড়ে গিয়েছিলো তখন ফ্রিল্যান্সিং অগনিত মানুষের সামনে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছিল। ফ্রিল্যান্সিং বিভিন্ন প্রকার হতে পারে। তবে আমি এখানে অনলাইন ফ্রিল্যান্সিং সম্পর্কে আলোচনা করবো।
বর্তমানে বাংলাদেশে অনলাইনে কাজ করা ফ্রিল্যান্সারের সংখ্যা অগনিত। ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী শুধু ২০২০ সালে এদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা ছিলো ৭০০০০০ এবং সক্রিয় ফ্রিল্যান্সারের সংখ্যা ছিলো ৫০০০০০।
অনলাইন ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খাত রয়েছে। তারমধ্যে বাংলাদেশে জনপ্রিয় কয়েকটি খাত হলো:
১. ওয়েব ডেভেলপমেন্ট
২. ওয়েব ডিজাইন
৩. গ্রাফিক্স ডিজাইন
৪. কন্টেন্ট রাইটিং
৫. ভিডিও এডিটিং
৬. ডাটা এন্ট্রি
৭. ক্যানভা ডিজাইন ইত্যাদি।
ফ্রিল্যান্সিং শিখতে হলে সর্বপ্রথম দরকার একটি এন্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশান।
যাদের ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ আছে এবং ফ্রিল্যান্সিং শিখতে চান তারা অনলাইনে বিভিন্ন সাইট থেকে শিখতে পারেন। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান অনলাইন এবং অফলাইনে প্রশিক্ষন নিয়ে ফ্রিল্যান্সিংয়ে একটি সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।

Address

Eklashpur
Begumganj
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humayun Jahir Miazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humayun Jahir Miazi:

Videos

Share



You may also like