ছোটদের ইচ্ছে ঘুড়ি

ছোটদের ইচ্ছে ঘুড়ি একটি দ্বিমাসিক শিশু-কিশোর পত্রিকা
(4)

জাতীয় শিশু-কিশোর পত্রিকা ছোটদের ইচ্ছে ঘুড়ি'র প্রধান উপদেষ্টা বিশিষ্ট ছড়াকার, লেখক, শিক্ষাবিদ জনাব তপংকর চক্রবর্তী স্যার ...
28/01/2024

জাতীয় শিশু-কিশোর পত্রিকা ছোটদের ইচ্ছে ঘুড়ি'র প্রধান উপদেষ্টা বিশিষ্ট ছড়াকার, লেখক, শিক্ষাবিদ জনাব তপংকর চক্রবর্তী স্যার বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার শিশু সাহিত্যে মনোনীত হওয়ায় ইচ্ছে ঘুড়ি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঘোষণা! এতদ্বারা সকল লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে।   জনপ্রিয় শিশু-কিশোর পত্রিকা ছোটদের ইচ্...
20/01/2024

ঘোষণা!

এতদ্বারা সকল লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে। জনপ্রিয় শিশু-কিশোর পত্রিকা ছোটদের ইচ্ছে ঘুড়ির সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এই দীর্ঘ পথচলায় আমাদের সাথে থাকার জন্য সকলের প্রতি রইলো ভালোবাসা।

---সম্পাদক --

প্রিয় বন্ধুরা গতকাল করা পোস্টটিতে কিছু ভুল পরিলক্ষিত হওয়ায় আমরা সেটি মুছে ফেলেছিলাম তাই আজ আবার পূণরায় পোস্ট করেছি।  তবে...
18/09/2023

প্রিয় বন্ধুরা গতকাল করা পোস্টটিতে কিছু ভুল পরিলক্ষিত হওয়ায় আমরা সেটি মুছে ফেলেছিলাম তাই আজ আবার পূণরায় পোস্ট করেছি।

তবে ভালো সংবাদ হচ্ছে এখানে আরো ৩ জন লেখকের নাম যুক্ত হয়েছে। অনেকের লেখাই অনেক বেশি ভালো ছিলো।

আমরা সবসময় ভালো লেখকদের পাশাপাশি নতুন লেখকদের উৎসাহ দেয়ার জন্য তাদের লেখা প্রকাশ করে থাকি। যার কারণে ২/১ জন ভালো লেখকদের লেখা আমরা ছাপাতে পারিনা সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।

ইচ্ছে ঘুড়ি সম্পূর্ণ একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখান থেকে আমরা কোনো লাভ করতে চাইনা। ছোটদের মোবাইল আসক্তি থেকে বের করে আনা তরুণদের লেখার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্যই আমাদের এই উদ্যোগ । আপনারা সহযোগিতা না করলে হয়তো আমাদের সামনে এগিয়ে যেতে কষ্ট হবে। তাই আমাদের পাশে থেকে সহযোগিতা করলে আমরা সাহস পাবো।

17/09/2023

লেখক সূচীতে সংশোধন থাকায় একটু আগে করা পোস্টটি মুছে ফেলা হলো। আগামীকাল পূণরায় সংশোধন করে প্রকাশ করা হবে। আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা ❤️❤️

11/09/2023

আমরা যাদের লেখা ইমেইলের মাধ্যমে পেয়েছি তাদেরকে ফিরতি মেইলে তা জানিয়ে দিচ্ছি । যদি তুমি ফিরতি কোনো মেইল না পাও তাহলে কমেন্ট করো।

২/১ দিনের মধ্যেই লেখক তালিকা প্রকাশ হবে। এবং লেখক তালিকা প্রকাশের পরপরই হেমন্ত সংখ্যার লেখা আহ্বান করা হবে।

চলবে.....?
11/09/2023

চলবে.....?

ইচ্ছে ঘুড়ি সম্পর্কে আপনার অভিমত প্রকাশ করুন।আমাদের এই ছোট্ট প্রকাশনাটি আপনাদের কাছে কেমন লাগে?
09/09/2023

ইচ্ছে ঘুড়ি সম্পর্কে আপনার অভিমত প্রকাশ করুন।

আমাদের এই ছোট্ট প্রকাশনাটি আপনাদের কাছে কেমন লাগে?

শরৎ সংখ্যায় লেখা আহ্বান। এ সংখ্যায় কবিতার চেয়ে গল্প বেশি প্রাধান্য পাবে। লেখা পাঠানোর ঠিকানা :e.ghuri18@gmail.com
18/08/2023

শরৎ সংখ্যায় লেখা আহ্বান।

এ সংখ্যায় কবিতার চেয়ে গল্প বেশি প্রাধান্য পাবে।

লেখা পাঠানোর ঠিকানা :
[email protected]

আলহামদুলিল্লাহ ইচ্ছে ঘুড়ি এখন সারাদেশে।আমরা খুব শীঘ্রই ভারতেও পত্রিকা পাঠানো শুরু করবো। পাশে থেকে সহযোগিতা করার আহবান জা...
31/07/2023

আলহামদুলিল্লাহ ইচ্ছে ঘুড়ি এখন সারাদেশে।

আমরা খুব শীঘ্রই ভারতেও পত্রিকা পাঠানো শুরু করবো।

পাশে থেকে সহযোগিতা করার আহবান জানাই।

ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাহিদুজ্জামান মাহিদ (বিপিএম) স্যারেরর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ইচ্ছে ঘুড়ির সোজন্য সংখ্যা তুলে দেন আমাদের ভোলা সদর প্রতিনিধি।

বর্ষা সংখ্যা এখনও যারা সংগ্রহ করেননি তারা দ্রুত সংগ্রহ করুন। কুরিয়ার এবং পোস্ট অফিসের মাধ্যমে নিতে যারা যা প্রয়োজন। নাম ...
14/07/2023

বর্ষা সংখ্যা এখনও যারা সংগ্রহ করেননি তারা দ্রুত সংগ্রহ করুন।

কুরিয়ার এবং পোস্ট অফিসের মাধ্যমে নিতে যারা যা প্রয়োজন।

নাম :
ঠিকানা :
মোবাইল:

পত্রিকার শুভেচ্ছা মূল্য -৩০/-

সুন্দরবন কুরিয়ারে -৪০/-
ডাক বিভাগে - ৩০/-

সকলকে জানাই ইচ্ছে ঘুড়ি পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
28/06/2023

সকলকে জানাই ইচ্ছে ঘুড়ি পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

ঈদ মোবারক।

27/06/2023

ইচ্ছে ঘুড়ির বর্ষা সংখ্যা -২০২৩ এর পিডিএফ ফাইল।

23/06/2023

প্রিয় বন্ধুরা তোমরা যারা এখনও লেখক কপির জন্য যোগাযোগ করোনি। তারা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় পাবে। আগামী বৃহস্পতিবারের পর থেকে আর কোনো লেখক কপি পাঠানো হবেনা।

লেখক কপি সংগ্রহ করার জন্য কুরিয়ার চার্জ প্রযোজ্য।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস -৪০/-
পোস্ট অফিস ৩০/-

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

19/06/2023

প্রিয় বন্ধুরা অবশেষে বহুল প্রতিক্ষার পর বের হয়েছে তোমার প্রিয় ইচ্ছে ঘুড়ির বর্ষা সংখ্যা।

যারে ডাক বা কুরিয়ারের মাধ্যমে পত্রিকা অর্ডার করতে চাও তারা এখন থেকেই অর্ডার করে রাখো।

বিঃদ্রঃ লেখক কপি পাওয়ার জন্য কুরিয়ার চার্জ প্রযোজ্য।

বর্ষা সংখ্যার লেখক সূচী😇😇😇
24/05/2023

বর্ষা সংখ্যার লেখক সূচী😇😇😇

লেখা সিলেকশন সম্পূর্ণ না হওয়ায় আজ লেখক তালিকা প্রকাশিত করা সম্ভব হচ্ছে না।  সময় দিয়ে আমাদের সাথেই থাকুন।
20/05/2023

লেখা সিলেকশন সম্পূর্ণ না হওয়ায় আজ লেখক তালিকা প্রকাশিত করা সম্ভব হচ্ছে না। সময় দিয়ে আমাদের সাথেই থাকুন।

19/05/2023

আগামীকাল প্রকাশিত হবে ইচ্ছে ঘুড়ি বর্ষা সংখ্যার লেখক তালিকা।

08/05/2023

প্রিয় লেখক বন্ধুরা। আমরা আমাদের প্রতিটি লেখা আহবান পোস্টে উল্লেখ করে দেই যে, কবিতা বা ছোট গল্প কত লাইনের হবে। কিন্তু অনেক লেখক বন্ধুরাই আমাদের দেয়া নিয়ম না মেনেই লেখা পাঠিয়ে থাকেন। যার কারণে আমরা সুন্দর সুন্দর গল্প, কবিতা হওয়া সত্যেও তা গ্রহণ করতে পারিনা। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে।

কবিতার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ লাইন
এবং গল্পের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে লেখা পাঠাতে হবে।

এর বাহিরে যারা লেখা পাঠাবে তাদের লেখা আমরা গ্রহণ করতে পারবো না।

ধন্যবাদ।

07/05/2023

আচ্ছা যদি এমন হয়। হঠাৎ করে কুরিয়ার থেকে আপনাকে ফোন দিয়ে বললো আপনার একটি পার্সেল এসেছে। গিয়ে নিয়ে এসে দেখলেন সেই পার্সেলে ইচ্ছে ঘুড়ির পুরাতন কয়েকটি সংখ্যাসহ নতুন সংখ্যা। তাহলে কেমন হবে?

07/05/2023

প্রিয় বন্ধুরা এখনও যারা লেখা পাঠাওনি আজই পাঠিয়ে দাও।

[email protected]

04/05/2023

বন্ধুরা এখনও লেখা জমা দাওনি কে কে?

ইচ্ছে ঘুড়িতে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন এখনই।
03/05/2023

ইচ্ছে ঘুড়িতে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন এখনই।

কমেন্ট করে জানাও কেমন হয়েছে এবারের বর্ষা সংখ্যার প্রচ্ছদটি।
02/05/2023

কমেন্ট করে জানাও কেমন হয়েছে এবারের বর্ষা সংখ্যার প্রচ্ছদটি।

02/05/2023

প্রিয় বন্ধুরা বর্ষা সংখ্যার প্রচ্ছদ দেখতে চাও কারা কারা? কমেন্ট করে জানাও।

আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও ফিরে এলাম। ইনশাআল্লাহ এখন থেকে আর কোনো সংখ্যাই বাদ যাবেনা আমাদের । লেখা পাঠানোর ঠিকানা : ...
01/05/2023

আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও ফিরে এলাম। ইনশাআল্লাহ এখন থেকে আর কোনো সংখ্যাই বাদ যাবেনা আমাদের ।

লেখা পাঠানোর ঠিকানা : [email protected]

নতুন বছরে নতুনভাবে এবং বৃহৎ পরিসরে আসছি আমরা।  এতদিন আমাদের প্রতি আস্থা রাখায় সকল লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা ।  শুভ...
14/04/2023

নতুন বছরে নতুনভাবে এবং বৃহৎ পরিসরে আসছি আমরা। এতদিন আমাদের প্রতি আস্থা রাখায় সকল লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা ।

শুভ বাংলা নববর্ষ।

ইচ্ছে ঘুড়ির নতুন সংখ্যা আসছে খুব শিঘ্রই!ইচ্ছে ঘুড়ি দেশের সকল প্রান্তে ছড়িয়ে যাক আপনার হাত ধরেই।সাথে থাকার জন্য সবাইকে অন...
23/12/2022

ইচ্ছে ঘুড়ির নতুন সংখ্যা আসছে খুব শিঘ্রই!
ইচ্ছে ঘুড়ি দেশের সকল প্রান্তে ছড়িয়ে যাক আপনার হাত ধরেই।
সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ছোটদের ইচ্ছে ঘুড়ি
[একটি শিশু কিশোর পত্রিকা]

ভোলা জেলা প্রশাসনের  সহকারী কমিশনার ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপক ত্রীপুরা'র হাতে ইচ্ছে ঘুড়ির সৌজন্য সংখ্যা তুলে দিচ...
11/12/2022

ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপক ত্রীপুরা'র হাতে ইচ্ছে ঘুড়ির সৌজন্য সংখ্যা তুলে দিচ্ছেন ভোলা প্রতিনিধি জিহাদ।

শীঘ্রই আসছে শীত সংখ্যা।  যারা এখনও লেখা পাঠাননি ১৫ তারিখের মধ্যে পাঠাবেন। ছোট গল্প বেশি প্রাধান্য পাবে। ইচ্ছে ঘুড়িতে বিজ...
11/12/2022

শীঘ্রই আসছে শীত সংখ্যা। যারা এখনও লেখা পাঠাননি ১৫ তারিখের মধ্যে পাঠাবেন। ছোট গল্প বেশি প্রাধান্য পাবে।

ইচ্ছে ঘুড়িতে বিজ্ঞাপন দেয়ার জন্য ইনবক্সে নক করুন।

শীত সংখ্যায় লেখা জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর । অবশ্যই ছোট গল্প প্রাধান্য পাবে।
08/12/2022

শীত সংখ্যায় লেখা জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ।

অবশ্যই ছোট গল্প প্রাধান্য পাবে।

Address

৪৫ নং স্টল, জেলা পরিষদ মার্কেট, বটতলা বাজার, বরিশাল।
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when ছোটদের ইচ্ছে ঘুড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছোটদের ইচ্ছে ঘুড়ি:

Share

Category

Nearby media companies