আবহাওয়া বার্তা

আবহাওয়া বার্তা All Report
(1)

ঘূর্ণিঝড় মোখা আপডেট আপডেট: ১১ ই মে বিকেল  ৯ টা বেজে ৩০ মিনিট।দক্ষিণ পূর্ব বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অ...
11/05/2023

ঘূর্ণিঝড় মোখা আপডেট
আপডেট: ১১ ই মে বিকেল ৯ টা বেজে ৩০ মিনিট।

দক্ষিণ পূর্ব বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড় মোখা কিছুটা উত্তরে অগ্রসর হয়েছে। এবং শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিনত হয়েছে। এটি আজ ১১ ই মে বিকেল ৪ টা বেজে ২০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। চট্টগ্রাম বন্দর থেকে ১১৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। কক্সবাজার থেকে ১০৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ঐ স্থানে বেশ উত্তাল আছে। এটি আজ রাতে ক্যাটাগরি ১ শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিনত হতেপারে। এটি উপযুক্ত পরিবেশ পেলে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিনত হতেপারে।
সিস্টেম টি বাংলাদেশ উপকূল থেকে এখনও অনেক দুরে থাকায় এর কোন প্রভাব এখনও দেশের উপকূলে পড়েনি। তবে আগামী ১৩ ই মে থেকে এর প্রভাব পড়তেপারে। তবে কোন মাছ ধরা নৌকা ও ট্রলার যেন কোনভাবেই এইসময় গভীর সাগরে যাওয়ার জন্য বের না হয় তার জন্য বিশেষভাবে জানাচ্ছি।

গতিপথ : সিস্টেম টি প্রাথমিকভাবে উত্তর দিকে অগ্রসর হতেপারে, এবং পরবর্তীতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতেপারে।
শক্তিমত্তা : এটি ক্যাটাগরি ৩ বা ৪ ক্ষমতাসম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিনত হতেপারে।
ল্যান্ডফল/ আঘাত : এটি আগামী ১৪ ই মে দুপুর থেকে ভোলা থেকে কক্সবাজার ও রাখাইন এর ভেতরে যেকোনো উপকূলে প্রবল শক্তি নিয়ে অতিক্রম করতেপারে। তবে আঘাত হানার স্থান পরিবর্তন হতেও পারে কিছুটা । বর্তমান সময় পর্যন্ত কক্সবাজার ও এর পার্শ্ববর্তী উপকূল বেশি ঝুকিপূর্ণ।

সতর্কতা : দেশের চট্টগ্রাম উপকূলে যারা আছেন তারা আগে থেকেই প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখবেন। একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো অনেকে বলছে ঘূর্ণিঝড় টি সরাসরি বার্মায় আঘাত করবে, সো, চট্টগ্রাম সতর্কতা অবলম্বন করার দরকার নেই। আমি তাদের সাথে একমত নই। কারণ, চট্টগ্রাম এর কেউ সতর্ক হলোনা, কিন্তু ঘূর্ণিঝড় টি হটাৎ গতিপথ পরিবর্তন করে আমাদের আশঙ্কা অনুযায়ী চট্টগ্রাম আঘাত করলো তাহলে কি হবে?

যাহোক সতর্কতা গ্রহণ করলে বিপদ না আসলেও ক্ষতি হবেনা, কিন্তু সতর্ক হলাম না আর বিপদ হটাৎ চলে আসলো তাহলে তো মহা বিপদ। একটা ঘূর্ণিঝড় এর ডায়ামিটার অনেক বড় হয়, ফলাফল ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে কয়েকশত কিলোমিটার দুরের এলাকায়ও ব্যাপক ক্ষতি হতেপারে।
বৃষ্টিপাত : এর প্রভাবে আগামী ১৩ ই মে থেকে ১৬ ই মে এর ভেতরে,চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতেপারে। এইসকল এলাকায় গড়ে ১০০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতেপেরে। এখানে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগ ও খুলনা বিভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম।

জলোচ্ছ্বাস : ঘূর্ণিঝড় মোখা সরাসরি দেশের চট্টগ্রাম উপকূলে আঘাত করলে, আঘাত করা স্থানে ১২ থেকে ১৮ ফুট উচ্চ বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে আক্রান্ত হতে পারে।
পাহাড়ধ্বস : ঘূর্ণিঝড় টি চট্টগ্রাম আঘাত করলে, পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ পাহারধ্বস এর আশংকা করা যায়।
নোট : কক্সবাজার যেসব রোহিঙ্গা আছে তাদের জন্য ও অধিক সতর্ক হওয়া জরুরী।

সতর্ক সংকেত : BMD, দেশের সকল সমুদ্র বন্দরে ২ দুই নম্বর দুরবর্তী সংকেত বহাল রেখেছে, পরবর্তী সময়ে সংকেত বাড়তেপারে চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে।
কত কিলোমিটার বেগে আঘাত করবে : ঘূর্ণিঝড় মোখা ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার বা তারচেয়ে অধিক গতিতে উপকূল অতিক্রম করতেপারে।

বৃষ্টি বলয় তুফান : ১৩ টু ১৫ ই মে, , চট্টগ্রাম বিভাগ সম্পুর্ন।
চিত্রে ঘূর্ণিঝড় আঘাত হানার দৃশ্য ও স্থান দেওয়া আছে, এখান থেকে কিছুটা হেরফের হতেপারে।
সিস্টেম শক্তিশালী হলে আমরা আরও ঘন ঘন আপডেট দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ : পারভেজ আহমেদ পলাশ, ফাউন্ডার, Bangladesh Weather Observation Team (BWOT).

সিস্টেম আপডেট ,  আপকামিন ঘূর্ণিঝড় মোখা। আপডেট ৯ ই মে ভোর ৫ টা বেজে ২৫ মিনিট।দক্ষিণ পূর্ব বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন আন্দামান...
09/05/2023

সিস্টেম আপডেট , আপকামিন ঘূর্ণিঝড় মোখা।
আপডেট ৯ ই মে ভোর ৫ টা বেজে ২৫ মিনিট।

দক্ষিণ পূর্ব বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থিত সিস্টেম টি কিছুটা উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে কিছুটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে আছে।
এটি আজ ৯ ই মে ভোর ৫ টা বেজে ১৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ১৬৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিলো। চট্টগ্রাম বন্দর থেকে ১৫৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো।
এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে।
লঘুচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৩০ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৪২ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঐ স্থানে কিছুটা উত্তাল আছে।
এটি আজ দুপুরের ভেতরে নিম্নচাপে পরিনত হতেপারে।

এটি উপযুক্ত পরিবেশ পেলে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা তে পরিনত হতেপারে। এবং উপযুক্ত পরিবেশ আছে সেখানে ইতিমধ্যে।

সিস্টেম টি বাংলাদেশ উপকূল থেকে এখনও অনেক দুরে থাকায় এর কোন প্রভাব এখনও দেশের উপকূলে পড়েনি। তবে আগামী ১৩ ই মে থেকে এর প্রভাব পড়তেপারে।

তবে কোন মাঝ ধরা নৌকা ও ট্রলার যেনো কোনভাবেই এইসময় গভীর সাগরে যাবার জন্য বের না হয় তার জন্য অনুরোধ করছি।

গতিপথ : সিস্টেম টি প্রাথমিকভাবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে, এবং পরবর্তীতে উত্তর দিকে, তারপর শেষ পর্যায়ে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতেপারে।

শক্তিমত্তা : বঙ্গপোসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির উপযুক্ত পরিবেশ থাকায় এটি শক্তিশালী ঘূর্ণিঝড় ক্যাটাগরি ৪/৫ তে পরিনত হতেপারে।
এটি মধ্যো বঙ্গপোসাগরে এসে ক্যাটাগরি ৪ ক্ষমতাসম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিনত হতেপারে, ও আরও উপযুক্ত পরিবেশ পেলে ক্যাটাগরি ৫ ও হতেপারে।
তবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে।

ল্যান্ডফল/ আঘাত : এটি আগামী ১৪ বা ১৫ ই মে উত্তর উড়িষ্যা থেকে চট্টগ্রাম বিভাগ এর ভেতরে যেকোনো উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত করতেপারে।
তবে আঘাত হানার স্থান পরিবর্তন হতেও পারে কিছুটা।
তবে বরিশাল চট্টগ্রাম উপকূল বেশি ঝুকিপূর্ণ।

সতর্কতা : দেশের উপকূলে যারা আছেন তারা আগে থেকেই প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখবেন ও দেশে যারা ধান কাটছেন তারা ১২ ই মে এর ভেতরে সকল ধান নিরাপদ স্থানে নিয়ে নিবেন।

বৃষ্টিপাত : এর প্রভাবে আগামী ১৩ ই মে থেকে ১৬ ই মে এর ভেতরে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতেপারে।

জলোচ্ছ্বাস : ঘূর্ণিঝড় মোখা সরাসরি দেশে আঘাত করলে, আঘাত করা স্থানে ১২ থেকে ১৮ ফুট উচ্চ বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে আক্রান্ত হতেপারে।

কত কিলোমিটার বেগে আঘাত করবে : ঘূর্ণিঝড় মোখা ঘন্টায় ১৫০ কিলোমিটার বা তারচেয়ে অধিক গতিতে উপকূল অতিক্রম করতেপারে।

পরবর্তী আপডেট : ৯ ই মে দুপুর ১ টায় ইনশাআল্লাহ।
নতুন আপডেটে আরও নতুন তথ্য যোগ হবে, সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন।
সিস্টেম শক্তিশালী হলে আমরা আরও ঘন ঘন আপডেট দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

ধন্যবাদ : পারভেজ আহমেদ পলাশ, ফাউন্ডার Bangladesh weather observation team.

বিশেষ সামুদ্রিক ঝড়ের পুর্বাভাস | UPDATE TIME: 02 MAY 2023। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত, পুরো বঙ্গোপসাগরে কোন সক্রিয় সামুদ্...
02/05/2023

বিশেষ সামুদ্রিক ঝড়ের পুর্বাভাস | UPDATE TIME: 02 MAY 2023।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত, পুরো বঙ্গোপসাগরে কোন সক্রিয় সামুদ্রিক সিস্টেম নেই। তাদের কোনোটিই অন্তত আগামী ৫ দিনের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা নেই।

৮ মে ২০২৩-এর পরে বঙ্গোপসাগর একটি উল্লেখযোগ্য ক্রান্তীয় সিস্টেমের জন্য খুব অনুকূল হয়ে উঠতে পারে। ৮/৯ মে ২০২৩ তারিখের দিকে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অত্যন্ত অনুকূল পরিবেশের কারণে, এই সিস্টেমটি ১০/১১ই মে একটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে। এবং আরও শক্তিশালী হয়ে ১১ থেকে ১৩ মে এর মধ্যে একটি উল্লেখযোগ্য গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়। সম্ভাব্য গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় সম্পর্কে বিস্তারিত আপডেট শীঘ্রই দেওয়া হবে।
©Bangladesh Weather Observation Team- BWOT

31/03/2023

একটি বিশেষ বার্তা! এতোদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে।
বিভিন্ন নিউজ মাধ্যমে ইদানিং একটা খবর বিশেষভাবে প্রচার হচ্ছে সেটা হলো আগামীকাল ৩১ শে মার্চ ও পহেলা এপ্রিল দেশের অনেক এলাকার উপরদিয়ে ভয়াবহ দূর্যোগ বয়ে যেতেপারে।
আসলে এই খবরটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর করেছেন ও কিছু ব্যাক্তি এই ধরনের নিউজ করেছে। আসলে এই নিউজটি ঠিকআছে।
কিন্তু সমস্যা হলো, কিছু নিউজ চ্যানেল ও কিছু ইউটিউব চ্যানেল এই নিউজ টিকে পুজি করে বেশি বেশি ভিউ পাবার আশায় অনেকটা অতিরঞ্জিত করে প্রচার করে জনমনে ব্যাপক ভিতির সৃষ্টি করেছে, যেটা কখনও করা উচিৎ নয়।
সাধারণ চৈত্র, বৈশাখ মাস কালবৈশাখী ঝড়ের সিজন এইসময় এই ধরনের দূর্যোগ দেশে প্রতিবছরই ঘটে থাকে, এতে ভয়াবহ আতঙ্কিত হবার মতো কিছুই নেই, আপনারা শুধুমাত্র সচেতন থাকলেই হবে।
প্রায় বছরই এইসময় ঘন্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয় এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা আমাদের দেশে।
তাইবলে দেশ ধ্বংস হয়েযাবে সবকিছু লন্ডভন্ড হয়েযাবে ৭০ হাজার মানুষ মরবে এই ধরনের আতঙ্ক ছড়ানো ঠিকনয়।
আসলে আগামী শুক্রবার ও শনিবার দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টি, প্রচুর বজ্রপাত হতেপারে যেটা এই সময় স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা, এটাকে অতিরঞ্জিত করে জনগণের ঘুম হারাম করা উচিৎ নয়।
সকলে ভালো থাকবেন।
ধন্যবাদ :BWOT WEATHER

ঘূর্ণিঝড় সিত্রাং আপডেট, ২৪ শে অক্টোবর দুপুর ১২ টা। উত্তর মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড় সিত্রাং  আ...
24/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং
আপডেট, ২৪ শে অক্টোবর দুপুর ১২ টা।

উত্তর মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত
ঘূর্ণিঝড় সিত্রাং আরও কিছুটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এখন উত্তর মধ্যো বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো।

এবং এটি আজ ২৪ শে অক্টোবর সকাল দুপুর ১১ টা বেজে ৫০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৪০২ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। এবং চট্টগ্রাম বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো
এবং এটি আরও কিছুটা দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতেপারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৫ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৭০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঔ স্থানে প্রচন্ড উত্তাল রয়েছে, সরকারি আবহাওয়া অধিদপ্তর দেশের মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নাম্বার বিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলেছে।

ঘূর্ণিঝড় আঘাত : এই ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার ২৪ শে অক্টোবর দিবাগত গভীর রাতের পর বাংলাদেশের সাতক্ষীরা উপকূল হতে বরিশাল উপকূলের ভেতরে আঘাত করতেপারে।
ঘূর্ণিঝড় টি উপকূল অতিক্রম করার সময় এর বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯৫ কিলোমিটার এর ভেতরে থাকতেপারে।
ঘূর্ণিঝড় অতিক্রম কালে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম উপকূলে ঘন্টায় ৮০ থেকে ৯৫ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওড়া বয়ে যেতেপারে।

আপনারা আপনাদের ফোনের ব্যাটারি টর্চ লাইটের ব্যাটারি চার্জ করে রাখুন।
ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে সরাসরি Bwot হট লাইনে কল করে তথ্য নিতে পারেন।
Bwot হট লাইন ০১৭১০৮৫১৭৬৫ নাম্বারে যোগাযোগ করুন, সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত, এবং ঝড় আঘাত করলে ২৪ ঘন্টাই কল করতে পারেন।

জলোচ্ছ্বাস : ঘূর্ণিঝড় টি অতিক্রম কালে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম এদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে স্বাভাবিক জোয়ার থেকে ৩ থেকে ৫ ফুট উচ্চ জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতেপারে, যেহেতু সেইসময় অমাবস্যা থাকবে।

বৃষ্টি : ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ইতিমধ্যে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েগেছে, এবং সেইসঙ্গে দেশের অনেক এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।, সময়ের সাথে সাথে বৃষ্টি এবং বাতাস দুটোই বাড়তেপারে। এদিকে আজ সকাল ১০ টা থেকে পরবর্তী ৩০ ঘন্টার ভেতরে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, ফেণী, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতেপারে, এবং সেইসঙ্গে, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি বর্ষণ হতেপারে ও রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ এলাকা ব্যাতিত দেশের বাকি এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতেপারে।

পাহাড়ধ্বস : এই ভারিবৃষ্টির জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ধ্বস হতেপারে।

সতর্কতা! ছোট হোক এটা যেহেতু ঘূর্ণিঝড় আকারে দেশের উপকূল অতিক্রম করতেপারে, তাই উপকূলে যারা আছেন, আপনারা সময়মতো প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখুন, এবং যারা বেশি ঝুকিপূর্ণ এলাকায় আছেন তারা আজ রাতের আগে আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন, এবং আগামী ২৬ শে অক্টোবর পর্যন্ত সকল প্রকার মাছধরা নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করছি।

আমরা এটাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করছি, লেটেস্ট আপডেট আসা মাত্রই আমরা সাথে সাথে আপনাদের জানিয়ে দিবো।
সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন, এবং সুপার সাইক্লোন সংক্রান্ত গুজব থেকে দূরে থাকুন।

সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো অনুসরণ করুন।

ধন্যবাদ : Bwot weather.
আপডেট : ২৪ শে অক্টোবর সকাল ১২ টা।
পরবর্তী আপডেট, দুপুর ৩ টায় ইনশাআল্লাহ্।

ঘূর্ণিঝড় সিত্রাং  আপডেট ১ আপডেট, ২৩ শে অক্টোবর রাত ৯ টা।মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপ টি আরও ...
23/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং আপডেট ১
আপডেট, ২৩ শে অক্টোবর রাত ৯ টা।
মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপ টি আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে কিছুটা শক্তি বৃদ্ধি করে এইমাত্র ঘূর্ণিঝড় সিত্রাং এ পরিনত হয়েছে।

এবং এটি আজ ২৩ শে অক্টোবর রাত ৮ টা বেজে ৪৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।
এবং এটি আরও কিছুটা জোরদার হয়ে উত্তর, উত্তর পূর্ব দিকে অগ্রসর হতেপারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৫ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঔ স্থানে প্রচন্ড উত্তাল রয়েছে, সরকারি আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্র বন্দরকে ৪ নাম্বার স্থানিয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে, সতর্ক সংকেত আরও বৃদ্ধি পেতেপারে।

ঘূর্ণিঝড় আঘাত : এই ঘূর্ণিঝড় সিত্রাং আগামী ২৪ শে অক্টোবর দিবাগত গভীর রাতের পর বাংলাদেশের খুলনা উপকূল হতে বরিশাল উপকূলের ভেতরে আঘাত করতেপারে।
ঘূর্ণিঝড় টি উপকূল অতিক্রম করার সময় এর বাতাসের গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার এর ভেতরে থাকতেপারে।

জলোচ্ছ্বাস : ঘূর্ণিঝড় টি অতিক্রম কালে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম এদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে স্বাভাবিক জোয়ার থেকে ৩ থেকে ৫ ফুট উচ্চ জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতেপারে, যেহেতু সেইসময় অমাবস্যা থাকবে।

বৃষ্টি : ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে আগামীকাল সকাল থেকে পরবর্তী ৩৬ ঘন্টার ভেতরে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, ফেণী, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতেপারে, এবং সেইসঙ্গে, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি বর্ষণ হতেপারে ও রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ এলাকা ব্যাতিত দেশের বাকি এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতেপারে।

পাহাড়ধ্বস : এই ভারিবৃষ্টির জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ধ্বস হতেপারে।

সতর্কতা! ছোট হোক এটা যেহেতু ঘূর্ণিঝড় আকারে দেশের উপকূল অতিক্রম করতেপারে, তাই উপকূলে যারা আছেন, আপনারা সময়মতো প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখুন, এবং যারা বেশি ঝুকিপূর্ণ এলাকায় আছেন তারা আগামীকাল রাতের আগে আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন, এবং আগামী ২৭ শে অক্টোবর পর্যন্ত সকল প্রকার মাছধরা নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করছি।

আমরা এটাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করছি, লেটেস্ট আপডেট আসা মাত্রই আমরা সাথে সাথে আপনাদের জানিয়ে দিবো।
সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন, এবং সুপার সাইক্লোন সংক্রান্ত গুজব থেকে দূরে থাকুন।

সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো অনুসরণ করুন।

ধন্যবাদ : Bwot weather.
আপডেট : ২৩ শে অক্টোবর রাত ৯ টা।
পরবর্তী আপডেট, রাত ১০ টা।

Bangladesh Weather Observation Team -------------------------------------------------             সতর্কবার্তা ----------...
23/10/2022

Bangladesh Weather Observation Team
-------------------------------------------------
সতর্কবার্তা
-------------------------------------------------
⚠️ কৃষক ও মৎসজীবি / নৌযান পরিচালনাকারী ভাইদের জন্য সতর্কবার্তা ⚠️
-------------------------------------------------

আন্দামান সাগর ও দক্ষিণ সংলগ্ন বঙ্গোপসাগরে ২১ তারিখ একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল , যা পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপ পরিনত হয় এরপর একই দিনে তা নিম্নচাপে পরিনত হয়। নিম্নচাপটি আগামীকাল(২৪ তারিখ) নাগাদ উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং বাংলাদেশের খুলনা হতে চট্টগ্রাম উপকুলের মধ্য দিয়ে ২৪ তারিখ রাত-২৫ তারিখ সকাল নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশর উপকুলে ৬০-৮৫ কিমি বেগে দমকা ও ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে , ২৩ থেকে ২৭ তারিখের মধ্যে ( বৃষ্টিবলয় " আঁখি ") । এছাড়া অমাবস্যা জনিত কারণে দেশের উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকছে ।

⚠️ কৃষি সতর্কবার্তা :-
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ থেকে বর্ষা মৌসুম বিদায় নেওয়ার সাথে সামনে শীতকাল আসতে চলছে , এর ফলে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা এলাকায় রবিশস্য জাতীয় সবজি চাষাবাদে অনেক কৃষক মুখিয়ে আছে , কেউ জমি সাজাচ্ছেন আবার কেউ বীজ বপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন । তবে দুঃখের বিষয় এই মুহূর্তে দেশের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় বৃষ্টি বলয় " আখি " আর বঙ্গোপসাগর একটি সামুদ্রিক ঝড় আসছে ।
তাই রাজশাহী ও রংপুর বিভাগ ব্যাতিত সকল সবজি চাষী বিশেষ করে পেঁয়াজ , রসুন ও আলু চাষী ভাইদের প্রতি অনুরোধ আপনারা যারা বীজতলা তৈরি বা বীজ বপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ২৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যদি বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা থাকে তবে।
সেইসাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম , ঢাকা , ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল পেঁয়াজ , রসুন ও আলু চাষী ভাইদের প্রতি অনুরোধ করা হচ্ছে যাতে তারা ২৩-২৭ তারিখের বৃষ্টিবলয়ের কথা মাথায় রেখে বীজতলা তৈরি বা বীজ বপন এর সিদ্ধান্ত নেয়। কারণ, কয়েকদিনের টানা বর্ষণ (হালকা/মাঝারি) ও ভারি বৃষ্টিতে এসব এলাকার বীজতলার ক্ষতি হতে পারে।

এছাড়া অমাবস্যা ও ঘূর্নিঝড় জনিত কারণে দেশের উপকূলীয় এলাকা যেমন :- ভোলা , নোয়াখালী , ফেনী , লক্ষ্মীপুর , কক্সবাজার ,চট্টগ্রাম , বরিশাল , পটুয়াখালী , বরগুনা , ঝালকাঠি , বাগেরহাট , পিরোজপুর , সাতক্ষীরা ও খুলনা জেলার নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকায় ঐসকল এলাকায় আমন ধানের বেশ ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা থাকছে । তাই ঐসকল এলাকার চাষীদের সতর্ক থেকে কাজ করার অনুরোধ করা হচ্ছে।

⚠️ মৎসজীবি / নৌযান পরিচালনাকারী ভাইদের জন্য সতর্কবার্তা :-

আজ ২৩ অক্টোবর থেকে আগামী ২৫/২৬ অক্টোবর পর্যন্ত একটি গভীর নিম্নচাপ/সাধারণ ঘূর্ণিঝড় এর কারণে সাগর প্রচন্ড উত্তাল থাকতে পারে এবং দেশের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই সকল মৎসজীবি ও নৌযান পরিচালনাকারী ভাইদের প্রতি অনুরোধ আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন।

পরিশেষে আপনারা সুপার সাইক্লোন সম্পর্কিত গুজবে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জেনে সতর্ক থেকে সকল কাজ সম্পন্ন করুন এবং সরকারি নির্দেশনা অনুসরণ করুন। সঠিক আবহাওয়ার পূর্বাভাস পেতে বেসরকারী আবহাওয়া সংস্থা BWOT Weather এর পাশাপাশি সরকারি আবহাওয়া সংস্থার দিকে চোখ রাখুন ।

ধন্যবাদ সকলকে,
Bangladesh Weather Observation Team- BWOT

আজ ১৮ তারিখ সকালে, উত্তর - পূর্ব  বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয় যা পরবর্তীতে সুস্পষ্ট লঘু...
18/08/2022

আজ ১৮ তারিখ সকালে, উত্তর - পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয় যা পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে ও ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করছে। এটি আরো শক্তিশালী হয়ে নিম্নচাপ/গভীর আকারে বাংলাদেশ উপকূলের নিকট দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে ১৮ - ২১ আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং বাংলাদেশ সরকারি আবহাওয়া কর্তৃক ৩ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হতে পারে। দেশের দক্ষিন ও পশ্চিম অঞ্চলে দমকা হাওয়া সহ বজ্রপাত যুক্ত মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেই সাথে সকল মৎসজীবি ভাইদের সতর্ক ভাবে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে ।

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মহা বৃষ্টি বলয় ঢল-১এটি একটি পূর্ণাঙ্গ শক্তিশালী মৌসুমী মহা বৃষ্টিবলয়। সময়সূচি : ২৭ শে জু...
27/07/2022

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী মহা বৃষ্টি বলয় ঢল-১
এটি একটি পূর্ণাঙ্গ শক্তিশালী মৌসুমী মহা বৃষ্টিবলয়।
সময়সূচি : ২৭ শে জুলাই হতে ৭ ই আগস্ট ২০২২ পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের সকল এলাকায়।

বেশি সক্রিয় : ২৯ শে জুলাই হতে ৪ ঠা আগস্ট পর্যন্ত।
মহা বৃষ্টি বলয় ঢল-১ একটি অত্যন্ত শক্তিশালী বৃষ্টি বলয়। সুতরাং ঢল-১ চলাকালীন সময়ের ভেতরে দেশের সকল এলাকায় চাহিদা পূরণের মতো বৃষ্টির সম্ভাবনা আছে, যেহেতু ঢল-১ একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।
নোটঃ ঢল-১ চলাকালীন সময়ে দেশের অনেক এলাকায় তীব্র বজ্রপাত হতেপারে।

নাম : মহা বৃষ্টিবলয় ঢল-১
টাইপ : মৌসুমী বৃষ্টিবলয়।
ক্যাটাগরিতে : পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।

নোট : বৃষ্টি বলয় ঢল-১ চলাকালীন সময়ে সবসময় আপনার এলাকায় বৃষ্টি থাকবে না। তবে বেশি আক্রান্ত এলাকায় বেশি সময় বৃষ্টির সম্ভাবনা আছে।

সবচেয়ে বেশি আক্রান্ত, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ। সবচেয়ে কম আক্রান্ত খুলনা বিভাগ। মাঝারি আক্রান্ত : রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ।

বিবরন : এই বৃষ্টি বলয়টি ২৭ শে জুলাই হতে ০৭ ই আগস্ট পর্যন্ত দেশের সকল স্থানে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে বৃষ্টি ঘটাতেপারে।
তবে সবচেয়ে বেশি হতে পারে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে।
আকাশ মূলত মেঘলা, একটানা বৃষ্টি অথবা ঘন ঘন বৃষ্টি এই বৃষ্টি বলয়ের প্রধান বৈশিষ্ট্য বেশি আক্রান্ত স্থানে।
কম সক্রিয় এলাকায় বৃষ্টির পরিমান ও ঘন ঘন বৃষ্টিপাত কম দেখা যাবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বেশিরভাগ সময়েই।

মেঘের গতিপথ : এক এক সময় এক এক দিকে। তবে বেশিরভাগ সময় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পশ্চিম হতে পূর্ব দিকে।

বৃষ্টি বলয় ঢল-১ এ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একটানা ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা এবং দেশের উপকূলীয় এলাকায়ও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ও দেশের বাকি এলাকাতেও মোটামুটি চাহিদা পূরণের মত বৃষ্টির সম্ভাবনা আছে।

নোট : বৃষ্টিবলয় ঢল-১ এ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বন্যা প্রবণ নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতেপারে। এছাড়া মধ্যাঞ্চল এর নদী অববাহিকায়ও সাধারণ মানের বন্যার আশঙ্কা থেকে যায়।

বৃষ্টিবলয় "ঢল-১" চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না।
ঢল-১ চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর স্বাভাবিক থাকতেপারে।
ঢল-১ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন বেশি পাওয়া যাবেনা।

আসুন একনজরে দেখেনেই, ঢল-১ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।

Dhaka 220mm
Rangpur 500mm
Rajshahi 200mm
Mymensingh 450mm
Sylhet 550mm
Khulna 150mm
Barishal 220mm
Chittagong: 250mm

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ঢল-১ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)
সিলেট। ৬২০+
সুনামগঞ্জ। ৭০০+
হবিগঞ্জ। ৪৫০+
মৌলভীবাজার। ৪৮০+

রংপুর, ৪৫০+
দিনাজপুর, ৪২০+
ঠাকুরগাঁও। ৪০০+
পঞ্চগড় ৬০০+
নীলফামারী ৫৫০+
লালমনীরহাট। ৫৬০+
কুড়িগ্রাম। ৫৮০+
গাইবান্ধা ৩৯০+
জয়পুরহাট। ৩৫০+
নওগাঁ ২৭০+
বগুড়া ২৮০+
চাঁপাইনবাবগঞ্জ। ২২০+
রাজশাহী ২০০+
নাটোর। ২৪০+
সিরাজগঞ্জ। ৩০০+
পাবনা ২৬০+

খুলনা(উত্তর), ১৫০+
খুলনা(দক্ষিণ), ২৫০+
সাতক্ষীরা(উত্তর) ১৪০+
সাতক্ষীরা(দক্ষিণ) ২৪০+
বাগেরহাট(উত্তর) ১৬০+
বাগেরহাট(দক্ষিন) ২৪০+
যশোর, ১৪০+
নড়াইল। ১৫৫+
মাগুরা ১৬০+
ঝিনাইদহ। ১৫০+
চুয়াডাঙ্গা ১৪০+
মেহেরপুর। ১৪৫+
কুষ্টিয়া ১৮০+

বরিশাল, ১৭৫+
পিরোজপুর। ১৭০+
ঝালকাঠি ২০০+
পটুয়াখালী ১৯০+
বরগুনা ১৮০+
ভোলা ২০০+

চট্টগ্রাম, ২৫০+
ফেনী ২৫০+
লক্ষ্মীপুর ২৫০+
চাঁদপুর। ২০০+
কুমিল্লা ২৩০+
ব্রাহ্মণবাড়িয়া ২৫০+
খাগড়াছড়ি ১৭০+
রাঙ্গামাটি ১৬০+
বান্দরবান। ১২০+
কক্সবাজার। ১৫০+
নোয়াখালী, ২৮০+

ঢাকা ২০০+
গোপালগঞ্জ। ১৭০+
মাদারীপুর। ১৭০+
শরিয়তপুর ১৭৫+
ফরিদপুর। ১৬০+
রাজবাড়ী ১৭০+
মানিকগঞ্জ। ১৯০+
মুন্সীগঞ্জ। ১৮০+
নারায়ণগঞ্জ। ১৯০+
নরসিংদী ২০০+
গাজীপুর। ২১০+
টাঙ্গাইল। ২৩০+
কিশোরগঞ্জ। ২৮০+
ময়মনসিংহ। ৩৫০+
জামালপুর। ৪০০+
শেরপুর। ৪৩০+
নেত্রকোনা ৫৪০+
কলকাতা (পশ্চিমবঙ্গ) ১৭০ মিলিমিটার।

এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে।
ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় অতিভারি বৃষ্টি হতেপারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতেপারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় ঢল-১ এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।

নোট : সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো দেখুন।

ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ
Bwot weather.
আপডেট : আপডেট : ২৭শে জুলাই সকাল ৭ টা বেজে ৪০ মিনিটে।
চিত্র : Bangladesh Weather Observation Team- BWOT.

বিশেষ সতর্ক বার্তা,,
26/07/2022

বিশেষ সতর্ক বার্তা,,

শক্তিশালী বৃষ্টি বলয় "স্পিড" চলতে পারে ১৯-২৫ জুলাই ২০২২। এর পরপরই আসতে পারে প্রবল বৃষ্টিবলয় "ঢল"। উভয় বৃষ্টি বলয়ের বেশি ...
16/07/2022

শক্তিশালী বৃষ্টি বলয় "স্পিড" চলতে পারে ১৯-২৫ জুলাই ২০২২। এর পরপরই আসতে পারে প্রবল বৃষ্টিবলয় "ঢল"।
উভয় বৃষ্টি বলয়ের বেশি সক্রিয় অংশ দেশের উত্তরে ও উজানে থাকতে পারে। তাই আবারও জুলাই এর শেষ সপ্তাহে ও আগস্টের ১ম সপ্তাহে দেশের উত্তরাঞ্চল বন্যার হুমকির মুখে।
শীঘ্রই বন্যার সতর্কবার্তা নিয়ে নোটিশ দেওয়া হবে৷
তবে এবার সময় থাকতেই ঝুঁকিপূর্ন বন্যা প্রবণ এলাকার সবাইকে প্রস্তুত থাকার আহবান করা হচ্ছে।

প্রশাসনকে এই বিষয়ে বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে।
খুব নিচু এলাকা যেখানে কয়েকদফা বন্যা হয়ে থাকে, সেখানে পানি বর্তমানে নেমে গেলেও নতুন ঘর তৈরিতে পরবর্তী বন্যার আশঙ্কাকে বিশেষ ভাবে আমলে নিতে হবে। এবং প্রয়োজনে এখন সেখানে ঘর তৈরি না করাই শ্রেয়। এতে আবারও নতুন ঘর বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে।

নোটঃ বাংলাদেশে সংঘটিত দূর্যোগ গুলোর মধ্যে বন্যা সব চাইতে ভয়াবহতম দূর্যোগ। তাই ঘূর্নিঝড়ের অনুরুপ এইক্ষেত্রে অবশ্যই বিশেষ প্রস্তুতি প্রয়োজন। ঝুঁকিপূর্ন এলাকা সমূহে বন্যা সংঘটিত হওয়ার পূর্বেই পর্যাপ্ত ত্রানের মজুদ করতে হবে। চাহিদার থেকেও বেশি যোগান থাকলে বন্যা মোকাবিলায় তা বিশেষ সুবিধা দিবে। পানি বৃদ্ধি পেতে দেখা মাত্রই সবাইকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। এতে গত বন্যায় উদ্ধার কার্যের মত এত ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবেনা।

সর্বোপরিঃ পূর্ব প্রস্তুতি নিয়ে সকলের ক্ষয়ক্ষতি কমে আসুক এটাই আমাদের চেষ্টা।
বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হওয়ায় সবার পদক্ষেপ জরুরি।
জনসচেতনতায়ঃ Bangladesh Weather Observation Team (BWOT)

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল  শক্তিশালী বৃষ্টি বলয় রিমঝিম। এটি একটি পূর্ণাঙ্গ শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়। সময়সূচি : ১৫ ই ...
15/06/2022

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী বৃষ্টি বলয় রিমঝিম।
এটি একটি পূর্ণাঙ্গ শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়।

সময়সূচি : ১৫ ই জুন হতে ৩০ শে জুন পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের সকল এলাকায়।

নাম : প্রবল বৃষ্টিবলয় রিমঝিম।
টাইপ : মৌসুমী বৃষ্টিবলয়।
ক্যাটাগরিতে : পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।

নোট : বৃষ্টি বলয় রিমঝিম চলাকালীন সময়ে সবসময় আপনার এলাকায় বৃষ্টি থাকবে না,
আর এই বৃষ্টি বলয়টি ৩ ধাপে দেশের দিকে আসছে, প্রথম দিকে দেশের উত্তর ও উত্তর পূর্ব দিকের এলাকায় বেশি সক্রিয়।
দ্বিতীয় ধাপে দেশের দক্ষিণ অঞ্চল ও চট্টগ্রাম বিভাগে বেশি সক্রিয় ও শেষ ধাপে আবারও উত্তর বঙ্গের অনেক এলাকায় সক্রিয় হতেপারে, এক্ষেত্রে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি কমবেশি চলমান থাকতেপারে।

সবচেয়ে বেশি আক্রান্ত, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ।
সবচেয়ে কম আক্রান্ত, খুলনা বিভাগ।

নোট : বৃষ্টি বলয় রিমঝিম এ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই।

বিবরন : এই বৃষ্টি বলয়টি ১৫ ই জুন হতে ৩০ শে জুন পর্যন্ত দেশের সকল স্থানে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে বৃষ্টি ঘটাতেপারে।
আকাশ মেঘলা, একটানা বৃষ্টি অথবা ঘন ঘন বৃষ্টি এই বৃষ্টি বলয়ের প্রধান বৈশিষ্ট্য।
কম সক্রিয় এলাকায় বৃষ্টির পরিমান ও ঘন ঘন বৃষ্টিপাত কম দেখা যাবে।

মেঘের গতিপথ, এক এক সময় এক এক দিকে। তবে বেশিরভাগ সময় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পশ্চিম হতে পূর্ব দিকে।

বৃষ্টি বলয় রিমঝিম এ সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম ও রংপুর বিভাগে একটানা ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। ও দেশের বাকি এলাকায়ও একটানা বৃষ্টির সম্ভাবনা আছে তবে কম সংখ্যক দিন।

নোট : বৃষ্টিবলয় রিমঝিম এ দেশের নিচু এলাকার বন্যা পরিস্থিত আরও অবনতি হতেপারে।

বৃষ্টিবলয় রিমঝিম চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না,

রিমঝিম চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর কিছুটা উত্তাল থাকতেপারে।
রিমঝিম চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের আলো তেমন পাওয়া যাবেনা

আসুন একনজরে দেখেনেই, রিমঝিম চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।

Dhaka 200 mm
Rangpur 500mm
Rajshahi 200mm
Mymensingh 450mm
Sylhet 500mm
Khulna 175mm
Barishal 250mm
Chittagong: 375mm

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় রিমঝিম চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম। বৃষ্টির পরিমান, মিলিমিটার।
সিলেট। ৬০০+
সুনামগঞ্জ। ৭০০+
হবিগঞ্জ। ৩৫০+
মৌলভীবাজার। ৩৭৫+

রংপুর, ৫০০+
দিনাজপুর, ৩৭৫+
ঠাকুরগাঁও। ৪০০+
পঞ্চগড় ৬০০+
নীলফামারী ৬৫০+
লালমনীরহাট। ৭০০+
কুড়িগ্রাম। ৭৫০+
গাইবান্ধা ৪৭৫+
জয়পুরহাট। ৩০০+
নওগাঁ ২৫০+
বগুড়া ২৫০+
চাঁপাইনবাবগঞ্জ। ১৭৫+
রাজশাহী ১৯০+
নাটোর। ২২০+
সিরাজগঞ্জ। ২৭৫+
পাবনা ২০০+

খুলনা, ২০০+
সাতক্ষীরা ১৯০+
বাগেরহাট। ২০০+
যশোর, ১৭৫+
নড়াইল। ২০০+
মাগুরা ১৮০+
ঝিনাইদহ। ১৫০+
চুয়াডাঙ্গা ১৭৫+
মেহেরপুর। ১৬০+
কুষ্টিয়া ১৬০+

বরিশাল, ২০০+
পিরোজপুর। ৩০০+
ঝালকাঠি ২৭০+
পটুয়াখালী ৩৩০+
বরগুনা ৩২০+
ভোলা ৩৫০+

চট্টগ্রাম, ৩৭৫+
ফেনী ৩৫৯+
লক্ষ্মীপুর ৩৪০+
চাঁদপুর। ৩০০+
কুমিল্লা ৩১০+
ব্রাহ্মণবাড়িয়া ৩২০+
খাগড়াছড়ি ৩৫০+
রাঙ্গামাটি ৩৬০+
বান্দরবান। ৩৯০+
কক্সবাজার। ৬০০+
নোয়াখালী, ৩২০+

ঢাকা ১৭৫+
গোপালগঞ্জ। ১৮০+
মাদারীপুর। ১৭০+
শরিয়তপুর ১৮০+
ফরিদপুর। ১৮০+
রাজবাড়ী ১৭০+
মানিকগঞ্জ। ১৮০+
মুন্সীগঞ্জ। ১৮৫+
নারায়ণগঞ্জ। ২০০+
নরসিংদী ২৭৫+
গাজীপুর। ২৮৫+
টাঙ্গাইল। ৩০০+
কিশোরগঞ্জ। ৩৫০+
ময়মনসিংহ। ৪৫০+
জামালপুর। ৫০০+
শেরপুর। ৫৫০+
নেত্রকোনা ৭০০+

কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮০ মিলিমিটার।

এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে।
ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় অতিভারি বৃষ্টি হতেপারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতেপারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় রিমঝিম এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।

নোট : সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো দেখুন।

ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ
Bwot weather.
আপডেট : ১৫ই জুন রাত ০৮ টা ৪৫ মিনিটে।
চিত্র : Bwot weather .

নাম : বৃষ্টিবলয় রিমঝিম।টাইপ : মৌসুমী বৃষ্টিবলয়।ধরন : পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।শক্তি : তীব্র বৃষ্টিবলয়।আক্রান্ত : সারাদেশ।তীব্...
13/06/2022

নাম : বৃষ্টিবলয় রিমঝিম।
টাইপ : মৌসুমী বৃষ্টিবলয়।
ধরন : পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।
শক্তি : তীব্র বৃষ্টিবলয়।
আক্রান্ত : সারাদেশ।
তীব্র আক্রান্ত : সিলেট, রংপুর ও চট্টগ্রাম।
অতিভারি আক্রান্ত : রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগ।
ভারি আক্রান্ত : খুলনা ও বরিশাল বিভাগ।
স্বাগতম বর্ষাকাল বাংলায়।
এবার বৃষ্টি প্রেমিকদের আনন্দ করার সময়।
তারিখ : ১৫ টু ৩০ শে জুন ২০২২।
রিমঝিম মানেই চট্টগ্রাম পাহাড়ধ্বস এর ভয়।
Bwot weather Bwot
Bwot weather Bwot
Bwot weather Bwot

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় "প্রবাহ" | এটি একটি প্রায় আংশিক শক্তিশালী অতিভারী বৃষ্টিবলয় | সময়সূচি : ৮ ই জ...
08/06/2022

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় "প্রবাহ" | এটি একটি প্রায় আংশিক শক্তিশালী অতিভারী বৃষ্টিবলয় | সময়সূচি : ৮ ই জুন টু ১৪ ই জুন ২০২২।

নাম : বৃষ্টিবলয় "প্রবাহ"
টাইপ : শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়।
ক্যাটাগরিতে : অতিভারী বৃষ্টি বলয় (১৫১ থেকে ২৫০ মি.মি.)।

নোট : বৃষ্টিবলয় "প্রবাহ" চলাকালীন দেশের উজানে ও উত্তরাঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের জন্য উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেক অবনতি হতে পারে। তাই প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি।

সক্রিয়তা : বৃষ্টিবলয়ে প্রবাহে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ।
সবচেয়ে কম আক্রান্ত, খুলনা, বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগের অনেক এলাকা।
এবং মাঝারি আক্রান্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগ।

নোট : বৃষ্টিবলয় প্রবাহ চলাকালে অধিকাংশ সময়েই বৃষ্টিপাত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি থাকতেপারে। এসকল এলাকায় একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত ভাবে ঝাঁকে ঝাঁকে যেকোনো সময় বৃষ্টি হতে পারে এক বা একাধিক দফায়। বাকি এলাকায় বেশিরভাগ সময়েই বৃষ্টিহীন থাকতে পারে এবং মাঝে মাঝে বিক্ষিপ্ত ভাবে দুপুর-রাতের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে।

নোট : বৃষ্টি বলয় "প্রবাহ" তে কালবৈশাখী ঝড় নেই। কিন্তু বৃষ্টির পূর্বে কিছুটা দমকা হওয়া থাকতে পারে। এবং দেশের পশ্চিমে বজ্রপাতের মাত্রা বেশি থাকতে পারে, কিন্তু পূর্বাঞ্চলে তুলনামূলক কম।

বিবরন : এই বৃষ্টি বলয়টি ৮ই জুন হতে ১৪ ই জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃষ্টি ঘটাতে পারে।
আকাশ উত্তরাঞ্চলে অধিকাংশ সময় মেঘলা এবং দক্ষিনাঞ্চলে আংশিক মেঘলা থাকতে পারে।
উত্তরাঞ্চলে বেশিরভাগই একটানা বৃষ্টির সম্ভাবনা। এবং দক্ষিনাঞ্চলে ও মধ্যাঞ্চলে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

মেঘের গতিপথ: এক এক সময় এক এক দিকে থাকতে পারে। তবে বেশিরভাগ সময়েই গড়ে পশ্চিম থেকে পূর্ব দিকে।

বন্যা ও তাপমাত্রা : বৃষ্টিবলয় প্রবাহে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নিচু এলাকা বন্যার পানিতে প্লাবিত হতে পারে। বৃষ্টিবলয় প্রবাহ চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না। তবে খুলনা ও রাজশাহী বিভাগের ২/১ জায়গায় সল্পস্থায়ী মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

"প্রবাহ" চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর কিছুটা উত্তাল থাকতেপারে।
ও প্রবাহ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের আলো তেমন পাওয়া যাবেনা

আসুন একনজরে দেখেনেই, প্রবাহ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।

Dhaka 75mm
Rangpur 260mm
Rajshahi 35mm
Mymensingh 230mm
Sylhet 250mm
Khulna 30mm
Barishal 45mm
Chittagong: 85mm

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় প্রবাহ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম। বৃষ্টির পরিমান, মিলিমিটার।
সিলেট। ২৬০+
সুনামগঞ্জ। ৩০০+
হবিগঞ্জ। ১৭০+
মৌলভীবাজার। ১৭৫+

রংপুর, ২৫০+
দিনাজপুর, ১৬০+
ঠাকুরগাঁও। ১৭০+
পঞ্চগড় ২৮০+
নীলফামারী ২৭০+
লালমনীরহাট। ৩০০+
কুড়িগ্রাম। ৩৫০+
গাইবান্ধা ২৫০+
জয়পুরহাট। ১৭৫+
নওগাঁ ৮৫+
বগুরা ১৮০+
চাঁপাইনবাবগঞ্জ। ৩০+
রাজশাহী ৩০+
নাটোর। ৭৫+
সিরাজগঞ্জ। ১৩০+
পাবনা ৬০+

খুলনা, ২৫+
সাতক্ষীরা ২৫+
বাগেরহাট। ৩০+
যশোর, ২৫+
নড়াইল। ৪০+
মাগুরা ৩০+
ঝিনাইদহ। ৩০+
চুয়াডাঙ্গা ৩০+
মেহেরপুর। ৩৫+
কুষ্টিয়া ৪০+

বরিশাল, ৪০+
পিরোজপুর। ৩০+
ঝালকাঠি ৩৫+
পটুয়াখালী ৪০+
বরগুনা ৪০+
ভোলা ৮০+

চট্টগ্রাম, ৮৫+
ফেনী ৯০+
লক্সীপুর। ৭০+
চাঁদপুর। ৭০+
কুমিল্লা ১০০+
ব্রাম্মনবাড়িয়া ১২০+
খাগড়াছড়ি ৭০+
রাঙ্গামাটি ৭০+
বান্দরবান। ১০০+
কক্সবাজার। ১৬০+
নোয়াখালী, ৮৫+

ঢাকা ৮৫+
গোপালগঞ্জ। ২৫+
মাদারীপুর। ৫০+
শরিয়তপুর ৫৫+
ফরিদপুর। ৫৫+
রাজবাড়ী ৩০+
মানিকগঞ্জ। ৭৫+
মুন্সীগঞ্জ। ৭৫+
নারায়ণগঞ্জ। ৭০+
নরসিংদী ১২০+
গাজীপুর। ১৮০+
টাঙ্গাইল। ১৭৫+
কিশোরগঞ্জ। ২০০+
ময়মনসিংহ। ২৫০+
জামালপুর। ২৮০+
শেরপুর। ২৯০+
নেত্রকোনা ৩৪০+

কলকাতা(পশ্চিমবঙ্গ) ৪০ মিলিমিটার।

এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে।
ও দেশের কোন কোন ক্ষুদ্র অতিভারি বৃষ্টি হতেপারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি মোটে নাও হতেপারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় প্রবাহ এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।

নোট : সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো দেখুন।

ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা, বাংলাদেশ
BWOT Weather.
আপডেট : ৮ ই জুন সন্ধ্যা ৬ টা ১২ মিনিটে।
চিত্র : BWOT Weather

Address

Barishal

Telephone

+8801749287397

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবহাওয়া বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share