BCS & Bank Job Preparation

BCS & Bank Job Preparation বিসিএস, ব্যাংক ও সরকারি জব পরীক্ষার প্রস্তুতি।
By Nazmul Online Academy
(3)

এক নজরে
14/11/2024

এক নজরে

হে আল্লাহ সকলকে হজ্জ করার তৌফিক দিও।
12/11/2024

হে আল্লাহ সকলকে হজ্জ করার তৌফিক দিও।

17/09/2024
17/09/2024
21/05/2024

চাকরি পরীক্ষার বয়স সীমা ৩৫ করা হোক -আপনি কি সমর্থন করেন?

29/04/2024
11/03/2024

পেট্রোবাংলার ৬৭০ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ!! লিংক কমেন্টে

📌আবেদন শুরু: ১৯ মার্চ, ২০২৪, আবেদনের শেষ তারিখ: ১৮ এপ্রিল, ২০২৪।

📌স্নাতক পাস হলেই আবেদন করা যাবে।
স্নাতকোত্তর বাধ্যতামূলক না।

🚫একাধিক পদে আবেদন করা যাবেনা।

✅ ১০০ নম্বরের প্রিলি+লিখিত পরীক্ষা হবে। এরপর ভাইভা।

🎯নম্বর বণ্টন-

বাংলা - ২৫, ইংরেজি - ২৫, গণিত - ২৫, সাধারণ জ্ঞান - ২৫

MCQ কত নম্বর থাকবে বা লিখিত কত নম্বর থাকবে সেটা উল্লেখ করা হয়নি। পাশ নম্বর হবে ৫০।

বুয়েট/আইবিএ পরীক্ষা নিতে পারে। প্রিভিয়াস প্রশ্ন দেখলে ধারণা পাওয়া যাবে যে প্রশ্ন কেমন হতে পারে।

🎯এই ১০০ নম্বরকে ৭৫ এ কনভার্ট করা হবে। শিক্ষাগত যোগ্যতায় থাকবে ১৫ নম্বর। যেখানে এসএসসি, এইচএসসি এবং স্নাতকে প্রথম শ্রেণি/বিভাগ থাকলে যথাক্রমে ৩, ৪ এবং ৮ নম্বর যোগ করা হবে।

🎯 ভাইভায় থাকবে ১০ নম্বর।

🎯 প্যানেলে নিয়োগের ব্যবস্থা থাকবে।

03/03/2024

***২০২১ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি***

*বর্তমানে SLR রেট ৯.৫%

*বর্তমানে SDF রেট ৬.৫%

*বর্তমানে ব্যাংক রেট ৪.০%

*নীতি সুদ হার রেট ৮%

*২০২৩ সালের আই সি সি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার- Pat Cummins

*২০২৩ সালের আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার -নেট সিভার ফ্রস্ট (ইংল্যান্ড)

*ক্রিকেটে টেস্ট ম্যাচে বর্ষসেরা ক্রিকেটার -ওসমান খাজা

*একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় -বিরাট কোহেলি

*টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড়- সূর্য কুমার যাদব

*অস্ট্রেলিয়া ওপেন ২০২৪ এ পুরুষ এককে জয়ী- ইয়ানিক সিনার

*অস্ট্রেলিয়া ওপেন ২০২৪ সালে মহিলা এককে জয়ী- এরিনা sabaleska

*বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ -জার্মানি

* বিমস্টেকের বর্তমান মহাসচিব -মনি পান্ডে

*টাইম ম্যাগাজিন অনুযায়ী person of the year- tailor swift

*Forbes the world's 100 most powerful women of 2023- Ursula vonder leger

*টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন- লফটি ইটন

*বাংলাদেশের জাতীয় দলের ব্যাটিং কোচ- ডেভিড হ্যাম্প

*জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এলন মাস্ক নতুন পরিষেবা চালু করবে- XMAIL

*অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কয়টি? - ৫ টি

*জাতীয় পরিসংখ্যান দিবস- ২৭ ফেব্রুয়ারি

*কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলা ভাষা ভিত্তিক ওসিআর সফটওয়্যার এর নাম -বর্ণ

*স্পিচ থেকে টেক্সট এর সফটওয়্যার- কথা

*টেক্সট থেকে স্পিচ এর সফটওয়্যার- উচ্চারণ

*পূর্বাচল এক্সপ্রেস এর অপর নাম- শেখ হাসিনা সরণি

*শেখ হাসিনা স্মরনির দৈর্ঘ্য- ১২.৩০ কিলোমিটার

*দেশের দীর্ঘতম উড়াল সড়ক কোথায়?- চট্টগ্রামে

*গ্রীন স্টেশন বলা হয় কোন রেলওয়ে স্টেশন কে- কক্সবাজার রেলওয়ে স্টেশন
সংগৃহীত।

২ বার পড়ুন।
24/02/2024

২ বার পড়ুন।

মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এর প্রশ্ন সমাধান জর্জ সিরিজ এর।
02/02/2024

মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এর প্রশ্ন সমাধান জর্জ সিরিজ এর।

02/02/2024

ফুল কে কে ভালবাসেন, তারা লাভ ❤️❤️❤️ না দিয়ে যাবেন না।

বাংলা বর্ণমালার পরিচিতি।
01/02/2024

বাংলা বর্ণমালার পরিচিতি।

01/12/2023

Current Affairs December 2023 || কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2023

30/11/2023

৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ।
১ম কমেন্টে

Address

Gournadi
Barishal
8231

Alerts

Be the first to know and let us send you an email when BCS & Bank Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCS & Bank Job Preparation:

Videos

Share

Nearby media companies