Esrit Jahan

Esrit Jahan বোকা মানুষ গুলো কাউকে ঠকাতে পারে না,
তারা শুধু অভিমান করে চিরতরে হারিয়ে যেতে পারে,.।
🌹

এই যে মায়া বাড়িয়ে দিয়ে তোমারা হুটহাট হারিয়ে যাও তোমাদের একবারও খারাপ লাগে নাহ? একটা মানুষের সাথে থাকতে থাকতে কথা বলতে বল...
08/06/2024

এই যে মায়া বাড়িয়ে দিয়ে তোমারা হুটহাট হারিয়ে যাও তোমাদের একবারও খারাপ লাগে নাহ?
একটা মানুষের সাথে থাকতে থাকতে কথা বলতে বলতে যেই মায়া টা জন্মায় হুট করে সব ছিন্ন করে দিয়ে, মানুষটা ছাড়া ভালো থাকো কি করে?
নিয়ম করে প্রতিদিন যেই মানুষ টা কে নিয়ে থাকতে হুট করে, তারে ছাইড়া থাকতে কষ্ট হয় নাহ তোমাদের? কই যেই মানুষ টারে ছাইড়া তোমারা নিদারুণ ভালো থাকো, দিনের পর দিন একবার ও কখনো কোনোদিনের জন্য ভাবো যে মানুষ টা মানসিক ভাবে কতটা ভেঙে পরে কি হয় তার সাথে!

কখনও জানতে চেয়েছো তার উপর দিয়ে ঠিক কি কি যায় সুস্থ থাকে কি নাহ মানুষ ভেঙে পড়ে ঘুরে দাড়াতে ও অনেক টা সময় লাগে,
ওই সময়টা তে বাকি সবকিছুর কতটা ক্ষতিগ্রস্ত হয় পিছিয়ে যায় সব কিছুতে বোঝো তোমরা?
তারা নিয়ম করে জীবন্ত লা*শ হয়ে সময়ের কাজ সময়ে করে যাচ্ছে কিন্তু তুমি নামক যন্ত্রণাটা যে ভালো থাকতে চেয়েছে ,তোমাদের ঘিরে তোমাদেরকে হারানোর যন্ত্রণা তো রাত হলে আর ভালো থাকতে দেয় নাহ।

যারা মায়ায় পড়ে তারা জানে এত বড় ধাক্কা সামলিয়ে উঠা কতোটা কঠিন হয়ে পড়ে মানুষ হারাবার যন্ত্রণা নিয়ে যখন তার উপর অন্য যন্ত্রণা এসে ঘারে চেপে বসে তখন বাধ্য হয়ে তারা পথ বেছে নেয় আ*ত্ম*হ*ত্যা*র.. তারাও জানে আ*ত্ম*হ*ত্যা* সব কিছুর সমাধান নয়!
কিন্তু ডিপ্রেশন জিনিসটা এত খারাপ যে তাদের গ্রাস করে ফেলে, তারা পথ বেছে নেয় নিজেকে শেষ করে দেওয়ার কোনো উপায় না পেয়ে.. তাই যাদের জন্যে নিজেকে শেষ করে দিছি তোমরা জানার পর নিজেকে ক্ষমা করতে পারবে তো? নাকি তখনও স্বার্থপরের মতো থেকে যাবা তোমরা🤦‍♀️
Followers7

আমার ভেতরের আত্ম-চিৎকার কেউ কখনোউপলব্ধি করতে পারে নি,কারন আমি ওগুলোকে খুব যত্নে নিজের অন্তরালে লুকিয়ে রাখি!যার কাছে ভেঙে...
08/06/2024

আমার ভেতরের আত্ম-চিৎকার কেউ কখনো
উপলব্ধি করতে পারে নি,
কারন আমি ওগুলোকে খুব যত্নে নিজের অন্তরালে
লুকিয়ে রাখি!
যার কাছে ভেঙেচুড়ে নিজেকে প্রকাশ করেছি
সেই নতুন করে আবার ভেঙে দিয়েছে-
বুঝিয়ে দিয়েছে নিজেকে সবার কাছে
আত্মপ্রকাশ করতে নেই-
যেই বুকে প্রশান্তি খুঁজতে গিয়েছি
সেই বুকই স্ব-জোড়ে আঘাত করেছে!
তীব্র ঘৃণা থেকে নয়
কিন্তু কেনো যেনো হঠাৎই
দুঃখ লুকানো শিখে গিয়েছি,
ভেতরের আর্তনাদকেউ আর বহিঃপ্রকাশ
করতে দেই না।
Followers7

17/03/2024

ভিডিও ভালো লাগলে লাইক ফলো করে পাশে থাকুন,
Esrit Jahan
゚viralシ

13/03/2024

আমি যেদিন থেকে বুঝলাম –
মানুষ মানুষকে প্রচন্ড নির্মমভাবে যন্ত্রণা দিয়ে
অপরাধ বোধে ভোগে না, আমি
মূলত সেদিন থেকেই মানুষ ভয় পাই!

12/03/2024

সময় পরিবর্তন শীল

09/03/2024
07/03/2024

জীবনে প্রচুর ঘুরতে হবে, 🥰

07/03/2024

বেঁচে থাকতে হলে প্রচুর গুরতে হবে 🥰
📸 My best friend 🥰🥰🌹🤩

06/03/2024

যাকে ভালোবাসি ,এত মানুষের ভিড়ে যে মানুষটা আমার সবথেকে প্রিয় তার কাছে আমার expectation থাকাটাই তো স্বাভাবিক। আমার মনে হয় expectation ছাড়া সম্পর্ক হয় না 🙃❤️।©️ video clips

05/03/2024

অভিযোগ করছি না।
কিন্তু মাঝে মাঝে খুব করে বলতে ইচ্ছে হয়,।
জীবন'''টা এমন না হলেও পারতো

Followers7

04/03/2024

ছোট বেলার বান্ধবীর বিয়েতে না আসলে এতো কিছু দেখতেই পেতাম না 😜
@ JahanAAtlético de MadridBBLOCK 2.0

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Esrit Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esrit Jahan:

Videos

Share