08/06/2024
এই যে মায়া বাড়িয়ে দিয়ে তোমারা হুটহাট হারিয়ে যাও তোমাদের একবারও খারাপ লাগে নাহ?
একটা মানুষের সাথে থাকতে থাকতে কথা বলতে বলতে যেই মায়া টা জন্মায় হুট করে সব ছিন্ন করে দিয়ে, মানুষটা ছাড়া ভালো থাকো কি করে?
নিয়ম করে প্রতিদিন যেই মানুষ টা কে নিয়ে থাকতে হুট করে, তারে ছাইড়া থাকতে কষ্ট হয় নাহ তোমাদের? কই যেই মানুষ টারে ছাইড়া তোমারা নিদারুণ ভালো থাকো, দিনের পর দিন একবার ও কখনো কোনোদিনের জন্য ভাবো যে মানুষ টা মানসিক ভাবে কতটা ভেঙে পরে কি হয় তার সাথে!
কখনও জানতে চেয়েছো তার উপর দিয়ে ঠিক কি কি যায় সুস্থ থাকে কি নাহ মানুষ ভেঙে পড়ে ঘুরে দাড়াতে ও অনেক টা সময় লাগে,
ওই সময়টা তে বাকি সবকিছুর কতটা ক্ষতিগ্রস্ত হয় পিছিয়ে যায় সব কিছুতে বোঝো তোমরা?
তারা নিয়ম করে জীবন্ত লা*শ হয়ে সময়ের কাজ সময়ে করে যাচ্ছে কিন্তু তুমি নামক যন্ত্রণাটা যে ভালো থাকতে চেয়েছে ,তোমাদের ঘিরে তোমাদেরকে হারানোর যন্ত্রণা তো রাত হলে আর ভালো থাকতে দেয় নাহ।
যারা মায়ায় পড়ে তারা জানে এত বড় ধাক্কা সামলিয়ে উঠা কতোটা কঠিন হয়ে পড়ে মানুষ হারাবার যন্ত্রণা নিয়ে যখন তার উপর অন্য যন্ত্রণা এসে ঘারে চেপে বসে তখন বাধ্য হয়ে তারা পথ বেছে নেয় আ*ত্ম*হ*ত্যা*র.. তারাও জানে আ*ত্ম*হ*ত্যা* সব কিছুর সমাধান নয়!
কিন্তু ডিপ্রেশন জিনিসটা এত খারাপ যে তাদের গ্রাস করে ফেলে, তারা পথ বেছে নেয় নিজেকে শেষ করে দেওয়ার কোনো উপায় না পেয়ে.. তাই যাদের জন্যে নিজেকে শেষ করে দিছি তোমরা জানার পর নিজেকে ক্ষমা করতে পারবে তো? নাকি তখনও স্বার্থপরের মতো থেকে যাবা তোমরা🤦♀️
Followers7