Bango News

Bango News Gournadi Upazila- Like us & (share) to get instant news

03/08/2024

প্রাথমিক কম্পিউটার এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা আমাদের সকলের জানা উচিত। কেননা কম্পিউটার প্রযুক্তি শিক্ষা এবং পেশাগত অনেক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম্পিউটার দক্ষতায় পিছিয়ে থাকা মানে বর্তমান বিশ্বের সাথে বেমানান হয়ে যাওয়া। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্বনির্ভরশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হলে কম্পিউটার টেকনোলজি জানার বিকল্প কিছু নেই। আমাদের অনেকেরই ধারণা, কম্পিউটার মানেই কেবল প্রোগ্রামিং। কিন্তু প্রোগ্রামিং এর বাহিরেও কম্পিউটারের ব্যাপক কাজ রয়েছে। যা আপনার বহুমুখি কর্মসংস্থানের সুযোগ করে দেয়। সফল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আপনাকে অবশ্যই বিভিন্ন কম্পিউটার কোর্স শিখতে হবে।
দীর্ঘ ১৬ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান
কারিগরি শিক্ষার এখন অনন্য প্রতিষ্ঠান
জি কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
নির্দ্বিধায় আপনি আমাদের কম্পিউটার কোর্স সম্পন্ন করতে পারেন, তাই সময় হেলায় অপচয় না করে দ্রুত ভর্তি হউন আমাদের কোর্সটিতে।
♻ আমাদের বৈশিষ্ট্যেঃ
👉 প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হয়। যাহা- সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও, সরকারি ও বেসরকারী স্কুল কলেজের চাকুরীর জন্য অগ্রাধিকার প্রাপ্ত হবে।
👉 সুদক্ষ শিক্ষক দ্বারা ক্লাস প্রদান।
👉 মানসম্মত কম্পিউটার ল্যাব।
👉 প্রতি জনের জন্য আলাদা আলাদা কম্পিউটার।
👉 মেয়েদের জন্য পৃথক ব্যাচ।
👉 ক্লাস প্রতি লেকচার শীট প্রদান।
👉 সপ্তাহে ০৩ দিন ক্লাসের ব্যবস্থা।
👉 প্রতিদিনের ক্লাসের বিশেষ ব্যবস্থা (শর্তসাপেক্ষে)।
👉 চাকুরিজীবিদের জন্য সকাল ও সন্ধ্যাকালীন ব্যাচ।
👉 কোর্স শেষে রয়েছে ইন্টার্নশীপ করার সুযোগ।
👉 শুক্রবার সাপ্তাহিক ছুটি।
ভিজিট করুনঃ
জি কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
সুপার মার্কেট (পশ্চিম পাশের গলি-২য় তলা)
গৌরনদী বাসস্ট্যান্ড, গৌরনদী, বরিশাল।
০১৭১৯১৩৭২৪৯
০১৯১১৬৭৬৬৫৩
০১৮৫১০৬৩৩৩১
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Online & Offline-এ কোর্সে ভর্তি চলছে!!!
বিস্তারিত জানার জন্য নিচের লিংক-এ ক্লিক করুন
https://zeectc.blogspot.com/
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
#জি_কম্পিউটার_ট্রেনিং_সেন্টার



#গৌরনদী
#বরিশাল

গৌরনদী উপজেলা নির্বাচন-২০২৪
09/06/2024

গৌরনদী উপজেলা নির্বাচন-২০২৪

07/06/2024
20/05/2024

"স্মৃতির প্রতীক্ষা"
কবিঃ মেঃ আল আমিন জুয়েল এফসিএ

ঝরা পাতার মতো দিনগুলো ঝরে যায়
স্বপ্নেরা হারিয়ে যায়, স্মৃতির বুকে চায়
কত কথা অমলিন, কত ব্যথা নিরবে প্রসার
তুমি ছাড়া সব কিছু লাগে বড়ো অসার।

চাঁদের আলোয় বসে ছিলাম, হাতে হাত রেখে
তুমি বলেছিলে, থাকবো চিরকাল পাশে
কেন তবে আজ, এ দূরত্বের কাঁটা
বেদনার সাগরে, ভাসে শুধু ব্যথা।

পাহাড়ের ঝর্ণা, নদীর কলতান
তোমার স্মৃতিতে, জেগে থাকে প্রতিক্ষণ
দূর আকাশের তারা, চোখের জলে ম্লান
তুমি ছাড়া মন, খুঁজে পায় না কোনো প্রাণ।

কোনো এক ভোরে, যদি আবার দেখা হয়
হৃদয়ের গানে, তুমি ফিরে এসো সদা লাস্যময়
জীবনের সব সুখ, তোমাতে বিলিয়ে আলিঙ্গনে
তুমি আবার আসবে, এ আশায় বাঁচি প্রতি ক্ষণে।

18/05/2024

"আশার অনুধ্যান"
কবিঃ মোঃ আল আমিন জুয়েল এফসিএ

যদিও আকাশ মেঘাচ্ছন্ন ও ধূসর হতে পারে
আমরা পথে সূর্যালোক খুঁজে পাব
প্রতিটি দীর্ঘ রাতের জন্য
আছে এক ভোর, আশার গান নিয়ে আসে।

যখন যাত্রা ক্লান্তিকর ও ধীর মনে হয়
মনে রেখো আমরা যে বীজ বপন করি
একদিন তা উজ্জ্বল রঙে ফুটবে
আমাদের হৃদয়কে খুশিতে ভরিয়ে দেবে।

তাহলে আসো, প্রতিটি মুহূর্তকে মূল্যবান করি
জীবনের উপহারকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি
প্রতিটি অশ্রু এবং প্রতিটি হাসির জন্য
আমাদের প্রিয় পথকে স্নেহে গড়ে তুলি।

যদি স্বপ্নগুলি ভেঙে যায় একে একে
তাও বিশ্বাস হারাবো না, নতুন করে গড়বো সেগুলো
যদি আশা ম্রিয়মাণ হয় মনের মাঝে
তাহলেও খুঁজে নেব নতুন পথে।

জীবন হলো যত্নসহকারে বোনা এক গালিচা
আনন্দের সুতোর সাথে দুঃখের সুতা মিলিয়ে
প্রতিটি সুতাকে আলিঙ্গন করো, সমস্ত শক্তি দিয়ে
প্রতিটি রঙ ছবিকে উজ্জ্বল করে তোলে।

তাহলে কী হয়েছে যদি গন্তব্য দূরে থাকে
তাহলে কী হয়েছে যদি পথ কঠিন হয়
তাহলে কী হয়েছে যদি রাতে তারা না থাকে
আমাদের হৃদয়ের প্রদীপ জ্বালাতে হবে।

যদি জীবনের পথে হারিয়ে যাই কোনোদিন
মনে রেখো আমরা সবাই আছি একসাথে
সেই বন্ধন আমাদের শক্তি যোগাবে
পথের শেষ প্রান্তে নিয়ে যাবে।

যদি কখনো ক্লান্তি এসে ভর করে
হৃদয়ের গভীরে খুঁজে নাও শক্তি
জীবনের প্রতিটি ধাপে রয়েছে রহস্য
প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে বেঁচে থাকার মন্ত্র।

যত ঝড়ই আসুক না কেন
আমাদের আত্মার আলো সবসময় জ্বলবে
জীবন হলো এক যাত্রা, উঁচু-নিচু পথে ভরা
ভালোবাসা আমাদের পথপ্রদর্শক হলে, আমরা সবসময় বেড়ে উঠবো।

জীবন হলো আশার আলো
যা প্রতিটি অন্ধকারকে করে আলোকিত
জীবন হলো এক অমর গান
যা প্রতিটি হৃদয়ে বাজতে থাকবে।

তাহলে আসো, আমরা স্বপ্ন দেখি নতুন এক ভোরের
যেখানে হাসি আর আনন্দে ভরে উঠবে দিন
তাহলে আসো, আমরা গান গাই নতুন আশার
যেখানে ভালোবাসায় ভরে উঠবে হৃদয়।

যদি ভয় এসে ঘিরে ধরে
মনে রেখো সাহস দিয়েই তাকে জয় করা যায়
যদি ভুল পথে পা বাড়াই
সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথ খুঁজে পেতে হয়।

প্রতিটি বাধাই এক নতুন সুযোগ
প্রতিটি হারানো সুযোগ এক নতুন শুরুর আহ্বান
প্রতিটি দিনই এক নতুন সম্ভাবনা
প্রতিটি রাতই এক নতুন স্বপ্নের হাতছানি।

যদি কোনোদিন কষ্টে ডুবে যাই
মনে রেখো, হাসির দিনও আসবে ফিরে
যদি কোনোদিন ভুল বোঝাবুঝিতে হারাই
প্রেম আর বন্ধুত্বেই ফিরে পাবো সে সুখ।

প্রতিটি দিনই এক নতুন অধ্যায়
প্রতিটি মুহূর্তেই নতুন কিছু শেখার
জীবনের এই রঙিন ক্যানভাসে
প্রতিটি মুহূর্তেই আমরা আঁকি আমাদের স্বপ্ন।

যদি ভেঙে যায় সব আশা
নতুন করে গড়ে তুলবো জীবন
যদি হারিয়ে যায় সব ভালোবাসা
আবার খুঁজে পাব ভালোবাসার রং।

যদি আঁধারে ডুবে থাকে পৃথিবী
আমাদের আলো জ্বালিয়ে রাখবো
যদি থামে না দুঃখের বৃষ্টি
আমাদের হাসি দিয়ে শুকিয়ে নেবো।

তাহলে আসো, আমরা জীবনকে ভালোবাসি
প্রতিটি ভালোবাসা আর বিশ্বাসেই বাঁচি
তাহলে আসো, আমরা জীবনকে সম্মান করি
প্রতিটি হৃদয়ে আনন্দ আর শান্তি বপন করি।

12/05/2024
♻ প্রাথমিক কম্পিউটার এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা আমাদের সকলের জানা উচিত। কেননা কম্পিউটার প্রযুক্তি শিক্ষা এবং পেশাগত অনে...
23/04/2024

♻ প্রাথমিক কম্পিউটার এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা আমাদের সকলের জানা উচিত। কেননা কম্পিউটার প্রযুক্তি শিক্ষা এবং পেশাগত অনেক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম্পিউটার দক্ষতায় পিছিয়ে থাকা মানে বর্তমান বিশ্বের সাথে বেমানান হয়ে যাওয়া। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্বনির্ভরশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হলে কম্পিউটার টেকনোলজি জানার বিকল্প কিছু নেই। আমাদের অনেকেরই ধারণা, কম্পিউটার মানেই কেবল প্রোগ্রামিং। কিন্তু প্রোগ্রামিং এর বাহিরেও কম্পিউটারের ব্যাপক কাজ রয়েছে। যা আপনার বহুমুখি কর্মসংস্থানের সুযোগ করে দেয়। সফল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আপনাকে অবশ্যই বিভিন্ন কম্পিউটার কোর্স শিখতে হবে।
দীর্ঘ ১৬ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান
কারিগরি শিক্ষার এখন অনন্য প্রতিষ্ঠান
জি কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
নির্দ্বিধায় আপনি আমাদের কম্পিউটার কোর্স সম্পন্ন করতে পারেন, তাই সময় হেলায় অপচয় না করে দ্রুত ভর্তি হউন আমাদের ‘‘ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স’’ কোর্সটিতে।
♻ উক্ত ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স কোর্সের পাঠ্যসূচিতে যেসব ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলোঃ-
🔰 মাইক্রোসফট অফিসঃ
💥 ওয়ার্ড
💥 এক্সেল
💥 পাওয়ারপয়েন্ট
💥 এক্সেস
🔰 গ্রাফিক্স ডিজাইনঃ
💥 অ্যাডোব ফটোশপ
🔰 হার্ডওয়্যারঃ
💥 পিসি অ্যাসেম্বলিং
💥 উইন্ডোজ ইনস্টলেশন
💥 সফ্টওয়্যার ইনস্টলেশন
🔰 অন্যান্য
💥 স্ক্যানিং
💥 সিডি বা ডিভিডি রাইড
💥 ভাইরাস
💥 মালটিমিডিয়া
♻ আমাদের আরো রয়েছেঃ
👉 প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হয়। যাহা- সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও, সরকারি ও বেসরকারী স্কুল কলেজের চাকুরীর জন্য অগ্রাধিকার প্রাপ্ত হবে।
👉 সুদক্ষ শিক্ষক দ্বারা ক্লাস প্রদান।
👉 মানসম্মত কম্পিউটার ল্যাব।
👉 প্রতি জনের জন্য আলাদা আলাদা কম্পিউটার।
👉 মেয়েদের জন্য পৃথক ব্যাচ।
👉 ক্লাস প্রতি লেকচার শীট প্রদান।
👉 সপ্তাহে ০৩ দিন ক্লাসের ব্যবস্থা।
👉 প্রতিদিনের ক্লাসের বিশেষ ব্যবস্থা (শর্তসাপেক্ষে)।
👉 চাকুরিজীবিদের জন্য সকাল ও সন্ধ্যাকালীন ব্যাচ।
👉 কোর্স শেষে রয়েছে ইন্টার্নশীপ করার সুযোগ।
👉 শুক্রবার সাপ্তাহিক ছুটি।
ভিজিট করুনঃ
সুপার মার্কেট (পশ্চিম পাশের গলি-২য় তলা)
গৌরনদী বাসস্ট্যান্ড, গৌরনদী, বরিশাল।
০১৭১৯১৩৭২৪৯
০১৯১১৬৭৬৬৫৩
০১৮৫১০৬৩৩৩১
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Online & Offline-এ কোর্সে ভর্তি চলছে!!!
বিস্তারিত জানার জন্য নিচের লিংক-এ ক্লিক করুন
https://zeectc.blogspot.com/
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
#জি_কম্পিউটার_ট্রেনিং_সেন্টার



#গৌরনদী
#বরিশাল
#গৌরনদী_উপজেলা




28/03/2024

আজ আমরা শিখবো-
MS. Word-এ Keyboard Shortcut ব্যবহার করে কিভাবে " 👕- Emoji"- আনা যায়-
প্রথমে 1F455 লিখে Alt+X
♻ তথ্যপ্রযুক্তি বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্বনির্ভরশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হলে কম্পিউটার টেকনোলজি জানার বিকল্প কিছু নেই। আমাদের অনেকেরই ধারণা, কম্পিউটার মানেই কেবল প্রোগ্রামিং। কিন্তু প্রোগ্রামিং এর বাহিরেও কম্পিউটারের ব্যাপক কাজ রয়েছে। যা আপনার বহুমুখি কর্মসংস্থানের সুযোগ করে দেয়। সফল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আপনাকে অবশ্যই বিভিন্ন কম্পিউটার কোর্স শিখতে হবে।
দীর্ঘ ১৬ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান
কারিগরি শিক্ষার এখন অনন্য প্রতিষ্ঠান
জি কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
নির্দ্বিধায় আপনি আমাদের কম্পিউটার কোর্স সম্পন্ন করতে পারেন, তাই সময় হেলায় অপচয় না করে দ্রুত ভর্তি হউন আমাদের কোর্সে।
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Online & Offline-এ কোর্সে ভর্তি চলছে!!!
বিস্তারিত জানার জন্য নিচের লিংক-এ ক্লিক করুন
https://zeectc.blogspot.com/
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
#জি_কম্পিউটার_ট্রেনিং_সেন্টার

28/03/2024

♻ তথ্যপ্রযুক্তি বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্বনির্ভরশীল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে হলে কম্পিউটার টেকনোলজি জানার বিকল্প কিছু নেই। আমাদের অনেকেরই ধারণা, কম্পিউটার মানেই কেবল প্রোগ্রামিং। কিন্তু প্রোগ্রামিং এর বাহিরেও কম্পিউটারের ব্যাপক কাজ রয়েছে। যা আপনার বহুমুখি কর্মসংস্থানের সুযোগ করে দেয়। সফল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আপনাকে অবশ্যই বিভিন্ন কম্পিউটার কোর্স শিখতে হবে।
দীর্ঘ ১৬ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান
কারিগরি শিক্ষার এখন অনন্য প্রতিষ্ঠান
জি কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
নির্দ্বিধায় আপনি আমাদের কম্পিউটার কোর্স সম্পন্ন করতে পারেন, তাই সময় হেলায় অপচয় না করে দ্রুত ভর্তি হউন আমাদের কোর্সে।
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Online & Offline-এ কোর্সে ভর্তি চলছে!!!
বিস্তারিত জানার জন্য নিচের লিংক-এ ক্লিক করুন
https://zeectc.blogspot.com/
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
#জি_কম্পিউটার_ট্রেনিং_সেন্টার

18/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়।
বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়।
মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেচে থাকতে পারতোনা? মা বাবা বেচে নাই তো কী হয়েছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসলোনা কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করতো! বাবা বেচে থাকতে চাচারা কত আদর করতো! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি কাওমি মাদরাসায়, এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান।
এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। অন্ততপক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!

-Collected....

ঐতিহাসিক ৭ই মার্চ____________________এক তর্জনীতে সেদিন জেগে উঠেছিল পুরো বাঙালি জাতি
07/03/2024

ঐতিহাসিক ৭ই মার্চ
____________________
এক তর্জনীতে সেদিন জেগে উঠেছিল পুরো বাঙালি জাতি

Address

Gournadi
Barishal
8230

Alerts

Be the first to know and let us send you an email when Bango News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bango News:

Share

Category