Payra Barta

Payra Barta সম্ভাবনার নতুন দিগন্ত

01/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী, সালাউদ্দিন রিপন
তার নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছেন ।
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন ।

30/12/2023

নিরপেক্ষ শান্তিপুন্য নির্বাচন হলে জয়ের ব্যপারে শতভাগ নিশ্চিত। তবে মানুষের মধ্য আতংক বিরাজ করছে কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোটারের মাঝে উৎসাহ আছে ভোটা দেয়ার।
স্বামীর জন্য প্রচারনার নেমে কথাগুলো বললেন মিসে্স সালাউদ্দিন রিপন

30/12/2023

৭ তারিখ কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেয়ার আহবান জানিয়ে, সালাউদ্দিন রিপন প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছেন, হামলার ভয় দেখিয়ে লাভ নেই।
নিরপেক্ষ ভোটে যদি একটি ভোটও পাই তাহলে বিজয়ীকে বরণ করে নিব,কিন্তু কোন হুমকি দিয়ে লাভ হবে না নির্বাচনের মাঠ থেকে সরে দাড়াবো না।
কড়াপুর পপুলার মাধ্যমিক মাঠে এক উঠোন বৈঠকে শেখ হাসিনাকে ধন্যবাদ দেন বরিশাল ৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন রিপন ।

27/12/2023

আমার লক্ষাধিক নারী কর্মী আছে তাদের মধ্যে আতংক ছড়িয়ে দিতে চায় যেন ভোটার উপস্থিতি কম হয়, তারা গেলে আমাকে ভোট দিবে,এজন্য আমার প্রতিটি সভা সমাবেশে একের পর এক হামলা চালানো হচ্ছে।তাদের উদ্দেশ্য আমি যেন নির্বাচনী মাঠ থেকে সরে দাড়াই।
সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন,বরিশাল ৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী, সালাউদ্দিন রিপন

26/12/2023

বরিশাল ৫ আসনের ট্রাকমার্কা স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন রিপনের
কর্মীদের উপরে চরমোনাই বুখাইনগরে প্রতিপক্ষের কর্মীদের হামলা।।
দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা

25/12/2023

সাধারন মানুষ আমাকে ভালোবাসে বলেই হামলা বাধা উপেক্ষা করেই আমার সভা সমাবেশে হাজার হাজার মানুষ আসে।
আমি স্বতন্ত্র প্রার্থী, আমার কোন দল নেই, আমি সব দলেরই লোক।বললেন
বরিশাল ৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী>সালাউদ্দিন রিপন

24/12/2023

বরিশালে প্রতিপক্ষ প্রার্থী ও তার সমর্থকরা একতরফা নির্বাচন করতে চাচ্ছে ! কর্মীদের উপরে হামলা
অভিযোগ করলেন> স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন রিপন।

23/12/2023

যতই হামলা করুক না কেন কর্মীদের শান্ত থাকতে আহবান জানিয়ে ৭ তারিখ কেন্দ্রে গিয়ে ভোট দিতে বললেন বরিশাল ৫ আসনে্র
স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন রিপন

23/12/2023

সভা সমাবেশে আসতে বাধা, কর্মীদের শারিরীক নির্যাতন, নারী কর্মীদের
হুমকি----
প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করলেন...
বরিশাল ৫ আসনে স্বতন্ত্রপ্রার্থী>সালাউদ্দিন রিপন

22/12/2023

প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই পথে ঘাটে, সভাস্থলে আসতে আমার কর্মীদের বাধা দেয়া হচ্ছে, বাধ্য হয়ে সভাস্থল পরিবর্তন করতে হচ্ছে,কর্মীদের শারিরিক ভাবে নির্যাতন করছে সরকারি দলের লোকজন ।।
প্রশাসনকে জানিয়েছি। ব্যবস্থ্যা নিবে,মিডিয়ার মাধ্যমে অভিযোগ করলেন,
সালাউদ্দিন রিপন, স্বতন্ত্রপ্রার্থী,বরিশাল ৫ আসন।

22/12/2023

সভাস্থলে আসতে কর্মীদের বাধা...।
কারো বিরুদ্ধে থানায় মামলা করে তার জীবন ও পরিবার ধংস করতে চাই না- সালাউদ্দিন রিপন, স্বতন্ত্রপ্রার্থী,বরিশাল ৫ আসন।

21/12/2023

সভাস্থলে পিকনিক!
অভিযোগ করলেন
বরিশাল ৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী - সালাউদ্দিন রিপম

21/12/2023

অনুমতি নিয়েও নির্ধারিত জায়গায় সভা করতে পারেন নি !
অভিযোগ করলেন
বরিশাল ৫ আসনে স্বতন্ত্রপ্রার্থী-সালাউদ্দিন রিপন

20/12/2023

আমাকে নির্বাচিত করলে কোন চাদাবাজি ঘুষ থাকবে না,বললেন
বরিশাল ৫ আসনে স্বতন্ত্রপ্রার্থী-সালাউদ্দিন রিপন।

19/12/2023

প্রচার প্রচারণা এবং কর্মীসমর্থকদের সমাবেশে আসতে বাধা !
অভিযোগ করলেন, বরিশাল ৫ আসনে স্বতন্ত্রপ্রার্থী-সালাউদ্দিন রিপন

19/12/2023

সরকারি ভাবে থেকে জনগনের ও এলাকার উন্নয়ন করতে চান বরিশাল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী, সালাউদ্দিন রিপন ।
জাগুয়া, চন্ডিপুর স্কুলে মাঠে এক উঠোন বৈঠকে একথা বলেন তিনি।

18/12/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসনের
স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন তার পছন্দের প্রতিক বুঝে নিয়েছেন ।

18/11/2023

সাম্রাজ্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে শিল্পীদের রং তুলির আঁচড়ে প্রতিবাদ ।

13/11/2023

গরীবদের প্রার্থী সালাউদ্দিন রিপন।

13/11/2023

বরিশাল ৫ আসনের প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে সালাউদ্দিন রিপন ।
জনসভায় হাজার হাজার কর্মী সমার্থকদের উপস্থিতি রিতিমত তাক লাগিয়ে দিয়েছেন তিনি !!

20/09/2023

থাক‌তে পা‌রেন আপ‌নিও

07/08/2023

পর্যটনবিষয়ক যে কেউ ছবি পাঠাতে পারেন। সঙ্গে ক্যাপশন দিন। ছবি দিন ইনবক্সে।

17/03/2022

শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম উৎসব পালিত হলো বরিশালে।।

24/02/2022

কীর্তনখোলার কোল ঘেষে পুরাতন কালেকটরেট ভবন বরিশাল বিভাগীয় জাদুঘর।।

05/02/2022

বরিশালে মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার ।।

10/01/2022

কার্ডিনাল প্যাট্রিক ডি'রোজারিও'র রজত জয়ন্তী উৎসব।।(Part Four)

09/01/2022

কার্ডিনাল প্যাট্রিক ডি'রোজারিও'র রজত জয়ন্তী উৎসব।।(Part Three)

কলসকাঠী ডিগ্রি কলেজ! লাইব্রেরি আছে, লাইব্রেরিয়ানও আছে। আছে ব্যাপক সংখ্যক ছাত্র-ছাত্রী। আর সেই শিক্ষার্থীদের অভিযোগ নিয়মি...
08/01/2022

কলসকাঠী ডিগ্রি কলেজ!
লাইব্রেরি আছে, লাইব্রেরিয়ানও আছে। আছে ব্যাপক সংখ্যক ছাত্র-ছাত্রী। আর সেই শিক্ষার্থীদের অভিযোগ নিয়মিত খোলা হয় না লাইব্রেরি। এরফলে অনেক শিক্ষার্থীই ক্লাস বিরতিতে জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

Address

Nurjhan Vila, Parara Road, Sadar Road
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Payra Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Payra Barta:

Videos

Share



You may also like