14/06/2024
ভাই থামেন! সেন্ট মার্টিনের কিচ্ছু হয়নাই। আমাদের নেভি কোষ্টগার্ডের জাহাজ জায়গামতো আছে। বিজিবিও রেডি আছে। তাদের দেশে যুদ্ধ লাগলে তারা শিপ পাঠাবে না?
বার্মার যুদ্ধটা এখন আর গৃহযুদ্ধ নাই; এখানে সরাসরি পশ্চিমা শক্তি হস্তক্ষেপ করেছে অলরেডি (সাদা চামড়ার মার্সেনারী নেমে গেছে বিশ্বস্ত সূত্রে জেনেছি মাসখানেক আগে)। এই খেলায় আমরা কোন প্লেয়ার হিসেবে কারও গণনায় নাই। আমরা এই খেলার প্লেয়ারও নই। তবে জিঞ্জিরা দ্বীপে বিজিবি ক্যাম্প আছে। কোষ্ট গার্ড আউটপোষ্ট আছে। লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার অফিসারও আছেন৷ কিন্তু মংডু দখল বা উদ্ধার ফাইটে আমাদের চেয়ে দেখা ছাড়া কিছু করার নাই কারণ এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। সামনে আকিয়াব পোর্ট বা সিত্বেয়ে দখলের লড়াই হবে আরো ভয়ানক৷ রোহিঙ্গা রিলেটেড ইস্যুর সকল আলোচনাতেও ড্রাইভারের আসন হারিয়েছি আমরা; ওসব আলোচনাও এখন কক্স বা ঢাকায় না হয়ে থাইল্যান্ডে হয়! এই গ্যাঞ্জামে পশ্চিমা পক্ষ জিতে চীন বিতাড়িত হলে সেন্ট মার্টিন বরং শকুনের দৃষ্টি থেকে বাঁচবে কারণ আরাকান উপকূলে এমন দ্বীপ অনেক অনেক আছে!