Rahim

Rahim This is my official page. I have a dream. I want to be one of the best entrepreneurs in Bangladesh b Firstly , I dream, dream to others.

I want to be one of the best entrepreneurs in Bangladesh. So that everyone who sees me can be inspired. I don't know how i will be successful . But I want to move forward with my determination. Lastly, Be happy and spread happiness the world needs more happy people like you and me.

ভাই থামেন! সেন্ট মার্টিনের কিচ্ছু হয়নাই। আমাদের নেভি কোষ্টগার্ডের জাহাজ জায়গামতো আছে। বিজিবিও রেডি আছে। তাদের দেশে যুদ্ধ...
14/06/2024

ভাই থামেন! সেন্ট মার্টিনের কিচ্ছু হয়নাই। আমাদের নেভি কোষ্টগার্ডের জাহাজ জায়গামতো আছে। বিজিবিও রেডি আছে। তাদের দেশে যুদ্ধ লাগলে তারা শিপ পাঠাবে না?

বার্মার যুদ্ধটা এখন আর গৃহযুদ্ধ নাই; এখানে সরাসরি পশ্চিমা শক্তি হস্তক্ষেপ করেছে অলরেডি (সাদা চামড়ার মার্সেনারী নেমে গেছে বিশ্বস্ত সূত্রে জেনেছি মাসখানেক আগে)। এই খেলায় আমরা কোন প্লেয়ার হিসেবে কারও গণনায় নাই। আমরা এই খেলার প্লেয়ারও নই। তবে জিঞ্জিরা দ্বীপে বিজিবি ক্যাম্প আছে। কোষ্ট গার্ড আউটপোষ্ট আছে। লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার অফিসারও আছেন৷ কিন্তু মংডু দখল বা উদ্ধার ফাইটে আমাদের চেয়ে দেখা ছাড়া কিছু করার নাই কারণ এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। সামনে আকিয়াব পোর্ট বা সিত্বেয়ে দখলের লড়াই হবে আরো ভয়ানক৷ রোহিঙ্গা রিলেটেড ইস্যুর সকল আলোচনাতেও ড্রাইভারের আসন হারিয়েছি আমরা; ওসব আলোচনাও এখন কক্স বা ঢাকায় না হয়ে থাইল্যান্ডে হয়! এই গ্যাঞ্জামে পশ্চিমা পক্ষ জিতে চীন বিতাড়িত হলে সেন্ট মার্টিন বরং শকুনের দৃষ্টি থেকে বাঁচবে কারণ আরাকান উপকূলে এমন দ্বীপ অনেক অনেক আছে!

কোকা কোলা বয়কট করবো তার আগে এর সমকক্ষ একটা কোমল পানীয় দেখান। মোজো, পেপসির টেস্ট অনেকটা পানসে তরমুজ টাইপ। আপনি জেনেশুনে  ...
11/06/2024

কোকা কোলা বয়কট করবো তার আগে এর সমকক্ষ একটা কোমল পানীয় দেখান। মোজো, পেপসির টেস্ট অনেকটা পানসে তরমুজ টাইপ। আপনি জেনেশুনে কেনেন পানসে তরমুজ? দেশের কৃষকই তো চাষ করে! নিজের পয়সায় মানহীন পন্য গ্রহন করার কোনো মানে নেই।

ফাতরা আবেগ আমার নাই। দেশী পন্য (ধরুন জিনজিরায় বানানো তেল) ব্যবহার করতে গিয়ে যদি চুল পেকে যায় তা ব্যবহার করতে আমি রাজি নই।

জাতি দেশি কেরু খায় দেশ বাঁচায়!
কোক বয়কট করে জান্নাতে যায়.......

আপনারা বেনজিরের এতো সমালোচনা করছেন কেন? আপনারা তো মোটাদাগে বেনজিরই হতে চান। বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিসিএসের জন্য এতো দৌড়...
07/06/2024

আপনারা বেনজিরের এতো সমালোচনা করছেন কেন?

আপনারা তো মোটাদাগে বেনজিরই হতে চান। বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিসিএসের জন্য এতো দৌড়, তা তো বেনজির হওয়ার জন্যই। ফেসবুকে যে বিসিএস কোচিংয়ের রমরমা ব্যবসা, তা তো বেনজির হওয়ার জন্যই। সুযোগ পাচ্ছেন না, তাই সততার দেবতা সেজে আছেন। বেনজির একজন পিএইচডি করা জ্ঞানের চূড়ান্ত সনদদারী মানুষ। এমন সনদ তো আপনারাও চান। চান না? যেকোনো মূল্যে পিএইচডি বাগিয়ে জ্ঞানী সাজতে চান, চান তো?

বিসিএসের রেজাল্টের দিন যে বেছে বেছে পুলিশ আর অ্যাডমিন ক্যাডারের ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাদের ফলোয়ার লিস্টে গর্বিত ছাগল রূপে দারোয়ানের চাকরি নেন, তা কি অসত্য? ভাই ভাই বলে যে মুখে সমুদ্র সফেন সৃষ্টি করেন, তা কি মিথ্যা? মিথ্যা নয়। একজন বেনজিরের আশেপাশে থাকতে আপনি পছন্দ করেন।

ফ্রেন্ডলিস্টে কতো মানুষের জন্মদিন যায়, জন্মদিন আসে, আপনি খেয়াল করেন না, কিন্তু পুলিশ ও অ্যাডমিন ক্যাডারের 'সইয়ের বউয়ের বকুল ফুলের বোন পো বোনের নাত জামাই' সম্পর্কীয় ভাইয়ের ছবি খুঁজে ঠিকই আপলোড দিয়ে জানান দেন, আমি বেনজিরের ঘনিষ্ঠ!

বেনজিরকে বলবো, দেশে ফিরে আসুন। বাংলাদেশে আপনার চেয়ে ভালো মানুষ খুব একটা নেই। যদিও সবাই আপনাকে এখন গালাগালি করছে, কিন্তু আপনিই সবার স্বপ্ন। আপনার মতো হওয়ার জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ে যাই, লাইব্রেরিতে মাথা গুঁজে থাকি, আর ফেসবুকে জ্ঞান বিলাই।

©মহিউদ্দিন মোহাম্মদ

Tahsan Rahman Khan is a popular musician and actor of the young generation. He has been giving regular songs along with ...
06/06/2024

Tahsan Rahman Khan is a popular musician and actor of the young generation. He has been giving regular songs along with acting for a long time. This star is very fluent in acting and singing. But he had already given a bad news. He said that the singer has been suffering from vocal cord problems for six years.

Although the problem of vocal tract was kept under wraps for a long time, Tahsan Khan said this himself in an interview recently. A few years ago, he was diagnosed with a disease in his vocal cords. Which basically started from 2018. And since then he can't sing as easily as before. Even this popular singer is worried about whether he will be able to sing at all.

Tahsan Khan said, after I got a problem with my vocal cords in 2018, I can no longer sing as easily as before. At one time I was very afraid, I might not be able to sing anymore. Over the past six years I have learned when my voice is in a singing state and when it is not. Because of this now the song has decreased a lot.

Source : Channel 24

একজন বাংলাদেশি পরিদর্শক জাপানে পরিদর্শনে গিয়ে তাদের দেশের প্রযুক্তি, দেশ পরিচালনা ও গোছানো সিস্টেম দেখে আবেগে আপ্লুত হয়ে...
06/06/2024

একজন বাংলাদেশি পরিদর্শক জাপানে পরিদর্শনে গিয়ে তাদের দেশের প্রযুক্তি, দেশ পরিচালনা ও গোছানো সিস্টেম দেখে আবেগে আপ্লুত হয়ে জাপানি কর্মকর্তাকে জিজ্ঞাসা করলো:
আপনারা এতো স্মার্ট ও সুন্দর দেশ কিভাবে গড়লেন?

জাপানি কর্মকর্তা উত্তর দিলেন: আসলে আপনারা আমাদের থেকে বেশি স্মার্ট, এজন্য।

বাংলাদেশি পরিদর্শক: আমরা বেশি স্মার্ট হলে তোমাদের দেশ ও সিস্টেম আমাদের দেশের থেকে স্মার্ট কিভাবে?

জাপানি কর্মকর্তা: আমাদের দেশে ১০ জনে ১ জন স্মার্ট আর ৯ জনই অযোগ্য, কম বুদ্ধিসম্পন্ন । কিন্তু আপনাদের দেশে ১০ জনে ৯ জনই স্মার্ট আর ১ জন হয় অযোগ্য, কম বুদ্ধিসম্পন্ন।
তফাৎ শুধু এতটুক– আপনারা ১ জন অযোগ্যকে লিডার বানিয়ে ৯ জন স্মার্ট মানুষকে তার আন্ডারে কাজ করতে বলেন। আর আমরা ১ জন স্মার্ট মানুষকে লিডার বানিয়ে ৯ জন অযোগ্য, কম বুদ্ধিসম্পন্ন মানুষকে তার আন্ডারে কাজ করতে দিই।

লকার সার্ভিস নিয়ে আমাদের পরিস্কার ধারনা নাই অনেকেরই।এখানে গ্রাহক কি রাখেন সেই ব্যাপারে ডিক্লারেশান থাকেনা। ডিক্লারেশান থ...
02/06/2024

লকার সার্ভিস নিয়ে আমাদের পরিস্কার ধারনা নাই অনেকেরই।

এখানে গ্রাহক কি রাখেন সেই ব্যাপারে ডিক্লারেশান থাকেনা। ডিক্লারেশান থাকে কোন ইলিগাল জিনিস রাখবেনা এতটুকু। তাই গ্রাহক কত ভরি জিনিস রাখল অথবা কত টাকা রাখল সেটা একান্তই গ্রাহক জানেন। তাই ব্যাংক এই ক্ষেত্রে লায়াবল থাকে না।

ব্যাংকের লকারের এলাকায় সিসি ক্যামেরা থাকেনা। কারন গ্রাহক কি জিনিস রাখবে সেটা গ্রাহকের একান্তই নিজের বিষয়। তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং তার সম্পদের সুরক্ষার জন্য এই ব্যবস্থা।

লকারের দুইটি চাবি থাকে। একটি গ্রাহকের কাছে আরেকটি ম্যানেজারের/কাস্টডিয়ানের কাছে। দুই চাবি একত্রে দেয়া ব্যতীত লকার খোলা পসিবল না।

কোন কোন ক্ষেত্রে এটা চেম্বার আকারে থাকে সেক্ষেত্রে মুল দরজার কাস্টডিয়ান থাকেন। আর ভেতরের লকারের চাবি গ্রাহকের কাছে থাকে।

তাই কোনভাবেই গ্রাহকের সম্পদ ব্যাংকের ফ্রড করার সুযোগ নাই যদি গ্রাহক নিজের সম্পদের ব্যাপারে সচেতন থাকেন।

কোন গ্রাহক তার লকারের চাবি লক করল না। তাহলে সেখানে ফ্রড হলে দায় গ্রাহকের ই বেশি। আর কি আছে সেই ডিক্লারেশান দেয়া না থাকার কারনে কি রেখেছে সেটা ১০০ ভরি নাকি ১০০০ ভরি সেটা ব্যাংকের জানার কথা ও না।

গ্রাহক তার অবহেলাকে ব্যাংকের উপর চাপাতে চাইতে পারে অথবা আরো ঘটনা থাকতে পারে।

প্রিভিয়াস হিস্টোরি বলে গ্রাহক কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে এরকম মামলা করে।

আজ থেকে ১৫০/২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা। তারাও আমাকে...
31/05/2024

আজ থেকে ১৫০/২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।

তারাও আমাকে চিনবেনা। কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব। আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা। কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।

আমার ভবিষ্যত সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে! কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।

হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে। কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ১৫০/২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা। যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি। কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা। হয়ত আমার দাদার পিতা জানতেন। কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না। আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?

সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন? তাহলে আপনি আস্ত একটা বোকা !

এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।

আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার,সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি, কোন লাভ নেই।

সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন।

আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য নিজেকে প্রস্তুতি করি।
ব্যবহার আপনার আমার জন্য প্রকৃত সম্পদ।।

তাই নিজের রক্তের বর্তমান সম্পর্ক গুলো কে গুরুত্ব দিন; তারাই আপনার ইহকাল পরকালের জন্য দোয়া করবে যাদের অন্ধকারে রেখে অজানা অচেনা ভবিষ্যতের জন্য সম্পত্তির পাহাড় গড়বেন আজ থেকে 70 বছর পর তারা আপনাকে মনে ও রাখবে না

জ্ঞান নয় বাস্তব বললাম উপরওয়ালা আমাদের সবাইকে সুবুদ্ধি দিক..........।।

30/05/2024



ছেলেকে বিয়ে দেবার পর কোনো কারণ ছাড়াই ছেলের মা ছেলের বউকে ‘প্রতিপক্ষ’ ভাবা শুরু করেন! একজন ছেলে বিয়ের পর তার মধ্যে স্বাভা...
25/05/2024

ছেলেকে বিয়ে দেবার পর কোনো কারণ ছাড়াই ছেলের মা ছেলের বউকে ‘প্রতিপক্ষ’ ভাবা শুরু করেন!

একজন ছেলে বিয়ের পর তার মধ্যে স্বাভাবিক পরিবর্তন আসবে। আগে হয়তো মা ঠিক করে দিতেন কী পরবে, কী পরবে না। এখন হয়তো সেই সাজেশন স্ত্রী দেয়। খাবার খাওয়ার ক্ষেত্রেও দেখা যায় ছেলে স্ত্রীর পছন্দকে গুরুত্ব দেয়।

ছেলে বাইরে থেকে আসলে বাজার নিয়ে আসে। সাথে হয়তো স্ত্রীর জন্য আইসক্রিম, চকলেট নিয়ে আসে। কোনো কোনো মা আড়চোখে তাকিয়ে দেখেন ছেলে স্ত্রীর জন্য কী নিয়ে আসছে।

এখনকার ছেলে-মেয়ে বিয়ের পূর্বে বাইরে রেস্টুরেন্টে খেতে যেতো বন্ধু-বান্ধবের সাথে।

স্বামীও চায় পরিবারের সবাইকে নিয়ে বাইরে যেতে। মা হয়তো বাইরের খাবার পছন্দ করেন না। একাধিকবার বলার পরও যাননি। ছেলে তার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চায়। মাকে জানিয়ে গেলে মা এমনভাবে প্রতিক্রিয়া দেখান যে, ছেলের এমন খরুচে স্বভাব তার পছন্দ হচ্ছে না। কথায় কথায় হয়তো বলেও ফেলেন।

আমাদের দেশে স্বাশুড়ি-বউমা এই শব্দ দুটো দ্বান্দ্বিক শব্দ হয়ে গেছে। বউমাও আস্তে আস্তে কর্তৃত্ব নিতে চায়, সুযোগ পেলে স্বামীকে কানপড়া দেয়। অথচ সে বুঝেশুনেই দেয় না, এমনি গল্প করে। এই কথাগুলো নিজের মা সম্পর্কে ছেলের মধ্যে কেমন প্রতিক্রিয়া তৈরি করবে তা সে বুঝেই না।

📌 বেশিরভাগ ছেলে বিয়ের পর দেখতে পায় তার মা বদলে গেছেন!

মা কখনো ছেলেকে বউয়ের ব্যাপারে কথা শুনায়, বউ কখনো মায়ের ব্যাপারে ছেলের ওপর বিরক্তি ঝাড়ে।

অর্থাৎ, এই জায়গায় এসে ছেলে দুই কানে দুজনের কথা শুনতে হয়!

ছেলে তখন কী করবে?

📍 ‘মুমিনের বিয়ে ভাবনা’ কোর্সে ডাক্তার শামসুল আরেফিন শক্তি ভাই এক্ষেত্রে একটি প্রাকটিকাল গাইডলাইন দেন।

ছেলে তার স্ত্রীকে বুঝাবে- “দেখো, তুমি তো শিক্ষিত, পড়ালেখা করেছো। মায়ের এই ব্যাপারগুলো একটু ইগনোর করো। মা কিছু বললে সামনাসামনি মেনে নাও। এতে আমাদের সবারই লাভ। ঝগড়া করে বা রাগ করে কিছু হবে না।”

আবার যদি দেখা যায় যে মায়ের আচরণ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, যেটা স্ত্রীর সহ্যসীমা ছাড়িয়ে গেছে এবং খুব অযৌক্তিক কারণেই মা এগুলো করছেন, তখন ছেলে কখনোই মাকে বুঝাতে যাবে না। মাকে বুঝাতে গেলেই বিপত্তি বাঁধবে। যতো যাই হোক, বউমার ব্যাপারে ছেলের কাছে মা উপদেশ শুনতে চাইবে না।

এক্ষেত্রে ছেলে খুব ভালোভাবে কথা বলবে তার বাবার সাথে। বাবাও হয়তো এই অবস্থা পার করে এসেছেন। বাবাকে বুঝিয়ে বললে বেশিরভাগ বাবাই বুঝেন। তখন বাবা মাকে বুঝাবেন!

24/05/2024

এই দুর্দান্ত ডেলিভারির জন্য এখন থেকে আমি জায়েদ খান কে নিয়ে আর কখনই হাসাহাসি করবো না। প্রমিজ।....

এখানে ২৪ জন! এরাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারক!এরাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কল কাঠি নিয়ে নাড়াচাড়া করে।এদের মধ্...
24/05/2024

এখানে ২৪ জন!
এরাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারক!
এরাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কল কাঠি নিয়ে নাড়াচাড়া করে।
এদের মধ্যে হাতেগোনা কয়েকজন ছাড়া বাকিরা কি কখনো ক্রিকেট ব্যাট ছুয়ে দেখেছে....?

এরাই মুলত ক্রিকেট কে নিয়ে বাণিজ্য করে এবং ফিক্সিং নামক শব্দটার সাথে বেশ পরিচিত🙂

কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন!

মোহাম্মদ সালাউদ্দিন
মোহাম্মদ রফিক
মাশরাফি বিন মুর্তজা
আতাহার আলি খান
মোহাম্মদ আশরাফুল
খালেদ মাসুদ পাইলট
আমিনুল ইসলাম বুলবুল
মোহাম্মদ ফারুক খান
তারেক আজিজ খান
মেহরাব হোসেন অপি
জাবেদ ওমর বেলিম

এসব অভিজ্ঞ সাবেক ক্রিকেটারদের কোন মূল্যায়ন নাই এই বিসিবি তে😭

বাংলাদেশ ক্রিকেট ধ্বধ্বংসের পথে!!!

২ বছর আগে কিম জং উনের এক কাহিনী শুনেছিলাম। উত্তর কোরিয়ার ফুটবল টিম ২০১০ বিশ্বকাপে নাস্তানাবুদ হয়ে দেশে ফেরার পর কিম সেই ...
23/05/2024

২ বছর আগে কিম জং উনের এক কাহিনী শুনেছিলাম। উত্তর কোরিয়ার ফুটবল টিম ২০১০ বিশ্বকাপে নাস্তানাবুদ হয়ে দেশে ফেরার পর কিম সেই দলের সব খেলোয়াড়দের কিড*ন্যাপ করে কয়লার খনিতে শ্রমিক হিসাবে পাচার করে দিয়েছিলেন এবং আর কোনোদিন ফুটবল খেলতে দেন নি। তখন কিম জং উনের উপর অনেক মেজাজ খারাপ হয়েছিলো।

কিন্তু এখন আর সেই অনুভূতি নেই। আমাদের দেশেও অনেক বড় একটা কয়লার খনি আছে।(ক্রিকেট) বড়পুকুরিয়ায়। এমনিই বলার জন্য বললাম আর কি!🤷‍♂️🤷‍♂️

মায়ের দোয়া ক্রিকেট টিমের যে অবস্থা.... শুধু হাতুরুসিংহ, শান্ত, লিটন এদের উত্তর কোরিয়া র নাগরিকত্ব দেওয়ার জোড় দাবি জানাচ্ছি....

বাংলাদেশের বেশিরভাগ কনটেন্ট ক্রিয়েটেররা  মানুষের আবেগকে পুঝি করে ব্যবসা করতেছে, আর সে ক্ষেত্রে নাদির অন দ্যা গো তিনি এক...
22/05/2024

বাংলাদেশের বেশিরভাগ কনটেন্ট ক্রিয়েটেররা মানুষের আবেগকে পুঝি করে ব্যবসা করতেছে, আর সে ক্ষেত্রে নাদির অন দ্যা গো তিনি একমাত্র ব্লগার, তাকে এখন পর্যন্ত কখনো দেখিনি তার ভিডিওতে আবেগি কথাবার্তা, বা মানুষজনকে তার আলিশান জিনিসগুলো দেখানো, তিনি বলতে গেলে ইন্টারন্যাশনাল একজন ব্লগার, যার ধারে কাছে বাঙালি কেই নেই,কিন্তু সে নাদির তার চলাফেরা অনেকটা সাধারণ মানুষের মতো,নাদিরের মূল উৎস হচ্ছে বিভিন্ন দেশে ভ্রমণ করা এবং সেটা ভালোভাবে ও খুব সুন্দর করে মানুষকে দেখানো, আপনি এটা দেখেন সে যদি আবেগী হতো তাহলে সে তার ফেসবুক পেজে প্রতিদিন ভিডিও আপলোড করতো,এবার ভাবুন ভিডিও গুলো কেমন হতো, যেমনটা বাঙালির প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটাররা করে, কিন্তু আসলে নাদির এমন না তিনি ভালো কিছু সংগ্রহ করে তারপর মানুষের মধ্য সেটা রিপ্রেজেন্ট করেন!❤️

Nadir On The Go - Bangla & Nadir On The Go - En ❤️

Ehd e Wafa যৌন আবেদনহীন আবেদনময়ী সিরিজটির প্রশংসা অনেক হয়েছে।আমি সেভাবে সিরিজটির রিভিউ না লিখে এর চরিত্রগুলো থেকে আমি যা...
16/05/2024

Ehd e Wafa যৌন আবেদনহীন আবেদনময়ী সিরিজটির প্রশংসা অনেক হয়েছে।আমি সেভাবে সিরিজটির রিভিউ না লিখে এর চরিত্রগুলো থেকে আমি যা শিখেছি তা পয়েন্ট আউট করার চেষ্টা করেছি ।চলুন দেখা যাক.....

#লরেঞ্চ কলেজেই পড়তো ৪ বন্ধু ।সাদ,শাহজিন,শেহরিয়ার আর শারিক। কলেজের শৃংখলা ভঙ্গের দায়ে 2 বন্ধুই কলেজ থেকে বহিস্কৃত হয় ।বহিষ্কার হওয়ার পর ধণাঢ্য পরিবারের শেহজিন রাজনীতিতে জড়িয়ে পড়ে ।তার জিদ আর অহংকার তাকে পাকিস্তানের এমএনএ হতে সাহায্য করে ।এক সময় সে কাশ্মির রক্ষা কমিটির সভাপতি হয় ।

#সাদ ,বাবা আর্মির উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ার সুবাধে সে এক সময় পাকিস্তানের ট্যালেন্টেড আর্মি অফিসার হয়ে উঠে এবং কাশ্মির রক্ষা করতে গিয়ে আহত হয় ।

#দরিদ্র পরিবারের সারিক যার পরিবারের সামর্থ্য নেই জিদের বসে কিছু করে ফেলার মত হিম্মত দেখাবে ।সেখানে সারিক নমনীয় হয়ে পড়াশুনা চালিয়ে যায় ।আমাদের তৌহিদ আফ্রিদির বাবার মত মাই টিভি নেই যে নিজের ঢাক নিজেই পিটাবে ।কিন্তু বড্ড শখ দেশ সেরা সাংবাদিক হবে ।শুরু করে সোস্যাল মিডিয়াতে লাইভ করে বিভিন্ন সমস্যা জাতির সামনে তুলে ধরা ।তার ব্যক্তিগত যোগ্যতার কারনে বিভিন্ন টিভি চ্যানেল থেকে অফার আসে এবং এক সময় সে জনপ্রিয় তরুণ টিভি সঞ্চালক হয়ে উঠে ।

#শেহরিয়ার ।যে মধ্যবিত্ত পরিবারের ছেলে ।বাবার সাথে কাজ করেই যার সংসার চলে ।কিন্তু বিশ্ববিদ্যালয়ের সে বন্ধুটির মত যে পকেটের চা খাওয়ার শেষ ৫ টাকা দিয়ে অন্য বন্ধুর সাহায্যে এগিয়ে আসে। চাকরির জন্য বিভিন্ন পরিক্ষা দিতে থাকে কিন্তু চাকরি হয়না । আশা হারায়নি ।কারন তার স্বপ্ন পাকিস্তান সিভিল সার্ভিস অফিসার হবে ।এক সময় তার বন্ধু শেহজিন এমএনএ হওয়াতে তার সহযোগিতায় সে সিভিল সার্ভিস অফিসার হয়ে যায় ।

অথচ দিন শেষে এমএনএ শেহজিন নেতা হিসেবে, সাদ যোদ্ধা হিসেবে , সারিক সাংবাদিক হিসেবে আর শেহরিয়ার সিভিল সার্জন হিসেবে দেশের জন্য এক পয়েন্টে দাড়িয়ে যে অনবদ্য অবদান রেখেছে তা কোন মতেই দৃষ্টিগোচর এড়ায়না ।

#সফলতার চিত্র : হয়তো আমরা কেউ বিসিএস ক্যাডার না হতে পেরে হতাশ হয়ে পড়ছি বা স্বপ্ন পূরণ না হওয়াতে নিজেকে ছোট ভাবছি ।অথচ মিলিয়ে দেখুন তো সাদ,শেহজিন,শেহরিয়ার আর সারিক কাকে আপনি ছোট আর কাকে আপনি বড় বলবেন ? শুধু লেগে থাকলেই হবে ।কাউকে অনুকরণ নয় বরং নিজের স্বপ্নের পিছনে লেগে থাকাই সফলতার মুল মন্ত্র।

#নারী চরিত্র :দোয়া

তার চারিত্রিক সৌন্দর্য আর লক্ষ্যের প্রতি আত্ববিশ্বাস তাকে শেষ অবধি তার ভালবাসার মানুষের কাছে ফিরিয়ে আনে ।দোয়া,দোয়ার বাবা আর সাদ এর মায়ের স্নেহ পূর্ণ শাসন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে সন্তান ও পিতামাতর সম্পর্ক সুন্দর করতে হয় ।কিভাবে সন্তান তার পিতামাতার কাছে অনেক বেশি অহংকারের বস্তু হয়ে উঠে ।

এই সিরিজটির এন্ডিংটা এত চমৎকার ম্যাসেজ দিয়েছে যে বিমোহিত না হয়ে পারা যায়না ।সেই ৪ জন বন্ধু ৪ জায়গায় সফল ।প্রত্যেকে তার দেশের জন্য সমভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । এখানে কারো সফলতাকে কোন দিক থেকে খাটো করে দেখার সুযোগ নেই ।

#চমৎকার দিক :

১.সালাম বিনিময়ের ধরন,মুহুর্ত বা কারো রুমে প্রবেশের পূর্বে ইসলামের অনুমতির নেয়ার মাধুর্যতা ফুটে উঠেছে শৈল্পিকভাবে।

২.ভারত যেভাবে সব সময় তার মুভিগুলোতে পাকিস্তানকে নিকৃষ্টভাবে প্রেজেন্ট করে পাকিস্তান সে কাজটা ভ্রাতৃত্ব আর সহমর্মিতার মাধ্যমে জবাব দেয়ার চেষ্টা করেছে ।অভিনন্দনকে আটক আর তাকে মুক্তিতে সে দিকটি সুন্দরভাবে ফুটে উঠেছে ।

এক কথায় অসাধারন একটা ড্রামা ।শেখার মত একটা ড্রামা ।বার বার চোখে জল নিয়ে আসার মত ড্রামা ।

রেটিং ১০/১০

অভিনয় ৮/১০

সবশেষে একটা কথা হলো এ যাবৎকালে আমার দেখা সিরিয়াল গুলোর মধ্যে এটা অন্যতম ছিলো......

🥀একবার চিন্তা করুন তো, আজকের বিমান দুর্ঘটনার দৃশ্য, যতটুকু ফুটেজে দেখেছেন।একটা YAK-130 এডভান্স জেট প্রশিক্ষণ/যুদ্ধ বিমান...
09/05/2024

🥀একবার চিন্তা করুন তো, আজকের বিমান দুর্ঘটনার দৃশ্য, যতটুকু ফুটেজে দেখেছেন।একটা YAK-130 এডভান্স জেট প্রশিক্ষণ/যুদ্ধ বিমান আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়, সেই বিমানকে রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব নয় যার কারণে পাইলট চাইলেই কিন্তু আকাশে থাকা অবস্থায় ইনজেকশন করে নিজেরা বের হয়ে আসতে পারতেন এতে করে তারা সহজেই বেঁচে যেতেন।

কিন্তু তারা সেই কজটি করেননি, কেন করেননি তা জানেন,, কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে বিমানটিকে বাঁচানোর জন্য, আর আকাশে থাকা অবস্থায় বিমান থেকে যদি তারা বের হয়ে আসত তাহলে বিমানটি যেই কোন জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারতো, হয়তো কারো ঘরের উপর অথবা আশেপাশে ইস্টার্ন রিফাইনারি, পদ্মা,মেঘনা, কাফকোর উপর অথবা কোন লোকালয়ে লোকজনের উপর সে ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সেই চিন্তা করে তারা নিজেদের জীবনের চাইতে দেশের সম্পদ এবং দেশের মানুষ তথা আপনার/আমার কথা বেশি ভেবেছেন সেই কারণে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনকে পরোয়া না করে দেশের সম্পদ রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন।

খেয়াল করে দেখুন, আগুন ধরা বিমানটিকে পাইলট নদীতে নিয়ে আসতে সক্ষম হয় এবং বিমানটি ক্রাশ করার 1-2 সেকেন্ড আগে তারা ইনজেকশন করে বের হয়ে আসে, কতটুকু চেষ্টা করেছে তারা বিমানটি বাঁচানোর জন্য ভাবা যায়।

এটা কেমন নেশা?
ইঞ্জিনে আগুন লাগার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত বিমান বাঁচানোর লড়াই। নতুন বৌ, শিশু সন্তানদের মায়া কীভাবে ভুলে যায় মুহুর্তের মধ্যেই।
আজকের দুর্ঘটনায় শহীদ হয়েছেন একজন পাইলট। আর পাইলট কতটুকু দক্ষ হলে on air এ একটা ইঞ্জিনে আগুন ধরা বিমানকে রানওয়ের উপর দিয়ে নিয়ে এসে নদীর উপরে ফেলে নিজেরা বের হয়ে আসে, আল্লাহু আকবার। (সত্যিই প্রশংসার যোগ্য)
কিন্তু দূঃখের বিষয় হলো, দুইজন পাইলট এর মধ্যে একজন পাইলট (স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ) ইন্তেকাল করেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার এ শহীদ কে কবুল করুক, এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আমিন।

তাদের এ ঋণ দেশ ও জাতি আজীবন মনে রাখবে। ইনশাআল্লাহ 💖

Every beautiful girl expects such a gift (this types of dressing table) from her loved one......
18/04/2024

Every beautiful girl expects such a gift (this types of dressing table) from her loved one......

প্রতিশ্রুতির চেয়ে প্রচেষ্টার গুরুত্ব বেশি ... 💗
09/04/2024

প্রতিশ্রুতির চেয়ে প্রচেষ্টার গুরুত্ব বেশি ... 💗

When you’re in a place where your worth is not valued, people will not be able to appreciate you.In fact they will use a...
04/04/2024

When you’re in a place where your worth is not valued, people will not be able to appreciate you.
In fact they will use and misuse you and not realize why you are unable to accept their behavior.
Their attitude is limited to their grade and they cannot be expected to always act beyond their limitations.

দামি জিনিস কম দামি জায়গায় থাকলে কদর পায় না...

Pic collected🫵

02/03/2024

বেইলি রোড ট্রাজেডি 😭 নিস্তব্ধ কাচ্চিভাই বিল্ডিং..

23/02/2024

Charismatic leader with her divine beauty 🤩Beauty with Brain 🖤💫

এই হলো আমাদের মনুষত্ব....
23/02/2024

এই হলো আমাদের মনুষত্ব....

16/02/2024

Mobil present... সাংস্কৃতিক সন্ধা.... 2

16/02/2024

Mobil present... সাংস্কৃতিক সন্ধা....

সবাই এদের অভিনন্দন জানান কারণ এরাই আমাদের দেশের প্রকৃত উপজাতি😆😁
15/02/2024

সবাই এদের অভিনন্দন জানান কারণ এরাই আমাদের দেশের প্রকৃত উপজাতি😆😁

জনতা মুশতাককে দুয়োধ্বনি দিয়েছে, জুতা দিয়ে তো পেটায় নাই। এতে আপত্তি করছেন কারা?মানুষের মত প্রকাশের স্বাধীনতার বিপরীতে অব...
10/02/2024

জনতা মুশতাককে দুয়োধ্বনি দিয়েছে, জুতা দিয়ে তো পেটায় নাই। এতে আপত্তি করছেন কারা?

মানুষের মত প্রকাশের স্বাধীনতার বিপরীতে অবস্থান নিবেন না প্লিজ! দুয়োধ্বনির অধিকার কেড়ে নিতে চাবেন না যেনো! শারিরীক নিগ্রহের ঘটনা যদি ঘটতো, মুশতাক যত বড় ইতরই হোক, আপত্তি মানা যেতো!

যারা মানুষের মত প্রকাশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা এই মিথ্যাচার করছেন যে, জনতা মুশতাককে মেলা থেকে বের করে দিয়েছে।

না, জনতার দুয়োধ্বনিতে বেহায়া মুশতাক মেলা ছাড়ে নাই। নিরাপত্তারক্ষীরা সেই উৎপাতকে বের করেছে। মুশতাক নিজেও এই বক্তব্য দিয়েছে যে, স্টল থেকে বলা হয়েছে, আপনি থাকায় এতো মানুষ ভিড় করছে যে, আমাদের বেচাকেনায় অসুবিধা হচ্ছে।

মুশতাকের জন্যে এতো পিরিতী কাদের? তারা কি পূর্বাপর জেনে কথা বলছেন?

মুশতাক ছিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং কমিটির মেম্বার (ডোনার কোটায়)। গভর্নিং বডির মেম্বার হয়ে সে একাদশ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছে। এই ছাত্রী যখন দশম শ্রেণীতে পড়ে তখন থেকে সে তাকে উত্যক্ত করে এসেছে। এই ইভ টিজিং এ সহযোগী ছিল মতিঝিল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফাওজিয়া রশীদ। এই ফাওজিয়া হলো মুশতাকের ছাত্র জীবনের বান্ধবী। মুশতাককে ছাত্রী নিগ্রহে সহযোগিতার জন্যে, এই প্রিন্সিপাল এই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে মুশতাকের সাথে একান্তে সময় কাটাতে বাধ্য করতো।

মুশতাক তার ভিকটিমকে লিগ্যালী ভোগ করার খায়েশ পূর্ণ করতে গিয়ে, ছাত্রীর পিতার মামলায় আদালতের নিষেধাজ্ঞা পায় কলেজ ক্যাম্পাসে আর না ঢোকার। এতে সে গভর্নিং বডি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে।

এই চাইল্ড অ্যাবিউজের অপরাধে মুশতাকের সবচেয়ে বড় সহযোগী, তার বান্ধবী প্রিন্সিপাল ফাওজিয়া সকল শাস্তি এড়াতে পেরেছে।

হ্যাঁ, তিশা মিডল ক্লাস বাঙালীর মেয়ে হিসেবে, ফাইট করার বদলে আপোষের পথে গেছে; সতীত্ব হারিয়ে রেইপ মামলা লড়ার চেয়ে, "ইজ্জত" বাঁচানোর উপায় বেছে নিয়ে মুশতাকের "বউ" হয়েছে।

মুশতাক ও তিশা এখন "আইনত বিবাহিত"; কিন্তু আইনের বুঝ যেসব ব্যাপার বুঝে উঠতে পারে না, নৈতিকতা সেখানে জ্ঞানের আলো দেখায়।

আমি নিশ্চিত, উন্নত দেশ হলে, তিশার বয়স ১৮ হওয়ার আগে মুশতাক যা কিছু করেছে, সেসবের বিচারের ঘানি টানতেই হতো। মুশতাক পীডোফাইল হিসেবে তিশাকে টিজিং এর অপরাধে জেলে যেতো। জেল খানায় গিয়ে ঐরকম (ইউ নো হোয়াট আই মীন) বন্দীদের কক সাক করে মাইরের হাত থেকে বাঁচতে হতো; যেহেতু, বুড়া শুয়োরের কিক অ্যাস পাছা মারতেও কারো রুচি হতো না।

হায়! সেই শুয়োর তিশাকে "বউ" বলে বাপ-মায়ের জীবনটা নরক বানিয়ে ছেড়েছে।

অহেতুক যারা "আইনত বিবাহিত" দোহাই দিচ্ছেন, বই "লেখকের মেলায় অবস্থানের অধিকার" বলে ম্যাৎকার মারাচ্ছেন, তারা অল্পবিদ্যা ভয়ঙ্করী। কোনো ইস্যুতে কথা বলার আগে, পূর্বাপর জেনে, বলা উচিত - এই কান্ডজ্ঞানটুকুও তাদের হয় নাই।

পীডোফাইল মুশতাক এদের পেয়ারের বড় ভাই হইলো কেমনে? এদের ক্যারেক্টার ল্যুজ না হইলেও, আক্কেলের সার্কিট শর্ট আছে, কোনো সন্দেহ নাই।

ছবিঃ প্রিন্সিপাল ফাওজিয়া ও তার অনেকদিনের দোস্ত মুশতাক।

শুভ জন্মদিন ব্রাজিলিয়ান পোষ্টার বয়, মুকুট বিহীন ফুটবল সম্রাট Neymar Jr.  মেসি-রোনালদো যুগে একজন নেইমারে আসক্ত হওয়াটা আমা...
05/02/2024

শুভ জন্মদিন ব্রাজিলিয়ান পোষ্টার বয়, মুকুট বিহীন ফুটবল সম্রাট Neymar Jr. মেসি-রোনালদো যুগে একজন নেইমারে আসক্ত হওয়াটা আমার জন্য মোটেই সহজ ছিলো না।
আমি মনে প্রানে বিশ্বাস করি, ফুটবলে যদি ইনজুরি শব্দটা না থাকতো তাহলে নেইমারের ইতিহাস অন্যদের থেকে একটু বেশিই ভিন্ন হতো।
অন্যান্য ফুটবলাদের ফ্যানরা তাদের প্রিয় ফুটবলারের হাতে ট্রফি দেখতে চায় আর আমরা নেইমার ফ্যানরা শুধু নেইমারকে মাঠে খেলতে দেখতে চাই৷

প্রার্থনা শুধু একটাই, নেইমার যেখানেই থাকুক সুস্থ থাকুক, ফুটবলের নেইমার ফুটবল মাঠে থাকুক। কারন নেইমার মাঠে থাকলে যে তার হেটাররাও নেইমারের ফুটবল স্কিল দেখার লোভ সংবরণ করতে পারে না!

৫ ফেব্রুয়ারী, আজকের এই দিনটি বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তির জন্মদিন। হ্যাঁ, বলছি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। পর্তুগালের ...
05/02/2024

৫ ফেব্রুয়ারী, আজকের এই দিনটি বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তির জন্মদিন। হ্যাঁ, বলছি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। পর্তুগালের এই মহাতারকা আজ ৩৯ বছর বয়সে পা দিলেন। ১৯৮৫ সালে পর্তুগালের মাদেইরায় জন্মগ্রহণ করেন এই ফুটবল জাদুকর।

রোনালদো কেবল একজন ফুটবলার নন, তিনি একজন অনুপ্রেরণা। দারিদ্র্যের সাথে লড়াই করে, অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। তার কাজের প্রতি নিষ্ঠা, আত্মবিশ্বাস, এবং খেলার প্রতি ভালোবাসা তাকে করে তুলেছে আজকের সিআর৭।

পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী রোনালদোর ক্যারিয়ারে আছে অজস্র রেকর্ড ও সাফল্য। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো, ইউয়েফা নেশনস লিগ জয়ী এই তারকা পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা।

রোনালদো শুধু একজন সেরা ফুটবলারই নন, তিনি একজন দানশীল মানুষও। দাতব্য কাজে তার অবদান অনস্বীকার্য। তার কঠোর পরিশ্রম, ‍দৃঢ়চেতা, ‍নিষ্ঠা, ‍আত্মবিশ্বাস, এবং ‍মানবিক ‍গুণাবলী তাকে ‍বিশ্বের ‍লাখো ‍মানুষের কাছে ‍আদর্শ ‍ব্যক্তিত্বে ‍পরিণত ‍করেছে।

জন্মদিন শুভ হোক, সিআর৭! আশা করি, আগামী দিনগুলোতেও আপনি সুস্থ ও সুন্দরভাবে খেলে যাবেন এবং নিজের শৈল্পিক ফুটবলের কারুকাজে আমাদের মুগ্ধ করবেন।

05/02/2024

The greatest goalscorer, the greatest winger, the greatest aerial player, the greatest athlete, the greatest mentality, the most complete player, the most entertaining player, the best football player in the history, CR7 The king Goat 🐐❤

🎉🎂🎊🎈Happy birthday our Brazilian magician, my favorite , wishing you many happy returns.....

My love for chickens of all kinds is endless >>>>
24/01/2024

My love for chickens of all kinds is endless >>>>

বাসায় রান্না করতে আলসেমি লাগছে, ফুডপান্ডায় অর্ডার দেই।খাবার চলে আসে। বার্গার,চাইনিজ ফুড, ইন্ডিয়ান ফুড, বিরিয়ানি - কত কি!...
15/01/2024

বাসায় রান্না করতে আলসেমি লাগছে, ফুডপান্ডায় অর্ডার দেই।খাবার চলে আসে। বার্গার,চাইনিজ ফুড, ইন্ডিয়ান ফুড, বিরিয়ানি - কত কি!!!

অর্ডারের লোক টা মোটামুটি সময় মতো খাবার দিয়ে যায়।

ক্ষুধা তারও লাগে। কিন্তু সে আরাম করে লাঞ্চ করতে পারে না। সময়, টাকা কোনোটাই কুলায় না।

"ভাই চটপটি কত করে?"

"৩০ টাকা"

অনেকক্ষন নীরব থেকে সে বলে, "হাফ প্লেট দেয়া যাবে?"

সে লাঞ্চ সারছে হাফ প্লেট চটপটি দিয়ে। দ্রুত লাঞ্চ সারছে। ডেলিভারিতে দেরী করা যাবে না!!!

অথচ তাদের বিল টা আমরা দিতে কার্পন্য বোধ করি। আমাদের মানুষ হওয়াটা জরুরি। 🥰
সম্মান সেই সব ভাই দের প্রতি 💜

Address

BM College Road
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahim:

Videos

Share

Category

Nearby media companies