Chanchal Howlader

Chanchal Howlader Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chanchal Howlader, Publisher, Barishal.

27/10/2021
10/08/2020

অপেক্ষা,,,,,,

21/07/2020

19/06/2020
একটুকু চাওয়া
চঞ্চল হাওলাদার

গগন কোণায় মেঘ জমেছে পবন বহে শীতল।
ক্ষণিক পরে ঝড়িয়া পড়িবে সারি বাঁধা বারি দল।
চারিদিকে কত করিয়াছে আয়োজন অন্ত মিলে না তার।
কদম ফুটিল রসনা ভরি উঠিল কেহ নেই দেবার।
একটুকু চাওয়া মোর কেহ আসি দুহাতে দিবে ভরি।
কদম গুচ্ছ লয়ে নিজ হৃদয় খানি উজাড় করি।

চলিতে চলিতে পথ হেরি চারিদিক পানে।
কেহ নেই ধারা ঝড়িয়া পড়ে মোর নয়নে।
প্রান চায় তারে আমি ভালোবাসি যারে
সে কি কভু আমা হতে দূরে যেতে পারে।
তাহার হতে জাগিল চাওয়া, যদি ফিরে পাই।
নাচিবে গাহিবে আমায় নিয়ে সে টুকুই চাই।

মাঠ জুড়ে জল কাদা বহিয়া যায় বেলা।
থামিয়া না থাকে কে নেবে সাথে সন্ধ্যাবেলা?
আলোকার মাঝে কালোকা জমালো ধীরে ধীরে ।
শিয়রের প্রদীপ উঠিল জ্বলে সারে সারে।
পথ নাহি চিনি ফিরিবো কি করে পথ হারিয়েছি প্রায়।
দেখিয়ে পথ নিয়ে যাক মোরে দূর করুক কষ্ট ভয়।

( সমাপ্তি)

21/07/2020

18/07/2020
ঋণ
চঞ্চল হাওলাদার

রবির আলো ক্ষীণ, ফুরাচ্ছে দিন!
দিনের কাছে রয়েছে বহু ঋণ।
কিনিয়াছি শুধু দিবস ভরিয়া।
দুঃখ কষ্ট বিলাপ বেদনা দিয়া!
আর যাহা ছিল তা অন্যেরে দিল।
পরিয়া রইনু আমি, সবে নিল।
আমি তাতেই খুশি ফুটিল মুখে হাসি।
অন্যের অনন্দে আমি সুখি, ভালোবাসি
কাঁধে আছে রড় বোঝা সে নয় তো সোজা
তাই হলেম আমি রাজা ঋণের রাজা।

19/05/2020

16/05/2020
তুমি
চঞ্চল হাওলাদার

লেখার নেশা, লেখার আশা
তুমি আমার প্রেয়সী ভাষা।
তুমি নাম মেলেনা প্রান খুব কঠিনত্ব।
'তুমি'ডাক যে কাছে টানে কমায় দূরত্ব।
আমার সব তুমিতেই ডুবেছে বার বার।
তুমি ছাড়া কখনো খুঁজিনা অন্যকিছু আর।
তুমিতেই শান্ত আমি, তুমিতেই অক্লান্ত।
তুমি খুঁজে দেখো মোরে, তুমিতেই জীবন্ত।
সকল মায়া মোর তুমি।
সেটা হোক শেষ জীবনি।

(সমাপ্তি)

06/04/2020
30/03/2020

24/03/2020
বলো, ভালোবাসি
লেখক: চঞ্চল হাওলাদার

দিবস শেষে আঁধার ঘনায় সকল প্রান্তে।
তোমায় খুঁজি প্রতি রোজি হবে কি দেখা অন্তে।
পথের ধারে রহিলেম দাড়ায়ে আসিবে তুমি।
শোনা যায় অদূরে তব রাঙা চরণের ধ্বনি ।
আসিবে কাছে বসিবে ধারে, মুখে রবে প্রেমময়ী হাসি।।
লাজুক চোখে মায়াবী তাকানো আমায় বলো,ভালোবাসি।।
তোমারি চুলে সাজাবো ফুলে হে প্রিয়।
বাসিবো ভালো, অধিকার টুকু দিও।
হারাবো দুজন প্রেমের খেলায় অদূরে অবেলায়।
পাবে না খুঁজে মহীতে কোথাও যে আমি আর তোমায়।
যেথা আমি যাই তোমাকেই চাই হে প্রেয়সী।
হাত বাড়ায়ে বুকেতে নিয়ে বলো, ভালোবাসি।
তোমারি মনের তৃষ্ণা ভালোবাসার অপূর্ণতা।
প্রান দিব তারে জীবনের তরে পাবে পূর্ণতা।
তব চোখে তাকালে সব দুঃখ যায় চলে
কাজলে আঁকা চোখ সে আমারি কথা বলে।
বাঁধিবে কি আমায় তোমার বন্ধনে হে শশী??
তাহলে বলো ,প্রানের প্রিয়ে বলো ভালোবাসি।
তুমি আমার আত্মায় ,আমাতেই তব বিরাজ।
তবে চলে এসো তুমি সেজে নব বধূর সাজ।।
লাল শাড়ী পড়ায়ে সীঁদুরে রাঙিয়ে দেবো সীঁথির উপর।।
হারিয়ে কভু যেতে নাহি দেবো তোমায় তুমি শুধু আমার ।
তোমায় পাওয়ার জন্য হৃদয় উদাসী।
তুমি আমায় একবার বলো ভালোবাসি।।❤️❤️💖💖💘💘

(সমাপ্তি)

Address

Barishal

Telephone

+8801725765806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chanchal Howlader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies



You may also like