এসো ইসলামের ছায়াতলে

এসো ইসলামের ছায়াতলে Islamic Education Learning
(1)

প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগন,,, হায়াতের এই গুরুত্বপূর্ণ সময়টা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে শেষ করুন অনর্থক কোনো কাজের ...
19/10/2024

প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগন,,,
হায়াতের এই গুরুত্বপূর্ণ সময়টা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে শেষ করুন অনর্থক কোনো কাজের মাধ্যমে নয়।

23/04/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।
১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।
২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।
৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।
৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।
৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।
৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।
আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,

আল্লাহুম্মা আমিন

18/03/2024

ইফতারের সময় আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন।
একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন। একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন__

"হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন।এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন?"

আল্লাহ সুবহানাহু তা'আলা বললেন __"পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে,যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে।হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ)হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি__ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।"

সুবহানাল্লাহ,, আলহামদুলিল্লাহ, আল্লাহু-আকবার।

12/03/2024

ইফতার পার্টি নিষিদ্ধের বিজ্ঞপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা হয়েছে। আমরা জানি না, তিনি নিজেই এটা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন কি না! নাকি ঘোলা পানিতে কেউ মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে!

মুসলিম দেশ তো বটেই, অনেক অমুসলিম দেশেও রমজানে ইফতার পার্টিকে উৎসাহিত করা হয়। অথচ আমাদের দেশে কী এমন ঘটল যে রীতিমতো নোটিশ দিয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করা হলো! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমরা বাকরুদ্ধ।

11/03/2024

আলহামদুলিল্লাহ 🤲
হায়াতের এই মূল্যবান জীবনে আরেকটি বরকতপূর্ন মাস পেয়ে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।

16/10/2023

সকল পরিস্থিতিতে নিজেকে সংযত রাখা বুদ্ধিমানের কাজ।

13/10/2023

সর্বদা আল্লাহর উপর আশা রাখুন, কারণ এই সমগ্র পৃথিবীতে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন! তত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয়না।

13/10/2023

একটা সুন্দর মোনাজাত!🥰

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।🤲

ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।
ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।
আমীন!🤲🤲🤲

ইনশাআল্লাহ ফিলিস্তিন/মুসলমানরা তার আল আক্বসা ফিরে পাবেন খুব শীগ্রই।
12/10/2023

ইনশাআল্লাহ ফিলিস্তিন/মুসলমানরা তার আল আক্বসা ফিরে পাবেন খুব শীগ্রই।

ফিলিস্তিনের সদ্যবিবাহিতা নারী সাবাহ্ কারীম, মনের গভীর থেকে সালাম আপনাকে!ফিলিস্তিনের গাজা অঞ্চলে সদ্যবিবাহিতা ডাক্তার সাব...
11/10/2023

ফিলিস্তিনের সদ্যবিবাহিতা নারী সাবাহ্ কারীম,
মনের গভীর থেকে সালাম আপনাকে!

ফিলিস্তিনের গাজা অঞ্চলে সদ্যবিবাহিতা ডাক্তার সাবাহ্ কারীম। প্রতিদিন ভোরে সালাতুল ফজর আদায় করে বেরিয়ে পড়েন পাথর সংগ্রহের কাজে, অংশগ্রহণ করেন পাথর ছোঁড়ার যুদ্ধে।
স্থানীয় সাংবাদিক জিজ্ঞেস করেছিল? আপনি তো ডাক্তার, এখন নববধূ! আপনি কেন ফুলের বিছানা ছেড়ে পাথর যুদ্ধে অংশগ্রহণ করছেন?
জবাবে সাবাহ্ কারীম বলেন: "আমি ইসলামের প্রথম শহীদ নারী সাহাবী হযরত সুমাইয়া রাযি. এর উত্তরসূরী। এই নিষ্ঠুর পৃথিবীতে ফুলের বিছানা আমার জন্য নয়। আমার ফুলের বিছানা হবে জান্নাতে!"

সংগৃহীত।
[সূত্র: আল জাজিরা]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কাবা শরীফকে রক্ষা করার জন্য আবাবিল পাখি প্রেরণ করেছিল। কিন্তু আমরা সেই আবাবিল পাখি দেখ...
10/10/2023

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কাবা শরীফকে রক্ষা করার জন্য আবাবিল পাখি প্রেরণ করেছিল। কিন্তু আমরা সেই আবাবিল পাখি দেখিনি।তবে আজ পুরো বিশ্ব আল আক্বসা রক্ষায় ফিলিস্তিন এর যোদ্ধাদের দেখেছেন।
#আল্লাহু_আকবার।

 #পাখিরূপী আবাবিল আমি দেখিনি!তবে বাইতুল মুকাদ্দসকে পুনরুদ্ধার করা মানবরূপী আবাবীলকে দেখেছি।আল্লাহুু আকবার।
09/10/2023

#পাখিরূপী আবাবিল আমি দেখিনি!
তবে বাইতুল মুকাদ্দসকে পুনরুদ্ধার করা
মানবরূপী আবাবীলকে দেখেছি।
আল্লাহুু আকবার।

আজ বা কাল ইসলামের প্রথম কেবলা ও পৃ‌থিবীর দ্বিতীয় মস‌জিদ "মসজিদুল আল-আকসা" মুসলমানদের দখলে আসবে, ইন শা আল্লাহ         া ...
09/10/2023

আজ বা কাল ইসলামের প্রথম কেবলা ও পৃ‌থিবীর দ্বিতীয় মস‌জিদ "মসজিদুল আল-আকসা" মুসলমানদের দখলে আসবে, ইন শা আল্লাহ


া া_মসজিদ

ইনশাআল্লাহ এ বিজয় ফিলিস্তিনের পক্ষে আসবে। এই বিজয় মুসলমানের পক্ষে আসবে ✊✊
09/10/2023

ইনশাআল্লাহ এ বিজয় ফিলিস্তিনের পক্ষে আসবে।

এই বিজয় মুসলমানের পক্ষে আসবে ✊✊

বিশ্বের আলেমদের প্রতি ইসমাইল হানিয়ার আহ্বানঃআমরা যুদ্ধের একটি নতুন পর্যায়ে উপনীত হয়েছি। এই যুদ্ধে বিজয়ের জন্য সকলের সহা...
08/10/2023

বিশ্বের আলেমদের প্রতি ইসমাইল হানিয়ার আহ্বানঃ

আমরা যুদ্ধের একটি নতুন পর্যায়ে উপনীত হয়েছি। এই যুদ্ধে বিজয়ের জন্য সকলের সহায়তা প্রয়োজন। এটি মুসলিমদের মুক্তির যুদ্ধ। এই যুদ্ধে আমাদের সবাইকে শরিক হওয়ার আহবান জানাচ্ছি। আল-আকসায় ইহুদিরা চুক্তি লংঘন করেছে। তারা মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। এরকম ধৃষ্টতা আগে দেখায়নি।

ইসলামের জন্য জিহাদে সকল জনগণকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের জন্য ফরজ। আমাদের এই লড়াইয়ে আমরা সকল মুসলিমকে পাশে চাই। এর জন্য আপনারা কাজ করবেন। জেরুসালেম মুসলিম জাতিকে একত্রিত করবে এবং সকল শত্রুদের বিরুদ্ধে জিহাদে উদ্বুদ্ধ করবে। মুসলিম জাতির আলেমদের উচিত হবে আল আকসা রক্ষার ব্যাপারে জনমত গড়ে তোলা।

মুসলিম জাতির সবাইকে সামগ্রিকভাবে আমাদের জিহাদে সংযুক্ত করতে হবে। বিশেষভাবে যারা আমাদের সীমান্তে অবস্থান করছে তাদের যুক্ত করতে হবে। সামগ্রিকভাবে সকল মুসলিমকে জিহাদে উদ্বুদ্ধ করার দায়িত্ব আলিমদের।

_ইসমাইল হানিয়া, রাজনৈতিক ব্যুরো প্রধান, হামাস।

সংগৃহীত।

08/10/2023

রাসূল (সা)বলেছেন- لا حول ولا قوة إلا باللٰه (লা- হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা-বিল্লাহ)
হলো ৯৯ টি রোগের ঔষধ।তারমধ্যে সহজটা হলো চিন্তা।

বিশ্বের সবচেয়ে দূ*র্ধর্ষ গো*য়েন্দা সংস্থাটি দুদিন আগেও বুঝতে পারেনি তাদের জীবনে সবচেযে বড় ব্যার্থতার ইতিহাস রচিত হবে প্র...
08/10/2023

বিশ্বের সবচেয়ে দূ*র্ধর্ষ গো*য়েন্দা সংস্থাটি দুদিন আগেও বুঝতে পারেনি তাদের জীবনে সবচেযে বড় ব্যার্থতার ইতিহাস রচিত হবে প্রযুক্তিতে দূর্বল পালিয়ে থাকা ছোট্ট একটি বাহিনীর হাতে। অতএব দুনিয়ার কাউকে অনেক শক্তিশালী মনে করার কিছুই নেই- যারা ম*রলেও খুশি বাঁচলেও খুশি তাদের সামনে জালিমেরা পরাজিত হবেই।
আল্লাহর সাহায্যই সবচেয়ে বড়।

আসুন আমরা যারা মহাগ্রন্থ আল কুরআন মাজীদ পড়তে পারি তারা নিয়মিত পাঠ করার চেষ্টা করি। যারা এখনো শিখতে পারিনি তারা অবশ্যই গু...
05/10/2023

আসুন আমরা যারা মহাগ্রন্থ আল কুরআন মাজীদ পড়তে পারি তারা নিয়মিত পাঠ করার চেষ্টা করি। যারা এখনো শিখতে পারিনি তারা অবশ্যই গুরুত্বের সাথে শেখার আগ্রহ নেই। একমাত্র আল্লাহ উত্তম প্রতিদানকারী।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো ইসলামের ছায়াতলে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category