27/11/2023
ওকে প্রশ্ন হচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিল অংশগ্রহণ করতে পারবে কিনা?
পরিসংখ্যান দেখুন ২২ টা ওয়ার্ল্ডকাপের ২২ টাতেই অংশগ্রহণ করা একমাত্র দল ই হচ্ছে ব্রাজিল।দ্বিতীয় স্থানে জার্মানি তারা অংশগ্রহণ করছে ২০ বার মানে ২ বার কোয়ালিফাই করতে পারে নাই।৩ এ আছে আর্জেন্টিনা। অংশগ্রহণ ১৮ বার, যারা ৩ বার কোয়ালিফাই রাউন্ড পের হতে পারেনাই।একবার ইচ্ছেকৃত অংশগ্রহণ করে নাই।
দেখুন বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডের ব্রাজিলের পরবর্তী ম্যাচ প্রায় ১০ মাস পরে।এজ এ ফুটবল ফ্যান আপনার কি মনে হয় ১০ মাস পরে ব্রাজিল টিমের অবস্থা এমন থাকবে?এখনো ম্যাচ বাকি ১২ টা।১০ টা টিমের কোয়ালিফাই করবে ৬ টা টিম।কোয়ালিফাই রাউন্ড শেষে দেখবেন ব্রাজিল ৩ এর মোধ্যে অবস্থান করতেছে।তবে আমার বিশ্বাস দেখবেন কোয়ালিফাই রাউন্ডের আর একটা ম্যাচ ও ব্রাজিল হারবেনা।কথাটি মিলায়া নিয়েন।বড় ট্রাজিতে সব কিছু আবার রিস্টার্ট হয়।তেমনি দেখবেন ব্রাজিল ফিরবে তার পূর্বরুপে।
আবার এমন ও নয় যে ব্রাজিল প্রতিটা কোয়ালিফাই রাউন্ড ইজিলি পার করে আসছে।অনেক বার তারা কষ্ট করে কোয়ালিফাই রাউন্ড পার করছে।২০০২ এর বিশ্বকাপেও তারা কষ্ট করে কোয়ালিফাই করেছিলো এবং কাপ উইনার।কষ্ট করে পাওয়া জিনিসের মর্যাদা একটু বেশি হয়।ভরসা রাখুন ব্রাজিল টিমের প্রতি,এরা হতাশ করবেনা❤️।