Keya Chowdhury

Keya Chowdhury শ্রেষ্ঠ চারটি বাক্য
১. سُبْحَانَ اللّٰه
২. ٱلْحَمْدُ لِلَّٰهِ
৩. لا إله إلا الله
৪. اللّٰهُ أَكْبَرُ
(7)

🌸
20/09/2024

🌸

তোমাদের জন্য ধিক্কার,লা'নত ও অভিশাপ! তোমাদের জন্মদাতাদের প্রতি আফসোস! পুরো মানবজাতীর হত্যাপরাধ তোমাদের ডানকাঁধে! তোমরা আ...
19/09/2024

তোমাদের জন্য ধিক্কার,লা'নত ও অভিশাপ! তোমাদের জন্মদাতাদের প্রতি আফসোস! পুরো মানবজাতীর হত্যাপরাধ তোমাদের ডানকাঁধে! তোমরা আমাদের জাতীয় কলংক! ইনশাআল্লাহ একদিন উমারের শাসনে তোমাদের পবিত্র করা হবে! কারণ তোমরা সমাজের ক্যান্সার!

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

কিয়ামাতের অন্যতম নিদর্শন হচ্ছে (মাক্বতুল) নিহত ব্যক্তি জানবেনা কেন তাকে হত্যা করা হচ্ছে! আর কাতেল (খুনি) জানবে না কেনই বা সে হত্যা করছে!

আজ যদি শারিয়া আইন ও কিসাস প্রতিষ্ঠিত থাকতো তবে ওয়াল্লাহি এই প্যারালাইজড সোসাইটি আবারও প্রাণ ফিরে পেত। অপেক্ষার অবসান ঘটুক! আমিন।

Abu Taw Haa Muhammad Adnan
১৬ রবিউল আওয়াল, ১৪৪৬ হিজরি।

প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ করুণ এক রূপ হলো বজ্রপাত, যা মহান রাব্বুল আলামিনের শক্তিমত্তা ও ক্রোধের বহিঃপ্রকাশ। এ সম্পর্কে ...
23/08/2024

প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ করুণ এক রূপ হলো বজ্রপাত, যা মহান রাব্বুল আলামিনের শক্তিমত্তা ও ক্রোধের বহিঃপ্রকাশ। এ সম্পর্কে কোরআন মজিদে রয়েছে: ‘বজ্রধ্বনি তাঁর সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, ফেরেশতাগণও তাঁকে ভয় করে (প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে)। তিনি বজ্রপাত ঘটান এবং যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন। আর তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে, অথচ তিনি মহা শক্তিশালী।’ (সুরা-১৩ [৯৬] রাআদ, রুকু: ২, আয়াত: ১৩; পারা: ১৩)।

13/08/2024

বলুন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে।(১) নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা- আলে ইমরান (২৬)

07/08/2024

"নবী মুহাম্মাদ (সাঃ) বলেছেন,
এমন জাতি কখনই সফল হবে না। যে,নারীকে তাদের শাসক বানায়। (সহীহ আল-বুখারী) ভলিউম 9, বই 88, হাদিস 219

05/08/2024
🕊️
16/07/2024

🕊️

🌸🖤
14/07/2024

🌸🖤

🖤
13/07/2024

🖤

07/07/2024

‘তোমরা ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও; কেননা সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে, অতঃপর তাকে ধ্বংস করে দেয়।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২২৮০৮)

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Keya Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies