Raju Khan

Raju Khan প্রতিষ্ঠাতা, Beautiful Barishal ফেসবুক গ্রুপ।
বর্তমান সদস্য, 1,71,000+ এর চেয়েও বেশি।

পরকে আপন বানানো খুব সহজ! কিন্তু আপনকে  আপন বানিয়ে রাখা খুবই কঠিন!
17/11/2024

পরকে আপন বানানো খুব সহজ!
কিন্তু আপনকে আপন বানিয়ে রাখা খুবই কঠিন!

অল্প কয়েকটা মুড়ি তবে অনুমতিহীন।আমাদের মধ্যে অনেকেই ঝালমুড়িওয়ালা, বাদামওয়ালা, বুটওয়ালা  ইত্যাদি দোকানদার থেকে অনুমতি ছাড়া...
23/10/2024

অল্প কয়েকটা মুড়ি তবে অনুমতিহীন।
আমাদের মধ্যে অনেকেই ঝালমুড়িওয়ালা, বাদামওয়ালা, বুটওয়ালা ইত্যাদি দোকানদার থেকে অনুমতি ছাড়াই দুই একটা মুড়ি,বাদাম খেয়ে ফেলি।অনেক সময় ঝালমুড়ির অর্ডার দিয়ে বানাতে বানাতে কয়েকটা মুড়ি খাই, আবার অনেক সময় অর্ডার না দিয়ে এমনিতেও খাই।
ব্যপারটা খুব নরমাল মনে হলেও আসলে আমরা অজানা দাবিতে দিন দিন আটকে যাচ্ছি।
অতএব, এগুলো পরিহার খুবই জরুরি🖤
বান্দার হক, মাফ না করলে হাশরের ময়দানে আটকিয়ে যাবেন।

03/10/2024

গ্রামের মেঠো পথ চলতে চলতে আজকে চলে এলাম, ইসলামপুর সিনিয়র মাদ্রাসায়।
বিষ্ণুকাঠী, আলকিরহাট নেছারাবাদ।

ভিডিও ধারণঃ মুই রাজু খান নিজেই।
তারিখঃ আইজগো ৩ সেপ্টেম্বর ২০২৪ ইং

নেছারাবাদ উপজেলার বিএনপি র সাবেক পৌর মেয়র ফরিদ চাচার সাথে ভালোবাসা বিনিময়।
02/10/2024

নেছারাবাদ উপজেলার বিএনপি র সাবেক পৌর মেয়র ফরিদ চাচার সাথে ভালোবাসা বিনিময়।

30/09/2024

নেছারাবাদ থানা থেকে ডুবিরহাট বাজারে এক উঠান বৈঠকে, বাল্যবিবাহ প্রতিরোধে ও নেশাগ্রস্ত মানুষকে সঠিকভাবে সঠিক পথে নেওয়া অন্যথায় আইনের আশ্রয় তুলে দেওয়ার আহ্বান।

25/09/2024

হিন্দু পরিচয় দিয়ে মুসলিম পরিবারের ছেলে আটঘর কুড়িয়ানার খায়েরকাঠি গ্রামে গনেশ পাগলের নামে অর্থ উত্তোলন। বাড়ি উজিরপুুর তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

30/08/2024

হাইব্রিড এর জন্য এখন নেতায় পরিপূর্ণ পুরো দলের।
যার কারণ খুজতে গিয়ে তার বাস্তব রূপ হিসেবে এই ভিডিও টা দেখতে থাকুন।
অভিনয়ে আছি, মুই রাজু খান নিজেই ও সাগর।

24/08/2024

যারা বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়াতে চান দয়াকরে তারা যে যা পারেন সামর্থ্য অনুযায়ী
01737907186 বিকাশ ও নগদ পারসোনাল নাম্বারে দিন।
দান করলে ধন কমে না বরং বাড়ে।
আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন।

আয়োজনেঃ আদর্শ মানবকল্যাণ সংস্থা-IHWA

30/07/2024

অবশেষে বালিহারী টু নান্দুহার সংলগ্ন ব্রীজের ডালাইয়ের কাজ সম্পূর্ণ হলো!

ভিডিও ধারণ ও কন্ঠঃ মুই রাজু খান নিজেই।

13/07/2024

মুরুব্বি চাচায় মোকে ফাটায় দিছে।

- শুভ জন্মদিন প্রিয় Navel Akon  ভাই ❤️🥰আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন, সুস্থতা দান করুন। আজ এই পৃথিবীতে মহান আল্লাহ প...
10/07/2024

- শুভ জন্মদিন প্রিয় Navel Akon ভাই ❤️🥰
আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন, সুস্থতা দান করুন। আজ এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের ইচ্ছাই আপনি এসেছিলেন, তার ইচ্ছাতেই এতো দিন বেঁচে আছেন। আল্লাহ আপনার জীবন সাফল্যে ভরিয়ে দিক।

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষ-ণের অভিযোগ....
09/07/2024

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষ-ণের অভিযোগ....

03/07/2024

অবা"ক কা'ন্ড দেখুন নদী থেকে সুতা দিয়ে কিভাবে মাছ উঠালেন এই জেলে ভাইটি।

ওরা একজন মিরাজ-কে ঠকাতে গিয়ে গোটা একটা জাতিকেই ঠকিয়ে ফেলেছে! 💔  নির্মম সত্য 🥺🥺
26/06/2024

ওরা একজন মিরাজ-কে ঠকাতে গিয়ে গোটা একটা জাতিকেই ঠকিয়ে ফেলেছে! 💔 নির্মম সত্য 🥺🥺

26/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Jahidul Islam, Utpol Dey

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Raju Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raju Khan:

Videos

Share