MITU vlog

MITU vlog Blogger
(6)

02/05/2024

চোগলখোর জান্নাতে প্রবেশ করবেনা।

এক ঝাপি প্রশান্তি 😛😛😛😛😛
25/04/2024

এক ঝাপি প্রশান্তি 😛😛😛😛😛

21/04/2024

ওরে গরম😰😰😰😰😰😰😰

20/04/2024
17/04/2024

জীবনে কঠিন সময় গুলো যেন কাটতেই চায়না।

25/03/2024

২৫ মার্চ কালো রাত যেন দিনের বেলাই মনে হলো।সকালে অফিসে গিয়ে এমন একটা খবর শুনলাম যা কোনো ভাবেই শোনার জন্য প্রস্তুত ছিলাম না। ভাষা যেন হাড়িয়ে ফেলেছি।খারাপ লাগার পরিমাণ যে কতটা বলে বোঝানোর ক্ষমতাও যেন হাড়িয়ে ফেলেছি।😭😭😭😭😭😭😭😭😭😭😭

তেতুল খেতে চেয়েছিলাম তার কাছে।কত বড় একটা তেতুল এনে খেতে দিলো😳😳
24/03/2024

তেতুল খেতে চেয়েছিলাম তার কাছে।কত বড় একটা তেতুল এনে খেতে দিলো😳😳

23/03/2024

হাতে যদি একটু সময়ও থাকে তবে আমি বলব এগুলো বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন.....

22/03/2024

জীবনের প্রথম বুট রান্না করলাম আজকে।খেসারি ডাল ভর্তা করলাম।

09/03/2024

জীবনে সমালোচকের দাম সবচেয়ে বেশি.........

কেন বললাম এই কথাটা? আপনি একটু চারপাশে তাকিয়ে দেখুন। আপনি যাই করুন না কেন ভাল অথবা মন্দ। কিছু মানুষ থাকে যারা সব সময় আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করে। এদের মনে হয় বিনা টাকায় চামচা রাখা হয়েছে। অবশ্যই এদের আমি ধন্যবাদ ই দেই। কারণ এরা আছে বলেই আমরা ভুলগুলোকে শুধরে নিতে পারি। এরা আছে বলেই সমাজে সফলতার মুখ দেখতে পায় আমাদের মত মানুষ।
একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:)
কে অপমান অপদস্থ করতে গিয়ে ইহুদিরাই তার নাম সবার কাছে ছড়িয়ে দিয়েছিলো।
ঠিক এভাবেই যারা আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করে তারাই আপনাকে সফলতার পথে ঠেলে দেয়।
তবে হ্যা এটা আপনার উপর নির্ভর করে যে মানুষেরে আলোচনা সমালোচনা টা আপনি কোন দৃষ্টিকোণ দিয়ে দেখবেন?
যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে যারা সমালোচনা আলোচনা করে এদের এই কথাগুলোকে মনে নিয়ে মন খারাপ না করে সামনে এগিয়ে যান,যাতে তারাই একদিন আপনাকে নিয়ে গর্ব করতে পারে।

না চাইতেই যারা সব কিছু পায়,আমি তাদের দলে নই।
29/02/2024

না চাইতেই যারা সব কিছু পায়,
আমি তাদের দলে নই।

18/02/2024

সব সময় আলহামদুলিল্লাহ ❤️❤️

17/02/2024

আমার এক একটা অর্জনের পিছনে কত যে কষ্ট লুকিয়ে আছে, কত ধৈর্য লুকিয়ে আছে, কত চোখের পানি লুকিয়ে আছে তা জানে শুধু আমার আল্লাহ। না কেউ কোনদিন এর পরিমাপ করতে পারবে, না কেউ কোনদিন ভাবতে পারবে। শুধু বলবে মনে সাহস রাখো, ধৈর্য ধরো। আর কেউ কেউ তো আমার কষ্টগুলো দেখে শুধু ভয় পায়,হাসে,অবজ্ঞা করে। অথচ তারা যদি আমার ধৈর্যের পরিমাপ করতে যায় বা কষ্টের পরিমাপ করতে চায় তারা ভয়ে আতকে উঠবে।
কিন্তু আমার বারবার একটা কথাই মনে হয়। আল্লাহ এই পৃথিবীতে আমি এক একটা জিনিস কত কষ্ট করে পেয়েছি তোমার কাছ থেকে। না জানি জান্নাত পাওয়া কত কঠিন!
ইনশাআল্লাহ তারপরেও ধৈর্য হারা হবো না। ইনশাআল্লাহ জানি আমি সবকিছুই পাবো যা যা আমি চাই। শুধু প্রত্যেকটা জিনিসের পিছনে আমাকে সেই ধৈর্য, চোখের পানি, আর কষ্ট করেই যেতে হবে।কারণ আমার উদ্দেশ্য অসৎ নয়, আর আমি কারো ক্ষতি করিনি বা করতেও চাইনা কোনদিন।
তবে যদি কেউ আমার ক্ষতি করে বা করতে আসে, আমি জানি আমার আল্লাহ তাকে ছেড়ে দিবেন না। আমার পরম শত্রু কেও আল্লাহ হেদায়েত দান করুন আমীন।

24/01/2024

cold weather

21/01/2024

পরন্ত বিকেলেও বেশ ভালই ঠান্ডা

সাদা কালা মেলা
20/01/2024

সাদা কালা মেলা

19/01/2024

কাঠগোলাপ পেইন্টিং

18/01/2024

শীতে বৃষ্টি কেমন লাগে?

18/01/2024

উঠান বৈঠক

স্টুডেন্ট লাইফের মত সুন্দর সময় আর হয়না।
17/01/2024

স্টুডেন্ট লাইফের মত সুন্দর সময় আর হয়না।

17/01/2024

কুয়াশা

17/01/2024

ঘন কুয়াশা ও আমি

16/01/2024

এমন মানুষের মায়ায় জড়াও যে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে।

মায়ের হাতের শীতের রসের পিঠা।। আহহহহ কি মজা❤️❤️❤️❤️❤️
16/01/2024

মায়ের হাতের শীতের রসের পিঠা।। আহহহহ কি মজা❤️❤️❤️❤️❤️

16/01/2024

জরুরি তথ্য গুলো জেনে নিন

শীত সব আমার একার😄😄😄😄😄
16/01/2024

শীত সব আমার একার😄😄😄😄😄

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when MITU vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MITU vlog:

Videos

Share

Category

Nearby media companies