Ripon Tricks BD

Ripon Tricks BD Ripon Tricks BD General Knowledge, Bangla & English literature, General Science And Other Important Tips Are Given This Page.

12/05/2023

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা'র গতিবোগ বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে ৪ নম্বর হুশিয়ারি সংকেত নামিয়ে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৮ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে নির্দেশ আবহাওয়া অধিদপ্তরের।

11/04/2023

#সমজাতীয়_বাগধারা সহজে মনে রাখুন —
✰ এইভাবে পড়লে আর ভুল হবে না।
০১। অসম্ভব জিনিস= আকাশ কুসুম, কাঁঠালের আমস্বত্ব, কুমিরের সান্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি।
-
০২। অপদার্থ= অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঁঠের ঢেঁকি, ঢেঁকির কুমির,কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের গোবর।
-
০৩। নির্বোধ= অসাকান্ত/অঘাচণ্ডী, অঘারাম/অহারাম, ঢেঁকি অবতার, বুদ্ধির ঢেঁকি।
-
০৪। শেষ বিদায় বা মৃত্যু= অগ্যস্ত যাত্রা, পটল তোলা, অনন্ত শয্যা, ভবলীলা সাঙ্গ হওয়া, পঞ্চত্ব প্রাপ্তি, অক্কা পাওয়া।
-
০৫। অকর্মণ্য= অপোগণ্ড, কুমড়ো কাটা বটঠাকুর, গোবর গণেশ, ঠুটো জগন্নাথ।
-
০৬। হতভাগ্য= অষ্টকপাল, কাঁজি ভক্ষণ নামে গোয়ালা, হাড় হাভাতে, কপাল পোড়া।
-
০৭। ভীষণ শত্রুতা= অহি নকুল, দা কুমড়া, আদায় কাঁচকলায়, সাপে নেউলে।
Sh Sakil
০৮। দুর্লভ বস্তু= আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের চোখ।
-
০৯। সুন্দর মিল= আম দুধে মেশা, সোনায় সোহাগা, মাণিকজোড়, মণিকাঞ্চনযোগ।
-
১০। মন্দভাগ্য= ইঁদুর কপালে, আটকপালে, খ-কপাল।
-
১১। অলস= গোঁফ খেজুরে, ঢিমে তেতালা, চিনির পুতুল, ননীর পুতুল।
১২। দুর্বল= আটাশে ছেলে, উনপাঁজুরে।
-
১৩। বেহায়া= কানকাটা, চশমখোড়, দুকান কাটা।
-
১৪। অত্যন্ত কৃপণ= কঞ্জুসের ডাণ্ডাখোর, কিপটের জাসু, হাত ভাড়ি, হাতে জল না লাগা।
-
১৫। তোষামুদে= খয়ের খাঁ, ধামাধরা, ঢাকের কাঁঠি।
-
১৬। অলীক কল্পনা= দিবাস্বপ্ন, শূন্যে সৌধ নির্মাণ করা।
-
১৭। অবজ্ঞা করা= নাক উচানো, নাক সিঁটকানো।
-
১৮। উভয় সঙ্কট= জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুচো গেলা।
-
১৯। সুসময়ের বন্ধু= দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী।
-
২০। ভণ্ড= বক ধার্মিক, ভিজে বিড়াল, বর্ণচোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ।
-
২১। অপব্যয়= ভুতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘি ঢালা, হরিলুট।
-
২২। লাজুক= মুখচোরা, মেনিমুখো।
-
২৩। একমাত্র অবলম্বন= সবে ধন নীলমণি, অন্ধের
যষ্ঠি।
-
২৪। সৌভাগ্য= একাদশে বৃহস্পতি, কপাল ফেরা।

12/10/2022

#পরিবার_পরিকল্পনা_কার্যালয় এর পরীক্ষার আপডেট —

☞ পরীক্ষার তারিখ: ১৪ই অক্টোবর ২০২২।
☞ পদের নাম:
◑ Family Planning Inspector
◑ Family Welfare Assistant
◑ Aya
☞ পরীক্ষার জেলা: ঝিনাইদহ।
☞ আবেদনকারী প্রার্থীদের মোবাইলে মেসেজ প্রেরণ করা হবে।

সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।

11/10/2022

সরকারি চাকুরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির গুরুত্বপূর্ণ টপিক ইউক্রেন রাশিয়া যুদ্ধ।
চলুন আজ ইউক্রেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই।

১.ইউক্রেন শব্দটির অর্থ 'প্রান্ত-ভূমি' বা 'সীমান্তবর্তী অঞ্চল' (Border Region )
২.পূর্বতন সোভিয়েত ইউনিয়নের দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি প্রজাতন্ত্র ছিল ইউক্রেন।
আয়তনের বিচারে রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র
৩.ইউক্রেনের পর্বতমালার নাম লেখ
ইয়াল্টা।
৪.ইউক্রেনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
মাউন্ট গোভেরলা।
৫👉ইউরোপের রুটির ঝুড়ি কাকে বলে?
ইউক্রেনকে।
৬.সাত সমুদ্রের বন্দর কাকে বলে? >ওডেসাকে।
৭.পঞ্চ সাগরের বন্দর কাকে বলে?> মস্কো কে।
৮.ইউক্রেনের প্রধান কৃষিজ ফসল কোনটি?>গম।
৯.কাকে চিনির ব্যাগ বলা হয়?>কিয়েভ শহরকে।
১০.পৃথিবী বিখ্যাত ট্রাক্টর তৈরীর কারখানা কোথায় আছে?
>ইউক্রেনের ভোলগাগার্ডে।
১১.ইউক্রেনের কোন অঞ্চল কয়লা খনির জন্য বিখ্যাত?
>ডোনেৎস উপত্যকা।
১২.ইউক্রেনের শ্রেষ্ঠ বন্দর কোনটি
ওডেসা।
১৩.ইউক্রেনের রাজধানীর নাম কি
>কিয়েভ।
১৪.ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের কোন দিকে অবস্থিত
>দক্ষিণ-পশ্চিমে।
১৫.ইউক্রেনের প্রধান ও দীর্ঘতম নদীর নাম কি?
>নিপার।
১৬.ইউক্রেনের প্রধানতম সম্পত্তির নাম কি
>কয়লা।
১৭.ওডেসা বন্দরটি কোথায় অবস্থিত?
কৃষ্ণ সাগরের।
১৮.ইউক্রেনের উত্তর দিকে বেলারুশ সীমান্তে যে জলাভূমি অবস্থিত সে গুলি কি নামে পরিচিত?
প্রিপেট।
১৯.ইউক্রেনের প্রধান শিল্প কি?
লৌহ ইস্পাত শিল্প।
২০.কোন অঞ্চল সোভিয়েত শহরগুলির জননী নামে খ্যাত ছিল?
>কিয়েভ।
২১.ইউক্রেন একটি উন্নয়নশীল দেশ; মানব উন্নয়ন সূচকে এর অবস্থান বিশ্বে ৭৪তম
২২.১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে ইউক্রেন৷
২৩.মোট সাতটি দেশ আর দুটি সাগরের সঙ্গে সীমানা রয়েছে ইউক্রেনের৷
২৪.বাইরের বিশ্বের কাছে সবচেয়ে বেশি পরিচিত ইউক্রেনীয় লেখক আন্দ্রেই কুরকোভ
২৫.জনসংখ্যা সাড়ে চার কোটির একটু বেশি৷
২৬.প্রেসিডেন্ট ঃ ভলোদিমির জেলেনেস্কি
২৭.প্রধান ধর্মঃ খ্রিষ্টধর্ম
২৮.ইউক্রেনের আইনসভার নাম -ভেরখোভনা রাদা
(Verkhovna Rada)
২৯.বর্তমান প্রধানমন্ত্রী ঃডেনিস সিমিহাল
৩০.মূদ্রাঃ ইউক্রেনীয় হ্রিভনিয়া
৩১.দাপ্তরিক ভাষা : ইউক্রেনীয়।
জাতিগোষ্ঠী : ইউক্রেনীয় ৭৭.৮ শতাংশ, রুশ ১৭.৩ শতাংশ, অন্যান্য ৪.৯ শতাংশ।
//
তাহিদুর রহমান

11/10/2022

আপডেট তথ্য
অর্থনীতিতে নোবেল- ২০২২ পুরস্কার পেয়েছেন —
☞ বেন এস বার্নানকে (যুক্তরাষ্ট্র)
☞ ডগলাস ডব্লিউ ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)
☞ ফিলিপ এইচ ডিবভিগ (যুক্তরাষ্ট্র)
১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়

11/10/2022

✅✅ মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম✅✅

🎓উপন্যাস
১.রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা।
২.জাহান্নাম হইতে বিধায়- শওকত ওসমান।
৩.ওংকার- আহমদ ছফা।
৪.হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন।
৫.খাঁচায়- রশীদ হায়দার

🎓কবিতাঃ
১.মুক্তিযোদ্ধা- জসীমউদদীন।
২.দগ্ধগ্রাম- জসীমউদদীন।
৩.বন্দী শিবির থেকে- শামসুর রহমান।
৪.পুত্রদের প্রতি- আবুল হোসেন।
৫ প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে- সুফিয়া কামাল।

🎓নাটকঃ

১.পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক
২.বকুলপুরের স্বাধীনতা- মমতাজ
উদদীন আহমদ।
৩.নরকে লাল গোলাপ- আলাউদদীন আল আজাদ।
৪.আয়নায় বন্ধুর মুখ- আবদুল্লাহ আল মামুন।
৫.যে অরন্যে আলো নেই-নীলিমা ইব্রাহিম।

🎓স্বাধীনতাপূর্ব ও পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাসঃ

১.ক্রতিদাসের হাসি (১৯৬২) - শওকত ওসমান।
২.কিষাণ (১৯৬৯) -ইন্দু সাহা।
৩.রাঙ্গা প্রভাত (১৯৫৭) -আবুল ফজল।
৪.নীড় সন্ধানী (১৯৬৮) - আনোয়ার পাশা।
৫.বিদ্রোহী কৈবর্ত (১৯৬৯) - সত্যেন সেন।

🎓চলচ্চিত্রঃ

১.ওরা ১১ জন- চাষী নজরুল ইসলাম।
২.গেরিলা-নাসির উদ্দীন ইউসুফ।
৩.লাল সবুজ- শহীদুল ইসলাম।
৪.আমার দেশের মাটি- অনন্ত হীরা।
৫.প্রত্যাবর্তন- মোস্তফা কামাল।

🎓প্রামান্য চিত্রঃ

১.দুঃসময়ের বন্ধু- শাহরিয়ার কবির।
২.১৯৭১- তানভীর মোকাম্মেল।
৩.স্টপ জেনোসাইড- জহির রায়হান।
৪.মুক্তির গান- তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।
৫.লিবারেল ফাইটার্স- আলমগীর কবির।

🎓ছোটগল্পঃ

১.একাত্তরের যীশু-শাহরিয়ার কবির।
২.জন্ম যদি তব বঙ্গে- শওকত ওসমান।
৩.নামহীন গোত্রহীন-হাসান আজিজুল হক।
৪.মিলির হাতে স্টেনগান-আখতারুজ্জামান ইলিয়াস।
৫.বীরাঙ্গনার প্রেম-বিপ্রদাস বড়ুয়া।

🎓স্মৃতিকথাঃ

১.আমি বিজয় দেখেছি-এম আর আখতার মুকুল।
২.একাত্তরের দিনগুলি-জাহানারা ইমাম।
৩,একাত্তরের ডায়েরী-সুফিয়া কামাল।

🎓প্রবন্ধঃ

১.A search for identity-মেজর মো.আবদুল জলিল
২.The liberation of Bangladesh -মেজর.জেনারেল সুখওয়ান্ত সিং।
৩.একাত্তরে ঢাকা-সেলিনা হোসেন।
৪.আমি বীরাঙ্গনা বলছি-ড.নীলিমা ইব্রাহিম।

🎓বিদেশী ভাষার বইঃ

১.The r**e of Bangladesh- অ্যান্থনি মাসকারেনহাস।
২.Legacy of Blood -অ্যান্থনি মাসকারেনহাস।
৩.The testimony of sixty;Oxfam
৪.A search for identity;সংগৃহীত

https://youtu.be/xajO78yDaBo
05/10/2022

https://youtu.be/xajO78yDaBo

How to make pc work fast? In this video you can learn some tips to work your computer fast. Please watch full video and learn some tips.Ripon Tricks BDFacebo...

https://youtu.be/YJkmkAMTGg4
03/10/2022

https://youtu.be/YJkmkAMTGg4

বিকেল বেলা মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর হয়ে থাকে, তার কিছু দৃশ্য তুলে ধরা হলো।

13/09/2022

📚 #প্রাথমিক_শিক্ষক_নিয়োগ প্রস্তুতির #কারিকুলাম ও #রুটিন
প্রিয় ব্যবহারকারীগণ,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কে সাম্প্রতিক বিভিন্ন উৎস থেকে উদ্ধৃত করে জাতীয় দৈনিকগুলোর সংবাদের ভিত্তিতে বলা যায় যে, ২০২২ সালের অক্টোবর-নভেম্বরের মধ্যে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি (প্রায় াজার+) প্রকাশিত হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বর্তমানে অন্যান্য যেকোনো সময়ের তুলনায় #প্রতিযোগিতা অনেক বৃদ্ধি পেয়েছে। গত প্রায় ২ বছর Live MCQ-তে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির একটি প্রোগ্রাম চলমান ছিল। সেই অভিজ্ঞতা থেকে বলা যায় যে, আগে থেকে প্রস্তুতি শুরু করা না হলে অন্যান্য প্রতিযোগীর তুলনায় পিছিয়ে পড়তে হবে।

মূল পরীক্ষায় ভালো করার জন্য প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকেই।
আর তাই Live MCQ আপনাদের প্রস্তুতির সুবিধার্থে নতুনভাবে #রুটিন ও #কারিকুলাম প্রদান করছে।
=================
📢 পরীক্ষা শুরুর তারিখ: েপ্টেম্বর, ২০২২
✍ মোট পরীক্ষার সংখ্যা: #৫২টি [৪২টি বিষয়ভিত্তিক পরীক্ষা ও ১০টি ফুল মডেল টেস্ট (৮০ মার্ক)]
প্রয়োজনে ফুল মডেল টেস্ট এর সংখ্যা বাড়ানো হবে।
#প্যাকেজের বিস্তারিত পোস্টের নিচে দেওয়া হয়েছে।
--------------------------
📝 রুটিনের :
🔗 সরাসরি লিঙ্ক - https://livemcq.com/download/
অথবা,
🔗 Live MCQ অ্যাপ বা সাইটের হোমপেজ থেকে --> Exam Section --> প্রাথমিক শিক্ষক নিয়োগ --> রুটিন অপশনে বিস্তারিত রুটিন দেখুন।
=================
#প্যাকেজে যা থাকছে -
✔ পুরো সিলেবাসকে ছোট টপিকে ভাগ করে মোট #৪২টি বিষয়ভিত্তিক পরীক্ষা হবে।
✔ বিষয়ভিত্তিক পরীক্ষার পাশাপাশি মোট #১০টি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।
✔ সকল #ভিডিয়ো_ক্লাস ও #লেকচার (বাংলাবিদ, Math Master, English Wizard -সহ ভবিষ্যতেযুক্ত হবে এমন সকল ভিডিয়ো) - এর এক্সেস পাবেন।
✔ সিলেবাস শেষ করে মূল পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রতি সপ্তাহে #ফুল_মডেল_টেস্ট হবে।
✔ প্রাথমিক নিয়োগ ্যুশন বাটনে বিগত বছরের অনুষ্ঠিতব্য সকল প্রশ্নের উপর লাইভ পরীক্ষা নেয়া হবে। এছাড়াও প্রতি ৫টা পরীক্ষা পরপর রিভিশন পরীক্ষা হবে।
✔ যেকোনো পরীক্ষা মিস করলে #আর্কাইভ থেকেও পরে দিতে পারবেন।
✔ আর্কাইভের #আগের_রাউন্ডের প্রায় ৬৫০০+ রেফারেন্স ও ব্যাখ্যা সহ প্রশ্ন থাকবে।
=================
👉 Live MCQ -এর নিয়মিত সকল প্যাকেজ গ্রহীতাদের জন্য পরীক্ষাগুলো #ফ্রি থাকবে।
=================
🎯 প্যাকেজের বিস্তারিত 🎯
⚡⚡ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যাকেজ ( #ভিডিয়ো_ক্লাসসহ) ⚡⚡
🔵 প্যাকেজ ফি: াকা।
⌛ মেয়াদ: িন।
⚡ প্যাকেজের #সুবিধাসমূহ:
প্যাকেজ কেনার পরবর্তী ৩৬৫ দিনের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য লাইভ পরীক্ষা, সকল ভিডিয়ো ক্লাস ও লেকচার, প্রাথমিক শিক্ষক নিয়োগ জব সল্যুশনের এক্সেস পাবেন।
অর্থ্যাৎ, এই প্যাকেজে ৩৬৫ দিনের জন্য,
✅ প্রাথমিক শিক্ষক নিয়োগ বাটনের সকল লাইভ পরীক্ষা ও আর্কাইভের পরীক্ষা দিতে পারবেন।
✅ সকল ভিডিয়ো ক্লাস ও লেকচার (বাংলাবিদ, Math Master, English Wizard -সহ ভবিষ্যতেযুক্ত হবে এমন সকল ভিডিয়ো) - এর এক্সেস পাবেন।
✅ প্রাথমিক শিক্ষক নিয়োগ- এর জব সল্যুশনের এক্সেস পাবেন।
✅ আর্কাইভের আগের রাউন্ডের প্রায় ৬৫০০+ রেফারেন্স ও ব্যাখ্যা সহ প্রশ্ন পাবেন।
--------------------------
⚡⚡ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যাকেজ ( ) ⚡⚡
🔵 প্যাকেজ ফি: াকা।
⌛ মেয়াদ: িন।
⚡ প্যাকেজের #সুবিধাসমূহ:
প্যাকেজ কেনার পরবর্তী ৩৬৫ দিনের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য লাইভ পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ জব সল্যুশনের এক্সেস পাবেন।
অর্থ্যাৎ, এই প্যাকেজে ৩৬৫ দিনের জন্য,
✅ প্রাথমিক শিক্ষক নিয়োগ বাটনের সকল লাইভ পরীক্ষা ও আর্কাইভের পরীক্ষা দিতে পারবেন।
✅ প্রাথমিক শিক্ষক নিয়োগ- এর জব সল্যুশনের এক্সেস পাবেন।
✅ আর্কাইভের আগের রাউন্ডের প্রায় ৬৫০০+ রেফারেন্স ও ব্যাখ্যা সহ প্রশ্ন পাবেন।
--------------------------
আশা করি, Live MCQ - এর এই আয়োজন আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতিকে আরো শাণিত করবে।
নতুন উদ্যমে পড়াশুনা শুরু হয়ে যাক।
সকলের জন্য শুভকামনায়,
- Live MCQ Team.
Innovative Preparation for BCS, Bank and Others Govt. Jobs with the First Competitive Exam Center of Bangladesh.
Live MCQ -
🏁 প্রতিযোগিতার পরীক্ষায় প্রতিযোগিতার মাধ্যমেই প্রস্তুতি নিন। 🏁
=================
ঘরে বসেই বিসিএস এবং অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি নিতে -
🟢 Live MCQ এন্ড্রয়েড অ্যাপ:
https://play.google.com/store/apps/details?id=com.livemcq.livemcq
অথবা,
🟢 Live MCQ ওয়েবসাইট: https://livemcq.com/app/

29/07/2022
https://youtu.be/WzGerc-XWSA
25/02/2022

https://youtu.be/WzGerc-XWSA

How to delete page? In this video you can learn how to permanently delete page. কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়? এই ভিডিওর মাধ্যমে ফেসবুক প...

07/02/2022
22/01/2022

In this video you can learn how to install and use background video recorder app for android. মোবাইল লক রেখে ভিডিও রেকর্ড, best background video recorder app...

https://youtu.be/egBFc3vaKEA
17/01/2022

https://youtu.be/egBFc3vaKEA

How To Create a Gmail Account on Mobile Bangla||How to create a Gmail account on Phone bangla||How to create make a Gmail account in mobile||How to create a ...

15/01/2022

Address

Barisal
8623

Alerts

Be the first to know and let us send you an email when Ripon Tricks BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies