Arham Sadid's Memory

Arham Sadid's Memory সময় থাকতে জীবনকে উপভোগ করতে হবে 🥲 রকমারি বেবি ড্রেস

My barbie doll 💖💖
18/08/2023

My barbie doll 💖💖

13/08/2023

যে বাচ্চারা খেতে চায় না তারা কোন টেকনিকেই খায় না।আপনি যত পরামর্শই দেন না কেন সে তার মতই থাকবে।আবার যে বাচ্চারা খায় তারা এমনিতেই খায়।কোন বাহানা ছাড়াই খায়।তাই তাদের ব্যাপারে আপনার কোন মতামত নাই।যাদের বাচ্চারা ঠিকমত খায় তাদের মায়েদের একটাই কথা বাচ্চা খাবে না কেন??এটা করুন সেটা করুন,,বলে পরামর্শ দিবে।দিবে তো দিবেই সাথে খোঁচাও মারবে।।কিন্তু একজন মা ই জানে বাচ্চাকে নানা ধরনের খাবার দিয়েও যখন বাচ্চাকে খাওয়াতে পারেনা তখন কতটা কষ্ট হয়।বার বার নতুন আইটেম তৈরি করে ফেলে দেওয়া কতটা বিরক্তিকর সেটা উনারা কিভাবে বুঝবেন।।
©

সবাই বলে বাবু ঘুমালে তুমিও ঘুমাবে‌ মাথায় এত সব কাজের চিন্তা নিয়ে কি ঘুমানো যায়?বাবু ঘুমালে তখন সব কাজ করার আদর্শ সময়...
03/08/2023

সবাই বলে বাবু ঘুমালে তুমিও ঘুমাবে‌ মাথায় এত সব কাজের চিন্তা নিয়ে কি ঘুমানো যায়?
বাবু ঘুমালে তখন সব কাজ করার আদর্শ সময়
যারা একা সংসারে একা থাকে তারা ভালো বুঝে।

03/08/2023
অনেক আপুরা বলে বাচ্চাকে এতো ছোট থেকে হাতে খাবেন কেনও? যখন বড় হবে তখন ঠিকই খাবে। বাচ্চাদের ৬ মাস থেকে শক্ত খাবার দিতে নাই...
27/07/2023

অনেক আপুরা বলে বাচ্চাকে এতো ছোট থেকে হাতে খাবেন কেনও? যখন বড় হবে তখন ঠিকই খাবে। বাচ্চাদের ৬ মাস থেকে শক্ত খাবার দিতে নাই গলায় আটকে যাবে।
বাচ্চাদের যতো সেরালাক আর খিচুড়ি দিবে সব পুষ্টি এক সাথে পাবে। তরল খাবার দিলে বাচ্চাদের হজম তাড়াতাড়ি হবে। বাচ্চা কেনও মোটা না, আপনার বাচ্চাকে বেশি করে খাওয়াবেন।
পরিশেষে,, একটা কথা বলি একজন,, আদর্শ মা '' হতে হলে অবশ্য আপনার বাচ্চাকে আত্মনির্ভরশীল গড়ে তুলুন। যেটা ভবিষ্যতে আপনার মুখে চুলকানি নাহ দিতে পারবে না। বাচ্চাদের মেরে কখনো শাষণ করবেন না। তাদের জীদ টাকে প্রশ্রয় দিবেন না। আর বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার এক সাথে দিলে, বাচ্চাদের পেটে গ্যাস হয়। যা একসময় বাচ্চাদের খাবারের প্রতি অনিহা তৈরি হয়। আবার পরবর্তী বাচ্চাদের চিবিয়ে খেতে পারবে না। অনেক বাচ্চা জানে না চিবিয়ে খেতে পরে বাবা মা বাচ্চার প্রতি প্রেশার তৈরি করে। তারপর বাচ্চাদের খাবার প্রতি খোভ থাকে। বাচ্চাদের হাতে খাবর দিন সলিড শুরুর সময় সিদ্ধ ফিঙ্গার ফুড, যেকোনো সবজি। পিউরি দেন খুব কম কয়েক সপ্তাহের জন্য খাবার খাওয়াটা শিখলে হালকা শক্ত খাবার দিবেন। বাচ্চা কম ওজন হয় মা বাবার শারীরিক গঠনের উপর। আবার কেউ এমনিতে মোটা হয় বাচ্চা। তবে এইগুলো নিয়ে অযথা চিন্তা না করে। আপনার সোনামনিটা কিভাবে সুস্থ, সুন্দর মেধার অধিকারী হয়। সে দিকে খেয়াল করুন মোটা দিয়ে কি পানি খাবেন। কারও কথা কান না দিয়ে নিজের বাচ্চাকে আত্মনির্ভরশীল গড়ে তুলুন।

Only moms can relate. 🥹❤️   😅
26/07/2023

Only moms can relate. 🥹❤️

😅

22/07/2023

ভিটামিন-সি এর অভাব হলে বাচ্চাদের সর্দি-কাশি বেশি হয়। তাই আপনার বাচ্চার খাদ্য তালিকায় ভিটামিন-সি যুক্ত শাকসবজী ও ফলমূল রাখুন।

22/07/2023

কোনো বাচ্চা ভাত খেতে না চাইলে তাকে রুটি-পাউরুটি খেতে দিন,তাও না খেতে চাইলে মুড়ি-বিস্কুট কিংবা সাগু যে কোনো একটি শর্করা জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণ খেলেই চলবে। প্রতি বেলায়ই যে ভাত খেতে হবে এমন কোনো ধরাবাধা নিয়ম নেই।কোনো বাচ্চা আলু খেতে পছন্দ করলে এক বেলা তাকে ভাতের পরিবর্তে শুধু আলু খাওয়ালেই চলবে। ভাত খেতেই হবে এ নিয়ে বাড়াবাড়ি করলে বাচ্চার খাবারের প্রতি স্থায়ী অনীহা তৈরি হবে। এমনকি কোনো বাচ্চা পাউরুটি খেতে পছন্দ করলে কোনো বেলা তাকে ডিম দিয়ে পাউরুটির টোস্ট করে পর্যাপ্ত খাওয়ালে ভাত খাওয়ানোর আর দরকার নেই।

16/07/2023

My boyfriend 😂😂

আলহামদুলিল্লাহ,,,,    আজ আরহাম সাদিদের ১১ মাস পূর্ণ হলো🥰❤️🖤আল্লাহুম্মা বারিক লাহু❤️🖤সবাই দোয়া করবেন সাদিদের জন্য 🙏
13/07/2023

আলহামদুলিল্লাহ,,,,
আজ আরহাম সাদিদের ১১ মাস পূর্ণ হলো🥰❤️🖤
আল্লাহুম্মা বারিক লাহু❤️🖤
সবাই দোয়া করবেন সাদিদের জন্য 🙏

মাতৃত্ব কত কঠিন একটা জার্নি। কত দুশ্চিন্তা, ক্লান্তি, অনভিজ্ঞতার বন্ধুর এক পথ। কিন্তু দিন শেষে ছোট্ট হাত পা গুলোর নড়াচড...
13/07/2023

মাতৃত্ব কত কঠিন একটা জার্নি। কত দুশ্চিন্তা, ক্লান্তি, অনভিজ্ঞতার বন্ধুর এক পথ। কিন্তু দিন শেষে ছোট্ট হাত পা গুলোর নড়াচড়া, ওর মুখের জান্নাতের ঘ্রান এগুলোর জন্য মনে হয় , আহা! জীবন কত সুন্দর। এই হরমোনাল ইমব্যালেন্সের কারনে কখনো মনে হয় বেঁচে থাকা কঠিন আবার মনে হয় বাঁচায় সব আনন্দ।

এই সময় সবচেয়ে গুরুত্বপূ্র্ন ভূমিকা পালন করতে পারে কাছের মানুষগুলো, বিশেষ করে স্বামী । বার বার তার স্ত্রীকে প্রশংসা করা এত কঠিন একটা সময় এত সাহসিকতার সাথে পার করার জন্য,তাকে একটু বিশ্রামের সুযোগ করে দেয়া, এক সাথে একটু চা খাওয়া । মোট কথা মা যেন দায়িত্বকে বোঝা না মনে করে , অবশ্যকরনীয় সন্তান পালন যেন তিক্ত অভিজ্ঞতায় রূপ লাভ না করে।

অন্য কাছের মানুষগুলো যেমন মা, শাশুড়ি বা অন্যান্য যারা আছেন তারা মায়ের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিতে
ভূমিকা রাখতে পারেন।

আর পজিটিবির মাধ্যমে মাকে মানসিকভাবে শক্ত রাখতে পারেন। কারন আমাদের দেশে সবচেয়ে প্রচলিত কথা ওমুক মা ৬ মাসে বাচ্চারে পটি ট্রেনিং দিছে, ওমুকের বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে তোমার হয় না , সব বাচ্চা নাদুস নুদুস , বাচ্চা মোটা তাজা গরুর মত না হলে ভালো লাগে না আরো কত কি।

একজন মা যতটা স্ট্রেস ফ্রি বাচ্চা লালন পালন করতে পারেন ততটাই মঙ্গল সমাজ, দেশ ও জাতির জন্য। কারন মা ভালো থাকলে সন্তানকে ভালো রাখতে পারবে।

A mother will be a miracle for her child,,

©

12/07/2023

শিশুদের ডেঙ্গু জ্বরের লক্ষন 👉👉

দিনে এবং রাতে বাচ্চাদের মশরি দেওয়ার চেষ্টা করুন।বাচ্চাদের দিকে ভালো মত নজর রাখুন।
12/07/2023

দিনে এবং রাতে বাচ্চাদের মশরি দেওয়ার চেষ্টা করুন।
বাচ্চাদের দিকে ভালো মত নজর রাখুন।

''কেবলই পেট কাটল,এ আর এমন কি!"সে শুধুই অলস ছিল, সারাদিন কোনো কাজ করেনি, কেবল শুয়েই থাকতো।এসবই শুনতে হয় বেশিরভাগ সিজারিয়া...
10/07/2023

''কেবলই পেট কাটল,
এ আর এমন কি!"
সে শুধুই অলস ছিল, সারাদিন কোনো কাজ করেনি, কেবল শুয়েই থাকতো।

এসবই শুনতে হয় বেশিরভাগ সিজারিয়ান মায়েদের।

সেই মায়েদের বলতে চাই,

আপনি মায়ের থেকে কম নন।

মাতৃত্বের উৎস হিসেবে আপনি যা পরিকল্পনা করেছিলেন তা হয়নি, সিজারিয়ান জন্ম আপনার হাতে ছিল না;

কেউ কেউ বলতে পারেন যে এই ধরণের জন্মই সহজ উপায়, কিন্তু আপনি যে সংগ্রামের মধ্য দিয়ে গেছেন তা আপনি ছাড়া আর কেউ উপলব্ধিই করতে পারবেনা।

অন্যরা মনে করতে পারে যে আপনার গর্ভাবস্থার এটি ব্যর্থতা ছিল, দাবি করে যে আপনি নিশ্চিতভাবে যথেষ্ট চেষ্টা করেননি।
কিন্তু আপনার এই দাগ একটি আজীবন বার্তা যে কি পরিমাণ কষ্ট আপনার সহ্য করতে হয়েছে নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য।

মনের গভীর থেকে সম্মান ও শ্রদ্ধা সকল মায়েদের জন্য।

06/07/2023

নতুন বেবি দেখতে আসার পরে...

Other countries: Wow so cute baby! 🥰

বাংলাদেশ: বাবু দাদার নাক পাইছে, চাচার ঠোট পাইছে, বিবির মুখ পাইছে, বাপের হাত পাইছে, ফুফুর পাও পাইছে, মামার চুল পাইছে, নানির চোখ পাইছে.!😳🤣

#কথাকতপারসেন্ট_সত্য?

©

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
04/07/2023

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

27/06/2023

লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক
লাব্বাইক আ লা শারিকা লাকা লাব্বাইক 🖤🖤❤️❤️
আমার সব থেকে প্রিয় ধ্বনি এটা 🖤❤️
আল্লাহ সকলকে তুমি হজ্জ করার তৌফিক দান করুন আমীন 🖤❤️
যারা গিয়েছেন তাদের সকলের হজ্জ আপনি কবুল করুন 😊

Me as a mother 😂😂Just fun 😊
26/06/2023

Me as a mother 😂😂
Just fun 😊

মুসলিম মায়েদের জন্যে একটি গুরুত্বপূর্ন ইনফরমেশন। অনেকেই আমরা হয়ত জানিনা, বা গুরুত্ব দেইনা । কিন্তু আপনার সন্তানের জন্যে ...
23/06/2023

মুসলিম মায়েদের জন্যে একটি গুরুত্বপূর্ন ইনফরমেশন। অনেকেই আমরা হয়ত জানিনা, বা গুরুত্ব দেইনা । কিন্তু আপনার সন্তানের জন্যে এটি অনেক গুরুত্বপূর্ন।

শিশুরা পুতুল অথবা বিভিন্ন পশু পাখির আকৃতির খেলনা গিয়ে খেলে যা ইসলামে জায়েজ আছে, কারন এতে তাদের মেধার বিকাশ ঘটে। নামাজ ও ইবাদতের এর কথা চিন্তা করে বাচ্চাদের আলাদা একটা খেলার রুমের ব্যবস্থা করে দেয়া যায়। কারন আমরা জানি যে ঘরে মানুষ বা পশুপাখির মূর্তি, ছবি, পুতুল থাকে সে ঘরে নামাজ হয়না এবং ফেরেশতা প্রবেশ করেনা।

আর, খেলার ক্ষেত্রে এগুলো জায়েজ থাকলেও বাচ্চাদের জামা কাপড়, ব্যাগ, চাদর ,ডায়পার ইত্যাদিতে এগুলোর ছবি থাকলে তা পরা হারাম। বাচ্চাদের কে নানা রকম বিপদ আপদ থেকে মুক্ত রাখতে আমরা কত কিছু না করি। যেখানে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন আমাদের সবাইকে নানা রকম জানা অজানা বিপদ হতে রক্ষা করতে , সেখানে আমরা বিভিন্ন ছবি সম্বলিত জিনিস নিজেদের বাচ্চাদের কে পরিয়ে দিচ্ছি, আর অজান্তেই হয়ত ফেরেশতাদের কে দুর করে রাখছি।

যারা ইসলাম প্রাক্টিস করছেন আশাকরি তারা এ বিষয়টিতে সতর্কিত থাকবেন ।
কমেন্টে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছি। যাদের বিষয়টি নিয়ে জানার আগ্রহ আছে দেখে নিতে পারেন।

আর একটি কথা, আমার জোয়াইন কে ভালোবেসে অনেকেই অনেক কিছু গিফট করেন। দয়া কে মানুষ অথবা পশুপাখি আকা আছে এমন কোন প্রোডাক্ট কেউ আমাদেরকে দিবেন না।

বাবারা পাঠিয়ে দিচ্ছে মেয়ের বাড়ির সুখ, অনেক অঞ্চলের একটি ঐতিহ্য 🤢🤢সুখ শব্দটা কেন বললাম জানেন, কারণ যদি বাবা এসব জিনিস প...
21/06/2023

বাবারা পাঠিয়ে দিচ্ছে মেয়ের বাড়ির সুখ, অনেক অঞ্চলের একটি ঐতিহ্য 🤢🤢সুখ শব্দটা কেন বললাম জানেন, কারণ যদি বাবা এসব জিনিস পাঠাতে না পারে, তাহলে সে মেয়েটাকে যে কত লাঞ্ছিত হতে হয় তার শ্বশুরবাড়ির কাছে আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবার কাছে। এখানে অনেকে ফতোয়া দিবে, কালচার টা বন্ধ হয়ে গেছে, কালচারটা বন্ধ হয়নি, বড় আরো জোরদার ভাবে চলছে। ওই যে কথায় আছে না, ভাই আপনি কি এই জিনিসটা খাবেন, তখন বলল না খাব না। আচ্ছা ঠিক আছে দিতে চাচ্ছেন আপনি তো মনে কষ্ট পাবেন না খেলে তাহলে দিয়েই দেন। ব্যাপারটা হল এই রকম। প্রতিটা বাবারই যে কি পরিমানের কষ্ট হয় একমাত্র ফিল করতে পারে তার মেয়েটাই।আমার এই কথাটা অনেক ভাইদের, এবং তাদের আব্বাদের গায়ে লাগবে কারণ এটাই সত্যি।
©

13/06/2023

আপনার আদরের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে সব সময় মোবাইল দিয়ে রাখলে চোখ কান ব্রেইন ওয়াস হয়ে মোবাইল রোগ হচ্ছে বলে ধারণা প্রমাণ
আমাদের প্রতিটি মা বাবারা সচেতন হওয়ার দরকার তা না হলে আপনার ছেলে মেয়েরা এরকম ভবিষ্যতে এই ঝুঁকিতে ভুক্তভোগী হতে পারে সাবধান!

I ❤️ U
11/06/2023

I ❤️ U

09/06/2023

I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

06/06/2023

হাত পাখার অসাধারণ প্রচারনা😂😂
আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন 😁 😁 😂😂😂

02/06/2023

🥹🥹🥹👍😘😂😎

Address

Barishal
BARISALCITY

Alerts

Be the first to know and let us send you an email when Arham Sadid's Memory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arham Sadid's Memory:

Videos

Share

Nearby media companies



You may also like