নির্বাসন -The Exile

নির্বাসন -The Exile I wish sincere cooperation and blessings to all. Thanks

Getting to know new people all the time, but from the limitation of having 5000 friends on a personal Facebook ID, this page is to stay connected with everyone in future needs.

25/05/2023

"মা"
মা ও সন্তানের ভালোবাসা পৃথিবীর সব কিছুকে হারিয়ে দিতে পারে।
অভিনন্দন গাজীপুর সিটি কর্পোরেশন এর নব-নির্বাচিত নগর মাতার।

Follow Nayeem Hossen

24/05/2023

গরীব হওয়া দোষের নয়, তবে অকৃতজ্ঞতা পশুতুল্য।
--------নাঈম।

23/05/2023

জীবন নিয়ে যাদি আপনার শতসহস্র অভিযোগ থাকে?
চাওয়া আর পাওয়া নিয়ে যদি এক সমুদ্র আক্ষেপ থাকে?
ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যায় যদি আপনার মনে ডিপ্রেশনের উদয় হয়, তাহলে আপনি আপনার জেলা শহরের "সদর হাসপাল" গুলোতে একবার ঘুরে আসেন, দেখবেন শতসহস্র আক্ষেপ/অভিযোগ/ডিপ্রেশনের পরেও আপনি আল্লাহর প্রতি শুকরিয়া করতে বাধ্য হবেন।
------------------নাইম।

সমাজ_ও আইন কি আসলেই ছেলেদের পক্ষে কথা বলত?আলি ইমাম যে কাজটি করেছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়, কিন্তু আলি ইমাম যদি এমন না ...
15/05/2023

সমাজ_ও আইন কি আসলেই ছেলেদের পক্ষে কথা বলত?
আলি ইমাম যে কাজটি করেছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়, কিন্তু আলি ইমাম যদি এমন না করে তার স্ত্রীকে ডিভোর্স দিত কিংবা দিতে চাইত তবে কি সমাজ আলি ইমাম এর পক্ষে কথা বলত?
কি হত জানেন?
আলি ইমামের স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের জন্য মারধর সংক্রান্তে মামলা করত আর তাতে আলি ইমামের ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা ছিল প্রায় ৮০%।

কথা হচ্ছে অধিকাংশ পুরুষ কোন না কোনভাবে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, শুধুমাত্র সমাজ ও আইনের কারণে তারা জীবিত থেকেও মৃত্যের ন্যায় সবকিছু মুখ বুঝে সহ্য করছে। আলি ইমাম রা প্রতিনিয়ত মরে সমাজের কাছে, ছলনার কাছে, প্রতারণার কাছে।
নারীদের জন্য আইন আবশ্যই আর্শীবাদ তবে পুরুষ নির্যাতনের আইন এখন সময়ের দাবী। (ব্যক্তিগত মতামত)।
------------------------------Nayeem Hossen

15/05/2023

খুব বেশী কিছু চাওয়ার নাই ভাই,
যারা ঘূর্ণিঝড়ের নামকরণ করে, তাদেরকে নিজ চোখে একবার দেখতে পারলেই মোটামুটি জীবন ধন্য।

#মোখা_আইলা_নার্গিস_বুলবুল_সিত্রাং

ছলনা ময়ীদের কাছে এভাবে হেরে যায় হাজারও Ali Imam khan 😴হত্যার পরে তার নিজের দেয়া স্টাটাসঃসুদীর্ঘ সাড়ে চার বছরের ভালোবাসা ...
15/05/2023

ছলনা ময়ীদের কাছে এভাবে হেরে যায় হাজারও Ali Imam khan 😴

হত্যার পরে তার নিজের দেয়া স্টাটাসঃ

সুদীর্ঘ সাড়ে চার বছরের ভালোবাসা ছিলো আমাদের.....
আলহামদুলিল্লাহ মুসলিম শরীয়াহ অনুযায়ী আমরা দুজন বিবাব বন্ধনে আবদ্ধ হয়েছিলাম ভেবেছিলাম সারাজীবন হয়তো একসাথে থাকবো........
কিন্তু বড়ই আফসোস ও পরিতাপের বিষয় হলো আমাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয় অতঃপর আমার বউ ধীরেধীরে আমার সাথে দূরত্ব বজায় রেখে আমাকে কেমন জানি এড়িয়ে যেতে থাকে একদম হুট করেই কোনো প্রকার কোনো অপরাধ ছাড়াই আমাকে ছেড়ে চলে যায়.......
আমার বউটা তার মামাতো ভাইয়ের সাথে সারারাত চ্যাটিং করতো তার নাম Asif Iqbal সে আমার বউয়ের সাথে যত প্রকার Sexual আলাপ আলোচনা বলেন সব কিছু সবার অগোচরে চালিয়ে গেছে.................
বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো?
চোরের দশদিন আর গেরস্তের একদিন!
আমাদের বেলায়ও ঠিক ঘটেছে তাই আমার বউ আমার চোখ ফাঁকি দিতে পারেনি.......
সন্দেহের বশবর্তী হঠাৎ ১৩/০৫/২০২৩ তারিখে সন্ধ্যার অনেক পরে বাসায় আসতে দেখি সামনে দাঁড়িয়ে তার পথ আটকিয়ে তার হাত থেকে ফোন নিয়ে যাই, তারপর সে আমাকে চোরের মতো বার বার অনেক কছম করে অনেক অনুনয় বিনয় করে আমার কাছে ফোন ফেরত চায়, আর বলে যে সে নাকি ম্যাসেজ ডিলেট করবে না! ব্যাপারটা আমি মোটেও বিশ্বাস করলাম না তাকে বাসায় যেতে বলে আমিও বাসায় চলে এলাম বিশ্বাস করেন ভাইয়েরা আমার সারারাত একফোঁটাও ঘুমাতে পারিনি আমার বউয়ের পরকীয়া প্রেমিকের অশালীন ম্যাসেজ দেখে আর বউয়ের সুড়সুড়ি জাগানিয়া রিপ্লাই দেখে..........

আমার বউ সব সময় আমার সামনে হুজুর সেজে থাকতো এমন আচরণ করতো মনে হয় যেনো সে ভাজা মাছটাও উলটে খেতে পারেনা........ কিন্তু আজ হঠাৎই আবিষ্কার করলাম আমার বউয়ের আসল ফুটফুটে চরিত্র........

আমি তাকে জিজ্ঞাসা করেছি তুমি তোমার বুকে ওড়না ছাড়া তোমার মামাতো ভাইকে ছবি দিয়েছো কেনো?
জবাবে সে বলে, খোদার কছম আমি এমনিই দিয়েছি! তারপর আমি যখন তাদের ফ্রিলি কথাবার্তা বলার টপিক সম্পর্কে একটা প্রশ্ন প্রশ্ন করতে থাকি তখন সে তার কোনো উত্তর দিতে পারেনা, বলে আমার সাথে নাকি তার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে! এরপর হঠাৎ করেই দেখি সে তার আইডির পাসওয়ার্ড চেইঞ্জ করে ফেলেছে! তারপর আমিও আবার রিকভারি দিয়ে আইডিতে ঢুকি ততক্ষণে সে অনেক ছেলেদের সাথে গুরুত্বপূর্ণ অনেক চ্যাটিং ডিলেট করে ফেলেছে আমি যেনো তার কিছুই না দেখতে পারি সেজন্য কিন্তু সে অন্য সবার ম্যাসেজ ডিলেট করতে গিয়ে সে তার নতুন প্রাণ ভ্রমরার ম্যাসেজ ডিলেট করতে পারেনি তার আগেই আমি আইডি রিকভারি করতে সক্ষম হয়েছি এবং স্ক্রিনশট রাখতে সক্ষম হয়েছি ।
কিছুক্ষণ পর সে তার মায়ের নাম্বার থেকে আমাকে হুমকি দিয়ে বলে নারী নির্যাতন আইনে আইসিটি আইনে সে নাকি আমার জীবন ধ্বংস করে দিবে....... আ আ আ ওমা একি বলে চুতমারানি? 🙄 এতো দেখছি নির্ঘাত চোরের মায়ের বড় গলা!

তারপর অনেক ভেবেচিন্তে আমিও সিদ্ধান্ত নিলাম বিশ্বাসঘাতক বেঈমানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এজন্য নিজেই নিজের হাতে বউটাকে পরম করুণাময়ের কাছে চিরতরে পাঠিয়ে দিলাম............

পরপারে ভালো থেকো বউ পরকীয়ার মজা এইবার অন্তত বুঝলা..............

Ali Imam Khan এর নিজের ফেইসবুক থেকে সংগ্রহীত 😴

তারপরও পরকীয়া সকল অপরাধের উর্ধ্বে।

15/05/2023

"শুধু ছবি কিংবা স্টাটাস দিয়ে নয়, মায়ের জন্য সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটুক দায়িত্ব পালনের মধ্য দিয়ে"

08/05/2023

"আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই"।

অভিনন্দন Salman Mohammad Muqtadir
এভাবেই পজিটিভ চিন্তাধারা নিয়ে সবকিছু নতুনভাবে শুরু হোক।

নির্বাসন -The Exile

02/05/2023

বাদ দেন বেডি মানুষ😄😄
Leo Messi


01/05/2023

বেতন ও পারিশ্রমিক কর্মজীবীর অধিকার। ইসলাম দ্রুততম সময়ে তা আদায়ের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। (ইবনে মাজাহ, হাদিস : ২৪৪৩০)।

30/04/2023

এমন ডাক্তার কোথায় পাওয়া যায়???

Send a message to learn more

28/04/2023

Memories

27/04/2023

রোজা শেষে শয়তান যখন ছাড়া পায়😄😄।
Follow নির্বাসন -The Exile for more entertainment.

27/04/2023

Follow 4 follow

26/04/2023

Need this type of rain now.
Pls follow this page for entertainment more.

26/04/2023

ঈদের ছুটি শেষে বাংলাদেশের প্রেক্ষাপট😄😄।
for entertainment follow This page.

25/04/2023

For entertainment follow this page.
নির্বাসন -The Exile

21/04/2023

লিজেন্ডদের গানে গানে সবাইকে (নির্বাসন-The Exile)
এর পক্ষ থেকে "ঈদ-উল-ফিতর" এর শুভেচ্ছা।

সৃষ্টিকর্তা (আল্লাহ) ছাড়া কেউ রক্ষার নাই। সৃষ্টিকর্তা চাইলে আপনাকে এক মুহূর্তেই সবকিছু ওলটপলট করে দিতে পারেন। ইয়া আল্লাহ...
04/04/2023

সৃষ্টিকর্তা (আল্লাহ) ছাড়া কেউ রক্ষার নাই।
সৃষ্টিকর্তা চাইলে আপনাকে এক মুহূর্তেই সবকিছু ওলটপলট করে দিতে পারেন। ইয়া আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।

কিছুদিন আগেও পোস্ট করেছিলাম যে, বিভিন্ন অনুষ্ঠান কিংবা উপলক্ষ হিসেবে খাওয়া দাওয়া/বিভিন্ন ফাস্ট ফুড/রেস্টুরেন্টে খাওয়া দা...
25/03/2023

কিছুদিন আগেও পোস্ট করেছিলাম যে, বিভিন্ন অনুষ্ঠান কিংবা উপলক্ষ হিসেবে খাওয়া দাওয়া/বিভিন্ন ফাস্ট ফুড/রেস্টুরেন্টে খাওয়া দাওয়া/পিকনিক/বিভিন্ন পার্টি/ইফতার ইত্যাদির কোন ছবি নিউজফিডে দেখলে প্রচন্ড বিরক্ত লাগে।

রোজা চলছে, আল্লাহ'র পক্ষ থেকে এই মাস অশেষ নিয়ামতের মাস। তাই ফেসবুকে ফ্রেন্ড হিসেবে আমার সাথে সংযুক্ত সম্মানিত ব্যক্তিদের কাছে বিনীত অনুরোধ করছি যে, "দয়া করে কেউ ইফতার কিংবা সেহরীর (খাবারের) ছবি ফেসবুকে পোস্ট থেকে বিরত থাকুন। সবার সামর্থ্য সমান নয় সুতরাং আপনার পোস্ট কিংবা ছবি যেন কারো মন খারাপ/আফসুসের কারণ না হয়।

19/03/2023

নেতা পবিত্র হজ্বে যায়, পাতি নেতা দোয়া চেয়ে নেতার জন্য ফেসবুকে পোস্ট করে হজ্বের আগেই সোয়াব কামাই করে নেয়।
----------------------রাজনৈতিক প্রেক্ষাপট।

10/03/2023

সিদ্ধান্ত জিনিসটাও অনেকটা আপেক্ষিক। ভেবে চিন্তে নেয়া সঠিক সিদ্ধান্তও পরিবর্তীত পরিস্থিতিতে অনেক সময় ভুল মনে হতেই পারে। সঠিক কিংবা ভুল যাই হোক সিদ্ধান্ত নেয়ার পর পিছু ফিরে তাকানোর কিছু নেই। তবে পরিনাম যেন পরিকল্পিত ভাবনার থেকে সুন্দর হয়।

---------------------------মোঃ নাঈম হোসেন।

22/02/2023

মনের আনন্দে বিকেলের ক্রিকেট
Location: Bangla bazar, barishal.
📸 Md Shaifullah
commentary: md shaifullah

কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই, ভালোবাসা রইল।
18/12/2022

কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই, ভালোবাসা রইল।

সমস্ত প্রসংশা একমাত্র আল্লাহর।"ধন্যবাদ অপেক্ষা কৃতজ্ঞতা শ্রেয়"  মানুষের ভালোবাসা প্রাপ্তির চেয়ে ভালো কিছু পৃথিবীতে বোধহয়...
18/12/2022

সমস্ত প্রসংশা একমাত্র আল্লাহর।

"ধন্যবাদ অপেক্ষা কৃতজ্ঞতা শ্রেয়" মানুষের ভালোবাসা প্রাপ্তির চেয়ে ভালো কিছু পৃথিবীতে বোধহয় আর নাই, সেই হিসেবে নিজেকে চরম ভাগ্যবান ভাবতেই পারি যে, এত এত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী মানুষজন আমার মত অতি নগন্য ও সাধারণ মানুষকে ১৬ই ডিসেম্বর ২০২২ তারিখ জন্মদিন উপলক্ষে সরাসরি, মোবাইল ফোন, whatsapp, ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা, দোয়া ও শুভকামনা জানিয়েছেন। শুধু ধন্যবাদ ও কৃতজ্ঞতাই নয় আপনাদের কাছে আমি ঋণী, তবে এই ঋণ ভালোবাসার, শ্রদ্ধার, স্নেহের, মমতার, সহযোগীতা ও সহমর্মীতার। সারাজীবন এভাবেই সকলের ভালোবাসায় স্নিগ্ধ হয়ে থাকতে চাই। সবসময় যেন আত্মসম্মান বজায় রেখে ও সামাজিকতার সহিত সকলকে নিয়ে মিলেমিশে থাকতে পারি সেইটাই চাওয়া। আল্লাহ যেন আমাকে ও আমার পরিবারকে সুস্থ রাখে। আপনাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। অগ্রজদের প্রতি শ্রদ্ধা, অনুজদের প্রতি স্নেহসহ সকলের জন্য ভালোবাসা অভিরাম। কৃতজ্ঞতা রইল শুভাকাঙ্ক্ষীদের প্রতি।

11/12/2022

it's beautiful than any other moment.
🤍🤍 Achraf Hakimi

04/12/2022

OH Mehidy Hasan Miraz you beuty.

We will Miss You legend Luis Suarez fifa world cup Qutar-2022.
02/12/2022

We will Miss You legend Luis Suarez fifa world cup Qutar-2022.

Address

Bangla Bazar, Bcc 16 No. Ward. Barishal Sadar
Barishal
8200

Telephone

+8801720690509

Website

Alerts

Be the first to know and let us send you an email when নির্বাসন -The Exile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নির্বাসন -The Exile:

Share



You may also like