05/10/2024
ভোর ৫ টায় মৃ'ত্যু।
সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে।
৮ টায় শেষ গোসল করানো হবে।
৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে।
যোহর নামাজ পরে তোমার আলিশান বাড়ি
থেকে বের করে নেওয়া হবে।
২টায় তোমার আজান ছাড়া নামাজ পড়ানো হবে।
২:৩০ তোমাকে মাটিতে দাফন করে দেওয়া হবে।
মাটি দেওয়া শেষে কেউ তোমার জন্য দোয়া করবে।
আর কেউ চলে আসবে।
এইতো তোমার জিবনের শেষ আয়োজন!
তো কিসের এতো অহংকার?
ভুলে যাও তোমার সব রঙিন স্বপ্ন।ফিরে আসো রবের দিকে। তোমার শেষ ঠিকানা এই সাড়ে ৩ হাত মাটি তোমার শেষ সম্বল।