H r i d o y 2..0

H r i d o y 2..0 আমি গর্বিত কারণ আমি বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর উম্মত।
আলহামদুলিল্লাহ

নারায়ে তাকবির, আল্লাহু আকবার।

"বদনজর সত্য, এবং তা মানুষকে কবরে এবং উটকে হাড়ির মধ্যে পৌঁছে দেয়।"(সহীহ মুসলিম: ২১৮৮)
15/12/2024

"বদনজর সত্য, এবং তা মানুষকে কবরে
এবং উটকে হাড়ির মধ্যে পৌঁছে দেয়।"
(সহীহ মুসলিম: ২১৮৮)

13/12/2024

চোখে পানি চলে আসার মতো বক্তব্য।

শফিকুল ইসলাম মাসুদ।

03/12/2024

কি সুন্দর উক্তি - "ফি-আমানিল্লাহ"

অর্থ: আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম, তিনি যেন আপনাকে নিরাপদে রাখেন।

Today is best photo.........
02/12/2024

Today is best photo.........

01/12/2024

যুবকরা কি ভাবে প্রতিষ্ঠিত হবে।

আবু ত্বহা মোহাম্মদ আদনান।

30/11/2024

আপনি টেনশনে থাকলে এই ভিডিও টা আপনার জন্য।

04/10/2024

আম্মাজান আয়েশা যখন নবীজি (সাঃ) এর উপর রাগ করতেন তিনি কি করতেন জানেন?

তখন তিনি নামাজ শেষে দোয়াতে বইসা যাইতেন। তখন উনি আল্লাহকে ডাকতেন " হে ইব্রাহিম (আঃ) প্রতিপালক" "হে মুসার (আঃ) প্রতিপালক" বইলা।

তিনি নবীজির নাম নিতেন না।

নবীজি এটা প্রত্যেকবার খেয়াল করতেন। আর সালাত শেষে তিনি বুঝতে পারতেন যে আম্মাজান উনার উপর রাগ করে আছে। নবীজি বলতেন আমি তোমারে বুঝি আয়িশা, তুমি রাগ করলে আমার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করো না।

এইটা শুনার জন্য আম্মাজান আয়েশা অপেক্ষায় ছিলো। তিনি জানতেন তার কাছে কিছুই গোপন থাকবেনা। আর তখন বলতেন আমি শুধু মুখেই আপনার নাম নেইনা ঠিক ই কিন্তু অন্তর থেকে তো আপনারে মুছে দিতে পারিনা।

নবীজি( সাঃ) খুশী হয়ে যেতেন।

কিন্তু আরেকদিন কি হইছে জানেন?

এইবার দুজনেই দুজনের প্রতি রাগ কইরা আছে৷ রাগ ভাঙানোর মতো পরিস্থিতিতে কেউ নেই।
ঠিক তখনো নবীজি (সাঃ) ই আগে আম্মাজান আয়েশারে বললেন,
রাগ তো করলা। মিটিমাট করার জন্য ৩য় আরেকজন লাগবে। কারে ডাকবো বলো?
উমর রে ডাকবো নাকি?
আম্মাজান আয়েশা বললো "না"। উনি খুব রাগী। উনারে আমার ভয় লাগে।
উনি বলেন তাইলে ডাকবো কাকে? তোমার আব্বারে ডাকি?
আম্মাজান আয়েশা খুশী হইয়া বলেন, ডাকেন।

আবু বকর (রাঃ) আইসা ঘটনা জানতে চাইলে নবীজি বলা শুরু করার সময় আম্মাজান আয়েশা বইলা উঠে
ঘটনা যা হইছে তাই বইলেন। মিথ্যে বইলেন না কিন্তু আবার দেইখেন।

এইটা শুনে আবু বকর (রাঃ) আম্মাজান আয়েশার উপর উলটো রেগে যান। উনার উপর হাত দিতে গেলে উনি বাচতে তিনি নবীজির পেছনে গিয়ে আশ্রয় নিলেন।

আর নবীজি(সাঃ) ঠিক তখন দুই হাত মেলে দিয়ে উনারে বাপের হাত থেকে উনারে বাচাইলেন। এই সময় আবু বকর ঘর হতে বের হইয়া যান।

নবীজি (সাঃ) তখন আম্মাজান আয়েশারে যে বাচাইছে এটার ক্রেডিট নিতেছিলেন। আর হাসছিলেন। এটা শুনে লজ্জায় আম্মাজান আয়েশা নিজেও হাসা শুরু করলেন।

আবু বকর আশ্চর্য হয়ে যান! ঘরে অনুমতি নিয়ে ঢুকে তিনিও খুশী হয়ে হাসা শুরু করলেন।

এই ছিলো আমাদের রাসূলের রাব্বাতুল বাইত সামলানোর কৌশল। এই ছিলো আমাদের আম্মাজানের নিজের মানুষের প্রতি অভিমানের পর ভালবাসা!

ঝগড়া তাদের ও হইতো বাট ঝগড়ার পর সিচ্যুয়েশন এত মধুর করে কিভাবে হ্যান্ডেল করতে হয় এইটা মনে হয় আল্লাহর রাসূলের চেয়ে ভালো আর কেউ জানতেন না!

C

দেশের খাদেম হবো, মালিক নয়....-জামায়াতে আমীর
02/10/2024

দেশের খাদেম হবো, মালিক নয়....

-জামায়াতে আমীর

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের - ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়য়ক সম্পাদক মাজহারুল ইসলাম। (গোল্ড মেডেলিস্ট)তিনি ...
02/10/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের - ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়য়ক সম্পাদক মাজহারুল ইসলাম। (গোল্ড মেডেলিস্ট)

তিনি রিসেন্ট মাস্টার্স প্রথম সেমিস্টারে সিজি ফোরের মধ্যে ফোর পাওয়ায় স্বর্ণপদক পেয়েছেন।

জ্ঞানের সাথে যদি রাজনীতির সমন্বয় ঘটে, তখন রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়। শুভকামনা নতুন পথচলায়।

বহুল আকাঙ্খিত ছাত্রশিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ।
02/10/2024

বহুল আকাঙ্খিত ছাত্রশিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ।

02/10/2024

ক্ষমতায় গেলে দুর্নীতি করবো না , করতেও দেবো না।

-- জামায়াত আমীর

শিবিরের ডাটাবেজ বানিয়ে যোগ্যাতার প্রমাণ দিয়ে কী হলো, শিবির তো এখন প্রকাশ্যেই আসতেছে। কয়টা দিন ধৈর্য্য ধরলেই পারতো।
02/10/2024

শিবিরের ডাটাবেজ বানিয়ে যোগ্যাতার প্রমাণ দিয়ে কী হলো, শিবির তো এখন প্রকাশ্যেই আসতেছে। কয়টা দিন ধৈর্য্য ধরলেই পারতো।

31/08/2024

"আমলের খাতাটা বড্ড শূন্য", কিন্তু গোনাহের খাতাটা পরিপূর্ণ,, ইয়া রব আমাদের ক্ষমা করুন!!

🤲(আমিন)🤲

22/05/2024

আমিতো জন্মের পর
থেকেই ভাগ্যবান কারণ আমি শেষ নবীর উম্মত আলহামদুলিল্লাহ🥰

09/05/2024

সবাই একবার বলি!!

আস্তাগফিরুল্লাহ।

08/05/2024

শুকরিয়া জানায় সেই আল্লাহর দরবারে যিনি রহমতের বৃষ্টি দিয়ে দুনিয়াটা ঠান্ডা করে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ।

07/05/2024

ধৈর্যশীলরা কখনো ঠকে না।কিসের এত চিন্তা যেখানে
আল্লাহ্ নিজেই উত্তম পরিকল্পনাকারী!
আলহামদুলিল্লাহ্

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when H r i d o y 2..0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share