ঈদগাঁহ্ মার্কেট ব্লাড ডোনেট ক্লাব- Embdc"

  • Home
  • Bangladesh
  • Barisal
  • ঈদগাঁহ্ মার্কেট ব্লাড ডোনেট ক্লাব- Embdc"

ঈদগাঁহ্ মার্কেট ব্লাড ডোনেট ক্লাব- Embdc" Stay on the humanitarian side by inviting 50 of your Facebook friends to the group every day to creat

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঈদগাঁহ মার্কেট ব্লাড ডোনেট ক্লাব   এর অফিস কক্ষে জাতীয় পতাকা উত্তোলন।
16/12/2022

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঈদগাঁহ মার্কেট ব্লাড ডোনেট ক্লাব এর অফিস কক্ষে জাতীয় পতাকা উত্তোলন।

❝একটি মানবিক আবেদন।।❞সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা চলছে। এমতাবস্থায় দ্রুত উদ্ধার কাজ যেমন দরকার, তেমন...
19/06/2022

❝একটি মানবিক আবেদন।।❞
সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা চলছে। এমতাবস্থায় দ্রুত উদ্ধার কাজ যেমন দরকার, তেমনি শুকনো খাবার পানি ও ঔষধ সরবরাহ করাও জরুরি।

আমরা ঈদগাঁহ মার্কেট ব্লাড ডোনেট ক্লাব
হস্তিশুন্ড, উজিরপুর, বরিশাল।
( ) এর পক্ষ থেকে বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জ বাসীর
পাশে দাড়ানোর চেষ্টা করতেছি...
আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আর্থিক সহায়তা করে তাদের পাশে দাড়াতে পারেন।।।
তাই, আপনার সাধ্য অনুযায়ী (১০/২০/৫০/১০০/৫০০) টাকা দিয়ে আমাদেরকে, তাহাদের পাশে দাড়াতে সাহায্য করুন।।।

বিকাশ ( পার্সোনাল) =01623560239
নগদ ( পার্সোনাল) = +8801815-250955
রকেট ( পার্সোনাল) = +8801867-582930

Dutch bangla bank
MD JASIM SIKDER
AC/ 1271570005605
BARISAL BRANCH

Islami bank
Account Number: 20504180100034108
Account Name : TECHZO HUB
Branch : Wazirpur

CITY BANK A/C: 2303036405001
NAME : MD JASIM SIKDER
BARISAL BRANCH
আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।।
মহান আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুন।। আমিন! 🤲

01/06/2022
উক্ত ক্যম্পেইন এ আপনারা সবাই আমন্ত্রিত।😍
18/03/2022

উক্ত ক্যম্পেইন এ আপনারা সবাই আমন্ত্রিত।😍

03/02/2022

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

▪️ ডোনারের যাতায়াত খরচ,
▪️ডাব,স্যালাইন পানি,কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার
এবং
পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।
পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম তবুও ব্লাড দেয়।
আবার, যারা ব্লাড খুজে দেয় তারাই জানে ১ব্যাগ ব্লাড খুজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেন ই না। এগুলা হাইড স্টোরি থাকে।
কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।
নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।
যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

সংগৃহীত

12/01/2022

❣️ জীবন দিয়ে জীবন নয়,
রক্ত দিয়ে জীবন জয়!❣️

06/01/2022

ডাক্তার বলেছে ১/২ ঘন্টার মধ্যে ইমারজেন্সী রক্তের প্রয়োজন!তখন কি করবেন??

আজ ছোট্ট দুটি কৌশল শিখিয়ে দিবো!যা প্রয়োগ করে সহজে পেতে পারেন আপনার কাঙ্খিত রক্ত।

কৌশলঃ১.যেকোন হস্পিটালে গেলেই আমরা অহরহ মানুষ দেখতে পাই।বিভিন্নজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হস্পিটালে ডাক্তারের নিকট স্বরণাপন্ন হয়।

এখানে একটি বিষয় লক্ষনীয় যে হস্পিটালে উপস্থিত সবাই কিন্তু রোগী না!রোগীর সাথে তার আত্বীয়-স্বজন,বন্ধু-বান্ধব ইত্যাদি লোকজনও আসে।
ইমারজেন্সী মূর্হুতে নিজের ভিতরে ভয় সংকোচ না রেখে রোগীর সাথে আসা লোকজনকে বিনয়ের সাথে গিয়ে জিজ্ঞাসা করুন তার রক্ত গ্রুপ এবং মিলে গেলেই রোগীর সমস্যা ও আপনার গুরুত্ব বুঝিয়ে সংগ্রহ করে নিন রক্তদাতা।

২.যদি সেই সময়টা নামাযের মুহূর্ত হয় তাহলে মসজিদের ইমাম বা মুয়াজ্জিন এর কাছে জামায়াত শেষে মুসল্লিদের নিকট রক্তের জন্য রিকুয়েস্ট করার কথা বলতে পারেন।

বলে রাখা ভালো আপনি যত বিনয় এবং সুন্দরভাবে বলতে/বুঝাতে পারবেন ততই আপনার রক্তদাতা পেতে সুবিধা হবে।

সচেতনতা সবার আগে✌।

সংগৃহীত,,,

এশিয়াতে রক্তের গ্রুপের অনুপাত (%)O+ = 39%O- = 1%A+ = 27%A- = 0.5%B+ = 25%B- = 0.4%Ab+ = 7% Ab- = 0.1 % মনে রাখবেন 0-10% ...
01/01/2022

এশিয়াতে রক্তের গ্রুপের অনুপাত (%)
O+ = 39%
O- = 1%
A+ = 27%
A- = 0.5%
B+ = 25%
B- = 0.4%
Ab+ = 7%
Ab- = 0.1 %
মনে রাখবেন 0-10% মধ্যে যারা আছে তারা সব সময় আপনার গ্রুপের সাথে মিলে এমন কারো সাথে যোগাযোগ রাখবেন...!

প্রচার বিভাগ,
ঈদগাঁহ মার্কেট ব্লাড ডোনেট ক্লাব ( )

22/12/2021

Address

Barisal
8220

Telephone

+8801890261738

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঈদগাঁহ্ মার্কেট ব্লাড ডোনেট ক্লাব- Embdc" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঈদগাঁহ্ মার্কেট ব্লাড ডোনেট ক্লাব- Embdc":

Share

Category

Nearby media companies


Other Publishers in Barisal

Show All