Safayet's gk

Safayet's gk writer - Editor

02/09/2022

সাধারণজ্ঞান:
১। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২। আওয়ামী লীগের ৬ দফা পেশ করা হয়েছিল কত সালে?
উত্তর:১৯৬৬ সালে।
৩। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর:১৯৭৪ সালে।
৪। 'একুশে ফেব্রুয়ারি' বিখ্যাত গানটির সুরকার কে?
উত্তর: আলতাফ মাহমুদ।
৫। 'বিদ্রোহী' কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর:১৯২২ সালের ৬ জানুয়ারি।
৬। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে?
উত্তর:১৯৯১সালে।
৭। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর:১৩৬ তম।
৮। 'বঙ্গভঙ্গ' কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড কার্জন।
৯। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন ছিলেন কারা?
উত্তর: পর্তুগিজরা।
১০। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
১১। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
উত্তর: একটি কালো মেয়ের কথা।
১২। 'কালো বরফ' উপন্যাসের বিষয়-
উত্তর: দেশভাগ।
১৩। 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
১৪। জীবনস্মৃতি কার রচনা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৫। দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
১৬। জসীমউদ্দীনের রচনা-
উত্তর: যাদের দেখেছি।
১৭। ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন -
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
১৮। 'আগুনপাখি'- উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: হাসান আজিজুল হক।
১৯। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
উত্তর:১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দ।
২০। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল?
উত্তর: সোভিয়েত ইউনিয়ন।
২১। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিল।
২২। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
২৩। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
উত্তর: ফরিদপুর।
২৪। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
উত্তর:২ কোটি ১১ লক্ষ একর।
২৫। 'গারো উপজাতি' কোন জেলায় বাস করে?
উত্তর: ময়মনসিংহ।
২৬। ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত?
উত্তর: $১,৭৫২ মার্কিন ডলার।
২৭। Inclusive Development Index (IDI)- এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
উত্তর: দ্বিতীয় স্থান।
২৮। ২০১৮ সালে বাংলাদেশে

30/08/2022

সাধারণজ্ঞান:
১। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২। আওয়ামী লীগের ৬ দফা পেশ করা হয়েছিল কত সালে?
উত্তর:১৯৬৬ সালে।
৩। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর:১৯৭৪ সালে।
৪। 'একুশে ফেব্রুয়ারি' বিখ্যাত গানটির সুরকার কে?
উত্তর: আলতাফ মাহমুদ।
৫। 'বিদ্রোহী' কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর:১৯২২ সালের ৬ জানুয়ারি।
৬। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে?
উত্তর:১৯৯১সালে।
৭। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর:১৩৬ তম।
৮। 'বঙ্গভঙ্গ' কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড কার্জন।
৯। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন ছিলেন কারা?
উত্তর: পর্তুগিজরা।
১০। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
১১। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
উত্তর: একটি কালো মেয়ের কথা।
১২। 'কালো বরফ' উপন্যাসের বিষয়-
উত্তর: দেশভাগ।
১৩। 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
১৪। জীবনস্মৃতি কার রচনা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৫। দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
১৬। জসীমউদ্দীনের রচনা-
উত্তর: যাদের দেখেছি।
১৭। ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন -
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
১৮। 'আগুনপাখি'- উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: হাসান আজিজুল হক।
১৯। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
উত্তর:১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দ।
২০। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল?
উত্তর: সোভিয়েত ইউনিয়ন।
২১। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিল।
২২। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
২৩। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
উত্তর: ফরিদপুর।
২৪। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
উত্তর:২ কোটি ১১ লক্ষ একর।
২৫। 'গারো উপজাতি' কোন জেলায় বাস করে?
উত্তর: ময়মনসিংহ।
২৬। ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত?
উত্তর: $১,৭৫২ মার্কিন ডলার।
২৭। Inclusive Development Index (IDI)- এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
উত্তর: দ্বিতীয় স্থান।
২৮। ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
উত্তর:$৪১ বিলিয়ন মার্কিন ডলার।
২৯। Alliance যে দেশভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন-
উত্তর: যুক্তরাষ্ট্রের।
৩০। ২০১৮ সালে বাংলাদেশের GDP-তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?
উত্তর: ৩৩.৬৬%
৩১। ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
উত্তর: সাড়ে ৪ হাজার কোটি টাকা।
৩২। সংবিধানের কোন সংশোধনীকে 'First distortion of constitution' বলে আখ্যায়িত করা হয়?
উত্তর: ৫ম সংশোধনী।
৩৩। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
উত্তর: সপ্তম।
৩৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২।
৩৫। সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' (PSC) গঠনের উল্লেখ আছে?
উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদে।
৩৬। বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?
উত্তর: ৩৫ জন।
৩৭। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?
উত্তর: মানবাধিকার।
৩৮। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়-
উত্তর: ৭ মার্চ, ১৯৭৩।
৩৯। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
উত্তর: ১৩ হাজার ১৩৬ টি।
৪০। 'Let there be light '- বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
উত্তর: জহির রায়হান।
৪১। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি?
উত্তর: ক্রান্তীয় চিরহরিৎ, আধা- চিরহরিৎ জাতীয়।
৪২। বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
উত্তর:১৯৮৮।
৪৩। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: নয়া দিল্লি।
৪৪। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
উত্তর: কৃষি খাত।
৪৫। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম-
উত্তর: জলোচ্ছ্বাসজনিত বন্যা।
৪৬। বাংলাদেশে অবস্থিত সংস্থাটির সচিবালয়-
উত্তর: BIMSTEC.
৪৭। OIC - এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
উত্তর: ২য় শীর্ষ সম্মেলন।
৪৮। বঙ্গবন্ধুকে কখন 'জুলিও কুরি' শান্তি পুরস্কার প্রদান করা হয়?
উত্তর:১৯৭২ সালের ১০ অক্টোবর।
৪৯। ঐতিহাসিক 'ছয় দফা দাবিতে' যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
উত্তর: বিচার ব্যবস্থা।
৫০। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
উত্তর: পুন্ড্র।
৫১। কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: সন্তোষে।
৫২। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
উত্তর: অশোক।
৫৩। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
উত্তর: রাজা পঞ্চম জর্জ
৫৪। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর:২২ ফেব্রুয়ারি,১৯৭৪।
৫৫। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
উত্তর: বান্দরবান।
৫৬। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তর:৫টি।
৫৭। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
উত্তর:৭ মার্চ,১৯৭৩।
৫৮। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৫৯। 'মাৎস্যন্যায়'বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তর:৭ম -৮ম শতক।
৬০। বাংলার কোন সুলতানের শাসনামলকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়?
উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ।
৬১। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তর: ন‌ওয়াব স্যার সলিমুল্লাহ।
৬২। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: খাজা নাজিম উদ্দীন।
৬৩। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
উত্তর: খাগড়াছড়ি জেলায়।
৬৪। বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: কেশব সেন।
৬৫। মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮, থিয়েটার রোডে 'বাংলাদেশ বাহিনী' কখন গঠন করা হয়?
উত্তর: এপ্রিল ১১,১৯৭১।
৬৬। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
উত্তর: অনুচ্ছেদ ৭(b)।
৬৭। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল?
উত্তর: তত্ত্বাবধায়ক সরকার।
৬৮। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
উত্তর:৪র্থ তফসিল।
৬৯। কোন উপজাতিটির আবাসস্থল 'বিরিশিরি' নেত্রকোনায়?
উত্তর: গারো।
৭০। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়?
উত্তর: IMF এর bailout package- এর মাধ্যমে।
৭১। ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
উত্তর: মুঘল আমলে।
৭২। স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
উত্তর: জাভেদ করিম।
৭৩। বীরশ্রেষ্ঠ নন-
উত্তর: মুন্সি আব্দুর রহিম।
৭৪। লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
উত্তর:২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪।
৭৫। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
উত্তর: অনুচ্ছেদ ২৫।
৭৬। বাংলাদেশের সর্বদক্ষিনে অবস্থিত-
উত্তর: সেন্টমার্টিন।
৭৭। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
উত্তর: সিপাহী হামিদুর রহমান।
৭৮। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
উত্তর: সিয়েরা লিওন।
collected

ভারতের স্বাধীনতা দিবস(সংগৃহীত:-টিভি9বাংলা)
15/08/2022

ভারতের স্বাধীনতা দিবস
(সংগৃহীত:-টিভি9বাংলা)

15/08/2022
15/08/2022
16/07/2022

Google ceo = indian
Microsoft ceo = indian
Twitter ceo = indian
Adobe ceo = indian
IBM ceo= indian
Palo alto ceo= indian
Only Fans ceo = indian
MasterCard ceo = indian
PepsiCo ceo= indian
Vimeo ceo = indian

Usa vice president= indian (mother side)
British prime minister = indian (most probably very soon)

unicorn startup (1 billion USD+ valuation) in india = 101+ (3rd highest in the world)

Every year new start-ups in India= 65000+

And here Filipino , indonesian , bangladeshi are busy in troll india . And indian trying to dominate world .
🧘🧘🧘

বই পড়লে পড়ার মতো পড়তে হবে!😏
16/07/2022

বই পড়লে পড়ার মতো পড়তে হবে!😏

16/07/2022

#সাধারনজ্ঞান
Q. বাংলাদেশে কোথায় প্রথম কম্পিউটার
ব্যবহৃত হয়?
Ans: বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা
কেন্দ্রে
Q. জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল প্রতিষ্ঠা হয়
কবে ?
Ans: ১৯৯৪ সালে
Q. জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট
ফেইসবুক- এর প্রতিষ্ঠাতা কে?
Ans: মার্ক জুকারবাগ
Q. জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট
ফেইসবুক প্রতিষ্ঠা হয় কবে ?
Ans: ২০০৪ সালে
Q. জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট
টুইটার- এর প্রতিষ্ঠাতা কে?
Ans: জ্যাক ডোরসি
Q. জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট
টুইটার প্রতিষ্ঠা হয় কবে ?
Ans: ২০০৬ সালে
Q. কাকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার
হিসেবে বিবেচনা করা হয়
Ans: অ্যাডা অগাস্টাকে
Q. কম্পিউটারের সিপিউ মানে কি ?
Ans: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।

প্রথমআলো, Daily Star ও অন্যান্য জাতীয় দৈনিক পত্রিকা১৩লা জুলাই, ২০২২ (২৯ই আষাঢ়, ১৮২৯)
16/07/2022

প্রথমআলো, Daily Star ও অন্যান্য জাতীয় দৈনিক পত্রিকা
১৩লা জুলাই, ২০২২ (২৯ই আষাঢ়, ১৮২৯)

শ্রীলঙ্কা সংকট!!!© প্রথমআলো
16/07/2022

শ্রীলঙ্কা সংকট!!!
© প্রথমআলো

16/07/2022

◼️গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ:
০১| "তিয়েন আনমেন"অর্থ?
_____চিরশান্তির তোরণ
০২| "ধীবর" শব্দের অর্থ?
_____মৎস্যজীবী
০৩| "টর্নেডো"অর্থ?
_____বজ্রঝড়
০৪| "সিডর" শব্দের অর্থ?
_____চোখ
০৫| "আইলা" শব্দের অর্থ?
_____ডলফিন বা শুশুকজাতীয়
০৬| "SMOG"হচ্ছে?
_____দূষিত বাতাস
০৭| "ওয়েস্টইন্ডিজ" অর্থ?
_____দ্বীপ সমষ্টি
০৮| "Horn"অর্থ?
_____শিং
০৯| "ল্যাপটপ" হচ্ছে?
_____ছোট কম্পিউটার
১০| "অ্যাবাকাস" হচ্ছে?
_____একপ্রকার গণনাযন্ত্র
১১| "বুলগাকপুর"শব্দের অর্থ?
_____বিদ্রোহের নগরি
১২| "মামলুক"শব্দের অর্থ?
_____ক্রীতদাস
১৩| "হুমায়ুন"শব্দের অর্থ কী?
_____ভাগ্যবান
১৪| "বাবর" শব্দের অর্থ কী?
_____বাঘ
১৫| "মুঘল" শব্দের অর্থ কী?
_____নির্ভীক
০১| "মুজিব"শব্দের অর্থ?
®_____উত্তরদাতা
০২| "আওয়ামী" শব্দের অর্থ কী?
®_____আমজনতা
০৩| "মৌসুম"শব্দের অর্থ?
®_____ঋতু
০৪| "আতাতুর্ক"শব্দের অর্থ?
®_____জাতির জনক
০৫| "মোবাইল"শব্দের অর্থ?
®_____ভাম্যমান বা স্থানান্তরযোগ্যতা
০৬| "কাটরা"শব্দটি দ্বারা বুঝায়?
®_____বিশ্রামাগার
০৭| "রেনেসাঁ" শব্দের অর্থ কী?
®_____পুনর্জন্ম বা নবজাগরণ
০৮| "গ্লোবাল ভিলেজ"অর্থ?
®_____বিশ্বগ্রাম বা বিশ্বায়ন
০৯| "আগা খান"শব্দের অর্থ?
®_____সম্মানী শাসক
১০| শ্রীঘর শব্দের অর্থ?
®_____জেলখানা
১১| "মধুপ" শব্দের অর্থ কী?
®_____মধু পান করে যে ভ্রমর
১২| "সমুদ্র সফেন" মানে কী?
®_____ফেনাময় সমুদ্র
১৩| "ফালাসিফা" শব্দের অর্থ কী?
®_____দার্শনিক
১৪| "ফাজিল"শব্দের অর্থ কী?
®_____পণ্ডিত বা বিদ্বান
১৫| "মুসলিম বা মুসলমান"শব্দের অর্থ?
®_____আত্মসমর্পণকারী
১৬| "সাইক্লোন" শব্দের অর্থ কী?
®_____সাপের কুণ্ডলী/চাকা
১৭| "কৈবর্ত" শব্দের অর্থ?
®____জেলে/ধীবর বা মৎসজীবী
১৮| "ব্লাসফেমি"শব্দ দ্বারা বুঝায়?
®_____ধর্মীয় অবমাননা/ধর্মনিন্দা
১৯| "কনস্টানটিনোপল" শব্দের অর্থ?
®_____সম্রাট কনস্টান-টিয়াসের শহর
২০| "ককপিট" শব্দের অর্থ?
®____রণক্ষেত্র
২১| "বেসাতি"শব্দের অর্থ?
®____কেনাবেচা
২২| "গ্রিনপিস"হচ্ছে---?
®____নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারী পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
২৩| "কার্টাগেনা প্রটোকল"হচ্ছে?
®____কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
২৪| "ওয়াল্ড ওয়াচ" হচ্ছে?
®____ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
২৫| "লোহিত ও দামিনী" শব্দের অর্থ?
®____লাল রং ও বিদ্যুৎ
২৬| "বাতিঘর"শব্দের অর্থ?
®____জাহাজের নাবিকদের দির্কনিদেশনা দেওয়ার জন্য প্রোজ্বলিত কুণ্ডলি।
২৭| "মান্দি ও চাকমা" শব্দের অর্থ কী?
®_____মানুষ
২৮| "SMOG"হচ্ছে...?2
®_____দূষিত বাতাস
২৯| "IUCN"শব্দটি দ্বারা বুঝায়?
®_____বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
৩০| "টর্নেডো"শব্দের অর্থ?
®_____বজ্রঝড়
৩১| "সুনামি" শব্দের অর্থ?
®_____বন্দরের ঢেউ
৩২| "সিডর" শব্দের অর্থ?
®_____চোখ
৩৩| "আইলা" শব্দের অর্থ?
®_____ডলফিন
৩৪| "রোয়ানু" শব্দের অর্থ?
®_____নারকেলের ছোবড়ার আঁশের দড়ি
৩৫| "মোরা" শব্দের অর্থ?
®_____সাগরের তারা
৩৬| "তিতলি" শব্দের অর্থ?
®_____প্রজাপতি
৩৭| "ওয়ার্ড/হুয়াওয়ে(মোবাইল)"শব্দের অর্থ?
®_____ফুল
৩৮| "ম্যালেরিয়া" শব্দের অর্থ কী?
®_____খারাপ বাতাস
৩৯| "ইনসোমনিয়া" একটি?
®_____নিদ্রাহীনজনিত রোগ
৪০| "কসমিক ইয়ার"বলতে বুঝায়?
®_____ছায়া পথে নিজ অক্ষে আবর্তনকাল
৪১| "উদীচী" শব্দের অর্থ?
®____উত্তর দিক
৪২| "আরব"শব্দের অর্থ?
®____বৃক্ষলতাহীন মরুভূমি
৪৩| "হায়ারোগ্লিফিক"শব্দের অর্থ?
®____পবিত্রলিপি
৪৪| "প্যাপিরাস"শব্দের অর্থ?
®____পেপার বা কাগজ
৪৫| "মহেনঞ্জোদারো"কথাটির অর্থ?
®____মরা মানুষের ঢিবি
৪৬| "চর্যাপদ"শব্দের অর্থ?
®____আচরণ
৪৭| "চর্যাচর্যবিনিশ্চয়"শব্দের অর্থ?
®____কোনটি আচরণীয় কোনটি নয়
৪৮| "ভুসুকু"শব্দ দ্বারা বুঝায়?
®____ভুক্তি সুক্তি কুঠিরে
৪৯| "স্ক্যান্ডিনেভিয়া"হচ্ছে?
®____ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চলের এলাকা
৫০| "পোর্টো গ্র্যান্ডে" হচ্ছে?
®____পর্তুগিজদের দেওয়া চট্টগ্রাম বন্দরের নাম
৫১| "পোর্টো নোভো" হচ্ছে?
®____বেনিনের রাজধানী
৫২| "হার্মাদ" হচ্ছে?
®____পর্তুগিজ জলদস্যু
৫৩| "উপমান"শব্দের অর্থ?
®____তুলনীয় বস্তু
৫৪| "ঈশান"শব্দের অর্থ?
®____উত্তর-পূর্বকোণ
৫৫| "ইন্তিফাদা" কী?
®____ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিপ্লব
৫৬| "ওয়াফা" কী?
®____ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা
৫৭| "ইন্টারফ্যাক্স" কী?
®____রাশিয়ার বার্তা সংস্থা
৫৮| "ফেয়ার ফ্যাক্স" কী?
®____যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা
৫৯| "মোসাদ" কী?
®____ইসরাইলের গোয়েন্দা সংস্থা
৬০| "ফালুন গং" কী?
®____চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
৬১| "উইঘর" কী?
®____চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম সম্প্রদায়
৬২| "সানা" কী?
®____সিরিয়ার সংবাদ সংস্থা
৬৩| "আতাতুর্ক" শব্দের অর্থ?
®____জাতির জনক
৬৪| "আনাতোলিয়া" কী?
®____তুরস্কের একটি মালভূমি বা প্রাচীন সভ্যতার কেন্দ্র
৬৫| "ভিক্টোরিয়া ক্রস" কী?
®____যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাব
৬৬| "স্ফিংস" কী?
®____মিশরের পিরামিডের মূর্তি
৬৭| "বাল্টু" কী?
®____দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ আদিবাসীদের একত্রে বলা হয় বাল্টু
৬৮| "নিপ্পন"শব্দের অর্থ?
®____সূর্যের উৎস
৬৯| "ভাইরাস" শব্দের অর্থ কী?
®____বিষ
৭০| "ব্ল্যাক সেপ্টেম্বর"কী?
®____১৯৭০ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন
৭১| "Water Aid" কী?
®____বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে এমন সংস্থা
৭২| "At arms leanth"phrase এর অর্থ?
®____নিরাপদ দূরত্ব
৭৩| "Cought on"phrase এর অর্থ?
®____আক্রান্ত হওয়া
৭৪| "নেপিয়ার" কী?
®____এক জাতীয় ঘাস
৭৫| "সোয়াম্প ফরেস্ট"কী?
®____স্বাদু পানির জলাবন(রাতারগুল)
৭৬| "শারম-আল-শেখ" কী?
®____মিশরের অবকাশ কেন্দ্রের নাম
৭৭| "স্টিংগার" কী?
®____বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
৭৮| "START-1 ও START-2" কী?
®____কৌশলগত অস্ত্র সীমিতকরণ ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস করা
৭৯| "বলকান"শব্দের অর্থ কী?
®____সারি পর্বত
৮০| "আরব বসন্ত" কী?
®____আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
৮১| "শেনজেন চুক্তি"কী?
®____ইউরোপীয় সদস্যভুক্ত দেশে অবাধ চলাচল চুক্তি
৮২| "র‍্যাফলেশিয়া"কী?
®____পৃথিবীর বৃহত্তম ফুল
৮৩| "কালো সোনা বা ব্ল্যাক গোল্ড"কী?
®____তেজস্ক্রিয় বালু
৮৪| "সাদা সোনা বা হোয়াইট গোল্ড"কী?
®____চিংড়ি
৮৫| "টাইডাল বন"কী?
®____জোয়ার-ভাটার বন
৮৬| "ম্যানগ্রোভ" কী?
®____লুনাপানি বা কাঁদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো শ্বাসগ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছ।
৮৭| "জুমচাষ"কী?
®____স্থান পরিবর্তন করে চাষ
৮৮| "ইত্তেফাক"শব্দের অর্থ?
®____সম্প্রীতি
৮৯| "দারফুন" কী?
®____সুদানের একটি অঞ্চল
৯০| "ভেটো"শব্দের অর্থ?
®____আমি মানি না

15/07/2022

✍️✍️নারী সম্পর্কে এক কথায় প্রকাশ:
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা = মহাশ্বেতা
যে নারী আনন্দ দান করে = বিনোদিনী
যে নারী কহলপ্রিয় = খাণ্ডানী
যে নারী (বিবাহিত বা অবিবাহিত) চিরকাল
পিতৃগৃহবাসিনী = চিরন্টী
যে নারীর সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা
যে নারী বীর = বীরাঙ্গনা
যে নারী বার (সমূহ) গামিনী = বারাঙ্গনা
যে নারী শিশুসন্তানসহ বিধবা = বালপুত্রিকা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী = অঘটনঘটনপটীয়সী
যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে)= অসূর্যম্পশ্যা
যে নারী একবার সন্তান প্রসব করেছে =কাকবন্ধ্যা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্যপূর্বা
যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা = চিত্রার্পিতা
যে নারী (বা গাভী) দুগ্ধবতী = পয়স্বিনী
যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা
যে নারী স্বয়ং পতি বরণ করে = স্বয়ংবরা
যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ
যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা
যে নারী সুন্দরী = রামা
যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা
যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা =পরভৃতা বা পরভৃতিকা
যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী
যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা
যে নারীর (মেয়ের) বিয়ে হয় নি = কুমারী
যে নারীর বিয়ে হয়েছে = উঢ়া
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া
/নবোঢ়া(আইবুড়ো অর্থে)
যে নারীর নখ শূর্পের (কুলা) মত = শূর্পণখা
যে নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া
যে নারীর দুটি মাত্র পুত্র = দ্বিপুত্রিকা
যে নারীর স্বামী (ভর্তা) বিদেশে থাক= প্রোষিতভর্তৃকা
যে নারীর পঞ্চ স্বামী = পঞ্চভর্উঢ়া
যে নারীর সতীন/শত্রু নেই = নিঃসপ্ত
যে নারীর সন্তান হয় না = বন্ধ্যা
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে = অধিবিন্না
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা
যে মেয়ের বয়স দশ বৎসর = কন্যকা
কুমারীর পুত্র = কানীন
নারীর লীলাময়ী নৃত্য = লাস্য
উত্তম বস্ত্রালঙ্কারে সুসজ্জিত নটীগণের নৃত্য
= যৌবত
অবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরও যে কনিষ্ঠার
বিয়ে হয় = অগ্রেদিধিষু
অক্ষিতে কাম যার (যে নারীর) = কামাক্ষী

বঙ্গবন্ধুর উপাধি।Follow Safayet's gk
15/07/2022

বঙ্গবন্ধুর উপাধি।
Follow Safayet's gk

15/07/2022

👉 বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

১.নাফ নদী
২.রায়মঙ্গল
৩.সুরমা
৪.হাড়িয়াভাঙ্গা

15/07/2022

📖💥"বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে.....❔

ক) কবীর চৌধুরী
খ) সৈয়দ আলী আহসান
গ) সিরাজুল ইসলাম চৌধুরী
ঘ) সৈয়দ শামসুল হক

15/07/2022

বিশ্বে সবচেয়ে শীতল স্থান -' ভস্তোক (-৮৯)' ।

15/07/2022

বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠা সালঃ-

➡ঢাকা বিশ্ববিদ্যালয়→১৯২১
➡রাজশাহী বিশ্ববিদ্যালয়→১৯৫৩
➡চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়→১৯৬৬
➡জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়→১৯৭০
➡ইসলামী বিশ্ববিদ্যালয়→১৯৮০
➡খুলনা বিশ্ববিদ্যালয়→১৯৯১
➡কুমিল্লা বিশ্ববিদ্যালয়→২০০৬
➡জগন্নাথ বিশ্ববিদ্যালয়→২০০৫
➡জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়→ ২০০৫
➡বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়→২০০৮
➡বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস→২০০৮
➡বরিশাল বিশ্ববিদ্যালয়→২০১১
➡শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→১৯৮৬
➡মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→১৯৯৯
➡হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→ ১৯৯৯
➡পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→২০০২
➡নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→২০০৬
➡যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→২০০৮
➡পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→২০০৮
➡বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→ ২০১১
➡বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়→১৯৬২
➡রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→১৯৬৪
➡চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→১৯৬৮
➡খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→১৯৬৯
➡ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়→১৯৮০
➡বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়→১৯৬১
➡বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়→১৯৯৮
➡শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়→২০০১
➡সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়→২০০৬
➡চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয→২০০৬
➡বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয→১৯২১
➡বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়→১৯৯৮।

সংগৃহীত

©

পৃথিবীতে সবোর্চ্চ ঘনবসতি পৃন দেশ...ক। চীনখ। জাপানগ।মোনাকোঘ‌। বাংলাদেশ
15/07/2022

পৃথিবীতে সবোর্চ্চ ঘনবসতি পৃন দেশ...
ক। চীন
খ। জাপান
গ।মোনাকো
ঘ‌। বাংলাদেশ

15/07/2022
15/07/2022

🔰 এক নজরে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক :
** প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পদ্মাকন্যা’ উপাধি দিয়েছেন - আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ‘আবদুর রহমান’ (২৩ জুন, ২০২২ )
** বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান - ১৬৬তম
**ফুটবলে বাংলাদেশের অবস্থান - ১৯২ তম
** চীনকে ঠেকাতে প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন জোট - Partners in the Blue Pacific (PBP).
সদস্য দেশ: ৫।
দেশগুলো হল: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য।
** সম্প্রতি ন্যাটোর ৩২ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- মাদ্রিদ, স্পেন (২৮ - ৩০ জুন, ২০২২)
** ন্যাটোর ৩২ তম সম্মেলনে ফিনল্যান্ড ও সুইডেন কে ন্যাটো সদস্য হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়
** মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান -
স্বাদু পানির মাছ উৎপাদনে - ৩য়
চাষের মাছ উৎপাদেনে - ৩য়
স্বাদুপানির পাখনাযুক্ত মাছ (ফিনফিশ) উৎপাদনে - ২য়
ইলিশ মাছ উৎপাদনে - ১ম
সামুদ্রিক মৎস্য আহরণে - ২৮তম
** সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে ব্রিটিশ রাজপরিবার থেকে সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি তরুণ ফায়েজুদ্দিন বেলাল
** মানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে না পারায় গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করেছে BTRC- ২৯ জুন ২০২২
**টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০টা টেস্ট হারল (১৩৪টি টে‌স্টের ম‌ধ্যে) - বাংলাদেশ
** জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক :
পোস্তগোলা সেতু (ঢাকা) - মাওয়া - ভাঙ্গা (ফরিদপুর) = ৫৫ কি.মি. এক্সপ্রেসওয়ে।
* * বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাইকমিশনার - সুধাকর ডালেলা
** চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট : I2U2 (I2=India, Israel) & (U2=USA, UAE):
অর্থনৈতিক জোট।
সদস্য দেশ: ৪ (ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত)।
প্রথম বৈঠক হবে: ১৩-১৬ জুলাই, ২০২২
** বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার - ফ্রন্টিয়ার (যুক্তরাষ্ট্র)।
ফ্রন্টিয়ার - বিশ্বের প্রথম এক্সাসকেল সুপার কম্পিউটার।
তৈরি করেছে: ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি (যুক্তরাষ্ট্র)।
পূর্ববর্তী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ছিল - ফুগাকু (Fugaku).
** মাইক্রোসফটের তৈরি ওয়েব ব্রাউজার ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ এর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় - ১৫ জুন, ২০২২।
যাত্রা করেছিলো: ১৯৯৫ সালে।
মাইক্রোসফটের নতুন ওয়েব ব্রাউজার: Microsoft Edge
** জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি - মোহাম্মদ আবদুল মুহিত
** কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন - গুস্তাভো পেত্রো
** বাংলা‌দেশ ব্যাংকের ১২তম গর্ভনর - আব্দুর রউফ তালুকদার
**ভারতের নতুন সশস্ত্র বাহিনী - ‘অগ্নিপথ’
**দেশের প্রথম নারী অর্থসচিব - ফাতিমা ইয়াসমিন
** কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট - ফ্রান্সা মার্কেজ
** ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী দেশ - ইংল্যান্ড ৪৯৮/৪ রান। (নেদার‌ল্যান্ডের বিপক্ষে)
** বৈশ্বিক শান্তি সূচক -২০২২
বাংলাদেশ: ৯৬তম
শীর্ষ দেশ: আইসল্যান্ড
সর্বনিম্ন দেশ: আফগানিস্তান
-collected

Address

Barisal Sadar
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safayet's gk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category