02/09/2022
সাধারণজ্ঞান:
১। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২। আওয়ামী লীগের ৬ দফা পেশ করা হয়েছিল কত সালে?
উত্তর:১৯৬৬ সালে।
৩। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর:১৯৭৪ সালে।
৪। 'একুশে ফেব্রুয়ারি' বিখ্যাত গানটির সুরকার কে?
উত্তর: আলতাফ মাহমুদ।
৫। 'বিদ্রোহী' কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর:১৯২২ সালের ৬ জানুয়ারি।
৬। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে?
উত্তর:১৯৯১সালে।
৭। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর:১৩৬ তম।
৮। 'বঙ্গভঙ্গ' কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড কার্জন।
৯। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন ছিলেন কারা?
উত্তর: পর্তুগিজরা।
১০। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
১১। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
উত্তর: একটি কালো মেয়ের কথা।
১২। 'কালো বরফ' উপন্যাসের বিষয়-
উত্তর: দেশভাগ।
১৩। 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
১৪। জীবনস্মৃতি কার রচনা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৫। দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
১৬। জসীমউদ্দীনের রচনা-
উত্তর: যাদের দেখেছি।
১৭। ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন -
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
১৮। 'আগুনপাখি'- উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: হাসান আজিজুল হক।
১৯। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
উত্তর:১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দ।
২০। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল?
উত্তর: সোভিয়েত ইউনিয়ন।
২১। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিল।
২২। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
২৩। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
উত্তর: ফরিদপুর।
২৪। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
উত্তর:২ কোটি ১১ লক্ষ একর।
২৫। 'গারো উপজাতি' কোন জেলায় বাস করে?
উত্তর: ময়মনসিংহ।
২৬। ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত?
উত্তর: $১,৭৫২ মার্কিন ডলার।
২৭। Inclusive Development Index (IDI)- এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
উত্তর: দ্বিতীয় স্থান।
২৮। ২০১৮ সালে বাংলাদেশে