Engr. MA. Mamun

Engr. MA. Mamun "লোভ মানুষের বিবেক কে পথভ্রষ্ট করে"

মাদ্রাসা পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সংশোধিত নির্দেশনা ও সময়সূচি প...
30/10/2023

মাদ্রাসা পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সংশোধিত নির্দেশনা ও সময়সূচি প্রেরণ প্রসঙ্গে।

31/05/2022

* বিশ্বের ১১তম দীর্ঘ সেতুর পুরো নাম ‘পদ্মা বহুমুখী সেতু’।
* সেতুটি নির্মাণের জন্য ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করতে হয়েছে।
* এই সেতুর নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড
* সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকার মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM।
* সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার (২০,২০০০ ফুট)
* প্রস্থ ১৮ দশমিক ১০ মিটার (৫৯.৪ ফুট)।
* নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর
* সেতুটি রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং তদারকির দায়িত্ব পালন করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী।
* সেতুর নিকটতম সেনানিবাস হলো পদ্মা সেনানিবাস।
* প্রতিদিন গড়ে ৭৫ হাজার যানবাহন চলাচল করবে।
* ভূমিকম্প সহনশীল মাত্রা ৯
* সেতুটির ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার এবং পিলার ৮১টি। মোট স্প্যান সংখ্যা ৪১।
* প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রতিটি স্পেনের ওজন ৩ হাজার ২০০ টন।
* সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)।
* পানির স্তর থেকে এই অত্যাধুনিক সেতুর উচ্চতা ৬০ ফুট এবং এর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
* সেতুর উপরের তলায় চার লেনের সড়ক এবং নিচতলায় থাকবে রেললাইন।
* সংযোগ সড়ক হচ্ছে জাজিরা ও মাওয়া
* সংযোগ সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার।
* দুই পাড়ে নদী শাসন ১২ কিলোমিটার
* মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সরাসরি সংযোগ স্থাপিত হবে
* দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯টি জেলার সঙ্গে সংযোগ ত্বরান্বিত হবে।

26/05/2022

📢ওয়ারিশের সম্পত্তি বা পৈত্রিক সম্পত্তি ক্রয় করা থেকে সাবধান। ওয়ারিশ সম্পত্তি বা পৈত্রিক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নিবেন।
তিনটি ডকুমেন্ট না থাকলে ক্রয় বায়নাপত্র লেনদেন করবেন না।
১)প্রথম ডকুমেন্ট, ওয়ারিশ সনদ পত্র, ২)দ্বিতীয় ডকুমেন্ট,, পারিবারিক ভাগবন্টন রেজিষ্ট্রেশন দলিল,,, ৩)তৃতীয় ডকুমেন্ট, নামজারি খতিয়ান। তারপর অন্যান্য কিছু বিষয় দেখতে হবে।

যেমন বিক্রেতা যে সুত্রে মালিক হলো, তার পূর্বের মালিক কোন সুত্রে মালিক তার দলিল খতিয়ান কপি যাচাই বাছাই করে নিবে।

এই তিনিটি ডকুমেন্ট জার কাছে না থাকবে তার দখলে থাকুক বা পারিবারিক মৌখিক বন্টন হউক আপনি ক্রয় করবেন না। অনেকেই মৃত পিতা মাতার নামের সম্পত্তি অন্যান্য ভাইবোন ওয়ারিশদের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয়,,,কেউ কেউ যতটুকু অংশ পাবে তার বেশি বিক্রি করে ফেলে,,, কেউ কেউ আছেন ভালো পজিশনের জমি বিক্রি করে দেন। কেউ কেউ আছেন ওয়ারিশদের অংশও বিক্রি করে ফেলেন। কেউ কেউ আছেন পারিবারিক মৌখিক ভাবে ভাগের অংশ বিক্রি করেন।

মৌখিক ভাগ কোনো দলিল নয়। মৌলিক বন্টনের কোনো মূল্য নেই। মৌখিক কথার দাম নেই। এক লোক দীর্ঘ বছর ধরে পারিবারিক মৌখিক ভাগ করা জমি ভোগদখল করে আসছে,,, জমিটার মূল্য অন্যান্য জমির ছেয়ে অনেক বেশি,,, বেশি দাম হওয়াতে তারই এক ভাই জমিটির অংশ দাবি করলো,,, সবাই যতই বলে মৌখিক ভাগের কথা, ভাই তা মানতে রাজি নয়,,, ভাই বোলতেছে মৌখিক ভাগ মানিনা, পুনরায় ভাগবন্টন করতে হবে।

তারা মৌখিক ভাগ না করে পারিবারিক বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল করে নিলে ভাই কখোই দাবী করলে তা আইন সম্মত হতো না। তাই বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ।

ওয়ারিশ সনদ, বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল, জার আছে তার সম্পত্তিতে কখনোই কোনো ওয়ারিশ ঝগড়া বিবাদ সৃষ্টি করতে পারবেনা। ওয়ারিশ সনদ পত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশ সম্পত্তির মালিক। বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশের সম্মত্তিতে বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিল করা হয়। আবার দেখতে হবে ওয়ারিশ সনদ সঠিক কিনা, প্রত্যেক ওয়ারিশের নাম সঠিকভাবে উল্লেখ্য আছে কিনা,,, বন্টন নামা রেজিষ্ট্রেশন দলিলে প্রত্যেক ওয়ারিশের স্বাক্ষর নাম ঠিকানা সঠিক ভাবে উল্লেখ্য কিনা।

অনেকেই বোনের অংশ না দিয়ে, বিক্রি করে দেন, জিনি ক্রয় করেন সেই লোক বিপদে পড়ে। কারণ ক্রেতা বিক্রাত কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিলো বিক্রেতা কোন সুত্রে সম্পত্তির মালিক, সেই সব ডকোমেন্ট দেখা উচিত ছিলো। পৈতৃক সম্পত্তি হলে বা ওয়ারিশ সম্পত্তি হলে ক্রয়ের আগে ওয়ারিশ সনদ, রেজিষ্ট্রেশন করা বন্টন নামা দলিল,, নামজারি খতিয়ান। এগুলো দেখা। এগুলো না দেখে ক্রয় করলে অন্যান্য ওয়ারিশরা অভিযোগ সালিস মামলা করলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২চাকরির ধরন : সরকারি জেলা :বিজ্ঞপ্তিতে দেখূনপ্রতিষ্ঠান :দুর্...
26/05/2022

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

চাকরির ধরন : সরকারি
জেলা :বিজ্ঞপ্তিতে দেখূন
প্রতিষ্ঠান :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
ওয়েবসাইট
মোট পদ: ০৭টি
পদ সংখ্যা :১৭৩ টি বয়স১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ৮ম – স্নাতক
আবেদনের মাধ্যম টেলিটক অনলাইনে আবেদন শুরু
তারিখ ২৫-০৫- ২০২২
আবেদনের শেষ তারিখ২৪ জুন ২০২২

পদের নাম ও পদসংখ্যা:

পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায়। ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নামঃ উচ্চমান সহকারী
পদ সংখ্যাঃ ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেলঃ ১০,২০০-২৪৬৮০ টাকা।

পদের নামঃ ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক)
পদ সংখ্যাঃ ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনাে স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতাঃ সরকার অনুমােদিত টিএন্ডটি ইনস্টিটিউট হতে। প্রশিক্ষণ সার্টিফিকেট।
বেতন স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

পদের নামঃ অফিস সহকারী-কামকম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১১৫ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনাে স্বীকৃত বাের্ড হতে অন্যূন দ্বিতীয়। বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২৪৯০ টাকা।

পদের নামঃ গাড়িচালক
পদ সংখ্যাঃ ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি/জেএসসি বা সমমানের পরীক্ষায় উৰ্ত্তীণ।
অন্যান্য যোগ্যতাঃ বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনাে স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল। সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নামঃ অফিস সহকারী-কামকম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১১৫ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনাে স্বীকৃত বাের্ড হতে অন্যূন দ্বিতীয়। বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২৪৯০ টাকা।

পদের নামঃ গাড়িচালক
পদ সংখ্যাঃ ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি/জেএসসি বা সমমানের পরীক্ষায় উৰ্ত্তীণ।
অন্যান্য যোগ্যতাঃ বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনাে স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল। সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ১১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি/জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের যোগ্যতা:

ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে । চাকরি আবেদনের বয়স প্রার্থীর বয়স ২৮-০২-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

any information inbox me

26/05/2022

➲ ১মিলিয়ন=১০লক্ষ
➲ ১কোটি=১০মিলিয়ন
➲ ১বিলিয়ন=১০০কোটি
➲ ১ট্রিলিয়ন=১লক্ষ কোটি
➲ ১৭৬০গজ=১মাইল
➲ ১ইঞ্চি=২.৫৪সে.মি.
➲ ১ মাইল=১.৬১ কি.মি.
➲ ০.৬২মাইল = ১ কি.মি.
➲ ৬ফুট = ১ ফ্যাদম
➲ ১ বর্গহাত = ১গন্ডা
➲ ২০গন্ডা = ১ছটাক
➲ ১৬ছটাক = ১কাঠা
➲ ২০কাঠা = ১বিঘা
➲ ১৪৪বর্গইঞ্চি = ১বর্গফুট
➲ ৯ বর্গফুট = ১ বর্গগজ
➲ ৪৮৪০বর্গগজ = ১একর
➲ ১০০শতক = ১একর
➲ ৬৪০একর = ১বর্গমাইল
➲ ২৪৭ একর = ১বর্গকিমি
➲ ১০০০০বর্গমি = ১০০এয়র
➲ ১৬ আউন্স = ১পাউন্ড
➲ ২৮ পাউন্ড = ১কোয়ার্টার
➲ ৪কোয়ার্টার = ১ হন্দর
➲ ২০হন্দর = ১বৃটিশ টন
➲ ১০০কিলোগ্রাম = ১কুইন্টাল
➲ ১০০০কিলোগ্রাম = ১মেট্রিক টন
➲ ১পাউন্ড = ০.৪৫৩৬কেজি
➲ ১কেজি = ২.২পাউন্ট=১.০৭সের
➲ ১সের = ০.৯৩কিলোগ্রাম
➲ ১মিটার = ৩৯.৩৭ইঞ্চি
➲ ১২ইঞ্চি = ১ফুট
➲ ৩ফুট = ১গজ
➲ ৭.৯২ ইঞ্চি = ১ লিংক
➲ ২৫ লিংক = ১ রড
➲ ৪ রড = ১মাইল
➲ ১০ চেইন = ১ফার্লং
➲ ৮ ফার্লং = ১মাইল
➲ ৯ বর্গফুট = ১বর্গগজ
➲ ১৬০০বর্গগজ = ১বিঘা
➲ ৮০বর্গগজ = ৭২০বর্গফুট = ১কাঠা
➲ ৫বর্গগজ = ১ছটাক
➲ ৪০ কেজি =১ মন
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
❍ ১ পক্ষ = ১৫ দিন;
❍ ১ মাস = ২ পক্ষ
❍ ১ মাস = ৪ সপ্তাহ;
❍ ১ মাস = ৩০ দিন
❍ ১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
❍ ১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ = ৩৬৫ দিন = ৫২ সপ্তাহ
❍ ১ অধিবর্ষ = ৩৬৬ দিন
❍ ১ যুগ = ১২ বছর ;
❍ ১ অর্ধযুগ = ৬ বছর;
❍ ১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর ;
❍ ১ শতাব্দী = ১০০ বছর
❍ ১ কুড়ি = ২০টি
❍ ১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
❍ ১ ভরি = ১৬ আনা ;
❍ ১ আনা = ৬ রতি
❍ ১ গজ = ৩ ফুট = ২ হাত
❍ ১ কেজি = ১০০০ গ্রাম
❍ ১ কুইন্টাল = ১০০ কেজি
❍ ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
❍ ১ লিটার = ১০০০ সিসি
❍ ১ মণ = ৪০ সের
❍ ১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
❍ ১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
❍ 1 মাইল = 1.61 কি.মি ;
❍ 1 কি.মি. = 0..62
❍ 1 ইঞ্চি = 2.54 সে..মি ;
❍ 1 মিটার = 39.37 ইঞ্চি
❍ 1 কে.জি = 2.20 পাউন্ড ;
❍ 1 সের = 0.93 কিলোগ্রাম
❍ 1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
❍ 1 পাউন্ড = 16 আউন্স
❍ 1 গজ= 3 ফুট ;
❍ 1 একর = 100 শতক
❍ 1 বর্গ কি.মি.= 247 একর
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১ মিলিয়ন(Million) = ১০০০ হাজার= ১০ লক্ষ = ১,০০০,০০০ = ১+৬ শূন্য
১ বিলিয়ন(Billion) = ১০০০ মিলিয়ন = ১০০ কোটি= ১,০০০,০০০,০০০ = ১+৯ শূন্য
১ ট্রিলিয়ন(Trillion) = ১০০০ বিলিয়ন = ১ লক্ষ কোটি= ১,০০০,০০০,০০০,০০০ = ১+১২ শূন্য

১ কোয়াড্রিলিয়ন(Quadrillion) = ১০০০ ট্রিলিয়ন=১০০০ লক্ষ কোটি= ১ + ১৫ টা শূন্য
১ কুইন্টিলিয়ন(Quintillion) = ১০০০ কোয়াড্রিলিয়ন = ১০ হাজার কোটি কোটি=১+১৮ টা শূন্য

সেক্সটিলিয়ন(Sextillion) = ১ এর পর ২১ টা শূন্য
সেপটিলিয়ন(Septillion) = ১+২৪ শূন্য
অক্টিলিয়ন(Octillion) = ১+২৭ শূন্য
ননিলিয়ন(Nonillion) = ১+৩০ শূন্য
ডেসিলিয়ন(Decillion) = ১ + ৩৩ শূন্য
আনডেনিলিয়ন(Undecillion) = ১+৩৬ শূন্য
ডুওডেসিলিয়ন(Duodecillion) = ১+৩৯ শূন্য
ট্রেডেসিলিয়ন(Tredecillion) = ১+৪২ শূন্য
কোয়াটোওরডেসিলিয়ন(Quattuordecillion) = ১+৪৫ শূন্য
কুইনডেসিলিয়ন(Quindecillion) = ১+৪৮ শূন্য
সেক্সডেসিলিয়ন(Sexdecillion) = ১+৫১ শূন্য
সেপ্টেনডেসিলিয়ন(Septendecillion) = ১+৫৪ শূন্য
অক্টোডেসিলিয়ন(Octodecillion) = ১+৫৭ শূন্য
নভেমডেসিলিয়ন(Novemdecillion) = ১০^৬০
ভিজিন্টিলিয়ন(Vigintillion) = ১০^৬৩

26/05/2022

মুখস্থ করে ফেলুন

১।শেখ হাসিনা সাবমেরিন ঘাটি কোথায়??
- কক্সবাজার,পেকুয়া
২।সম্প্রতি কোন ঘূর্নিঝড় বঙ্গপোসাগরে আঘাত হেনেছে?
- অশনি
৩।বাংলাদেশ কবে গণটিকা চালু করে?
- ৭ আগস্ট ২০২১
৪ বাংলাদেশ এর পণ্য রপ্তানিতে সবচেয়ে বড় বাজার?
- ইউরোপিয় ইউনিয়ন
৫।মাৎস্যন্যায় শব্দের অর্থ?
- অরাজকতা
৬।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় কোন জেলায় স্থাপিত হবে?
- লালমনিরহাট।
৭ নিউজিল্যান্ড এ ক্রাইস্টচার্চে হামলা ঘটে কবে?
- ১৫ মার্চ,২০১৯
৮।দেশে প্রথমবারের মত শিক্ষাবিমা চালু হয়
- ১ মার্চ,২০২১

৯। বঙ্গবন্ধু ও বঙ্গ বইটি লিখেছেন কে?
- শাবলু শাহাবউদ্দিন ।
১০।দেশের প্রথম বাংলা ব্রাউজার " দূরন্ত " এর যাত্রা শুরু হয়
- ২৮ ফেব্রুয়ারী, ২০২১
১১।MR TV কোন দেশের রাস্ট্রীয় টেলিভিশন?
- মায়ানমার
১2।মায়ানমারে সেনা অভূত্থান ঘটে কবে?
- ১ ফেব্রুয়ারি,২০২১
১২।আইভরি কোস্টের রাজধানী?
- আবিদজান
১৩।প্রধানমন্ত্রী কবে কোভিড এর টিকা নেন?
- ৪ মার্চ, ২০২১
১৪।বাংলাদেশ এর রাস্ট্রীয় অথিতি ভবনের নাম কি?
- পদ্মা
১৫।কোন দেশকে ২ নীতির দেশ বলা হয়?
- চীন
১৬। সম্প্রতি কোন দেশ ২ সন্তান থেকে ৩ সন্তান নীতি পাশ করে?
- চীন
১৭।২০২০ এ কুমিল্লায় নতুন প্রজাতির পদ্মের নাম কি?
- গোমতি
১৮।সম্প্রতি আদমশুমারী শুরু হবে কবে?
- ১৫-২৮ জুন,২০২২ (ষষ্ঠ আদমশুমারি)
১৯।শেখ রাসেল দিবস কবে?
- ১৮ অক্টোবর
২০।দ্যা গার্ডিয়ান কোন দেশের পত্রিকা?
- UK
২১।৬ দফা তত্ত্বর কোথায় অবস্থিত?
- টাংগাইল
২২।বর্তমানে মাথাপিছু জিডিপি কত?
- ২৫৫৪ ডলার
২৩।৫ সেপ্টেম্বর, ২০২১, সম্প্রতি কোন দেশ এ সেনা অভ্যুত্থান ঘটে?
- গিনি
২৪।সম্প্রতি মালেশিয়ার সাথে কোন দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে?
- উত্তর কোরিয়া (১৯ মার্চ,২০২১)
২৫।অলিম্পিক গেমস এ ক্রিকেট যুক্ত হবে?
- ২০২৮ এ
২৬।ICDDRB এর গবেষকরা করোনার কোন ঔষধ এর কার্যকারিতা পেয়েছে?
- আইভারমেক্টিন
২৭।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আবিষ্কার করা নতুন ব্যাঙ এর নাম কি?
- Raorchestes razakhani
২৮।কৃষি বিপণনের সরকারী এপ এর নাম কি?
- সদাই
২৯।মাদারীপুর জেলার নতুন উপজেলার নাম কি?
- ডাসার
৩০।বিশ্বের সেরা এয়ারওয়েজ
- কাতার এয়ারলাইন্স
৩১। মধুমালা কি?
- নতুন প্রজাতির তরমুজ

 #প্রাথমিক_সহকারী_শিক্ষক নিয়োগ ভাইভার নম্বর বিভাজন।
19/05/2022

#প্রাথমিক_সহকারী_শিক্ষক নিয়োগ ভাইভার নম্বর বিভাজন।

১/ ফেরি ঘাটে এম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কি?২/ ৩ ঘন্টা দেরি হওয়াতে ইন্টারভিউ দিতে না পারা  বেকার ...
19/05/2022

১/ ফেরি ঘাটে এম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কি?
২/ ৩ ঘন্টা দেরি হওয়াতে ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কি?
৪/ কুয়াশার কারনে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী জানে পদ্মাসেতু কি?
৫/ সারাবছর পরিচর্যার পরে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষকটি বলতে পারবে পদ্মা সেতু কি?
৬/ প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলার সহ ডুবে যাওয়া সন্তানকে খুজে না পাওয়া বাবা মা জানে পদ্মা সেতু কি?

এই সেতু সাধারণ সেতু নয়, কারণ একজন নোবেল বিজয়ী সেতুর ঋণের টাকা আটকে দিয়েছিল। একজন সাবেক প্রধানমন্ত্রী এই সেতুর বিরোধীতা করেছিলেন। পদ্মা সেতু কখনোই একটি সাধারন সেতু ছিলোনা। যারা এই সরকারের বিরোধীতা করতে গিয়ে দেশদ্রোহী কর্মকাণ্ড করতেও দ্বিধাবোধ করেনি তাদের হটিয়ে পদ্মা সেতু তৈরি করা নদীর নিচে ৫০ তলা বাড়ির সমান পাইলিং করার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিলো। পদ্মার দুপারের মানুষ যারা সেই পথ ব্যবহার করে তারা জানে এই সেতুর প্রতিটি স্প্যান শত আবেগ আর শত গল্পের বুক চিরে দাড় করানো হয়েছে।

18/05/2022

৭ জন কবির জন্মসাল ও মৃত্যুসাল মনে রাখার
উপায়:
১.রোকেয়া ৮০ তে হাসতে হাসতে ৩২ দাঁত
বের করে মারা গেল। (১৮৮০-১৯৩২)
২.জীবনানন্দ ৯৯ টি প্রপোজ করে ৫৪ টি থাপ্পর
খেল। (১৮৯৯-১৯৫৪)
৩.পাড়ার ছেলে নজরুল ৯৯ তম ইনিংসে ৭৬ রান
করলো। (১৮৯৯-১৯৭৬)
৪.রবীন্দ্রনাথ এর প্রেমিকার সংখ্যা ছিল
৬১৪১।
(১৮৬১-১৯৪১)
৫.মোতাহের হোসেন ০৩ টি বৃক্ষ কিনলেন ৫৬
টাকায়। (১৯০৩-১৯৫৬)
৬.সুফিয়া ১১ টি গোলাপের দাম ৯৯ টাকা শুনে
অবাক
হয়ে তাকিয়ে রইল। (১৯১১-১৯৯৯)
৭.আহসান হাবিন ১৭ টি গান গেয়ে ৮৫ হাজার
টাকা
পেল। (১৯১৭-১৯৮৫)
কমেন্ট করে বলুন,কোন কবির জন্ম মৃত্যু সাল পড়ে বেশি ভালো লাগলো🥰🥰

ছবিটা আমার নজর কেড়েছে (?)সকলের জানা উচিৎ (!)০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিড...
17/05/2022

ছবিটা আমার নজর কেড়েছে (?)
সকলের জানা উচিৎ (!)

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।
ধারাবাহিক ভাবে এমন পোস্ট পেতে It’s Knowledge পেইজে ফলো করে রাখুন।

17/05/2022

প্রয়োজনীয় কিছু বিপরীতার্থক শব্দ:

Moral (মোরাল) - নৈতিক
Immoral (ইম্মোরাল) - অবনৈতিক
Always(অলওয়েজ) - সবসময়
Never(নেভার) - কখনও না
Grateful(গ্রেটফুল) - কৃতজ্ঞ
Ungrateful (আনগ্রেটফুল)-অকৃতজ্ঞ
Pleased(প্লিজড) - খুশী হওয়া
Displeased (ডিসপ্লিজড) - অখুশী হওয়া
Real(রিয়েল) - আসল
Unreal (আনরিয়েল) - নকল
Solvent (সলভেন্ট) - ঋণমুক্ত
Insolvent (ইনসলভেন্ট) - দেউলিয়া
Honour (অনার) - মর্যাদা
Dishonour (ডিসঅনার) - অমর্যাদা
Wise (ওয়াইজ) - জ্ঞানী
Unwise(আনওয়াইজ) – মূর্খ
Literate(লিটারেট) - শিক্ষিত
Illiterate (ইললিটারেট) - নিরক্ষর
Willing (উইলিং) - ইচ্ছাকৃতভাবে
Unwilling (আনউইলিং)-অনিচ্
ছাকৃতভাবে
Guide(গাইড) - ঠিকভাবে পরিচালনা
করা
Misguide (মিসগাইড) - ভুলভাবে
পরিচালনা করা
Barren (ব্যারেন) - অনুর্বর
Fertile(ফার্টাইল) - উর্বর
Blunt (বান্ট) - ভোঁতা
Sharp (শার্প) - তীক্ষ্ম
Bright (ব্রাইট) - উজ্জ্বল
Dim (ডিম) - স্তিমিত
Care(কেয়ার) - যত্ন
Neglect (নেগলেক্ট) - অবহেলা
Confess(কনফেস) - স্বীকার করা
Deny(ডেনাই) - অস্বীকার করা
Admire(অ্যাডমায়ার) - প্রশংসা করা
Despise (ডেসপাইস) - ঘৃণা করা
Humble(হাম্বল) - নম্র
Proud (প্রাউড) - গর্বিত
Fine(ফাইন) - সূক্ষ
Coarse(কোয়ার্স) - মোটা
Superior (সুপেরিয়র) - উচ্চস্তরের
Inferior (ইনফেরিয়র) - নিচুস্তরের
Rough (রাফ) - খসখসে
Smooth (স্মুথ) - মসৃণ
Optimist(অপটিমিস্ট) - আশাবাদী
Pessimist(পেসিমিস্ট) -
নিরাশাবাদী
Affected(অ্যাফেকটেড) - আক্রান্ত
Unaffected(আনঅ্যাফেকটেড)-
অনাক্রান্ত
Convenient(কনভেনিয়েন্ট) -
সুবিধাজনক
Inconvenient(ইনকনভেনিয়েন্ট)
অসুবিধাজনক
Prepared(প্রিপেয়ার্ড) - তৈরী
Unprepared(আনপ্রিপেয়ার্ড)-
অপ্রস্তুতকৃত
Fortunately(ফরচুনেটলি)- সৌভাগ্যবশত
Unfortunately(আনফরচুনেটলি) -
দূর্ভাগ্যবশত
Happy(হ্যাপি) - সুখী
Unhappy(আনহ্যাপি) - অসুখী
Dependent (ডিপেন্ডেন্ট) - পরনির্ভর
Independent(ইনডিপেন্ডেন্ট) - স্বনির্ভর
Earthy(আর্দি) - পাথিব
Unearthy (আনআর্দি) - অপার্থিব
Worthy (ওর্দি) - যোগ্য
Worthless(আনওর্দি) - অযোগ্য

█▓▒░ রেলওয়ে নিয়োগ বিজ্ঞাপ্তি-  ░▒▓█আজকেই আবেদনের শেষ তারিখ!! ১৫৩ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি-পদের নামঃ বুকিং স...
17/05/2022

█▓▒░ রেলওয়ে নিয়োগ বিজ্ঞাপ্তি- ░▒▓█
আজকেই আবেদনের শেষ তারিখ!!
১৫৩ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি-
পদের নামঃ বুকিং সহকারী ( ট্রেনের টিকিট কাটা কাজ)।
✅আবেদনের যোগ্যতাঃ এইচএসসি পাস।
🔰আবেদন শুরুঃ ০৭/০৪/২০২২
আবেদন শেষঃ ১৭/০৫/২০২২
🔰ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারবে।
নোটঃ সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে ইনবক্সে এসএমএস করুন।

#ধন্যবাদ ☺️

14/05/2022

*স্বাস্থ্য সম্পর্কে মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় :-

1. রক্তচাপ: 120/80
2. পালস: 70 - 100
3. তাপমাত্রা: 36.8 - 37
4. শ্বসন: 12-16
5. হিমোগ্লোবিন: পুরুষ (13.50-18)
মহিলা (11.50 - 16)
6. কোলেস্টেরল: 130 - 200
7. পটাসিয়াম: 3.50 - 5
8. সোডিয়াম: 135 - 145
9. ট্রাইগ্লিসারাইডস: 220
10. শরীরে রক্তের পরিমাণ:
পিসিভি 30-40%
11. চিনি: শিশুদের জন্য (70-130)
প্রাপ্তবয়স্ক: 70 - 115
12. আয়রন: 8-15 মিগ্রা
13. শ্বেত রক্তকণিকা: 4000 - 11000
14. প্লেটলেট: 150,000 - 400,000
15. লোহিত রক্তকণিকা: 4.50 - 6 মিলিয়ন..
16. ক্যালসিয়াম: 8.6 - 10.3 mg/dL
17. ভিটামিন D3: 20 - 50 ng/ml (ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার)
18. ভিটামিন বি 12: 200 - 900 পিজি/মিলি

*যারা ৪০ উর্ধ্ব বয়সে পৌঁছেছেন তাঁদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় গুলি:*-

*প্রথম পরামর্শ:*
আপনার তৃষ্ণা না লাগলেও বা প্রয়োজন না হলেও সর্বদা জল পান করুন... সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা এবং তার বেশিরভাগই শরীরে পানির অভাব।
প্রতিদিন সর্বনিম্ন 2 লিটার (24 ঘন্টা)।

*দ্বিতীয় পরামর্শ:*
এমনকি আপনি যখন আপনার ব্যস্ততার শীর্ষে থাকেন তখনও খেলাধুলা করুন...শরীরকে অবশ্যই নড়াচড়া করতে হবে, এমনকি যদি শুধুমাত্র হাঁটা...বা সাঁতার কাটা...অথবা যেকোনো ধরনের খেলাধুলা করে।
🚶 হাঁটা শুরুর জন্য ভালো...

*তৃতীয় পরামর্শ:*
খাবার কমিয়ে দিন...

অত্যধিক খাবারের লোভ ত্যাগ করুন... কারণ এটি কখনই ভালো করে না।
নিজেকে বঞ্চিত করবেন না, তবে পরিমাণ কমিয়ে দিন। প্রোটিন বেশি ব্যবহার করুন, কার্বোহাইড্রেট ভিত্তিক খাবার কম করুন।

*চতুর্থ বিষয়*
যতটা সম্ভব, একেবারে প্রয়োজন ছাড়া গাড়ি ব্যবহার করবেন না... আপনি যা চান (মুদিখানা, কাউকে দেখা...) বা যে কোনও লক্ষ্যের জন্য আপনার পায়ে হাঁটার চেষ্টা করুন। এলিভেটর, এসকেলেটর ব্যবহার না করে সিঁড়ি দাবি করুন।

*পঞ্চম বিষয়*
রাগ ছেড়ে দাও...
রাগ ছেড়ে দাও...
রাগ ছেড়ে দাও...
দুশ্চিন্তা বাদ দিন....ছোট ছোট বিষয় উপেক্ষা করার চেষ্টা করুন...

ঝামেলার পরিস্থিতিতে নিজেকে জড়াবেন না.. এগুলি সব স্বাস্থ্যকে হ্রাস করে এবং আত্মার জাঁকজমক কেড়ে নেয়। যারা ইতিবাচক তাদের সাথে কথা বলুন। আরও শুনুন।

*ষষ্ঠ পরামর্শ*
যেমন বলা হয়..আপনার টাকা সূর্যের মধ্যে ছেড়ে দিন.. এবং ছায়ায় বসুন.. নিজেকে এবং আপনার আশেপাশের লোকদের সীমাবদ্ধ করবেন না... অর্থ এটি দ্বারা বাঁচার জন্য তৈরি করা হয়েছিল, এটির জন্য বাঁচার জন্য নয়।

*সপ্তম পরামর্শ*
কারো জন্য নিজেকে দুঃখিত করবেন না, এমন কিছুর জন্য যা আপনি অর্জন করতে পারেননি বা এমন কিছুর জন্য যা আপনি নিজের করতে পারেননি।
উপেক্ষা করুন, ভুলে যান।

*অষ্টম বিষয়*
নম্রতা.. তারপর নম্রতা.. অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা এবং প্রভাবের জন্য... এগুলি এমন সব জিনিস যা অহংকার এবং অহংকার দ্বারা কলুষিত হয়..
নম্রতাই মানুষকে ভালোবাসার সাথে আপনার কাছাকাছি নিয়ে আসে।

*নবম বিষয়*
যদি আপনার চুল ধূসর হয়ে যায় তবে এর মানে জীবনের শেষ নয়। এটি প্রমাণ যে একটি উন্নত জীবন শুরু হয়েছে।
আশাবাদী হোন, স্মরণের সাথে বেঁচে থাকুন, ভ্রমণ করুন, নিজেকে উপভোগ করুন।
স্মৃতি তৈরি করুন!

13/05/2022

অর্থনৈতিক পুনরুদ্ধারে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ, প্রজ্ঞাপন জারি

11/05/2022

মানবদেহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য একনজরে দেখে নিন

1: হাড়ের সংখ্যা: 206
2: পেশী সংখ্যা: 639
3: কিডনির সংখ্যা: 2
4: দুধের দাঁতের সংখ্যা: 20টি
5: পাঁজরের সংখ্যা: 24 (12 জোড়া)
6: হার্ট চেম্বারের সংখ্যা: 4
7: বৃহত্তম ধমনী: মহাধমনী
8: স্বাভাবিক রক্তচাপ: 120/80 mmhg
9: রক্তের ph: 7.4
10: মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা: 33
11: ঘাড়ে কশেরুকার সংখ্যা: 7
12: মধ্যকর্ণে হাড়ের সংখ্যা: 6
13: মুখের হাড়ের সংখ্যা: 14
14: মাথার খুলিতে হাড়ের সংখ্যা: 22
15: বুকের হাড়ের সংখ্যা: 25টি
16: বাহুতে হাড়ের সংখ্যা: 6
17: মানুষের বাহুতে পেশী সংখ্যা: 72
19: প্রাচীনতম সদস্য: চামড়া
20: সবচেয়ে বড় খাদ্য: লিভার
21: বৃহত্তম কোষ: স্ত্রী ডিম্বাণু
22: ক্ষুদ্রতম কোষ: বীর্য কোষ
23: ক্ষুদ্রতম হাড়: মধ্যকর্ণের স্টিরাপস
24: প্রথম প্রতিস্থাপিত অঙ্গ: একটি কিডনি
25: পাতলা অন্ত্রের গড় দৈর্ঘ্য: 7 মি
26: বড় অন্ত্রের গড় দৈর্ঘ্য: 1.5 মি
27: একটি নবজাতক শিশুর গড় ওজন: 3 কেজি
28: এক মিনিটে হৃদস্পন্দন: 72 বার
29: শরীরের স্বাভাবিক তাপমাত্রা: 37 ডিগ্রি সেলসিয়াস
30: গড় রক্তের পরিমাণ: 4 থেকে 5 লিটার
31: লাল রক্ত ​​​​কোষের জীবনকাল: 120 দিন
32: শ্বেত রক্তকণিকার জীবনকাল: 10 থেকে 15 দিন
33: গর্ভকালীন সময়কাল: 280 দিন (40 সপ্তাহ)
34: মানুষের পায়ে হাড়ের সংখ্যা: 33
35: প্রতিটি কব্জিতে হাড়ের সংখ্যা: 8
36: হাতের হাড়ের সংখ্যা: 27
37: বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থি: থাইরয়েড গ্রন্থি
38: বৃহত্তম লিম্ফ্যাটিক অঙ্গ: প্লীহা
40: বৃহত্তম এবং শক্তিশালী হাড়: ফিমার
41: ক্ষুদ্রতম পেশী: স্টেপেডিয়াস (মধ্য কান)
41: ক্রোমোজোম সংখ্যা: 46 (23 জোড়া)
42: নবজাতক শিশুর হাড়ের সংখ্যা: 306
43: রক্তের সান্দ্রতা: 4.5 থেকে 5.5 পর্যন্ত
44: সর্বজনীন দাতার রক্তের গ্রুপ: O
45: সার্বজনীন গ্রহণকারী রক্তের গ্রুপ: AB
46: বৃহত্তম লিউকোসাইট: মনোসাইট
47: ক্ষুদ্রতম লিউকোসাইট: লিম্ফোসাইট
48: লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধিকে বলা হয়: Polyglobulie
49: শরীরের ব্লাড ব্যাঙ্ক হল: প্লীহা
50: জীবনের নদী বলা হয়: রক্ত
51: স্বাভাবিক রক্তের কোলেস্টেরলের মাত্রা: 100 mg/dl
52: রক্তের তরল অংশ হল: প্লাজমা

11/05/2022

#সরকারি #বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম ও অন্যান্য
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

সরকারি চাকরির গ্রেড
আগে ছিল ৪ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল
এখন ২০ গ্রেডে চারটি শ্রেণিতে বিভক্ত।

আগের প্রথম শ্রেণি > বর্তমানে সেটা ১ম থেকে ৯ম গ্রেড
আগের দ্বিতীয় শ্রেণি > বর্তমানে শুধু ১০ম গ্রেড
আগের তৃতীয় শ্রেণি > বর্তমানে ১১-১৬ তম গ্রেড আগের চতুর্থ শ্রেণি > বর্তমানে ১৭-২০ তম গ্রেড এবং সর্বশেষ গ্রেড।

যিনি
১ থেকে ৯ নং গ্রেডে > প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার।
#এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। তার উপরে আছে সচিব/মূখ্য সচিব।

পিএসসি কর্তৃক নিয়োগকৃত ২৬ ধরণের চাকরিকে ক্যাডার এবং পিএসসি কর্তৃক নিয়োগকৃত অন্যান্য সরকারি চাকরিকে নন-ক্যাডার জব বলা হয়।

নন-ক্যাডার জব গ্রেড ৯ হলে ১ম শ্রেণি এবং গ্রেড ১০ হলে ২য় শ্রেণি বলা হয়

#ক্যাডার আর নন-ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য:
১// ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পর্যায়ে যেতে পারেন।
২// নন-ক্যাডারগণ প্রমোশন যেতে পারেন না অর্থাৎ ননক্যাডার একটি ব্লক পোস্ট।

বিসিএস ক্যাডার মূলত দুই প্রকার:
ক.জেনারেল (পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি)
খ.টেকনিক্যাল (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি)।

পার্থক্য:
#জেনারেল ক্যাডারে যে কেউ যে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন
#টেকনিক্যাল ক্যাডারে চাকরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন, ডাক্তার হতে এমবিবিএস ডিগ্রি।

#চেনার উপায়:
সরকারি যে কোন অফিসে ৪ ধরনের স্টাফ থাকে>
১ম স্তরে > ক্যাডার (গেজেটেড কর্মকর্তা )
২য় স্তরে> কর্মকর্তা (গেজেটেড কর্মকর্তা )
৩য় স্তরে> কর্মকর্তা
৪র্থ স্তরে> কর্মচারী

#প্রথম শ্রেণি মানেই নূন্যতম ৯ম গ্রেড:
সকল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (Assistant Director) প্রথম শ্রেণির বাংলাদেশ ব্যাংকের এডি না সব এডিই প্রথম শ্রেণির।

#দ্বিতীয় শ্রেণি কেবল ১০ম গ্রেড:
পুলিশের এসআই দ্বিতীয় শ্রেণির এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির। সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণির।

#তৃতীয় শ্রেণি কেবল ১১-১৬ তম গ্রেড :
প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণির এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিটার অপারেটর/ সাঁট মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেণির।

#চতুর্থ শ্রেণি কেবল ১৭-২০ তম গ্রেড:
অফিস সহায়ক চতুর্থ শ্রেণির যার স্কেল ৮,২৫০ যেমন প্রাইমারি স্কুলের পিওন।

#গ্রেডভেদে বেতন ও ভাতা>>>>>>
সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা
সর্বোচ্চ ৭৮ হাজার টাকা

#সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা হলেও বেতন-ভাতাসহ ১ লাখ ৪০ হাজার টাকা।
#সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা হলেও সব মিলে দাঁড়াবে ২০ হাজার ১০ টাকা।

প্রথম স্কেলে
#বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ = ৪০ হাজার টাকা।
#চিকিৎসাভাতা ১ হাজার ৫০০ টাকা,
ডোমেস্টিক এইড ভাতা ৩ হাজার টাকা,
#উৎসবভাতা ১৩ হাজার ৩৩ টাকা,
#আপ্যায়নভাতা ৩ হাজার টাকা
#শিক্ষাভাতা ২ হাজার টাকা করা হয়েছে।

সর্বনিম্ন স্কেলে
#বাড়িভাড়া ৫ হাজার টাকা,
#চিকিৎসাভাতা ১ হাজার ৫০০ টাকা,
#যাতায়াত_ভাতা ৩০০ টাকা,
#শিক্ষাভাতা ২ হাজার টাকা,
#ধোলাইভাতা ১৫০ টাকা
#টিফিনভাতা ৩০০ টাকা।

স্থানভেদে অন্যান্য ভাতা ও সুবিধাদি>
বাড়ি ভাড়া: ৪৫ হাজার টাকা ও এর উর্ধ্বে ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ২৮ হাজার টাকা ও সর্বোচ্চ ৪০ হাজার টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ২৩ হাজার টাকা ও সর্বোচ্চ ৩৬ হাজার টাকা।

জেলা শহরের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ২১ হাজার টাকা ও সর্বোচ্চ ৩২ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৩৫ শতাংশ হারে কমপক্ষে ১৯ হাজার টাকা ও সর্বোচ্চ ২৮ হাজার টাকা। মূল বেতনের ২৫ হাজার টাকা থেকে ৪৪ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য ৬০ শতাংশ হারে কমপক্ষে ২০ হাজার টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ১৬ হাজার টাকা।

জেলা শহরের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ১৩ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ১১ হাজার ৫০০ টাকা। ১৩ হাজার টাকা থেকে ২৪ হাজার ৯৯৯ পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৬৫ শতাংশ হারে কমপক্ষে ১০ হাজার টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫৫ শতাংশ হারে কমপক্ষে ৮ হাজার ৫০০ টাকা।

জেলা শহরের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ৮ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ৭ হাজার ২০০ টাকা। ১২ হাজার ৯৯৯ পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৭০ শতাংশ হারে কমপক্ষে ৬ হাজার ৫০০ টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৬৫ শতাংশ হারে কমপক্ষে ৬ হাজার।


জেলা শহরের জন্য মূল বেতনের ৬০ শতাংশ হারে কমপক্ষে ৫ হাজার ৫০০ টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৫৫ শতাংশ হারে কমপক্ষে ৫ হাজার।

চিকিৎসা ভাতা
মাসে কমপক্ষে ১ হাজার ৫০ টাকা।

বয়সভেদে চিকিৎসাভাতা
অবসরভোগীদের ক্ষেত্রে ৬৫ বছরের কম বয়স্কদের জন্য মাসিক ভাতা ১ হাজার ৫০০ টাকা।
৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য ২ হাজার ৫০০ টাকা।

এর পাশাপাশি সরকার প্রদত্ত ৪০০ টাকা স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা এবং জীবন বীমাসহ সরকারি চাকরিজীবীর জন্য বীমা স্কিম চালু।

#যাতায়াত ভাতা
দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় ১০ নাম্বার থেকে ১৬ নাম্বার গ্রেডে যাতায়াত ভাতা মাসে ৩৬০ টাকা।

#গাড়ির সুবিধা
পরীক্ষামূলকভাবে ৩ নং গ্রেডের উপরের কর্মকর্তাদের জন্য সুপারিশ প্রাপ্ত।
পাশাপাশি ৪র্থ গ্রেডের কর্মকর্তাদের গাড়ি কেনার বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে।

#শিক্ষা_সহায়ক ভাতা:
সকল শ্রেণির চাকরিজীবীদের সন্তান
প্রতি মাসে ১ হাজার টাকা,
২ সন্তানের জন্য ২ হাজার টাকা।
পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তানদের ভর্তির জন্য #সরকারি অর্থে পরিচালিত সকল প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট কোটা সুবিধা পাচ্ছে।
(বিদ্রঃ বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে এ সুপারিশ প্রযোজ্য হবে না।)

#টিফিন ভাতা
মাসে টিফিন ভাতা ৩০০ টাকা। তবে যে সব চাকরিজীবী তাদের প্রতিষ্ঠানে দুপুরের খাবার পান কিংবা দুপুরের খাবারের ভাতা পান তাদের জন্য এ টিফিন ভাতা প্রযোজ্য হবে না।

#উৎসব ভাতা
সকল চাকরিজীবীদের জন্য প্রতি বছরে ২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে একজন অবসরভোগীর জন্য তার মাসিক নিট পেনশনের দ্বিগুণ হারে বছরে ২টি উৎসব ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে।

#শ্রান্তি_বিনোদন ভাতা
সকল শ্রেণির চাকরিজীবীকে প্রতি ২ বছর অন্তর ১৫ দিনের গড় বেতনে অর্জিত ছুটিসহ ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা পাবে।

#ধোলাই_ভাতা
৪র্থ শ্রেণির চাকরিজীবীদের জন্য ধোলাই ভাতা মাসে ১৫০ টাকা পাবেন।

#কার্যভার_ভাতা
কার্যভার ভাতার শতকরা হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ সীমা মাসে ২ হাজার ৫০ টাকা উন্নীত করা।

#গৃহকর্মী_ভাতা
গৃহকর্মী ভাতা অপরিবর্তীত আছে।

#পোশাক_পরিচ্ছদ_সুবিধা
প্রচলিত নিয়মে পোশাক পরিচ্ছদ প্রাপ্তির সুবিধা রয়েছে

#পাহাড়ি ও দুর্গম ভাতা
পার্বত্য এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাহাড়ি ভাতা পাবেন।
একইভাবে হাওড়-বাওড়, দুর্গম দ্বীপ অঞ্চলে উপকূলীয় ভাতা।

#আপ্যায়ন_ভাতা
মন্ত্রিপরিষদ সচিব ও মূখ্য সচিব ৩ হাজার টাকা,
সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২ হাজার ৫০০ টাকা
অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২ হাজার টাকা,
যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তারা ১ হাজার ৫০০টাকা।

#ভ্রমণ_ভাতা
বদলিজনিত ভ্রমণ ভাতা এককালীন
সড়ক পথে ১০০ কি.মি. পর্যন্ত ১০ হাজার টাকা,
১০১ থেকে ২০০ কি.মি. পর্যন্ত ১৫ হাজার ৫০০ টাকা
২০১ থেকে এর বেশি কি.মি. হলে ২০ হাজার টাকা

#বিশেষ_ভাতা
বাংলাদেশ পুলিশ, র‌্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এসএসএফ ইত্যাদি বিভিন্ন সার্ভিসের জন্য বিশেষভাতা বেতন ভাতা।

#আবাসন ও গৃহ নির্মাণ ঋণ
গ্রেড অনুযায়ী ১২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা গৃহ ঋণ
সুদের হার হবে ব্যাংক রেটে ৫ শতাংশ।

৮ম থেকে ১ম গ্রেড স্কেলের কর্মকর্তাদের ২০ জনের জন্য ১০ কাঠা ও অন্যান্য চাকরিজীবী প্রতি ২০ জনের জন্য ৮ কাঠা প্লট সুবিধা।

এছাড়া গবেষণা কাজে নিয়োজিত বিশেষায়িত চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো আলাদা রাখা।

#অনুরোধঃ অনেক পরিশ্রম,সময় ব্যয় করে তথ্য সংগ্রহ,মুদ্রণ,সম্পাদনা করা হয়েছে। আপনাদের সামান্য উপকারে আসবে আশা করি।ভুল হলে ক্ষমার পাশাপাশি সঠিক তথ্যটি কমেন্টে তুলে ধরবেন।
"""আপনার স্বপ্নের চাকরি
ধরা দিক আপনার নাগালে'''''"

[কোনো পরিবর্তন হলে কমেন্টে জানাবেন ]
Collected

09/05/2022

✅ব্যতিক্রম ধর্মী এক কথায় প্রকাশ✅
-
১. সৃষ্টি করার ইচ্ছা
= সিসৃক্ষা।
২. স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান
= উপদা।
৩. রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক
= ক্রেঙ্কার।
৪. ইন্দ্রের বাগান
= নন্দন।
৫. ঋণ দেয় দে
= উত্তমর্ণ।
৬. ইন্দ্রের অশ্ব
= উচ্চৈঃশ্রবা।
৭. ক্রমাগত অশ্রু ঝড়ছে এমন
= গলদশ্রু।
৮. ইসলামী শাস্ত্র অনুযায়ী নির্দেশ
= ফতোয়া।
৯. ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি
= ঋত্বিক।
১০. গরুর চোখের মতো ছোট বাতায়ন
= গবাক্ষ।
১১. ভিতর থেকে গোপনে ক্ষতিসাধন
= অন্তর্ঘাত।
১২. যাহার স্বাদ পূর্বে লওয়া হয় নাই
= অনাস্বাদিতর্পূব।
১৩. দ্বিতীয়বার বিবাহিত পুরুষের জীবিতা প্রথমা স্ত্রী
= অধিবিন্না।
১৪. কাজে যাহার অভিজ্ঞতা আছে
= করিতকর্মা।
১৫. অশ্ব,রথ,হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার
= চতুরঙ্গ।
১৬. প্রথমা স্ত্রী জীবিত থাকিতে দ্বিতীয়বার দার গ্রহণ
= অধিবেদন।
১৭. উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান
= উপজ্ঞা।
১৮. গো দহন কারিণী কন্যা
= দুহিতা।
১৯. নাটকের পাত্র-পাত্রী
= কুশীলব।
২০. প্রমাণ করা যায় না যা
= অপ্রমেয়।
২১. বাতাসে চরে যে
= কপোত।
২২. মাসের শেষ দিন
= সংক্রান্তি।
২৩. যে সুপথ থেকে কুপথে যায়
= উন্মার্গগামী।
২৪. যে নারীর নখ শূর্পের (কুলা)
= শূর্পণখা।
২৫. যে নারী অঘটন ঘটাতে পারদর্শী
= অঘটনঘটনপটীয়সী।
২৬. যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে
= মরণোত্তরজাতক।
২৭. যে রমণী পূর্বে অন্যের বাগদত্তা ছিল বা পত্মী ছিল
= অন্যপূর্বা।
২৮. যিনি সর্বত্র গমন করেন
= সর্বগ।
২৯. যেখানে মাছি পর্যন্ত নাই
= নির্মক্ষিক।
৩০. পরের অন্নে যে জীবন ধারণ করে
= পরান্নজীবী।
৩১. পূর্বে কোনো শিক্ষালাভ না করা সত্ত্বেও যে পারদর্শিতা
=অশিক্ষিতপটুত্ব।
৩২. পরের অন্নে যে জীবন ধারণ করে
= পরান্নজীবী।
৩৩. পূর্বে কোনো শিক্ষালাভ না করা সত্তেও যে পারদর্শিতা
= অশিক্ষিতপটুত্ব।
৩৪. পরের উন্নতি দেখে যে কাতার হয়
= পরশ্রীকাতার।
৩৫. ঘর্ষণ বা পেষণজাত গন্ধ
= পরিমল।
৩৬. আপনাকে কৃতার্থ মনে করেন যিনি
= কৃতার্থম্মন্য।
৩৭. অন্ন ভক্ষণ করে যে প্রাণ ধারণ করে
= অন্নগতপ্রাণ।
৩৮. কুশের অগ্রভাগের ন্যায় সূক্ষ বুদ্ধি যার
= কুশাগ্রবুদ্ধি

Address

Mothbaria, Pirojpur
Barishal
127

Alerts

Be the first to know and let us send you an email when Engr. MA. Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. MA. Mamun:

Videos

Share

Category