World Military Defense Magazine

World Military Defense Magazine Analysis of global military updates for those interested in weapons development, warfare, politics.

চীনকে সমর্থন দেওয়ায় কেউ অসন্তুষ্ট হলেও ভারসাম্যপূর্ণ নীতি অব্যাহত থাকবেঃ- পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ান ইস্যুতে চীনকে সমর্থন...
09/08/2022

চীনকে সমর্থন দেওয়ায় কেউ অসন্তুষ্ট হলেও ভারসাম্যপূর্ণ নীতি অব্যাহত থাকবেঃ- পররাষ্ট্রমন্ত্রী।
তাইওয়ান ইস্যুতে চীনকে সমর্থন দিলে কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে কিন্তু বাংলাদেশ তার ভারসাম্যপূর্ণ নীতি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
তিনি বলেন, আমরা স্বাধীন, সার্বভৌম দেশ। আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমাদের একটি স্বাধীন পররাষ্ট্র নীতি আছে। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রেখেই চলেছি। কেউ কেউ কমবেশি অসন্তুষ্ট হবে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এটি বজায় রেখেছি। আমরা ওয়ান চায়না পলিসি নিয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের যে অবস্থা সেখানে নতুন করে একটি স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পৃথিবী একটি সংকটাপন্ন অবস্থায় আছে। এই অবস্থায় আমাদের একটি অবস্থান নিতে হবে। আমরা এখনও স্বাধীন একটি নীতি পরিচালিত করে আসছি। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে জানিয়েছেন, যদি আমাদের বিশেষ ধরনের অনুরোধ থাকে তবে তাদের সঙ্গে যেন যোগাযোগ করি।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের অর্পিত দায়িত্ব ( UN Mandate) পালনের পাশাপাশি বাংলাদেশী শান্তিরক্ষীরা স্থানীয়দের জী...
07/08/2022

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের অর্পিত দায়িত্ব ( UN Mandate) পালনের পাশাপাশি বাংলাদেশী শান্তিরক্ষীরা স্থানীয়দের জীবনমান উন্নয়নে নিয়মিত ফ্রি মেডিক্যাল ট্রিটমেন্ট এর ব্যবস্থা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে কোস্টগার্ডের মহড়া।বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন এ উপস্থিত থেকে কোস্ট গার্ড এর সমুদ্র ম...
06/08/2022

বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হচ্ছে কোস্টগার্ডের মহড়া।
বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন এ উপস্থিত থেকে কোস্ট গার্ড এর সমুদ্র মহড়া পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এ মহড়ায় কোস্ট গার্ড এর জাহাজ সমুহের স্টিম পাস্ট, VBSS EXERCISE, ২০ মিটার রেসকিউ বোট, মেটাল শার্ক এবং কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান দ্বারা POLLUTUION CONTROL EXERCISE, ডিসপারসেন্ট ডেলিভারি ও ওয়াটার গান অপারেশন প্রদর্শন করা হয়।
পলিউশন কন্ট্রোল মহড়ায় প্রথমবারেরমত কোস্টগার্ডের নতুন সক্ষমতার আধুনিক প্রযুক্তি পরিদর্শন করা হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে সাগরে জাহাজ দূর্ঘটনা বা অন্য কোন কারণে তেল ছড়িয়ে পড়লে তা সংগ্রহ করা যাবে। বর্তমানে কোস্টগার্ডের ৪টি জাহাজে এই আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।
লেখাঃ DefRes

Narayanganj Dockyard (DEW) তে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য নির্মিত Stingray class HSB. ইন্দোনেশিয়ান X-12 HSB এর...
05/08/2022

Narayanganj Dockyard (DEW) তে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য নির্মিত Stingray class HSB. ইন্দোনেশিয়ান X-12 HSB এর প্রযুক্তি কিনে এসব বোট দেশেই নির্মান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত MBT-2000 এবং Type-69MK2G মেইন ব্যাটল ট্যাংকPC- Shadman Al Samee
04/08/2022

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত MBT-2000 এবং Type-69MK2G মেইন ব্যাটল ট্যাংক
PC- Shadman Al Samee

বাংলাদেশ থেকে শীঘ্রই শান্তিরক্ষা মিশনে আরো জনবল, সমরাস্ত্র সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতারেজ...
02/08/2022

বাংলাদেশ থেকে শীঘ্রই শান্তিরক্ষা মিশনে আরো জনবল, সমরাস্ত্র সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতারেজ। শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশী সৈনিকদের সর্বোচ্চ পেশাদারিত্বের মুগ্ধ হয়ে জাতিসংঘ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান তিনি।

জাতিসংঘের পারমাণবিক অস্ত্র রোধ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব এই নিশ্চয়তা দেন। এসময় পররাষ্ট্র মন্ত্রী জাতিসংঘের হেডকোয়ার্টারে বাংলাদেশ থেকে আরো বেশী সংখ্যক পলিটিক্যাল এবং মিলিটারী পার্সোনাল নিয়োগের অনুরোধ জানান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যেভাবে ব্যবহৃত হচ্ছে তুর্কি ড্রোনরাশিয়া–ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে হাজার হাজার ড্রোন। এসব ড্রোন ...
01/08/2022

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যেভাবে ব্যবহৃত হচ্ছে তুর্কি ড্রোন

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে হাজার হাজার ড্রোন। এসব ড্রোন দিয়ে শত্রুদের অবস্থান শনাক্ত করা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ছোড়া, এমনকি গোলা হামলাও চালানো হচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার হাতে কোন কোন ড্রোন আছে, এসব ড্রোন কীভাবে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে তুলে ধরা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।

যুদ্ধে ইউক্রেনের ব্যবহৃত প্রধান সামরিক ড্রোনটি তুরস্কের তৈরি। নাম বেরাকতার টিবি২। এর আকৃতি একটি ছোট উড়োজাহাজের মতো। ড্রোনটিতে ক্যামেরা রয়েছে, আর দরকার পড়লে ড্রোন থেকে লেজার গাইডেড বোমাও ছোড়া যায়।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের (রুসি) গবেষক জ্যাক ওয়াটলিং বলেন, ইউক্রেন ৫০টিরও কম বেরাকতার টিবি২ ড্রোন নিয়ে যুদ্ধ শুরু করেছিল। অন্যদিকে যুদ্ধে রাশিয়া ছোট আকৃতির অরলান–১০ ড্রোন ব্যবহার করছে। সেগুলোতেও ক্যামেরা আছে, আর ছোট বোমা বহন করতে পারে।

রাশিয়া কয়েক হাজার অরলান–১০ নিয়ে ইউক্রেন যুদ্ধ শুরু করেছিল, তবে তাদের কাছে এখন মাত্র কয়েক শ ড্রোন অবশিষ্ট আছে বলে জানান জ্যাক ওয়াটলিং।
সামরিক ড্রোনগুলো কতটা সক্ষম

জ্যাক ওয়াটলিং বলেন, অরলান–১০ ড্রোনের সহায়তায় কোনো লক্ষ্যবস্তু খুঁজে পাওয়ার তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে সেখানে হামলা চালাতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। ড্রোনগুলোর সহায়তা ছাড়া আগে একই ধরনের হামলা চালাতে ২০ থেকে ৩০ মিনিট লাগত।

এদিকে ড্রোনের ব্যবহার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সীমিত সামরিক শক্তিকে বাড়িয়ে তুলেছে বলে উল্লেখ করেছেন লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা বিদ্যার গবেষক ড. মারিনা মিরন। তিনি বলেন, ‘আগে যদি আপনি শত্রুদের অবস্থান বের করতে চাইতেন, তাহলে আপনাকে বিশেষ বাহিনী পাঠাতে হতো। এতে সেনাসদস্যদের হারানোরা আশঙ্কা থাকত। এখন আপনাকে যে জিনিসটি ঝুঁকিতে ফেলতে হবে, তা হলো একটি ড্রোন।’

যুদ্ধ শুরুর পর কয়েক সপ্তাহ ইউক্রেনের বেরাকতার ড্রোন বেশ সুনাম কুড়িয়েছিল। মারিনা মিরন বলেন, এই ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে। এ ছাড়া রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ডুবিয়ে দিতেও ভূমিকা রেখেছে।

যদিও রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অনেক বেরাকতার ড্রোন ধ্বংস করেছে। জ্যাক ওয়াটলিং বলেন, এই ড্রোনগুলো আকারে বড় আর গতিও তুলনামূলক কম। বেরাকতার বেশি উচ্চতায় উড়তে পারে না ফলে এগুলো গুলি করে নামানো সহজ।
বেরাকতার টিবি২ ড্রোনের সামনে লিথুয়ানিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ভিলিয়াস সেমেসকা; সঙ্গে তুরস্কের প্রযুক্তিপ্রতিষ্ঠান বেকারের মুখ্য প্রযুক্তি কর্মকর্তা সেলকাক বেরাকতার ও প্রধান নির্বাহী কর্মকর্তা হালুক বেরাকতার। ইস্তাম্বুল, ২ জুন ২০২২
বেরাকতার টিবি২ ড্রোনের সামনে লিথুয়ানিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ভিলিয়াস সেমেসকা; সঙ্গে তুরস্কের প্রযুক্তিপ্রতিষ্ঠান বেকারের মুখ্য প্রযুক্তি কর্মকর্তা সেলকাক বেরাকতার ও প্রধান নির্বাহী কর্মকর্তা হালুক বেরাকতার। ইস্তাম্বুল, ২ জুন ২০২২ছবি: রয়টার্স
যেভাবে ব্যবহৃত হচ্ছে বেসামরিক ড্রোনগুলো

সামরিক ড্রোনগুলোর দাম আকাশছোঁয়া। তুরস্কের তৈরি একটি বেরাকতার টিবি২ ড্রোনের দাম প্রায় ২০ লাখ ডলার। ফলে দুই পক্ষই—বিশেষ করে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ছোট আকৃতির বাণিজ্যিক ড্রোন ব্যবহারের দিকে ঝুঁকেছে। এর মধ্যে রয়েছে ডিজিআই ম্যাভিক–৩ মডেলের ড্রোন। এগুলোর প্রতিটির দাম প্রায় ১ হাজার ৭০০ ইউরো।

ইউক্রেনের একটি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীর হাতে ছয় হাজার ড্রোন রয়েছে, তবে এ তথ্য আদৌ সঠিক কি না, তা নিশ্চিত করা অসম্ভব।

যুদ্ধ শুরুর পর কয়েক সপ্তাহ ইউক্রেনের বেরাকতার ড্রোন বেশ সুনাম কুড়িয়েছিল। মারিনা মিরন বলেন, এই ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে। এ ছাড়া রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ডুবিয়ে দিতেও ভূমিকা রেখেছে।

বাণিজ্যিক ড্রোনগুলোয় ছোট আকৃতির বোমা সংযোজন করা যায়, তবে ইউক্রেনে সেগুলো মূলত ব্যবহৃত হচ্ছে শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করতে। লন্ডনের কিংস কলেজের মারিনা মিরন বলেন, রাশিয়ার মতো ইউক্রেনের হাতে এত সমরাস্ত্র নেই, তবে বাণিজ্যিক ড্রোনের মাধ্যমে শত্রুদের অবস্থান শনাক্ত করা, তারপর সেখানে কামান হামলা চালানোর অর্থ হলো, ইউক্রেনের সামরিক বাহিনীর কাছে যে অস্ত্র আছে, সেগুলোর ভালোই ব্যবহার করছে তারা।

অন্যদিক দিয়েও সামরিক ড্রোনের চেয়ে বাণিজ্যিক ড্রোনের সক্ষমতা কম। যেমন ডিজেআই ম্যাভিক ড্রোনটি মাত্র ৩০ কিলোমিটার পাড়ি দিতে পারে। সর্বোচ্চ ৪৬ মিনিট পর্যন্ত উড়তে পারে এগুলো। আর এর চেয়ে কম দামি ও ছোট ড্রোনগুলোর সক্ষমতা আরও কম।
যেভাবে যুদ্ধক্ষেত্রে ড্রোন ঠেকাচ্ছে রাশিয়া–ইউক্রেন

মারিনা মিরন বলেন, সামরিক ড্রোন শনাক্ত করতে রাডার ব্যবহার করছে রুশ বাহিনী। এ ছাড়া বাণিজ্যিক ড্রোন শনাক্তে ব্যবহার করছে ইলেকট্রনিক ডিভাইস। জিপিএস ব্যবহার করে বাণিজ্যিক ড্রোনগুলোর পরিচালনার কাজ ব্যর্থ করে দিচ্ছে এসব ডিভাইস।

রুশ বাহিনী ইউক্রেনের বাণিজ্যিক ড্রোন এবং এর পরিচালনাকারী ব্যক্তিদের মধ্যকার যোগাযোগব্যবস্থা শনাক্ত ও বাধাগ্রস্ত করতে অ্যারোস্কোপের মতো অনলাইন পদ্ধতিও ব্যবহার করছে। এই পদ্ধতি এসব ড্রোন ধ্বংস করা বা ঘাঁটিতে ফিরিয়ে দেওয়া এবং ড্রোনের তথ্য পাঠানোকে থামিয়ে দিতে পারে।

ইউক্রেনের এক একটি ড্রোন যুদ্ধক্ষেত্রে গড়পড়তা এক সপ্তাহ টিকতে পারছে।
ড্রোন সরবরাহ করছে কারা

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়া ইরানের কাছ থেকে কেনা ‘শহীদ’ সামরিক ড্রোন ব্যবহার করছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এ ধরনের ড্রোন ব্যবহার করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

ইউক্রেনকে ৭০০–এর মতো সুইচব্লেড ‘কামাইকেজ’ সামরিক ড্রোন সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এগুলো বিস্ফোরকভর্তি। লক্ষ্যবস্তু খুঁজে বের না করা পর্যন্ত আকাশে এগুলো উড়তেই থাকে।

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স ইউক্রেনকে তার স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার জোগান দিচ্ছে। এ ব্যবস্থা দেশটির বাণিজ্যিক ড্রোনগুলো ও এর পরিচালনাকারী ব্যক্তিদের মধ্যে একটি নিরাপদ যোগাযোগ প্রতিষ্ঠায় সহায়তা করছে।

এখন ডিজেআই রাশিয়া বা ইউক্রেন কোনো দেশকেই আর ড্রোন দিচ্ছে না।

ইউক্রেন ২০০ সামরিক ড্রোন কিনতে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে ইউরোভিশন সং কনটেস্টের বিজয়ী কালুশ অর্কেস্ট্রা তাঁর ৯ লাখ ডলার মূল্যের ট্রফি বিক্রি করে প্রাপ্ত অর্থ অনুদান হিসেবে দিয়েছেন।

ইউক্রেনে ৭৫ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, দাবি ব্রিটিশ গণমাধ্যমেরগত ২৪ ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুই দেশে...
30/07/2022

ইউক্রেনে ৭৫ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, দাবি ব্রিটিশ গণমাধ্যমের

গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুই দেশের লড়াইয়ে প্রাণ যাচ্ছে সামরিক ও বেসামরিক লোকের।নানা সময় ইউক্রেন দাবি করে আসছে, যুদ্ধে রাশিয়ান সেনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭৫ হাজারের মতো সেনা নিহত ও আহত হয়েছেন।মার্কিন গোয়েন্দা বিভাগের তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইউক্রেনে মোতায়েন রাশিয়ান সেনার অর্ধেক হয় মারা গিয়েছেন, না হলে আহত হয়েছেন।তবে এসব দাবি ভিত্তিহীন বলেই আগে থেকে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। রাশিয়া সরকারিভাবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি।

ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে...
29/07/2022

ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে প্রশিক্ষণকালীন উড্ডয়নের সময় রাজস্থানের বারমারে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, দুই আসনের মিগ-২১ প্রশিক্ষণ বিমানটি সন্ধ্যায় রাজস্থানের উতরলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। রাত ৯টা ১০ মিনিটের দিকে বারমারের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত দুই পাইলটই মারা যান। তাঁদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

দুর্ঘটনার পর বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুই বিমান সেনার মৃত্যুতে শোক জানিয়ে টুইটও করেছেন তিনি। এতে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রতিরক্ষামন্ত্রী।

সোভিয়েত আমলের এক ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার ও গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান মিগ-২১। একসময় এই যুদ্ধবিমানই ছিল ভারতীয় বিমানবাহিনীর মূল শক্তি।
এই যুদ্ধবিমানগুলোর নিরাপদ উড্ডয়নের ইতিহাস তেমন ভালো নয়। আগামী দশকেই এই বিমানগুলোকে অবসরে পাঠানো হতে পারে। আধুনিক বিভিন্ন যুদ্ধবিমান সেগুলোর জায়গায় যুক্ত হবে।

Source : Prothom Alo

রাশিয়ার বেলগোরোদে তেলের গুদামে হামলা করেছে ইউক্রেন: আঞ্চলিক গভর্নররাশিয়ার বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদ...
01/04/2022

রাশিয়ার বেলগোরোদে তেলের গুদামে হামলা করেছে ইউক্রেন: আঞ্চলিক গভর্নর

রাশিয়ার বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ বলেন, স্থানীয় একটি তেলের গুদামে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। আজ শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে এ অভিযোগ করেন তিনি। খবর বিবিসির।

রাশিয়ার বেলগোরোদ শহরটির অবস্থান ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী। শহরটির আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, আজ সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে হামলা চালানো হয়। এর পরপরই সেখানে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে।এর আগে গ্লাদকভ দাবি করেছিলেন, এ ঘটনায় দুজন আহত হয়েছেন, তবে তাঁরা বিপদমুক্ত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, বেলগোরোদ শহরে তেলের গুদামের আটটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। আরও আটটি ট্যাংকে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার জরুরি বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আরআইএ নভোস্তি।

গত বুধবার এ বেলগোরোদ শহরের একটি অস্ত্রাগারেও বিস্ফোরণ হয়। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরণেরই দায় স্বীকার করেনি ইউক্রেন।

Source : Prothom Alo

Unveiled in April 2015, the first serially produced Russian T-14 Armata tanks were scheduled to enter service by the end...
02/10/2021

Unveiled in April 2015, the first serially produced Russian T-14 Armata tanks were scheduled to enter service by the end of 2021 and would provide the country with its first entirely new and original tank design since the T-64 entered service in 1964. The T-14 has been hailed as revolutionary with its compartmentalized hull design and entirely unique use of an unmanned turret being among multiple other unprecedented features. These range from its Malachit explosive reactive armor to its radar system, which together make it harder to pe*****te than any rival tank design. The tank’s 2A82-1M gun has an unrivalled rate of fire and can deploy specialized Vacuum-1 rounds with an unmatched penetrative capacity estimated at over 1000mm, with a new autoloader being key to facilitating the accommodation of these longer munitions over the older ones used by legacy Russian tanks such as the T-72 and T-90. An often overlooked feature of the T-14, and more specifically its firepower, is its extremely long engagement range which provides a very comfortable advantage over Western rivals. Indeed, at 12 kilometers, the range is so long that it is expected to rely heavily on targeting data provided by other units to be able to fire at such distances, with the T-14’s own sensors thought to be insufficient to acquire targets so far away particularly in the uneven terrain which makes up most of Russia’s frontiers. Russian tanks have long emphasized long engagement ranges, with the USSR being the first to deploy anti tank guided missiles from the main guns of its armored vehicles such as the T-64B and T-72B. The T-14’s 3UBK21 Sprinter round builds on this to comfortably surpass all known competitors, and can reportedly pe*****te over 900mm of armor which is considered sufficient to neutralize any existing NATO tank. The American M1A2 Abrams, which is widely considered the leading Western tank, by contrast has an engagement range of only 4km meaning that the T-14 can shoot three times as far. The runner up to the T-14, the South Korean K2 Black Panther, can engage targets up to 8km away, meaning the T-14 still has 50 percent more range than its top competitor.

Although significant, the T-14’s range advantage relies on a robust network centric warfare capability and the ability of spotters, be they drones, other tanks or even infantry, passing on targeting data to the tank firing the Sprinter round. With the U.S. having long placed a much lower emphasis on armored warfare than Russia, and as a result having consistently faced disadvantages particularly in the field of engagement ranges, American doctrine will relies much more heavily on calling down anti-armor strikes from the air if facing enemy tanks - a luxury the Russian Army will not be able to rely on due to the far smaller air force supporting it with more modest strike capabilities. Should T-14s operate against Abrams or other Western tanks tanks in airspace where American or NATO aircraft are denied access, however, the new Russian tank’s range advantage could prove overwhelming.

⚔ World Military Defense Magazine ⚔



''তুমি ভার্সিটিতে Admission নিলে। আমি ডিফেন্সে যোগ দিলাম'' ''তুমি পেলে জীবনকে উপভোগের সুযোগ।আমি জীবনের সবচেয়ে কষ্টকর সময়...
09/05/2020

''তুমি ভার্সিটিতে Admission নিলে।
আমি ডিফেন্সে যোগ দিলাম''

''তুমি পেলে জীবনকে উপভোগের সুযোগ।

আমি জীবনের সবচেয়ে কষ্টকর সময়''

''তুমি Degree অর্জনের সর্বাত্বক চেষ্ঠা করেছিলে।

আমি নিয়েছিলাম কঠোর প্রশিক্ষণ''

''তোমার দিন শুরু ৭ টায় শেষ ৫টায়।

আমার ভোর ৪টায় শেষ রাত ১০ টায়... সাথে কিছু নির্ঘুম রাতও আছে''

''তোমার ছিলো সমাবর্তন Ceremony

আমার Passing Out Parade''

''Best কোম্পানির Best জবটাই তুমি পেয়েছিলে,

আমি অনেক Responsibility নিয়ে আমার Section এ যোগ দিয়েছিলাম''

''তোমার Responsibility ছিলো নিজেকে ও পরিবারকে Serve করার,

আর আমার দেশ রক্ষা করার''

''তুমি পেয়েছিলে Best Job,

আর আমি A Great Way of Life''

''প্রতি সন্ধায়ই তুমি পরিবারের দেখা পেতে।

আমি শুধু তারাতাড়ি পিতামাতার দেখা পাওয়ার প্রার্থনা করতাম''

''তুমি Festibal Celebrate করতে আলোকসজ্জা ও গানবাজনা দিয়ে

আর আমি Uniform ও Responsibility নিয়ে''

দুজনেই বিয়ে করেছিলাম......

তোমার মা তোমায় প্রতিদিন দেখতে পেতো

আমার মা সবসময় আমার বেঁচে থাকার প্রার্থনা করত''

''তোমাকে পাঠানো হতো Business Trip এ,

আর আমাকে Line of Control এ''

আমরা উভয়ই Retured করলাম......

''উভয়েরই মা ও স্ত্রী কান্না থামাতে পারছিলো না''

''তুমি তাদের অশ্রু মুছে ও শান্তনা দিচ্ছিলে।

কিন্তু আমি,,,,আমি পারি নি'''

''তুমি তাদের জড়িয়ে ধরেছিলে,

কিন্তু আমি,,,,,,,,, আমি পারি নি''

কারণ....... ''আমি লাল সবুজ পতাকা মোড়ানো কফিনে আমার অর্জিত মেডেলগুলো নিয়ে শুয়ে ছিলাম'''

''আমার Way of Life সমাপ্ত,

But তোমার Continue''

মনে পড়ে কি.........দুজনেই কিন্তু বাড়ি ছেড়েছিলাম ১৮ তে''''''.....

❤সেনাভাই এর ডাইরির পাতায় থেকে ❤

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহ...
02/04/2020

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জয়নাল আবেদীন (৩৫)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চোচপাড়া সীমান্তের ১৭১ নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যদের গুলিতে নিহত হন ওই যুবক।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিস্তারিত জানার পর কথা বলতে পারব।

আন্তর্জাতিক রাজনীতির বল্ক পরিবর্তন হচ্ছে বাংলাদেশের, 🇧🇩  💖 ১) রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র রাশিয়া- ভারত-...
24/01/2020

আন্তর্জাতিক রাজনীতির বল্ক পরিবর্তন হচ্ছে বাংলাদেশের, 🇧🇩 💖

১) রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র রাশিয়া- ভারত-চিনের বাংলাদেশ বিরোধী অবস্হান
২)প্রথমবারের মতো বাংলাদেশের আমেরিকা থেকে হেলিকপ্টার, জঙ্গিবিমান ক্রয়ের উদ্যোগ
৩) ভারত সফরে প্রধাণমন্ত্রী শেখ হাসিনাকে দৃষ্টকটু শীতল সম্বর্ধনা প্রধাণ।।
৪) বাংলাদেশের মন্ত্রীদের একের পর এক ভারত সফর বাতিল।।
৫) ভারত কর্তৃক সীমান্তে ২৩ দিনে ১৫ বাংলাদেশী হত্যা
৬) NRC ইস্যুতে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার অসন্তোষ।
৭) দুর্ণীতিগ্রস্হ হিন্দু বিচারপতি, ব্যাংকারসহ অনেক হিন্দুকে বিচারের আওতায় আনা
৮) শেখ হাসিনার ঘনঘন সৌদিআরব ও আমীরাত সফর। ৯) সৌদিআরবের সাথে সামরিক চুক্তি
১০)) বাংলাদেশের সাথে পাকিস্হানের সস্পর্ক স্বাভাবিকিকরণের ঘোষণা।।
১১) পাকিস্হানে বাংলাদেশী খেলোয়াড়দের প্রেসিডেন্টসিয়াল প্রটোকল দান।
১২) পাক প্রেসিডেন্ট ও প্রধাণমন্ত্রী ইমরানখান কর্তৃক খেলোয়াড়দের তিনদফা ডিনারের নিমন্ত্রন।।

A few shocks for Bangladesh's "friends" in the very first month of 2020.- $1 billion dollar state of the art shipyard de...
16/01/2020

A few shocks for Bangladesh's "friends" in the very first month of 2020.

- $1 billion dollar state of the art shipyard deal with Damen Shipyards Group to build and export ships including Western standard warships.

- Turkish consideration to invite Bangladesh to the TF-X fighter jet program. This will culminate with BAC's own fighter program.

- Upcoming deal between CDDL and CSOC for construction of 6 guided-missile frigates in Bangladesh.

- Eurofighter MRCA deal this year between Bangladesh Air Force and concerned parties with training, transfer of technology and in-country support by Western companies

.

রাশিয়া বর্তমানে মিগ্ ২৯ এর অ্যাডভান্সড নেক্সট জেনারেশন ভ্যারিয়েন্ট ডেভেলপ করছে যা শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম হবে। এটি...
14/01/2020

রাশিয়া বর্তমানে মিগ্ ২৯ এর অ্যাডভান্সড নেক্সট জেনারেশন ভ্যারিয়েন্ট ডেভেলপ করছে যা শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম হবে। এটি সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্মিলিত ডেভেলপমেন্ট প্রোগ্র্যাম। এটির এক্সপোর্ট নাম মিগ্ ৩৬। মিগ ৩৬ এ মিগ্ ৩৫ এর অনেক কম্পোনেন্টস ব্যবহার করা হবে। এটি আমেরিকার এফ-১৫ স্টিলথ ফাইটার প্রোগ্র্যাম এর প্রতিদ্বন্দ্বী। এফ-১৫ cold war এর লিজেন্ডারি ফাইটার আমেরিকা এফ-১৫ কে সেমী স্টিলথ এয়ারক্রাফট এ পরিণত করতে চায়। আমিরিকা তাদের এফ-১৫ সেমী স্টিলথ ফাইটার জেট কে এফ-৩৫ এর পাশাপাশি ব্যবহার করবে।




চিত্র : Mig 36 Concept Art

পাকিস্তান সেনাবাহিনী চীন থেকে প্রযুক্তি সহ প্রায় ২৫০ টি SH-15 মডেলের ১৫৫ মিলিমিটার হুইটজার কামান কেনার চুক্তি করেছে। উক্...
01/01/2020

পাকিস্তান সেনাবাহিনী চীন থেকে প্রযুক্তি সহ প্রায় ২৫০ টি SH-15 মডেলের ১৫৫ মিলিমিটার হুইটজার কামান কেনার চুক্তি করেছে। উক্ত কামান গুলো পাকিস্তানেই তৈরি হবে।

২২ ওজনের এই কামান গুলি চীনের বিখ্যাত নারিনকো কোম্পানির তৈরি এতে পার মিনিটে মোট ৮ টি গোলা নিক্ষেপ করা যায়। গাইডেড প্রযুক্তির এই গোলার ফায়ারিং রেঞ্জ ৫৫ কিলোমিটার। চীন ২০১৮ সালে এই কামান সার্ভিসে আনে।

পাকিস্তান মূলত ১৫৫ মিলিমিটার হুইটজার হিসাবে অনেক আগে থেকেই বিপুল পরিমাণে মার্কিন এম-১০৯, এম-১৯৮, এম-১১৪ কামান ব্যবহার করে থাকে। তাদের বহরে উক্ত মডেলের কামানের সংখ্যা প্রায় ৬০০ টি। তাছাড়া তুর্কী পেন্থার ১৫৫ মিলিমিটারের কামানের বড় ব্যবহারকারী দেশও পাকিস্তান তাদের বহরে প্রায় ১০০+ এই মডেলের কামান রয়েছে।

চীন থেকে ১৫৫ মিলিমিটারের কামান পাকিস্তান বাহিনীতে এই প্রথম যুক্ত হচ্ছে। এছাড়া লাইট হুইটজার হিসাবে চাইনিজ নারিনকো AH4 ১৫৫ মিলিমিটার কামান কেনার কথাও জানিয়েছে দেশটি। তবে তার সংখ্যা কত তা জানা যায়নি। নারিনকো AH4 ব্রিটেনের বিখ্যাত এম-৭৭৭ এর চাইনিজ ভার্সন।

চলতি বছর মে মাসে ফিলিপাইন বিশ্বখ্যাত অত্যাধুনিক হেলিকপ্টার ব্রিটেন - ইতালির যৌথভাবে তৈরি দুইটি AW159 ডেলিভারি পেয়েছে। তা...
31/12/2019

চলতি বছর মে মাসে ফিলিপাইন বিশ্বখ্যাত অত্যাধুনিক হেলিকপ্টার ব্রিটেন - ইতালির যৌথভাবে তৈরি দুইটি AW159 ডেলিভারি পেয়েছে। তারা ২০১৬ সালের প্রথম দিকে অর্ডার করেছিল।
আশা করা যায় বাংলাদেশ ২০২০ সালের প্রথম দিকে দুটি AW159 হেলিকপ্টার ডেলিভারি পেয়ে যাবে। বাংলাদেশ ২০১৬ সালের ২০শে ডিসেম্বর অর্ডার করেছিল।
এটি বিশ্বে সাবমেরিন ধ্বংসের সর্বোৎকৃষ্ট হেলিকপ্টার। কয়েকদিন আগে এর উড্ডয়নের ১০ বছর পালিত হল। অর্থাৎ এর বয়স মাত্র ১০ বছর এবং প্রথমে ব্রিটিশ নেভিতে কমিশন পায়।
প্রতি ইউনিটের মুল্য ১০ কোটি ১০ লক্ষ ডলার (১০১ মিলিয়ন ডলার)। এক কথায় বিশাল।

বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে ১৮টি উচ্চগতির টহল নৌযান কিনছে । এইবিষয়ে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে চ...
30/12/2019

বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে ১৮টি উচ্চগতির টহল নৌযান কিনছে । এইবিষয়ে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে চুক্তি সম্পাদিত হয়।

রয়েল সুইডিশ নেভির যুদ্ধ নৌযান ৯০ এর নকশা অনুযায়ী তৈরি হবে। এটি চালনা করবে তিনজন ও সেইসঙ্গে ৮ জন সৈনিক থাকার ব্যবস্থা আছে। গতি ৩৫ নট।

প্রযুক্তি ট্রান্সফারের আওতায় ১৮ টি নৌযানের ২টি ইন্দোনেশিয়ায় এবং ১৬টি ইন্দোনেশিয়ার প্রকৌশলীদের তত্ত্ববধানে বাংলাদেশে তৈরি হবে।

সম্পূর্ণ জানতে asianmilitaryreview.com ভিজিট করুন।

হেভী ডিউটি স্পীড বোট-২ (রাবনাবাদ-২) জাহজ এর লঞ্চিং অনুষ্ঠান।
06/12/2019

হেভী ডিউটি স্পীড বোট-২ (রাবনাবাদ-২) জাহজ এর লঞ্চিং অনুষ্ঠান।

HESA Kowsar ইরানের  নিজস্ব প্রযুক্তিতে তৈরী যুদ্ধবিমান | এটিকে আমেরিকান যুদ্ধবিমান Northrop F-5 এর কপি ধরা হয় | ইরান এটি...
30/11/2019

HESA Kowsar ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরী যুদ্ধবিমান | এটিকে আমেরিকান যুদ্ধবিমান Northrop F-5 এর কপি ধরা হয় | ইরান এটিকে যুদ্ধবিমান হিসেবে ধরলেও এটি মূলত আধুনিক ট্রেইনার এর সাথে তুলনার যোগ্য | এটিকে Taiwan এর ট্রেইনার AIDC AT-3 এর সাথে তুলনা করা হয় | ইরানের মিডিয়ার তথ্য অনুযায়ী Kowsar এর advanced avionics,multipurpose radar রয়েছে | তাছাড়া digital data networks,glass cockpit,heads-up display (HUD),ballistic computers and smart mobile mapping systems রয়েছে | পশ্চিমা বিশ্লেষকদের মতে Kowsar একটি চতুর্থ প্রজন্মের ট্রেইনার জেট যেটি জঙ্গি বিমান হিসাবে অকার্যকর |

বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ৩০০ টির মত RBS 70 New Generation VSHORAD মিসাইল সিস্টেমের ডেলিভারি পেয়েছে যা কমফার্ম করেছে বাং...
27/11/2019

বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ৩০০ টির মত RBS 70 New Generation VSHORAD মিসাইল সিস্টেমের ডেলিভারি পেয়েছে যা কমফার্ম করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সশস্ত্রবাহিনী দিবস-২০১৯ এ তা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। এটি সুইডেনের তৈরি অত্যাধুনিক শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম।

মিসাইলের রেঞ্জ ৮ কিলোমিটার এবং সর্বোচ্চ ৫ কিলোমিটার উপরের টার্গেটকে আঘাত করতে পারে। এটির গতি ম্যাক ২

ক্রেডিট- ডিটিবি

Story of a fallen pilot.মরহুম উইং কমান্ডার আরিফ স্যারের দুঃসাহসিক ঘটনাউইং কমান্ডার আরিফ আহমেদ দীপু -GDP ২০১৫ সালের ১লা এ...
26/11/2019

Story of a fallen pilot.

মরহুম উইং কমান্ডার আরিফ স্যারের দুঃসাহসিক
ঘটনা

উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু -GDP ২০১৫ সালের ১লা এপ্রিল অন্যান্য স্বাভাবিক দিনের মত এদিনও ৩০৮ নং সিরিয়ালের একটি L-39ZA বিমান নিয়ে আকাশে উড্ডয়ন করেছিলেন।এই ফ্লায়িংটি ছিল একটি রেগুলার GF(SOLO) ফ্লায়িং যার কোড নেম দেওয়া হয়েছিল ANGEL-554। বিমানটি নিয়ে ফ্লাই করার আগে তিনি নিজে সব ধরণের প্রী-ফ্লাইট চেকিং করেন। সবকিছু ঠিকঠাক দেখে তিনি VGJR(যশোর এয়ারপোর্ট) থেকে উড়াল দেন।

এসময় তিনি পূর্বনির্ধারিত flight path অনুযায়ী Runway-16 এর উপর দিয়ে TOGA(Touch and go around) [[[[[একধরণের কৌশল যা বিমান রানওয়েতে ল্যান্ড করার পর না থেমে পূর্ণগতিতে পুনরায় আকাশে উড়াল দেয় ]]]]] করছিলেন।

এমনি এক পর্যায়ে বিমান রানওয়ে টাচ করে আবার উড়াল দিতে গিয়ে তিনি হঠাৎ খেয়াল করেন যে, তার বিমানের ইন্জিনের শব্দ ক্রমেই কমে আসছে যার ফলে ইন্জিন দ্রুত তার শক্তি হারাচ্ছে।বিমানটি তখন রানওয়ে থেকে মাত্র ১০-১৫ মিটার উপরে। এসময় তিনি খুব দ্রুত বুঝতে সক্ষম হন যে তার বিমানে ইন্জিন ফেইলিয়র হচ্ছে। যার ফলে বিমানটি খুব দ্রুতই ক্র্যাশ করবে। এ সময় তার সামনে দুটি পথ খোলা ছিল মাত্র। হয় ইজেক্ট করে নিজের জীবন বাঁচানো অথবা বিমানটি রক্ষা করার শেষ চেষ্টা করা। সিদ্ধান্ত নিতে দেরী করেননি তিনি।নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে তিনি বিমানটিকে আসন্ন ক্র্যাশের হাত থেকে বাঁচানোর সিদ্ধান্ত নেন।

বিমানটি ততক্ষণে রানওয়ের রেগুলার ল্যান্ডিং এপ্রোচ এরিয়া পার হয়ে বেশ খানিকটা দূরে চলে এসেছে। রানওয়ের প্রায় শেষপ্রান্তে এসে তিনি বিচক্ষনতার সাথে প্রথমে may day কল করেন এরপর সাথে সাথে রানওয়ের মাত্র ২০০০-২৫০০ ফুট দূরে বিমানটি ল্যান্ড করিয়ে ফুল ব্রেক এপ্লায় করেন।কিন্তু বিমানটি গতির কারণে রানওয়ে ছেড়ে সামনে এগুতে থাকে। এক পর্যায়ে তিনি খেয়াল করেন রানওয়ের একদম শেষ প্রান্তে গ্রাউন্ড ক্রুরা ইতিমধ্যেই এয়ারক্রাফট ব্যারিয়ার(বিমান আটকানোর বিশেষ ধরণের নেট/হুক) ডেপ্লয় করেছে।তিনি এসময় বিচক্ষণতার সাথে বিমানটিকে ব্যারিয়ার এনগেজম্যান্ট করানোর চেষ্টা করেন।সফলভাবে ব্যারিয়ার এনগেজম্যান্ট হওয়ার পর বিমানটি আটকে যায়। পরবর্তীতে উনাকে রেসকিউ করা হয়।

উইং কমান্ডার আরিফ আহমদ দীপু পরবর্তীতে তার ডিসিশন মেকীং এবং পসিবল ইজেকশন না করে বিমানটি টোটাল ড্যামেজের হাত থেকে বাচিয়ে দেশের সম্পদ রক্ষা করার কারণে বিমান বাহিনীর বিশেষ সম্মাননা "special green endorsement" এ পুরষ্কৃত হন।

পরিশেষে

An aircraft is nothing but just a machine. একটি মেশিনে যে কোন সময় মেকানিক্যাল প্রবলেম হতে পারে।এই চরম সত্যটাকে মেনেই পাইলটরা আকাশে উড়াল দেন।অনেক সময় এই মেশিন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবেনা, আবার অনেক সময় করবে। সুতরাং ফ্লায়িং এর সময় একজন পাইলটের জীবন মৃত্যু নির্ভর করে তার ভাগ্য এবং মেশিনের উপর। এমনি এক ফ্লাইটে কিছুদিন আগে ভাগ্য এবং মেশিন কোনটাই উইং কমান্ডার আরিফ আহমেদ দীপুর ফেভারে ছিলনা বলে ওনি বর্তমানে আমাদের মাঝে নেই(আল্লাহ ওনাকে জান্নাত দান করুক)।এটাই চরম সত্য। দুর্ভাগ্যজনকভাবে দেশের একটি ডিফেন্স পোর্টাল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয় "এই ঘটনাটি একটি পূর্বনির্ধারিত ষড়যন্ত্রের ফল"। যা একটি বড় ধরণের অন্যায় এবং মিথ্যাচার। আমাদের উচিত হবে এধরণের ঘটনাগুলো সম্পর্কে মন্তব্য করার আগে ঘঠনা সম্পর্কে ভাল করে জেনে নেওয়া, এবং সঠিক তথ্যটি তুলে ধরা।

উইং কমান্ডার আরিফ স্যারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৮ সালের এই দিনে একটি এফ-৭ বিজি(৯৩২) নিয়ে রকেট ফায়ারিং অনুশীলন করছিলেন তিনি।ফায়ারিংের এক পর্যায়ে যান্ত্রিক ত্রুটির কারণে ফায়ারিং রেঞ্জের কাছে বিধ্বস্ত হয় এফ-৭ বিজি। ঘটনাস্থলেই নিহত হন উইংকমান্ডার আরিফ আহমেদ।

Credit : Bangladesh Military News

Russian Beast 😍😍
25/11/2019

Russian Beast 😍😍

 ঘন্টা খানেক আগে আল কুদুস ব্রিগেড,আন নাসের সালাউদ্দিন ব্রিগেড,আল আকসা শহীদ ব্রিগেড,আমৌদি ব্রিগেড ও মুজাহিদিন ব্রিগেডের এ...
13/11/2019


ঘন্টা খানেক আগে আল কুদুস ব্রিগেড,আন নাসের সালাউদ্দিন ব্রিগেড,আল আকসা শহীদ ব্রিগেড,আমৌদি ব্রিগেড ও মুজাহিদিন ব্রিগেডের এক যৌথ বিবৃতিতে ইজ্রাঈলকে সতর্ক করে দেওয়ার পর;কিছুক্ষণ আগে ইজ্রাঈল তাদের গুরুত্বপূর্ণ 'বেন গুরিয়ান' বিমান বন্দর বন্ধ ও জরুরী আশ্রয়কেন্দ্র খোলার সিধান্ত নিয়েছে।
-
সশস্ত্র গ্রুপগুলি যৌথ রকেট ও মর্টার শেল হামলায় অংশ গ্রহণ নিয়েছে।তারা অল্প সময়ে মধ্যে ইজ্রাঈলে ৬০ এর অধিক রকেট হামলা চালিয়েছে।আগামী কয়েক ঘন্টায় ইজ্রাঈলে বড় ধরণের রকেট হামলার ইংগিত পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছে ইজ্রাঈলী মিডিয়াগুলি।আজ এখন পর্যন্ত দুই শতাধিক রকেট ইজ্রাঈলে হামলা চালানো হয়েছে......

 #জরুরিনেতানিয়াহু: আমরা গাজায় আঘাত চালিয়ে যাব এবং ইসলামী চিন্তাবিদরা যদি বিশ্বাস করেন যে রকেট গুলি চালানোয় আমাদের দৃঢ়...
13/11/2019

#জরুরি
নেতানিয়াহু: আমরা গাজায় আঘাত চালিয়ে যাব এবং ইসলামী চিন্তাবিদরা যদি বিশ্বাস করেন যে রকেট গুলি চালানোয় আমাদের দৃঢ় সংকল্পকে দুর্বল করে দেবে; তবে তারা ভুল ভাবছে!

Bangladesh Army chief General Aziz Ahmed has recetly inspected Kaplan-MT, a medium tank made in Indonesia by FNSS-PT Pin...
08/11/2019

Bangladesh Army chief General Aziz Ahmed has recetly inspected Kaplan-MT, a medium tank made in Indonesia by FNSS-PT Pindad in a recent visit in that country. According to the speech of Kaplan-MT project head Windu Paramata, Bangladesh Army showed interest to operate a regiment of Kaplan in an interview given to turkish news agency Anodalu News in an exibition. So, there is a good probability the news being true as it came from the high official of the company.

চায়না একটা জিনিসনকলের (Copy) জন্য পারদর্শী #সংগৃহীত
31/10/2019

চায়না একটা জিনিস
নকলের (Copy) জন্য পারদর্শী

#সংগৃহীত

F-16 Fighting Falcon
25/10/2019

F-16 Fighting Falcon

 #ব্রেকিংবগুড়ার শাজাহানপুরে ছুটিতে বাড়িতে এসে স্ত্রী-পুত্রসহ এক সেনাসদস্য নিখোঁজ হয়ে গেছেন। এই ঘটনায় পুলিশে জিডি করা হয়...
24/10/2019

#ব্রেকিং

বগুড়ার শাজাহানপুরে ছুটিতে বাড়িতে এসে স্ত্রী-পুত্রসহ এক সেনাসদস্য নিখোঁজ হয়ে গেছেন। এই ঘটনায় পুলিশে জিডি করা হয়েছে এবং পুলিশও তদন্ত শুরু করেছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। গত ১০ দিন যাবত তিনি নিখোঁজ রয়েছেন.... 😢

Address

Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Military Defense Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies



You may also like