19/01/2022
নির্মল প্রকৃতির কাছে অ্যাপার্টমেন্ট/ফ্ল্যাট হলে, জানালা খুললেই লেক দেখা গেলে কিংবা জানালা খুললেই লেকের সুশীতল বাতাস দেহ-মন ছুঁয়ে গেলে কতোই না ভালো লাগে। এমন লোকেশনে একটি বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ফ্ল্যাট থাকার স্বপ্ন অনেকেই দেখেন।
রাজধানী ঢাকা শহরেরই বেশ কয়েকটি জায়গায়ই রয়েছে এমন লেকসাইড অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট। তার মধ্যে উত্তরা, বারিধারা, গুলশান ও ধানমন্ডি উল্লেখযোগ্য।
—উত্তরার ৩, ৫, ৭, ৯, ১১ এবং ১৩ নং সেক্টরে রয়েছে লেকসাইড অ্যাপার্টমেন্ট। তার মধ্যে ৩, ৫ এবং ৭ নং সেক্টর ঘিরে থাকা লেকসাইড অ্যাপার্টমেন্টগুলো বেশ এক্সক্লুসিভ।
—অভিজাত ও কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত বারিধারা এলাকার পশ্চিম অংশের পুরোটাই গুলশান লেকের পাশে অবস্থিত। এ এলাকায় লেকসাইড অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট আছে অনেক।
—ধানমন্ডির বেশ কয়েকটি রোডে লেকসাইড অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে রোড নম্বর ৭, ১২/এ, ২/এ এবং ৫/এ অন্যতম। সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাটগুলো থেকে সবুজে ঘেরা লেকের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করা যায়।
—গুলশান এলাকার দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব অংশ জুড়ে রয়েছে হাতিরঝিল লেক। গুলশানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অংশ জুড়ে রয়েছে গুলশান এবং বনানী লেক। তাই গুলশান এলাকায় লেকসাইড অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট অনেক এবং এগুলো বেশ এক্সক্লুসিভও। ডুপ্লেক্স থেকে শুরু করে স্টুডিও অ্যাপার্টমেন্টও পাওয়া যায়।