Bdnews72.com

Bdnews72.com সকল খবর জানার জন্য like দিন .onlinenews 72.com Bangladesh

03/05/2024

ব্যর্থতার দায়ভার নিয়ে অনতিবিলম্বে নিজ পদ থেকে পদত্যাগ করতে শিক্ষামন্ত্রীকে লিগ্যাল নোটিশ

বিস্তারিত কমেন্টে...

03/05/2024

#চ্যানেল24

03/05/2024
03/05/2024

বিস্তারিত কমেন্টে...

26/03/2024

দেশের সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে আজ। পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতরসহ বেশ কয়.....

16/02/2024

আরাকান আর্মিদের দখলে নিরাপত্তা চৌকি
বিস্তারিত লিংকে: https://youtu.be/wHSvK87li0o

#ইনডিপেনডেন্টটেলিভিশন

31/01/2024

কোপা আমেরিকায় হতে পারে এই জুটির শেষ ঝলক।

22/01/2024

‘নাহ… ঠিক আছে…’- শুকনো হাসিতে বললেন ইমরুল কায়েস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছে জানতে চাওয়...

22/01/2024

Just look at Tamim's reaction when Mahmudullah hit sixes! 🤩

22/01/2024
22/01/2024
22/01/2024
22/01/2024
15/11/2023

দ্রষ্টব্য: এই পূর্বাভাস ট্র্যাক এর উপর আগামী ২৪ ঘন্টায় উচ্চ এবং পরবর্তীতে মধ্যম আত্মবিশ্বাস রয়েছে!!
আপডেট 1/সুস্পষ্ট লঘুচাপ (94B) | তারিখ: ১৫ নভেম্বর ২০২৩ | দিন: বুধবার | সময়: 1:35PM BST (+6 GMT)

বুধবার দুপুর পর্যন্ত দক্ষিন মধ্য বঙ্গপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ("Invest 94B") কিছুটা উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে আরো ঘণীভুত হয়ে সুস্পস্ট লঘুচাপ রুপে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি বর্তমানে মংলা বন্দর হতে দক্ষিন পশ্চিম দিকে প্রায় ৮০০কিমি দূরে অবস্থান করছে।

★সর্বোচ্চ বাতাস (১ মিনিট স্থিতি):-
আজ দুপুর 12 টায় নিম্ন স্তরের কেন্দ্র থেকে 50 কিমি ব্যাসার্ধে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ 40 কিমি/ঘন্টা। যা দমকা আকারে 55 কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

★ডাইনামিক এনালাইসিস:-
বায়ুমণ্ডলের উচ্চ স্তরের বিশ্লেষণ ইঙ্গিত করে যে সিস্টেমটি বর্তমানে কিছুটা অনুকূল পরিবেশে রয়েছে, সাথে রয়েছে প্রায় অনুকূল সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা (28-29°C), আর্দ্রতা সরবরাহ ও প্রাসঙ্গিক কিছু প্যারামিটার। কিন্তু কিছু প্রয়োজনীয় নিয়ামক অনুপস্থিত ও গঠন সুগঠিত না থাকায় এই পরিবেশের পরিপূর্ণ সুবিধা সিস্টেমটি নিতে পারবেনা আশা করা যায়। এছাড়া উত্তর বঙ্গোপসাগর তুলনামূলক ঠান্ডা।

• উপরে উল্লিখিত অবস্থার কারণে, এ ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে আগামী ৬ ঘন্টায় নিম্নচাপ এবং ১২-১৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর অনুকূল পরিবেশ বজায় থাকলে সাধারন মানের ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার সম্ভাবনাও থেকে যায়।

•উপরের উল্লেখিত বায়ুমণ্ডলীয় অবস্থা অনুযায়ী, সিস্টেমটির গতিপথে সর্বোচ্চ তীব্রতা হতে পারে 55-65kph(~1min). যা দমকা হাওয়া সহ প্রায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

★গতিপথ:-
এটি গত 6 ঘন্টায় গড়ে ১৫ কিমি/ ঘন্টা বেগে গড়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
*বর্তমান অবস্থান থেকে, এটি প্রাথমিকভাবে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে পারে। আগামী ২৪ ঘণ্টা পর গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হতে পারে এবং এর গতিপথে গভীর নিম্নচাপ বা সাধারন মানের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পার।

★আঘাত:-
এটির উপকূলে আঘাতের ব্যাপারে অনিশ্চায়তা রয়েছে। তবে উপকূল অতিক্রম করলে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হিসেবে আগামী ১৭ ই নভেম্বর রাত হতে ১৮ ই নভেম্বর বিকালের মধ্যে পশ্চিমবঙ্গ উপকূল হতে বাংলাদেশের বরিশাল এর মধ্যে যেকোন উপকূল অতিক্রম করতে পারে, নয়তো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেই দুর্বল হয়ে বিলুপ্ত হতে পারে।

★ সতর্কতা:-
পশ্চিমবঙ্গের উপকূলের কিছু অংশ সহ বাংলাদেশের উপকূলীয় অংশে আগামী ১৭ ও ১৮ই নভেম্বর প্রায় ৪৫-৫৫ কিমি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া সহ ৬৫-৭৫কিমি ঘণ্টা পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতে পারে।

★সামুদ্রিক সতর্কতাঃ
জেলেরা এবং ছোট নৌকাগুলিকে আগামী ৩-৪ দিনে সিস্টেমের গতিপথ বরাবর গভীর সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রত্যেকেরই প্রদত্ত সময়ের জন্য গভীর সমুদ্রে ঝুঁকিপূর্ণ নৌযানে সমস্ত ভ্রমণ পরিকল্পনা বাতিল করা উচিত যা সিস্টেম গতিপথের কাছাকাছি পড়ে।
বর্তমানে, যারা সাগরে আছেন তাদের উপকূলের কাছাকাছি থাকা উচিত বা ঝুঁকিপূর্ণ এলাকা এড়ানো উচিত।

★বৃষ্টিপাতঃ
সিস্টেমের প্রত্যক্ষ প্রভাবে বৃষ্টিবলয় পূবালী২ এর কারণে, "খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বিশেষ করে উপকূলে দমকা বা ঝড়ো বাতাসের সাথে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং উপকূলীয় পশ্চিমবঙ্গে মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে। এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামী ২২ নভেম্বর এর পর দেশ থেকে বৃষ্টি বলয় পূবালী২ বিদায় নিতে পারে।

Resources used in this analysis: Global Models, Himawari 9 Satellite, EWP, CCKW, 200hPa VP, 850hpa Vorticity, 500hPa Vorticity, 200hpa Winds, Sea Surface Temperature, OLR, WWB, EWB, ITCZ position, Synoptic Chart, Wind Shear, Subtropical Ridge.

গতিপথের উপর আত্মবিশ্বাস এর অর্থঃ
উচ্চঃ গতিপথের পরিবর্তন ১০০ কিলোমিটারের ভিতরে সীমাবদ্ধ থাকতে পারে।
মাঝারি/মধ্যমঃ গতিপথের পরিবর্তন ২০০ কিলোমিটারের ভিতরে সীমাবদ্ধ থাকতে পারে।
নিম্নঃ গতিপথের পরিবর্তন ২০০ কিলোমিটারের অধিক হতে পারে।

দ্রষ্টব্য: এই তথ্যটি প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে। সুতরাং, আরো ভাল তথ্যের জন্য নতুন আপডেট চেক করুন!
Share as much as possible to inform everyone. Stay connected for next update!
Thanks, © Bangladesh Weather Observation Team (BWOT).

13/11/2023

বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা!!!
১৫ নভেম্বর রাত হতে ১৮/১৯ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি/বর্ষণ হতে পারে। এবং খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে উক্ত অঞ্চল সমূহের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে।

সুতরাং, ১৫ তারিখের মধ্যে উক্ত অঞ্চলের কৃষকেরা ধান সংগ্রহের কাজ শেষ করুন অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
আপডেটঃ ১২ নভেম্বর, দুপুর ১ঃ৩০

12/11/2023

মৌসুমী হামিদ ও আখম হাসান অভিনীত অসাধারণ একটি নাটক: জাঁদরেল বউ
দেখুন প্রথম কমেন্টে

12/11/2023

রাজধানীর তেজগাঁও এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়েছে...

19/08/2022

জীবনের গল্প হরেক রকমের হলেও সেই গল্পের নায়ক হন বাবা। এমনি এক জীবন গল্পের নায়ক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ...

19/08/2022

TROPICAL CYCLONE “04B”
Updated On 19 Aug 2022 At 09:00am BST
সিস্টেমের ক্যাটাগরি: ঘূর্ণিঝড়
ভৌগলিক অবস্থান: 20.83°N 88.91°E
বর্তমান বাতাস (১মিনিট): ৬৫ কিমি/ঘন্টা
সর্বোচ্চ দমকা: ৮০ কিমি/ঘণ্টা
সর্বনিম্ন কেন্দ্রীয় চাপ: ৯৯১ মিলিবার
গতিপথ(গত ৬ ঘণ্টায়): পশ্চিম উত্তর পশ্চিম দিকে @১৬ কিমি/ঘণ্টা

*নোট: উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সিস্টেমটি গত 6 ঘন্টায় আরও শক্তিশালী হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ক্রমান্বয়ে আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ রাতে সাধারণ ঘূর্ণিঝড় রূপে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল রয়েছে। বাংলাদেশ সরকারি আবহাওয়া দপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দর সমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সংকেতের অর্থ:
৩ নং স্থানীয় সতর্ক সংকেত:
বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কি.মি. হতে পারে।

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when Bdnews72.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bdnews72.com:

Videos

Share

Nearby media companies