উড়ো চিঠি

উড়ো চিঠি لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ (ﷺ) লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সা:)

ফেসবুকে কোন ভাবেই ঢুকতে পারতাছিনা, ঢুকলেই 👉তাহসানের বউ ভাত খাইতাছে। 👉স্মৃতির বয়ফ্রেন্ড বাপ্পি বিদ্যএশে থেইকা স্মৃতির কা...
19/01/2025

ফেসবুকে কোন ভাবেই ঢুকতে পারতাছিনা,
ঢুকলেই
👉তাহসানের বউ ভাত খাইতাছে।
👉স্মৃতির বয়ফ্রেন্ড বাপ্পি বিদ্যএশে থেইকা স্মৃতির কাছে আইয়া পড়ছে।
👉আরেক কোন কাপল ব্লগাররা থাইল্যান্ডে যাইয়া কইতাছে" how much of this price?"

বিশ্বাস করেন আমি এদের কাউকে ফলো দেইনি তারপরও ফেসবুকে একটু খানি ঢুকলেই এরা আমার সামনে আইসা লাফালাফি করতেছে।😭

মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় দূর থেকে তো চাঁদকেও সুন্দর মনে হয়.._ ❤️🌸
17/01/2025

মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় দূর থেকে তো চাঁদকেও সুন্দর মনে হয়.._ ❤️🌸

17/01/2025

নিজের ভালো থাকাটা–
আসলে নিজেকেই নিশ্চিত করতে হয়।
নিজেকে নিজেই গুছিয়ে নিতে হয়।
কেউ কারো ভালো থাকার দায়িত্ব নেয় না।
কেউ কাউকে গুছিয়ে দেয় না।
কারো অপেক্ষায় একটা আস্ত জীবন
কাটিয়ে দেবার পর দেখবেন; সেই মানুষটার
আপনাকে নিয়ে চিন্তা করার সময় নেই।
তার সমস্ত ব্যস্ততা কেবল নিজেকে ঘিরেই।

একটা গোছানো মানুষের অপেক্ষায়
দিনের পর দিন অগোছালো থেকেছেন।
আগত মানুষটির ভালো থাকা নিশ্চিত করতে
নিজের ভালো থাকার কথা ভুলে গেছেন।
দিনের পর দিন আপনি ভেবেছেন;
সেই কেউ একজন এসে গুছিয়ে দেবে।
ভালো থাকার দায়িত্ব নেবে।

আসলে মানুষ মানুষকে গোছানোর দায়িত্ব নেয় না।
কেউ কেউ জীবনে আসে
এবং আরও বেশি অগোছালো করে চলে যায়।
আমরা জীবনভর এ মানুষ ও মানুষ,
এ জিনিস ও জিনিসের প্রতি অপেক্ষা করতে করতে
অবশেষে জেনেছি; একমাত্র মৃত্যু ব্যতীত আর কোথাও
কেউ একাগ্রতা নিয়ে আমাদের জন্য অপেক্ষায় থাকেনি।

- কবিতায় গল্প বলা মানুষ

13/01/2025

বাংলাদেশে এক নারীর শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে

10/01/2025

১০.০১.২০২৫ শুক্রবার
বেলা ১১:৪৫ am—১২.০০pm (আনুমানিক)
আমার বড় খালাম্মা ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আমার খালাম্মার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমীন।

09/01/2025

ইন্ডিয়ার সৈন্য ১৩ লাখ,
বাংলাদেশের সৈন্য ১৮ কোটি।
দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এদেশের ১৮ কোটি জনগণের, প্রত্যেকেই একেক জন সৈনিক,ইন্ডিয়া কে এটা মনে রাখতে হবে।
বর্ডারে উত্তেজনা দেখে যে দেশের সাধারণ জনগণ খালি হাতে সীমান্ত রক্ষাকারী বাহিনীর পাশে এসে দাঁড়িয়ে যায়;আর যাই হোক সে জাতিকে তোমরা আর শোষণ করতে পারবা না।

মাতৃভূমি অথবা মৃত্যু! 🇧🇩 🤍

এভাবেই কলেজের সিনিয়র তোমার পছন্দের মেয়েকে তুলে নিয়ে চলে যায়,🙂
09/01/2025

এভাবেই কলেজের সিনিয়র তোমার পছন্দের মেয়েকে তুলে নিয়ে চলে যায়,🙂

Same feelings❤️‍🩹 😅
09/01/2025

Same feelings❤️‍🩹 😅

হুটহাট সব কষ্টের কথা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়া সব মানুষগুলো আসলে ঢং করে দেয় না। অন্য প্রান্তে হোমপেজ স্ক্রল করতে ...
07/01/2025

হুটহাট সব কষ্টের কথা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়া সব মানুষগুলো আসলে ঢং করে দেয় না। অন্য প্রান্তে হোমপেজ স্ক্রল করতে গিয়ে কারো চোখে পড়ে ইনবক্সে একটু খবর নেবে- এমন কোন উদ্দেশ্য থেকেও দেয় না। কে কী ভাববে, সেসব ভেবেও দেয় না।

ঠিক সে মুহূর্তে একগাদা অসহায়ত্ব আর একাকিত্ব থেকে মুক্তি পেতে সে চায় মনের কথাটা শুধু বলে দিতে। কেউ শুনুক না শুনুক, মনের মধ্যে পাহাড় জমা বোঝাটা হালকা হোক একটু লিখে।

হুটহাট অসহায়ের মতন মনের কথা চিৎকার করে বলার মতন খোলা আকাশ তো নাই! থাকলে হয়তো সে মানুষটা স্ট্যাটাস লেখার পরোয়া করতো না!🖤

সিলেবাস আর দুঃখ কোনটাই শেষ হচ্ছে না।একটা আরেকটার সাথে সমানুপাতিক 🥱👉স্যাড সং বাংলাডা👉সেন্টি খাওয়া ইমোজি
07/01/2025

সিলেবাস আর দুঃখ কোনটাই শেষ হচ্ছে না।
একটা আরেকটার সাথে সমানুপাতিক 🥱
👉স্যাড সং বাংলাডা
👉সেন্টি খাওয়া ইমোজি

জোড়া তালি দিয়ে কাঁথা হয়, সম্পর্ক না। 😅💔
07/01/2025

জোড়া তালি দিয়ে কাঁথা হয়, সম্পর্ক না। 😅💔

প্রথম দিকে আপনি  আমার যে ব্যবহারটা দেখেন, সেটা আমার শিক্ষা। কালক্রমে আমার যে ব্যবহার পরবর্তীতে  আপনি পান, সেটা আপনার অর্...
07/01/2025

প্রথম দিকে আপনি আমার যে ব্যবহারটা দেখেন, সেটা আমার শিক্ষা। কালক্রমে আমার যে ব্যবহার পরবর্তীতে আপনি পান, সেটা আপনার অর্জন।

“বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি”জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভী...
07/01/2025

“বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি”

জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না। কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না। তখন আমরা চুপ করে থাকি।

“চুপ থাকা” কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ, মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প। আমরা হয়তো জানি, কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে, তবে সেসব বলারও কোনো মানে নেই। বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে।

তবে চুপ থাকার মানে এই নয় যে, আমরা দুর্বল বা আত্মবিশ্বাসহীন। বরং এটি আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতিফলন। কিছু অনুভূতি শুধুই অনুভবের জন্য, বোঝানোর জন্য নয়। কিছু কথা প্রকাশ না করলেই তা আরও বেশি অর্থবহ হয়ে থাকে।

তবুও, চুপ থাকা সবসময় সঠিক সমাধান নয়। যদি কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে, তাহলে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি। কারণ, অনেক সময় চুপ থাকাও ভুল বোঝার জন্ম দেয়।

তাই, কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, সেটি বুঝতে শিখুন। কারণ, শব্দের মতোই নীরবতাও একধরনের ভাষা—যা কেবল বোঝার ক্ষমতা থাকা মানুষের জন্য,।

07/01/2025

ভারতের বেঙ্গালুরুতে দুই শিশুর দেহে এইচএমপিভি ভাইরাস শনাক্ত

অনুভূতি নষ্ট হয়ে গেলে, মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না। অবহেলা, মিথ্যা, এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে ...
06/01/2025

অনুভূতি নষ্ট হয়ে গেলে, মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না। অবহেলা, মিথ্যা, এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দেয়। যেখানে যত্ন, সম্মান, এবং গুরুত্ব পাওয়া যায় না, সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে চায়। সম্পর্ক তখন মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়, ভালোবাসা নয়।

এশিয়ায় ছড়িয়ে পড়েছে চীনের ‘এইচএমপিভি’ ভাইরাসের সংক্রমণ, নেই ভ্যাকসিন। 😭Allah Rohom korun🕋🤲🤲
06/01/2025

এশিয়ায় ছড়িয়ে পড়েছে চীনের ‘এইচএমপিভি’ ভাইরাসের সংক্রমণ, নেই ভ্যাকসিন। 😭Allah Rohom korun🕋🤲🤲

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মান...
06/01/2025

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?
গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মানুষ কস্মিনকালেও থাকতে পারে না।

যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়। যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়।

প্রভুভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে, সেও তার চিরচেনা স্থান পাল্টায়। সেখানে আমি তো মানুষ মাত্র।

অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেয়ার পরেও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামী, জানো তো?

আজকাল মানুষকে সবকিছু উজার করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর অসম্মান করে কীভাবে রাখবে? বলো...

আগ্রহ কমে গেলে, বলে দিতে হয়। মুখে না বলে আচরণে বোঝালে, মানুষ যে কষ্ট পায়! যাকে ভালো লাগে না আর, যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না আর, তাকে মুখে বলে দিতে হয়।

অন্তরে অবহেলা, ঘৃণা লুকিয়ে কাউকে “ ভালোবাসি ” বলাটা যে অন্যায়। যাকে মন দিতে পারোনি, তাকে ভালোবাসবে কী করে? বলো...

ভালোবাসা কী আর এমনি এমনি হয়? মানুষ কী আর এমনিতেই থেকে যায়? যাকে ভালোবাসো, তাকে আগলে রাখতে হয়, বুকের কাছে যত্নে রাখতে হয়। এতটা ভালোবাসতে হয়, যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না কখনোই।

মানুষ যেখানে আদর, যত্ন, ভালোবাসা আর সময় পায়, সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না– সরে যেতে পারে না। মানুষ সেখানে আমৃ ত্যু থেকে যায়, থেকে যেতে বাধ্য হয়।

_কল্পনায় জীবন সুন্দরবাস্তবে সে ধুসর ধুলোময়….🤍🌸
06/01/2025

_কল্পনায় জীবন সুন্দর
বাস্তবে সে ধুসর ধুলোময়….🤍🌸

Address

Bagerhat Town
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when উড়ো চিঠি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উড়ো চিঠি:

Videos

Share