M.Rafi Ahmed Rumman 01

M.Rafi Ahmed Rumman 01 আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম
(2)

19/02/2023
27/10/2022

আল্লাহ

❝সাঈদী হুজুর ❞ জেলখানায় ভীষণ অসুস্থ 😪😪ওনার জন্য ❝আমিন❞ না বলে যাবেন না😪🤲🤲আল্লাহ কুরআনের পাখিকে মুক্ত করে দাও। আমিন। 🤲
11/10/2022

❝সাঈদী হুজুর ❞ জেলখানায় ভীষণ অসুস্থ 😪😪
ওনার জন্য ❝আমিন❞ না বলে যাবেন না😪
🤲🤲আল্লাহ কুরআনের পাখিকে মুক্ত করে দাও। আমিন। 🤲

10/10/2022

বয়ানক কিছু আসতে আছে 😱😱

বাসর রাতের গল্প  আজকে আমার পবিত্র বিয়ের কাজটা সমাধা হলো।আব্বা-আম্মা চেপে ধরেছিলেন,তাই করতে বাধ্য হয়েছি।তবে নিজের ভালোলাগ...
01/10/2022

বাসর রাতের গল্প

আজকে আমার পবিত্র বিয়ের কাজটা সমাধা হলো।আব্বা-আম্মা চেপে ধরেছিলেন,তাই করতে বাধ্য হয়েছি।তবে নিজের ভালোলাগা মানুষটিকেই জীবনের সাথে জড়িয়েছি।আব্বা-আম্মাকে বলেছিলাম নিজের পছন্দের কথা।তারাই বাকি কাজটা সমাধান করেছেন।

বেশ জাঁকজমকপূর্ণভাবে আমার বিয়েটা সমাধা হলো।ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম খুব সুন্দর একটা মেয়েবে জাঁকজমকভাবে সবাইকে সাথে নিয়েই বিয়ে করবো। সেই স্বপ্ন আজ বাস্তবে রুপান্তরিত হয়েছে।

নিজের ঘর আর নিজের থাকলো না।আরেকজন উড়েএসে জুড়ে বসলো।মাথা থেকে পাগড়ীটা খুলে বিছানায় গিয়ে বসলাম। ইসরাত এমনিতেই অনেক সুন্দর। আজ আরো বেশি সুন্দর লাগছে।জালানার ফাঁকটুকু দিয়ে কিছুটা আলো ঘরের মেঝেতে এসে পড়েছে।

– কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে বিছানায় বসে আছি।( ইসরাত)

– ছাদে গেছিলাম চাঁদ দেখতে।

– চাঁদ দেখতে নাকি পাশের বাড়ির মিমি কে দেখতে? মিমির কথা শুনে কিছুটা বিব্রত আমি।এই মিমি মেয়েটাকে নিয়ে ইসরাতের সাথে কয়েকবার ঝগড়া হয়েছিলো। রাফি এর জন্য দায়ী। ওই আমাদের ঝগড়া দেখার জন্য ইসরাতকে ভুলভাল বলেছে।

– কি যে বলো ইসরাত! সত্যি বলছি আমি ওই মেয়ের সাথে কথা অবধি বলি না।

– তাহলে কি রাফি ভাই মিথ্যা বলেছে আমায়?

– তোমাকে আগেও বলেছি,আজকেও বলছি, রাফি তোমার সাথে মজা করেছে।

এবার কিছুটা চুপ থেকে গেল ইসরাত। পাঞ্জাবির পকেট থেকে পায়েল দুটো বের করলাম। এই সেই পায়েল! যা আমার প্রথম বেতনের টাকা দিয়ে কিনেছিলাম। কিন্তু রেখে দিয়েছিলাম বাসর রাতের জন্য ইচ্ছা ছিলো ইসরাতকে বাসর রাতেই পড়াবো।

আমি যখন বেকার ছিলাম তখন ইসরাত আমার কাছে এক জোড়া পায়েল কিনে চেয়েছিলো।হাতের ঘড়িটা বিক্রি করে কিনেছিলামও বটে।কিন্তু পকেটমার মানিব্যাগসহ হাতিয়ে নিয়ে যায়।

জীবনের পরিক্রমায়বদলে গেছে অনেক কিছু। সাথে আমার জীবনও। নিম্মমধ্যবিত্ত পরিবারের ছেলেটা আজকে ভালো একটা চাকরি করছে।সংসারের সেই অভাবটা আর বেঁচে নেই।আলহামদুলিল্লাহ,তাকে মেরে ফেলেছি।

আব্বা-আম্মা, ফারিয়াকে নিয়ে বেশ সুখেই আছি।আজকে যোগ হলো আরো একজন।এভাবেই হয়তো যোগ-বিয়োগ হতে থাকবে আমাদের ছোট্ট পরিবারটার। সময়ের কারনে একদিন আমরাও হয়তো থাকবো না। বিদায় নিবো সুন্দর পৃথিবীর সব মায়া ছেড়ে।

– একি! পায়েল কোথায় পেলে?

– চাকরির প্রথম টাকা দিয়ে কিনেছিলাম। – তাহলে দাও নি কেন?

– বাসর রাতে পড়াবো বলে।

– তাহলে পড়িয়ে দাও। পা দুটো এগিয়ে দিলো ইসরাত। আলতাপড়েছে। আলতা রাঙা পায়ে পায়েল পড়াচ্ছি। বেশ ভালো লাগছে।/n মনে মনে জীবনে একটা সংকল্প করেছিলাম।যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করবো।সেজন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করতাম প্রতিনিয়ত। যার ফলশ্রুতিতে হয়তো ইসরাতের মতো মেয়েকে আমার জীবনে তিনি পাঠিয়েছেন।খুব ভালোবাসে মেয়েটা আমাকে।

– মনে আছে ইসরাত! তুমি একদিন একজোড়া পায়েল কিনে চেয়েছিলে।/n – হুম মনে থাকবে না কেন!

– সেদিন নিজের পছন্দের হাতঘড়িটা বিক্রি করে তোমার জন্য পায়েল কিনেছিলাম।

– দাও নি কেন তাহলে?

– আরে পকেটমার মানিব্যাগ সহ সবটা নিয়ে গেছে।

– ওহ . আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি ইসরাতের দিকে। কি মিষ্টি দুটো চোখ,কাজল পড়েছে। কপালের চারদিকের আলপনাগুলো তার সৌন্দর্যরূপ আরো বাড়িয়ে তুলেছে।

– এভাবে কি দেখ? (ইসরাত)

– একজন সুন্দরী রমনীকে দেখি।

– কেন দেখ?

– ভালোবাসি বলে।

– সে কি তোমাকে ভালোবাসে?

– জানি নাহ! তবে আমি তাকে খুব ভালোবাসি।

– তবে তুমি শুনে রাখো, সেই রমনীও তোমাকে পাগলির মতো ভালোবাসে। ইসরাতের মুখে কথা শুনে ওর উরুর উপরে মাথা রাখলাম।

– এভাবে চিরদিন ভালোবাসবে আমায়?

– কেন বাসবো না।যেদিন থেকে তোমার সাথে আর জীবন জড়িয়েছি সেদিন থেকে আমার আমি তোমাতে ঢুবে গেছি।

– সত্যি তোমার মতো মেয়েকে জীবন সঙ্গীনী হিসেবে পেয়ে আমি ধন্য।

– আমিও ধন্য তোমার মতো একজন স্বামী পেয়ে।
I"mis you.pagli

20/09/2022

আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়াতে ১০৯টি দেশ কে হারিয়ে পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অর্জন করেছেন বাংলাদেশের মুস্তাফিজ ও সাকিব।

17/09/2022

এটা আবার কি টিউবল, মিস করোনা কেউ

হুজুরের নতুন বাইক আর হুজুর
16/09/2022

হুজুরের নতুন বাইক আর হুজুর

👉আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে ।💖🤔 বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে💖 ।সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা  “ঈদ মোবা...
04/07/2022

👉আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে ।💖
🤔 বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে💖 ।
সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা “ঈদ মোবারাক“

07/06/2022

কোনও অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ, তখনই স্রোত নতুন দিকে মোড় নেয়ার সম্ভাবনা বেশি থাকে।

05/06/2022

𝑯𝒊
𝑨𝒔𝒔𝒂𝒍𝒂𝒎𝒖 𝒂𝒍𝒂𝒊𝒌𝒖𝒎

Address

Savar
Badda

Alerts

Be the first to know and let us send you an email when M.Rafi Ahmed Rumman 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.Rafi Ahmed Rumman 01:

Videos

Share