Abrar Hasanat

Abrar Hasanat Welcome to Abrar Hasanat's official FB page.This page is operated by Blue Badge Verify ID Md. Hasanat

16/12/2023

মহান বিজয় দিবস-২০২৩

প্রিয় মাতৃভূমি
প্রিয় বাংলাদেশ 🇧🇩

যাদের রক্তে মুক্ত স্বদেশ🥰
বিনম্র শ্রদ্ধা বীর শহীদদের প্রতি💚

১৫ টি দলিলের সংঙ্গা, রেখে দিন আপনার টাইমলাইনে।
20/05/2023

১৫ টি দলিলের সংঙ্গা, রেখে দিন আপনার টাইমলাইনে।

18/12/2022

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে,

সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা ♥️

27/11/2022

VIVA
কিভাবে হয় দেখে নিন..

স্যার আসতে পারি

এসো ( সার্টিফিকেটগুলো ম্যাডামকে দিয়ে। বসে পড়।

>তোমার নাম কি?

……আকাশ মাহমুদ।

>বাড়ি কোথায়”
.স্যার, ফরিদপুর।

>ফরিদপুর কোথায়?

……বোয়ালমারী ।

>AIUB থেকে পাশ করেছো, না? VC কে ?

……স্যার, Cermen Z. Lamangna

>কোথাকার উনি?

……স্যার, ফিলিপাইন।

>কতদিন ধরে উনি আছেন?

………স্যার, অনেক আগে থেকেই.... আমার admission এর আগে থেকেই।

>তোমার নামের মানে জানো?

……জানি স্যার, ‘আকাশ” ।

>রনি পারতে পল্লী কবি জসীউদ্দিন এর বাড়ি তো ফরিদপুর, না?
..জ্বী স্যার ।

>ওনার একটা বিখ্যাত চরিত্র 'আসমানী' এর বাড়ি কোথায়?

……স্যার, ফরিদপুর এ।

>ফরিদপুরের কোথায়?

……স্যার, তাম্বুলখানায়।

>কখনো গেছ ওখানে?

……জ্বী স্যার, জীবনে একবার গিয়েছি।

>আচ্ছা বাংলাদেশে কি কোন হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার স্টেশন আছে।

……আছে স্যার কর্ণফুলী হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার স্টেশন।

>ওটার আপাসিটি কত

……স্যার ২৩০ মেগাওয়াট।

>কখনো গেছ ওখানে

……জ্বী না স্যার।

>বাংলাদেশে কি কোন নিউক্লিয়ারে পাওয়ার স্টেশন আছে?

……স্যার বর্তমানে নেই কিন্তু একটি প্রস্তাবিত আছে।

>ওটা কোথায় এবং ক্যাপাসিটি কা

……স্যার রুপপুর, পাবনা ক্যাপাসিটি ২০০০ মেগাওয়াট।

>এটার কর্ম-পরিকল্পনা কি? একবারেই কি ২০০০ মেগাওয়াটের কাজ হবে?

……স্যার, কর্ম-পরিকল্পনাটা আমার জানা নেই।

>নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে কি ধরনের রিয়্যাকশান হয়। ওনার প্রশ্নটা ছিল কিশান না ফিউশান রিয়্যাকশান

………স্যার ফিশান রিয়্যাকশান হয়।

>আসলে ফিশান আর ফিউশান এর মানে কি? কোনটায় কি হয়?

……স্যার, ফিশান হল একটি বড় অনুকে ভেঙ্গে ছোট অনুতে পরিনত করা, আর ফিউশান হল এর ঠিক উল্টো।
ছোট অনু একত্রিত হয়ে একটা বড় অনু তৈরি করা (আসলে এখানে পরমাণু হবে একটু পরেই ভুলটা বুঝতে পেরেছিলা

হটাৎ করে এইরকম একটা

ইতস্তিত হয়ে গিয়েছিলাম)

এরপর উনি আমাকে টেকনিক্যালি বলতে বলে, নিজেই বলে দিলেন যে, একটা হল splitting আর একটা হল

>accumulating ( এক কোথায় উত্তর আরকি! নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের এর মুল সমস্যাটা কি?

…স্যার, Radio-active disposal.

>আচ্ছা, এই Radio-active disposal গুলো নিঃশেষ হতে কত সময় লাগে?

…স্যার, অনেক বছর লেগে যায় টেকনিক্যাল টার্মটা (সত্যি কথা বলতে কি Modern Physics

>সেমিস্টারে মাথাটা কেমন যেন গরম হয়ে গেল half-life er কথাটাও বলতে ভুলে গেছি)

>>(এবার অন্য একজন) জেনারেটরে এক্সাইটেশান কেন দেয়া হয়?

…স্যার, ম্যাগনেটিক পোল তৈরির জন্য।

>এক্সাইটেশান না দিলে কি হতো।।

……স্যার এক্সাইটেশান এর মাধ্যমে ম্যাগনেটিক পোল আর ম্যাগনেটিক পোল এর জন্যই ফ্লাক্স তৈরি হয়। আর কন্ডাক্টর ফ্লাক্স কাট না করলে তো আর ভোল্টেজই ইন্ডিউসড হবে না। (ok ok)

>ইলেকট্রিসিটি তো জেনারেট হয় তো এটা কোন রুল অনুযায়ী?

………(আমি বেপার টা গুলিয়ে ফেলেছিলাম) প্রথমে বললাম 'ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল (উনারা বুঝতে পেরেছিলেন যে আমি

ভালকরে প্রশ্নটা বুঝিনি এবং অন্য একজন একটু ভিন্ন ভাবে প্রশ্নটা করলেন)

এবার বললাম ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্ডাকশানের মাধ্যমে

law of electromagnetism

>ওনারা আমার মুখের উপর-ই বলে দিলেন, Faradays

কি?

>(অন্য একজন) ট্রান্সফর্মার দেখেছ কখনো?

…জ্বী স্যার

>ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশানের এর শর্ত গুলো বল'

……স্যার, frequency, terminal voltage. phase-sequence এবং polarity

>আর কিছু আছে? আর কোন শর্ত?

…আমতা-আমতা করছিলাম। আসলে আমি এর বেশি আর কিছু জানতাম না)

>আচ্ছা বল % Impedance কি?

………Full-Load এ secondary তে যে voltage পাওয়া যায় আর primary তে যে voltage দেয়া হয় তার ratio কে ১০০ দিয়ে ধন করলে % impedance পাওয়া যায়। এটা আসলে শতকরা loss প্রকাশ করে। (এরপর উনি প্যাচ লাগাইলেন---)

secondary তো shorted থাকে voltage ক্যামনে পাই?

(সন্তুষ্টিমূলক কোন answer দিতে পারি নি।

CT PT চেন? এগুলোর কাজ কি?

চিনি স্যার, Measuring Instrument হিসেবে use হয়।

আর কোন use আছে?

পারভেজ

আমি high voltage এবং high current handling এর বিষয়টা বলতে গেলে ( আচ্ছা আচ্ছা থামিয়া দিলেন)।

(অন্য একজন) cast-west interconnector দেখছ কখনো? না স্যার, দেখি নাই (পাশ থেকে অন্য একজন বলল, ওরা তো এখনো theoretical, practical word নাও জানতে পারে)। এখন প্রশ্নকর্তা আবার
জী স্যার দেখেছি।

আরিচা-পাটুরিয়া হয়ে ফরিদপুর যাও না। উপর দিয়ে যে বিশাল Transmission Line দেখনি তুমি?

। এবার শেষ প্রশ্ন বেশ ভালো লাগল

তোমার নাম টা তো খুব সুন্দর, আবার আকাশের রং ও নীল নামের অর্থ আগেই জিজ্ঞাস করেছিল। বলতো আকাশে রং নীল হয় কেনা। স্যার আলোর বিক্ষেপনের কারনে।

সবাই প্রায় ৮ ১০ সেকেন্ড চুপ করে থেকে

এবার তুমি আসতে পার।

ভাতে স্ত্রীর চুল পেলে কি করবেন? যখনই চুল পাবেন তখন বলবেন, দেখো কি কাণ্ড! তোমাকে ভালোবাসি বলে তোমার চুলও আমার পিছু ছাড়লো ...
01/10/2022

ভাতে স্ত্রীর চুল পেলে কি করবেন? যখনই চুল পাবেন তখন বলবেন, দেখো কি কাণ্ড! তোমাকে ভালোবাসি বলে তোমার চুলও আমার পিছু ছাড়লো না, খাবারেও চলে আসে। এরপর হি হি হি করে হেসে দিবেন।

অথবা চুল যদি মুখের ভিতর চলে যায়, তখন তাকে বলবেন, এই আমাকে একটু হেল্প করো তো। আমার মুখে তোমার একটা বিশাল লম্বা চুল এসে গেছে। প্লিজ একটু হেল্প করো, এটাকে বের করতে হবে তো। চুলটা বের করে মুখে লুকমা দিতে দিতে বলবেন, কী হয়েছে তোমার? আজকাল চুলের যত্ন নিচ্ছো না কিন্তু। এভাবে চুল পড়লে তোমার চুল তো শেষ হয়ে যাবে। তখন কিন্তু তোমাকে আর ভালোবাসবো না আমি। এই বলে দিলাম কিন্তু।

ব্যস, কেইস ডিশমিশ। একদিকে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা অটল এবং আরো বৃদ্ধি পেলো, অন্যদিকে স্ত্রী মনে মনে লজ্জিত হয়ে শাসনও পেলো। সে এখন থেকে খুব সাবধানে থাকবে। এখানে রাগ করার বা উত্তপ্ত বাক্য ছুড়ার কোনো প্রয়োজন নেই। স্ত্রীর চুল তো আর কারোর নয়, আপনারই মানুষের।

©️- Abrar Hasanat

15/04/2022
14/04/2022

Hi, I just opened my personal page. Stay connected.

Address

Badda
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abrar Hasanat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abrar Hasanat:

Share

Nearby media companies