Naogaon -6500 G.P.O

Naogaon -6500 G.P.O Naogaon is a city and district headquarter of Naogaon District in northern Bangladesh.

হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাছারি ঘর
29/09/2024

হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাছারি ঘর

দোহাই বাংলায় গাঞ্জা চাষ।নওগাঁ ব্রিটিশ বেংগল।ছবিঃ সংগৃহীত
27/09/2024

দোহাই বাংলায় গাঞ্জা চাষ।
নওগাঁ ব্রিটিশ বেংগল।
ছবিঃ সংগৃহীত

একবার চিন্তা করুন তো, আজকের বিমান দুর্ঘটনার দৃশ্য, যতটুকু ফুটেজে দেখেছেন।একটা YAK-130 এডভান্স জেট প্রশিক্ষণ/যুদ্ধ বিমান ...
09/05/2024

একবার চিন্তা করুন তো, আজকের বিমান দুর্ঘটনার দৃশ্য, যতটুকু ফুটেজে দেখেছেন।
একটা YAK-130 এডভান্স জেট প্রশিক্ষণ/যুদ্ধ বিমান আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়, সেই বিমানকে রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব নয় যার কারণে পাইলট চাইলেই কিন্তু আকাশে থাকা অবস্থায় ইনজেকশন করে নিজেরা বের হয়ে আসতে পারতেন এতে করে তারা সহজেই বেঁচে যেতেন।
কিন্তু তারা সেই কজটি করেননি, কেন করেননি তা জানেন,, কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে বিমানটিকে বাঁচানোর জন্য, আর আকাশে থাকা অবস্থায় বিমান থেকে যদি তারা বের হয়ে আসত তাহলে বিমানটি যেই কোন জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারতো, হয়তো কারো ঘরের উপর অথবা আশেপাশে ইস্টার্ন রিফাইনারি, পদ্মা,মেঘনা, কাফকোর উপর অথবা কোন লোকালয়ে লোকজনের উপর সে ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সেই চিন্তা করে তারা নিজেদের জীবনের চাইতে দেশের সম্পদ এবং দেশের মানুষ তথা আপনার/আমার কথা বেশি ভেবেছেন সেই কারণে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনকে পরোয়া না করে দেশের সম্পদ রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন।

খেয়াল করে দেখুন, আগুন ধরা বিমানটিকে পাইলট নদীতে নিয়ে আসতে সক্ষম হয় এবং বিমানটি ক্রাশ করার 1-2 সেকেন্ড আগে তারা ইনজেকশন করে বের হয়ে আসে, কতটুকু চেষ্টা করেছে তারা বিমানটি বাঁচানোর জন্য ভাবা যায়।
এটা কেমন নেশা?
ইঞ্জিনে আগুন লাগার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত বিমান বাঁচানোর লড়াই। নতুন বৌ, শিশু সন্তানদের মায়া কীভাবে ভুলে যায় মুহুর্তের মধ্যেই।
আজকের দুর্ঘটনায় শহীদ হয়েছেন একজন পাইলট। আর পাইলট কতটুকু দক্ষ হলে on air এ একটা ইঞ্জিনে আগুন ধরা বিমানকে রানওয়ের উপর দিয়ে নিয়ে এসে নদীর উপরে ফেলে নিজেরা বের হয়ে আসে, আল্লাহু আকবার। (সত্যিই প্রশংসার যোগ্য)
কিন্তু দূঃখের বিষয় হলো, দুইজন পাইলট এর মধ্যে একজন পাইলট (স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ) স্যার ইন্তেকাল করেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার এ শহীদ কে কবুল করুক, এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আমিন।

তাদের এ ঋণ দেশ ও জাতি আজীবন মনে রাখবে। ইনশাআল্লাহ 💖

এই পথ ধরিয়া আমি কতই না গেছি চলিয়া
27/05/2023

এই পথ ধরিয়া আমি কতই না গেছি চলিয়া

ভাই হারিয়ে না যাক। ❤️জীবন যেখানে যেমন। 📌 বিমানবন্দর রেলওয়ে স্টেশন,ঢাকা।
26/05/2023

ভাই হারিয়ে না যাক। ❤️
জীবন যেখানে যেমন।
📌 বিমানবন্দর রেলওয়ে স্টেশন,ঢাকা।

গ্রামের বাড়ির বাগানবিলাস ❤️
26/05/2023

গ্রামের বাড়ির বাগানবিলাস ❤️

নিজেকে যখন অনেক বড় মনে করবেন ভেবে নিবেন সূর্য ডুবে যাচ্ছে
22/05/2023

নিজেকে যখন অনেক বড় মনে করবেন
ভেবে নিবেন সূর্য ডুবে যাচ্ছে

ভরপুর সময়
20/05/2023

ভরপুর সময়

❤🖤Only Nature can refresh You
18/05/2023

❤🖤
Only Nature can refresh You

14/05/2023

প্রিয় নওগাঁ ll Naogaon
জেনে নেই কিছু তথ্য-
--
পড়া শেষে Done লিখুন

রাজশাহী বিভাগের অন্যতম বড় জেলা নওগাঁ।
আয়তন : ৩,৪৩৫.৬৭ বর্গকিলোমিটার।
গঠিত : ১ মার্চ, ১৯৮৪।
বিভাগ : রাজশাহী।
পোস্ট কোড : ৬৫০০।
-
ll ইতিহাস
নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে 'নও = নতুন' (নও ফরাসী শব্দ ) ও ‘গাঁ = গ্রাম' শব্দ দু’টি হতে । এই শব্দ দু’টির অর্থ হলো নতুন গ্রাম । অসংখ্য ছোট ছোট নদীর লীলাক্ষেত্র এ অঞ্চল । আত্রাই নদী তীরবর্তী এলাকায় নদী বন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে উঠে, কালক্রমে তা-ই নওগাঁ শহর এবং সর্বশেষ নওগাঁ জেলায় রুপান্তরিত হয়। নওগাঁ শহর ছিল রাজশাহী জেলার অন্তর্গত । কালক্রমে এ এলাকাটি গ্রাম থেকে থানা এবং থানা থেকে মহকুমায় রুপ নেয় । ১৯৮৪ এর ১ মার্চ- এ নওগাঁ মহকুমা ১১টি উপজেলা নিয়ে জেলা হিসেবে ঘোষিত হয়।
-
অবস্থান ::
উত্তরে : ভারতের দক্ষিণ দিনাজপুর,
দক্ষিণে : নাটোর ও রাজশাহী জেলা,
পূর্বে : জয়পুরহাট ও বগুড়া।
পশ্চিমে : ভারতের মালদহ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা।
-
ll উপজেলা ::
- পত্নীতলা
- ধামইর হাট
- মহাদেবপুর
- পোরশা
- সাপাহার
- বদলগাছী
- মান্দা
- নিয়ামতপুর
- আত্রাই
- রানীনগর
- নওগাঁ সদর
-

ll পৌরসভা তিনটি :
- নওগাঁ পৌরসভা
- নজিপুর পৌরসভা
- ধামইরহাট পৌরসভা।

-

ll
নওগাঁ জেলার সকল সংসদ সদস্যদের নাম ও মোবাইল নম্বর।

***জনাব সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ -1
01711894823, 01776083784
***জনাব সহিদুজ্জামান সরকার, নওগাঁ-2
01712090509
***জনাব মোঃ ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-3
01711412227, 01842412227
***জনাব মুহঃ ইমাজ উদ্দীন প্রামানিক, নওগাঁ-4
01715138844
***জনাব মোঃ আব্দুল মালেক, নওগাঁ-5
01716743611
***জনাব মোঃ ইসরাফিল আলম, নওগাঁ-6
01711848508
-

ll নওগাঁ জেলার সকল ' ওসি 'র নম্বর।
ওসি নওগাঁ - ০১৭১৩৩৭৩৮৩৬
ওসি রানি নগর - ০১৭১৩৩৭৩৮৩৭
ওসি আত্রাই - ০১৭১৩৩৭৩৮৩৮
ওসি ধামইর হাট - ০১৭১৩৩৭৩৮৩৯
ওসি বাদলগাছি - ০১৭১৩৩৭৩৮৪০
ওসি মহাদেবপুর - ০১৭১৩৩৭৩৮৪১
ওসি পাটনীতলা - ০১৭১৩৩৭৩৮৪২
ওসি নিয়ামতপুর - ০১৭১৩৩৭৩৮৪৩
ওসি মান্দা - ০১৭১৩৩৭৩৮৪৪
ওসি সাপাহার - ০১৭১৩৩৭৩৮৪৫
ওসি পোরশা - ০১৭১৩৩৭৩৮৪৬
-
ইউনিয়ন :: ৯৯ টি
গ্রাম। :: ২৭৯৯ টি
মৌজা :: ২৫৬৫ টি
-
ll জনসংখ্যা :: ২৬,০০,১৫৮+ জন
ll জনসংখ্যা ঘনত :: ৯৩৮ জন প্রতি বর্গ কি.মি।
-
ll ধর্ম ::
ইসলাম ৮৯.৭৩%
হিন্দু ৮.২৭%
খ্রীস্টান ১%
বৌদ্ধ ০.৬৫৬%
অন্যান্য ০.৩৪৪%
-

ll আদিবাসীদের নাম ::
সাঁওতাল, মু্ডা, ওঁরাও, মাহালী, বাঁশফোঁড়দ, কুর্মি, মাল পাহাড়ী।

ll থানা অনুসারে তাদের অবস্থান :
:: সাঁওতাল : ধামুরহাট, নিয়ামতপুর, পোরশা, সাপাহার, পত্নীতলা, মান্দা।
:: মু্ডা : মহাদেবপুর, ধামুরহাট, পত্নীতলা, নিয়ামতপুর, পোরশা।
:: ওঁরাও : মহাদেবপুর, পত্নীতলা, পোরশা, বদলগাছি।
:: মাহালী : পত্নীতলা, ধামুরহাট, সাপাহার, বদলগাছি।
:: বাঁশফোঁড় : পত্নীতলা, নওগাঁ সদর, মহাদেবপুর, সাপাহার, ধামুরহাট।
:: কুর্মি : পত্নীতলা, মহাদেবপুর, ধামুরহাট, বদলগাছি।
:: মাল পাহাড়ী : পত্নীতলা, মহাদেবপুর, পোরশা, সাপাহার, নিয়ামতপুর।
-

ll সর্বাধিক : চাউল কল নওগাঁয়।
ll উত্তরবঙ্গে বিখ্যাত :
:: মসজিদ : কুসুম্বা - মান্দা।
:: মন্দির : রঘুনাথ মন্দির - মান্দা।

ll আয়ের উৎস ::
কৃষিজ : ৮০% l অন্যান্ন : ২০%
-

ll শিক্ষা ::
শিক্ষার হার : গড় ৬২.৫২%
পুরুষ- ৬৬.৪৩% ll মহিলা- ৫৮.৬০%

ll শিক্ষা প্রতিষ্ঠান ::
: সরকারী প্রাথমিক বিদ্যালয় ঃ ৭৯৪ টি
: রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৪৮২ টি
: সরকারী উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি
: বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩৭৫ টি
: বেসরকারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ৭৫ টি
: বিশ্ববিদ্যালয় কলেজঃ ১৫টি
: সরকারী মহাবিদ্যালয়ঃ ১১ টি
: বেসরকারী মহাবিদ্যালয়ঃ ৭৪ টি
: বেসরকারী পলিটেকনিক কৃষি কলেজঃ ৩টি
: কামিল মাদ্রাসাঃ ২ টি
: ফাজিল মাদ্রাসাঃ ৩৩ টি
: আলিম মাদ্রাসাঃ ৪০ টি
: দাখিল মাদ্রাসাঃ ২০২ টি
: সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজঃ ১টি
: এস,এস,সি (ভোকেশনাল) স্কুলঃ ৩৮ টি
: এইচ,এস,সি ( বি,এম ) কলেজঃ ৪৪ টি
: শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পি,টি,আই)ঃ ১টি
: সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটঃ ১টি
: বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটঃ ৮টি

ll পুলিশ লাইনস্ : নওগাঁ পুলিশ লাইন।
ll বিজিবি : ১৬ বিজিবি ক্যাম্প রয়েছে- ১টি।
-
ll মসজিদ : ৩৮৬৪টি
ll মন্দির : ১০১৮টি,
ll চার্চ : ৯৬টি এবং
ll বৌধ মন্দির : ৫১টি
ll নদী :: পুনর্ভবা, যমুনা, আত্রাই, রানি, তুলশিগঙ্গা, শিব নদী।
ll প্রধান শস্য :: ধান, গম, সরিষা, আখ, কালাই, পাট, ভুট্টা, বেগুন, রসুন, তেল বীজ এবং পেঁয়াজ।
ll বৃহৎ : বৃটিশ আমলের গাঁজা সোসাইটি নওগাঁয়।
ll বিলুপ্রায় : ঢেঁকি, গরুর গাড়ি, হোঁকা।
-

ll দর্শনীয় স্থান ঃ
/ পাহাড়পুর বৌদ্ধবিহার - বদলগাছি।
/ কুসুম্বা মসজিদ - মান্দা
/ বলিহার রাজবাড়ি - নওগঁা সদর।
/ দুবলহাটি রাজবাড়ি - নওগঁা সদর।
/ রঘুনাথ মন্দির - মান্দা।
/ জগদ্দল বিহার - ধামুইর হাট।
/ দিব্যক জয়স্তম্ভ
/ পতীসরː রবি ঠাকুরের কুঠি বাড়ী - আত্রাই।
/ ভীমের পানটি।
/ দিবর দিঘী।
/ আলতাদিঘী জাতীয় উদ্যান।
/ বিজয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ '৭১ - নওগাঁ সদর।
/ ১০৮ ঘর বিশিষ্ট মাটির বাড়ি।
/ বান্দাইখাড়াতে ৫০০ বছরের পুরাতন মন্দির আছে, যেখানে দেশের সবচেয়ে বড় কালিপূজা অনুষ্ঠিত হয়।
/ বৃটিশ আমলে বান্দাইখাড়াতে মুন্সেপকোর্ট ও গুরুট্রেনিং স্কুল ছিলো।
ঘুঘুডাঙ্গা তালতলি- নিয়ামতপুর।
-

ll মুক্তিযুদ্ধে নওগাঁ:
ll উত্তরবঙ্গের জেনারেল : আব্দুল জলিল
ll মুক্তিযোদ্ধের বিশেষ স্থান সমূহ :
: কে.ডি সরকারি স্কুল
: বি এম সি কলেজ, নওগাঁ
: ধামুর হাট
: পাকুড়িয়া, মান্দা
: চকের ব্রিজ,
: মধুইল
: আত্রাই থানার সাহাগোলা রেল ব্রিজ।
: বান্দাইখাড়া।
: শান্তাহার।

ll মুক্তিযুদ্ধে অবদানের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ :
: ক্যাপ্টেন গিয়াস উদ্দিন
: মেজর নাজমুল হক
: আব্দুল জলিল
: বয়তুল্লাহ এম এন এ
: মোজাফফর
: ন্যাপের এম, এ, রকীব
: ভাষানী ন্যাপের মযহারুল হক এ্যাডভোকেট
: এ,কে,এম, মোরশেদ
: মোকলেসুর রহমান
: মকাই চৌধুরী
: ওহিদুর রহমান ও
: আলমগীর কবির
: মুহঃ ইমাজ উদ্দিন প্রামানিক
: আখতার আহম্মেদ ছিদ্দিকী
: জালান হোসেন চৌধুরী
: আরও কয়েক জন স্থানীয়।

ll মুক্তিযোদ্ধের নাটক : 'রক্ত শপথ'
রচনা করেন : অধ্যাপক খন্দকার মকবুল হোসেন। প্রযোজনা করেন : আব্দুল জলিল (রাজনীতিবিদ)
নির্দেশনায় : মমিন-উল-হক ভুঁটি
বিষয় : স্বাধীনতা সংগ্রামের ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে আভাস দেয়া।
মঞ্চস্থ হয় : নওগাঁ বি.এম.সি. কলেজ প্রাঙ্গনে। (২৩ মার্চ, ১৯৭১)

যুদ্ধের ৭১এ...
ll পাকিস্তানির প্রথম প্রবেশ : ২২এপ্রিল দুপুর ১২টা
ll নওগাঁবাসির প্রথম ট্রেনিং : ২৪এপ্রিল বালুরঘাটে।
ll বঙ্গবন্ধুর খুনি : মেজর ফারুকের বাসা।
ll সর্বহারা, বাংলা ভাইয়ের উৎপত্তি নওগাঁয়।
-

ll বিখ্যাত ব্যক্তি ::
: মোহাম্মদ বয়তুল্লাহ - বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পীকার;
: শিশির নাগ - সাংবাদিক, সংগঠক এবং বিপ্লবী কমিউনিস্ট পার্টির কর্মী।
: আব্দুল জলিল - রাজনীতিবিদ;
: আখতার হামিদ সিদ্দীকি - বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পীকার।
: নুর মুহাম্মদ সাবেক রাষ্ট্রপতির সচিব
: ড. মাহাবুবুজ্জামান সাবেক সচিব
: মোকায় চৌধুরী - বীর মুক্তিযোদ্ধা
: মুহঃ ইমাজ উদ্দিন প্রাং - রাজনীতিবিদ + স্বাধীনতা পদকপ্রাপ্ত নওগাঁর একজনই।
: আলমগীর কবির - রাজনীতিবিদ।
: তৈয়ব উদ্দিন আহমেদ - সাবেক বাংলাদেশ পুলিশের আইজিপি।
: ডাঃ মঞ্জুরুল - ভাষা সৈনিক।
: খন্দকার মোঃ আলী হাসান।
: বিপ্লবী কৃষক আস্তান মোল্লা।
: কবি তালিম হোসেন (একুশে পদকপ্রাপ্ত)।
: মো আয়েজ উদ্দিন ( সচিব )।
: মোরশেদ। - রাজনীতিবিদ।
: শহীদ মুক্তিযোদ্ধা মামুন।
: অধ্যাপক এমাজ উদ্দিন।
: জেমস - সঙ্গীত শিল্পী।
: পথিক নবী - সঙ্গীত শিল্পী।
: রিংকু - সঙ্গীত শিল্পী।

---------------
"আমাদের প্রানের নওগাঁ। #
নওগাঁ তোমায় ভালবাসি, যেখানেই থাকি।"

---------------
বি.দ্র : কিছু তথ্য সময়ের ব্যবধানে পরিবর্তন হতে পারে। তাই দু'একটি তথ্য চুড়ান্ত ধরা যাবেনা। ধন্যবাদ।

09/05/2023

তাল গাছ সড়ক মহাদেবপুর নওগাঁ।

Look the Roads💚❤
08/05/2023

Look the Roads💚❤

বাংলা থেকে ইংরেজির দূরত্ব ১ কিলোমিটার! 🙂
01/05/2023

বাংলা থেকে ইংরেজির দূরত্ব ১ কিলোমিটার! 🙂

16/04/2023

ভেঙে না পরে ওঠে দাঁড়ানোই জীবন
Nature teaches us Never Give Up

Address

Naogaon Sadar
Badalgachi
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon -6500 G.P.O posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Badalgachi

Show All