Fresh LPG Ashuganj

Fresh LPG Ashuganj Fresh LP Gas has the biggest LPG storage and distribution system in Bangladesh.Fresh LP Gas has multiple sizes of cylinders. SKU includes 12 KG, 35 KG & 45 KG.

Please Call : 01825781631

18/12/2022
Lineups
26/11/2022

Lineups

13/11/2022

"অসৎ ভাবে উপার্জিত টাকা/সম্পদ প্রথমে আপনাকে খাবে, তারপর আপনার পরিবারকে খাবে।"
Collected

19/09/2022

এ সময় চোখ উঠলে করণীয়

● সাবানপানি দিয়ে কিছুক্ষণ পরপরই হাত পরিষ্কার করতে হবে।

● কোনো কারণে চোখ ভেজা থাকলে চোখ টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। ব্যবহারের পর টিস্যু পেপারটি অবশ্যই ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে। নইলে ব্যবহার করা টিস্যু পেপার থেকে সংক্রমণ ছড়াতে পারে।

● চোখ উঠলে চশমার ব্যবহার করুন। এতে চোখে স্পর্শ করা কমবে এবং ধুলাবালু, ধোঁয়া থেকে চোখ রক্ষা পাবে। আলোয় অস্বস্তিও কমবে।

● চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে পারেন।

● নিজের ব্যবহার করা প্রসাধনসামগ্রী ও ব্যক্তিগত কাপড়চোপড় অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না। একইভাবে অন্যের ব্যবহৃত প্রসাধনসামগ্রী ও ব্যক্তিগত জিনিসপত্র রোগীর ব্যবহার করা চলবে না।

● চোখ ঘষে চুলকানো যাবে না। অন্য কারও আই ড্রপ ব্যবহার করা উচিত হবে না। এতে আবার কনজাংটিভাইটিস হতে পারে।

●প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

26/08/2022

সম্মানিত অভিভাবকদের অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।

সাথে নিম্নোক্ত ১৪টি বিষয় খেয়াল রাখবেন -
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।

সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।
ধন্যবাদ।

শহর গড়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, ঘরে ফিরে রান্নার সময় অলরাউন্ডারদের প্রথম পছন্দ, ফ্রেশ এলপি গ্যাস। প্রোপেইন এবং ব...
06/08/2022

শহর গড়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, ঘরে ফিরে রান্নার সময় অলরাউন্ডারদের প্রথম পছন্দ, ফ্রেশ এলপি গ্যাস। প্রোপেইন এবং বিউটেইন গ্যাসের আদর্শ অনুপাতে রান্না হয় দ্রুত, আর আপনি থাকবেন নিশ্চিন্ত।

রান্নার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাসের সিলিন্ডার স্থাপনার সময় তা সমান ও মসৃণ জায়গায় বসাতে হবে। সাথে, সিলিন্...
01/08/2022

রান্নার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাসের সিলিন্ডার স্থাপনার সময় তা সমান ও মসৃণ জায়গায় বসাতে হবে। সাথে, সিলিন্ডারটি যেন কখনওই কাত না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

ফ্রেশ এলপি গ্যাস দেয় সঠিক মাপের পাশাপাশি প্রোপেইন আর বিউটেইনের সঠিক অনুপাত। তাই নিশ্চিত হয় পর্যাপ্ত চাপ, সর্বোচ্চ তাপ আ...
26/07/2022

ফ্রেশ এলপি গ্যাস দেয় সঠিক মাপের পাশাপাশি প্রোপেইন আর বিউটেইনের সঠিক অনুপাত। তাই নিশ্চিত হয় পর্যাপ্ত চাপ, সর্বোচ্চ তাপ আর দ্রুত রান্না। তাই সব সময় নিশ্চিন্তে-নিরাপদে রান্নায় অলরাউন্ডারদের চাই ফ্রেশ এলপি গ্যাস।

নিরাপদ রান্নার জন্য সিলিন্ডারের পাশাপাশি নিজেরও নিরাপত্তার কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। চুলার কাছে রান্না করার সময় অবশ...
25/07/2022

নিরাপদ রান্নার জন্য সিলিন্ডারের পাশাপাশি নিজেরও নিরাপত্তার কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। চুলার কাছে রান্না করার সময় অবশ্যই সুতি কাপড়ের অ্যাপ্রন পরা উচিত। সিনথেটিক কাপড়ের অ্যাপ্রন তাপে গলে যেতে পারে এবং সহজেই আগুন ধরে যেতে পারে৷ তাই রান্নার জন্য সুতি কাপড়ের অ্যাপ্রন পরাই ভালো।

Eid Mubarak ❤️❤️❤️
09/07/2022

Eid Mubarak ❤️❤️❤️

বাইরে জরুরি কাজের পাশাপাশি ঘরেও দ্রুত রান্না সামলান যারা, সেই অলরাউন্ডারদের প্রথম পছন্দ, ফ্রেশ এলপি গ্যাস। ফ্রেশ এলপি গ্...
19/04/2022

বাইরে জরুরি কাজের পাশাপাশি ঘরেও দ্রুত রান্না সামলান যারা, সেই অলরাউন্ডারদের প্রথম পছন্দ, ফ্রেশ এলপি গ্যাস।

ফ্রেশ এলপি গ্যাস-এ আছে প্রোপেইন-বিউটেইনের সঠিক অনুপাত, ফলে রান্নার সময় পাওয়া যায় পর্যাপ্ত চাপ ও সঠিক তাপ।

17/04/2022

বাঙালির প্রাণের উৎসব, সব বাঙালির কাটুক আনন্দে ও সুস্বাস্থ্যে। ফ্রেশ এলপি গ্যাস-এর পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্...
14/04/2022

বাঙালির প্রাণের উৎসব, সব বাঙালির কাটুক আনন্দে ও সুস্বাস্থ্যে। ফ্রেশ এলপি গ্যাস-এর পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা!

শুভ নববর্ষ ১৪২৯

রমজানের প্রথম দশদিন আল্লাহ’র অফুরন্ত রহমতে পরিপূর্ণ। রমজানের মহিমায় উদ্ভাসিত হোক রহমতের দিনগুলো। ফ্রেশ এলপি গ্যাস সেহরি...
02/04/2022

রমজানের প্রথম দশদিন আল্লাহ’র অফুরন্ত রহমতে পরিপূর্ণ। রমজানের মহিমায় উদ্ভাসিত হোক রহমতের দিনগুলো। ফ্রেশ এলপি গ্যাস সেহরি এবং ইফতারের সময়সূচি নিয়ে আপনার জন্য সাজিয়েছে রোজার ক্যালেন্ডার।

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!

নিজেকে ভালো রাখতে, নিজের মতো করেই কাটান কিছুটা সময়। এই সময়টায় খেতে পারেন হেলদি কোনো খাবার বা পানীয়। এক গ্লাস ফ্রেশ বিট জ...
01/04/2022

নিজেকে ভালো রাখতে, নিজের মতো করেই কাটান কিছুটা সময়। এই সময়টায় খেতে পারেন হেলদি কোনো খাবার বা পানীয়। এক গ্লাস ফ্রেশ বিট জুস রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে আপনাকে রাখতে পারে ফিট।

আসছে জমজমাট কুকিং শো "Tommy Miah's Kacchi Biriyani Challenge"! ফ্রেশ এলপি গ্যাস-এর কো-স্পন্সরশিপে এই প্রোগ্রামে অংশগ্রহণ...
31/03/2022

আসছে জমজমাট কুকিং শো "Tommy Miah's Kacchi Biriyani Challenge"! ফ্রেশ এলপি গ্যাস-এর কো-স্পন্সরশিপে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন নির্বাচিত ১০জন শেফ। দেখতে চোখ রাখুন এটিএন বাংলা-য়, ১লা এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০-এ।

Address

Ashuganj
3402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fresh LPG Ashuganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fresh LPG Ashuganj:

Videos

Share


Other Digital creator in Ashuganj

Show All

You may also like