Sunni Media

Sunni Media সুন্নিয়তের সকল প্রকার হাম,নাথ,শান,হা?
(1)

14/02/2025
রাসুল ﷺ এর ঘাম মোবারকের সুঘ্রাণ কেমন ছিলো?হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি বিশ্বকুল সরদার হুযুর সাল্লাল্লাহু আলা...
23/01/2025

রাসুল ﷺ এর ঘাম মোবারকের সুঘ্রাণ কেমন ছিলো?

হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি বিশ্বকুল সরদার হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর খেদমতে আরয করল- ইয়া রাসূলাল্লাহ! আমাকে নিজ কন্যা বিবাহ দিতে হবে। অথচ আমার কাছে কোন সুগন্ধি নেই। আঁপনি কিছু সুগন্ধি দান করুন। তিঁনি ফরমালেন- আগামীকাল খোলা মুখ বিশিষ্ট একটি শিশি নিয়ে আসবে। দ্বিতীয় দিন লোকটি একটি শিশি নিয়ে এল। হুযুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উভয় বাহু থেকে শিশিতে ঘাম ঢালতে লাগলেন। এমনকি তা ভরে যায়। অতঃপর ইরশাদ করলেন,এটা নিয়ে যাও। আর তোমার কন্যাকে বলবে যেন এ থেকে সুগন্ধি ব্যবহার করে।

فكانت إذا تطيبت به يشم اهل المدينة رائحة ذٰلك الطيب فسموا بيت المطيبين

অর্থাৎ- “যখন উক্ত মহিলা নবীজীর ঘাম মুবারক সুগন্ধি হিসেবে ব্যবহার করত,তখন সমস্ত মদীনা বাসীর কাছে তার সুগন্ধি পৌঁছে যেত। এমনকি তাঁরা ঐ ঘরকে “বায়তুল মুতায়্যেবীন” (সুবাসিতদের ঘর) নামে আখ্যায়িত করল।”
[আবু ইয়ালা,তাবরানী,যুরকানী, খাসায়েসুল কুবরা]

04/01/2025

যেই খানে রাসূল পাকের নাম মোবারক মুখে নিতে গিয়ে হাজার বার ভাবি, ভুল বেয়াদবি না হয়ে যায়।

সেই খানে এই বেয়াদব আযহারী আমার নবীকে বলে ওনি নাকি COWBOY 😡😡😡😡। এর আগে আম্মাজান আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি করছে 😡😡

চিন্তা করছেন একবার সমাজে মানুষকে কি শিখাচ্ছে? অথচ ওর দালালদের কোনো প্রতিবাদ নেই।

03/01/2025
03/01/2025
03/01/2025
 #দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছিব্রাহ্মণবাড়িয়া সদরে গিয়াস উদ্দিন তাহেরী হুজুরকে "হ/ত্যা/র উদ্দেশ্য "হা/ম/লা করেছে ইউনুসি...
30/09/2024

#দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি
ব্রাহ্মণবাড়িয়া সদরে গিয়াস উদ্দিন তাহেরী হুজুরকে "হ/ত্যা/র উদ্দেশ্য "হা/ম/লা করেছে ইউনুসিয়া মাদরাসার ওহাবীর। আমরা এই হা/ম/লা/র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হা*ম*লা*কারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।

Address

Ashuganj

Alerts

Be the first to know and let us send you an email when Sunni Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share