Sunni Media

Sunni Media সুন্নিয়তের সকল প্রকার হাম,নাথ,শান,হা?
(1)

শরীফপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াত যুবকবৃন্দের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে  ৫ম বার্ষিক সুন্নী মহা সম্মেলন।সকলের প্রতি দ্বীন...
24/11/2025

শরীফপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াত যুবকবৃন্দের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে ৫ম বার্ষিক সুন্নী মহা সম্মেলন।
সকলের প্রতি দ্বীনি ও ঈমানি দাওয়াত রইল এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সবাই উপস্থিত হয়ে দ্বীন ও দুনিয়ার অশেষ কামিয়াবি হাসিল করুন এবং মাহফিলের সৌন্দর্য আরো বর্ধিত করুন।
স্থান: শরীফপুর শের আলী মার্কেট প্রাঙ্গন
তারিখ: ৭ ডিসেম্বর ২০২৫ ইং
বার: রোজ রবিবার বাদ আছর হইতে।

21/09/2025
19/09/2025

জুম্মা মোবারক 🤍

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবীতে করতে হবে যেসব অনুষ্ঠানবাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে আগামী ৬ ...
02/09/2025

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবীতে করতে হবে যেসব অনুষ্ঠান

বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে আগামী ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্মসহ ইসলামের নানা বিষয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাউশি অধিদপ্তরে সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশ করা হয়েছে। দিবসটিতে কর্মসূচির মধ্যে প্রথমেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন।

এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা। এছাড়া হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

গনিশাহ (রহঃ) মাজার, তোল্লাকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
28/07/2025

গনিশাহ (রহঃ) মাজার, তোল্লাকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

20/07/2025

ঈদে মিলাদুন নবীর (সাঃ) সোহরাওয়ার্দী উদ্যানে হোক,
আমি চাই!
আপনিও চান তো!!!🫵🫵

তিনি এসেছেন রহমত হয়েতিনি জগদ্বাসীর জন্য রহমত হয়ে এসেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন,وَمَا أَرْسَلْنَاكَ إِل...
18/07/2025

তিনি এসেছেন রহমত হয়ে

তিনি জগদ্বাসীর জন্য রহমত হয়ে এসেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন,

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ.

(হে নবী!) আমি তোমাকে বিশ্ব জগতের জন্য কেবল রহমত করেই পাঠিয়েছি। সূরা আম্বিয়া (২১) : ১০৭

ইমাম শাফেয়ি রহ. বলেন, ‘কাউকে পানির ওপর হাঁটতে বা আকাশে উড়ে বেড়াতে দেখে মোহিত হয়ো না — বরং তার অবস্থা কুরআন সুন্নাহ অনুয...
02/06/2025

ইমাম শাফেয়ি রহ. বলেন,
‘কাউকে পানির ওপর হাঁটতে বা আকাশে উড়ে বেড়াতে দেখে মোহিত হয়ো না — বরং তার অবস্থা কুরআন সুন্নাহ অনুযায়ী যাচাই করে দেখবে। যদি তার কর্ম ও আচরণ শরিয়ত বিরোধী হয়, তাহলে জেনে রেখো— শয়তানও পানির ওপর চলতে পারে এবং আকাশেও উড়তে পারে।’
( ইবনু কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১৩/২৫১)
এটা আবেগি বাঙ্গালীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

26/05/2025

Address

Ashuganj

Alerts

Be the first to know and let us send you an email when Sunni Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share