Nazim Insurance consultant

Nazim Insurance consultant I M insurance consultant

21/03/2024

নির্দিষ্ট দিনে বীমাদাবী পরিশোধ করা সোনালী লাইফের অন্যতম প্রধান অঙ্গীকার।

মোঃ আজাদ সোনালী লাইফের একজন সম্মানিত বীমা গ্রাহক। তিনি সোনালী লাইফে একটি বীমা করেছিলেন; যার মেয়াদপূর্তী সুবিধা পাওয়ার তারিখ আগামী ৩০/০৩/২০২৪। মেয়াদপূর্তী সুবিধা হিসেবে তিনি পাবেন এক লক্ষ চব্বিশ হাজার তিনশত পঁচাত্তর (১,২৪,৩,৭৫) টাকা, যা নির্দিষ্ট দিনে তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধিত হবে।

প্রতিদিন এভাবেই সোনালী লাইফের প্রধান কার্যালয় এবং শাখা অফিস সমূহে আমরা অসংখ্য বীমাদাবী নিষ্পত্তি করে যাচ্ছি।

সোনালি জীবন-সুখের জীবন।

💯সোনালী লাইফ এ কেন জীবন বীমা করবেন?🗣️🏆বাংলাদেশের এই প্রথম আধুনিক প্রযুক্তি ERP Server এ পরিচালিত হচ্ছে Sonali Life Insur...
21/03/2024

💯সোনালী লাইফ এ কেন জীবন বীমা করবেন?🗣️

🏆বাংলাদেশের এই প্রথম আধুনিক প্রযুক্তি ERP Server এ পরিচালিত হচ্ছে Sonali Life Insurance 100% Online। যা অন্য কোন ইনসুরেন্সের কোম্পানির নেই।

অন্য সকল বীমা সংস্থার থেকে সোনালি একদম ভিন্ন।
***সোনালির সুবিধা ও সৌন্দর্যসমূহ:***

🎯 আর্থিক নিরাপত্তা সুবিধা পাবেন।
🎯মেয়াদপূর্তির মূল্য + বোনাস + জীবন বিমা নিরাপত্তা।
🎯 ইসলামি শরিয়াহ ভিত্তিক পরিচালিত।
🎯মেয়াদ পূর্তির ২ মাস পূর্বে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানো হয় এবং টাকা নেওয়ার অনুরোধ করা হয়।
🎯 ৭ দিনের মধ্যে Life Loss(মৃত্যু দাবি) পরিশোধ।
🎯 সোনালী লাইফ অনলাইন সিস্টেম।

🎯বিশ্বের যেকোনো স্থান থেকে পলিসির বিস্তারিত তথ্য Balance + Bonus etc.নিজ থেকে App এর মাধ্যমে জানতে পারা যায়।( Companir website e login করে) সবসময় পলিসি Status Visit করতে পারবেন।

🎯 সোনালী লাইফ এর নিজস্ব ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরে অ্যাপ আছে।

🎯 সারা পৃথিবীর যেকোনো জায়গায় থেকে Online Payment করা যায়।

🎯 যেকোনো সময় এবং তারিখে মানি রিসিট ডাউনলোড করা যায়।

🎯 কল সেন্টার রয়েছে। ৬৯৬৯ এ কল করে পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। ( টাকা পরিশোধ + বোনাস ইত্যাদি)- এক্ষেত্রে Agent দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই।

🎯নিজেই নিজের Policy Payment করতে পারবেন।

🎯 পলিসির টাকা নিজে জমা করার মাধ্যম রয়েছে
যেমন- নগদ,বিকাশ,রকেট,১৭ টি ব্যাংক ডিপোজিট,Debit/Credit Card,Visa Card,Master Card.
এক্ষেত্রে Agent দ্বারা প্রতারিত হওয়ার আশংকা নেই।
🎯 Tax Free Bonus.
🎯 ৩ বছর পর লোন সুবিধা।
🎯৩ বছর পর পলিসি ভাঙ্গার সুযোগ রয়েছে।
🎯৩ লক্ষ টাকার ১টি পলিসি কিনলে CO-branded Visa Card পাবে Mtb+Slicl Discount Card.
(যা সারা দেশে ৩০০ টি outlet এ discount সুবিধা পাবে,যেমন - হাসপাতাল, ক্লিনিক, বিউটি পার্লার, হোটেল, রেস্তোরাঁ, হীরার দোকান)

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🔰 শতভাগ কমিটমেন্ট।
মেয়াদ পূর্তির টাকা মেয়াদ পূর্তির দিনই ও মৃত্যু দাবী এবং অন্যান্য কাভারেজের টাকা ৭ দিনের মধ্যে গ্রাহক/নমিনির নিজস্ব একাউন্টে দেওয়া হয়।
তিনি চাইলে অফিসে এসে ক্যাশ ও নিতে পারেন।
আর সবচেয়ে মজার ব্যাপার এটাই যে,কোনো গ্রাহকের পলিসি
ম্যাচুরিটির ২ মাস আগে হেড অফিস থেকে কল সেন্টার থেকে তাকে কল দেওয়া হয় এবং বলা হয় তিনি চাইলে তার ম্যাচুরিটির টাকা এখনি চেক নিতে পারেন।
তবে চেক নিলে সেটা ম্যাচুরিটি শেষ হবার যে দিন,ঐ দিন বেতিত টাকা তুলতে পারবে না!!!!

🔰 প্রতি বছরই লভ্যাংশ ঘোষনা করা হয়।
এবং প্রতিটা গ্রাহক সোনালীর এ্যাপস অথবা সোনালীর ওয়েবসাইট থেকে তার লভ্যাংশ সহজেই দেখতে পারেন।
তবে,মজার ব্যাপার এটাই যে,
অন্যান্য লাইফ ইন্সুইরেন্স থেকে সোনালীর লভ্যাংশ অনেক বেশি।
বর্তমান রেট হাজারে ৮০ টাকা ঘোষনা করা হয়েছে।

🔰 পলিসির মেয়াদ ১ বছর হবার পর প্রতি বছরেই ১ টা করে গিফট পাওয়া যায় কোম্পানি থেকে।

🔰 ২ টা ব্যাংকের সাথে কো-ব্র্যান্ডেড চুক্তি করা আছে।
Mutual Trust Bank ও One Bank

🔰 IDRA(Insurance Development and Regularly Authority) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ থেকে সকল ইন্সুরেন্সকে চিঠি প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে তারা যেনো সোনালী লাইফের সিস্টেমকে মডেল হিসেবে গ্রহন করে এবং তাদের মত করে সার্ভিস প্রদান করে।

💥আরো জানতে ভিজিট করতে পারেন!
www.sonalilife.com
অথবা ইউটিউবে সার্চ দিতে পারেন Sonali Life লিখে।
কারন,ATN Bangla Channel এ প্রতি সপ্তাহেই "সোনালী জীবন,সুখের জীবন" বীমা বিষয়য়ক অনুষ্ঠান হয়।

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💝অন্য কোম্পানির সাথে সোনালীর পার্থক্যঃ💝💝

🔥 অন্যান্য কোম্পানি ম্যানুয়াল সিস্টেমে পরিচালিত যেমন- এজেন্টদের কাছে টাকা জমা, হাতের লেখা রিসিট Service. Etc

🔥 সময়মত Claim( বীমাদাবী দেয় না)-এক্ষেএে সোনালী ৭ দিনের মধ্যে পরিশোধ করে।

🔥 সময়মত মেয়াদের টাকা দেয়না, টাকা নিতে নানান Formalities যেমন আবেদন করতে হয়- এক্ষেত্রে সোনালী ২ মাস আগে Advance Maturity চেক দেয়।

🔥 মুনাফা নিয়ে ঝামেলা যেমন - প্রাপ্য মুনাফা পায়না-- এক্ষেত্রে সোনালী প্রতি বছর মুনাফা app/internet/Mobile sms/২৬৯৬৯ এ কল করে জানা যায়।

🔥 অব্যবস্হাপনায় লাভ কম যেমন- এজেন্ট টাকা নিয়ে টাকা জমা করেনা এতে মুনাফাও পায়না -- এক্ষেত্রে সোনালীতে মুনাফা সর্বোচ্চ, কারন নিজের টাকা নিজেই জমা করে বিশ্বের যেকোনো জায়গায় থেকে।

সুতরাং অন্যদের সাথে সোনালীকে এক করবেন না।।
** Google এ গিয়ে www.sonalilife.com এর ওয়েবসাইট গিয়ে পলিসি সম্পর্কে সব যানা যাবে।
🔥 পলিসি হোল্ডারদের টাকা খেয়ানত করার কোনো সুযোগ নেই।

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🌹🍁🌼🌻বীমা করতে আগ্রহী ইনবক্স করুন অথবা কমেন্ট করুন।

হোয়াটসএপেও যোগাযোগ করতে পারেন।
🌺🌺🌺🌺🌺🌺🌺

02/03/2024

বীমা দিবসের রাতেই ঝরলো বীমাহীন ৪৫ প্রান।
আজ থেকে প্রতিটি পরিবার অর্থের কাছে অসহায়! এরপরও অনেকে মনে করেন তারা কখনো এক্সিডেন্ট করবেন না, তারা কখনো অসুস্থ হবেন না, তারা কখনো মারা যাবেন না, তাই বলবো বীমাকে অবহেলা না করে নিজের পরিবারের কথা চিন্তা করে একটা ভালো কোম্পানিতে বীমা করে রাখেন। হা আপনাদের অনেকের বীমার প্রতি ক্ষোপ আছে, কারন বিগত দিনে কিছু অঘটন করেছে কিছু কোম্পানি কিন্তু এখন আর সেই সুযোগ নেই। তাই নিজ দায়িত্বে জেনে বুঝে বীমা করুন।
সবাইকে বীমা দিবসের শুভেচ্ছা, বেইলি রোড অগ্নিকান্ডে সকল ইন্সুইরেন্স কোম্পানী গভীরভাবে শোকাহত।
Sonali Life Insurance Company Limited
100% তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি।

02/03/2024

ফেব্রুয়ারিতে সোনালী লাইফের
১৬,০০০ এর বেশি নতুন পলিসি বিক্রি হয়েছে।
এ মাসে নতুন এজেন্ট নিয়োগ হয়েছে ১৮০০জন + ।

02/03/2024

যুগের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর্থিক সুরক্ষা ও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে জীবন বীমা পালন করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।

২০২০ সালের ১ মার্চ থেকে জাতীয়ভাবে পালিত হচ্ছে বীমা দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- 'করবো বীমা, গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ'।

জাতীয় বীমা দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক- পরিবার ও প্রিয়জনদের জীবন বীমার সুরক্ষায় সুরক্ষিত করবো ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবো।
স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে জীবন বীমার আর্থিক সুরক্ষা ও নিশ্চয়তা নিয়ে পাশে আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

সকলকে বীমা দিবসের শুভেচ্ছা।

22/01/2024

নির্দিষ্ট দিনে বীমাদাবী পরিশোধ করা সোনালী লাইফের অন্যতম প্রধান অঙ্গীকার।

মোঃ ইমরান হোসেন, সোনালী লাইফের একজন সম্মানিত বীমা গ্রাহক। তিনি তিন বছর মেয়াদী একটি বীমা করেছিলেন; যার মেয়াদপূর্তি সুবিধা (ম্যাচুরিটি)পাওয়ার তারিখ- আগামী ২৯/০১/২০২৪।

আজ সোনালী লাইফের প্রধান কার্যালয়ে, মোঃ ইমরান হোসেন -কে তার অর্জিত বোনাস সহ বীমাদাবীর অগ্রীম চেক হস্তান্তর করা হয়।

প্রতিদিন বীমাদাবী পরিশোধের অসংখ্য উদাহরণের এটি একটি।

সোনালি জীবন, সুখের জীবন।

স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে সৎ  নির্ভীক ও সাহসী সিদ্ধান্ত নিলেন মোস্তফা গোলাম কুদ্দুস ::গত বেশ কিছুদিন যাবত বিভিন্ন ই...
19/01/2024

স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে সৎ নির্ভীক ও সাহসী সিদ্ধান্ত নিলেন মোস্তফা গোলাম কুদ্দুস ::
গত বেশ কিছুদিন যাবত বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও সংবাদ মাধ্যমের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন সংবাদ প্রচার করে আসছেন যাতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান গোলাম মোস্তফা কুদ্দুসকে বিভিন্নভাবে অভিযুক্ত করা হয়। তারই পরিপ্রেক্ষিতে বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা IDRA বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সঠিক তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটিতে অডিট ফার্ম হুদাভাসি চৌধুরী এন্ড কোং নিরিক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ করে। যাতে বিভিন্ন অভিযোগের সঠিক ও সত্য তথ্যটি উদঘাঠিত হয়।
আমাদের দেশে সব সময় দেখা যায় যে যখন কোন উচ্চপদস্থ বা ক্ষমতাশালী ব্যক্তির বিরুদ্ধে কোন অনিয়ম বা দুর্নীতির অভিযোগে তদন্ত হয় তখন সেই ব্যক্তি নিজের ক্ষমতা ও অর্থের প্রভাব দেখিয়ে তার চেয়ারটিকে আরো জোরে আঁকড়ে ধরে রাখে এবং আমাদের দেশে এটাই প্রচলিত রীতি হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু এ ক্ষেত্রে মোস্তফা গোলাম কুদ্দুস এই প্রচলিত রীতির বাইরে গিয়ে এক সাহসী, সৎ ও নির্ভীক যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেন। গত বৃহস্পতিবার সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর মিটিংয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সঠিক তদন্তের স্বার্থে গ্রাহকের আমানত সুরক্ষিত করতে নিজে স্বেচ্ছায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এবং সোনালী লাইফ নতুন পরিচালনা পরিষদ গঠন করে।
কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এর সহিত স্যালুট জানাই জনাব মোস্তফা গোলাম কুদ্দুস স্যার কে। আশা করি ঘটনা যাই হোক না কেন আপনার এই যুগউপযোগী সাহসী সিদ্ধান্ত আমাদের দেশে ভবিষ্যতে যেকোনো প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে আপনি এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দুটিই উৎকৃষ্ট দৃষ্টান্ত ও উদাহরণ হয়ে থাকবেন।আশা করি এই ঘটনার মাধ্যমে সোনালী লাইফের সাথে সম্পৃক্ত সকল গ্রাহক ও বীমা কর্মী স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে আশ্বস্ত হবেন এবং গ্রাহকের আমানত অবশ্যই সোনালী লাইফের সুরক্ষিত থাকবে।

16/01/2024

২০২৩ সালে প্রিমিয়াম আয়ের টার্গেট হাজার কোটি টাকা ।। In 2023, the target of premium income is 1000 crores

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ বছরপূর্তি অনুুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানির ভাইস চেয়ারপার্সন ফৌজিয়া কামরুন তানিয়া।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।
Sonali Life Insurance Company Limited

29/12/2023

Life Insurance. Endowment Plans. Education Plans. Child Protection Plans. Deposit Premium Schemes.

29/12/2023

কর্মজীবনে যতই আর্থিক সচ্ছলতা থাকুক না কেন, বৃদ্ধ বয়সে তা কোন কাজে আসবে না, যদি না অবসরজীবনকে আর্থিকভাবে সুরক্ষিত করতে পরিকল্পিত সঞ্চয়ের চিন্তা না করেন।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এস্যুরেন্স কাম পেনশন বীমার সহায়তায় ভবিষ্যৎ হবে আর্থিকভাবে সুরক্ষিত, মিটবে অবসরজীবনের সকল আর্থিক চাহিদা।

অবসরে নিশ্চিন্ত নির্ভার থাকতে পেনশন বীমা গ্রহণ করুন আজই!

আপনার ও আপনার পরিবারের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আছে সবসময় আপনার পাশে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০৯৬৭৮২০০০০৪, ০১৯৭৬৬২৫৪৮৮, ০১৯৭৬৬২৫৪৯৯

29/12/2023

বীমা গ্রাহকের স্বার্থ সুরক্ষায় প্রিমিয়াম জমাদানের পরবর্তীতে UMP সিস্টেমের মাধ্যমে SMS এবং E-mail এর মাধ্যমে নিয়মিত আপডেট জানানো হয়।

17/12/2023

আমরা বিশ্বাস করি ঐ অর্জন শুধু Sonali Life Insurance Company Limited এর না ঐ অর্জন বাংলাদেশ বীমা শিল্পের কারন প্রথম যিনি কাজটি শুরে করেন তিনি কিন্তু অন্যদেরকে ও পথ দেখান
এই জন্যই (সোনালী লাইফ সোনালী জীবন সুখের জীবন।)

13/12/2023

👉ব্যাংকের কর্মচারীদের জন্য সুখবর""
👉বীমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করবে বাংলাদেশের প্রতিটি ব্যাংক
👉ব্যাংকইন্সুরেন্স

29/08/2023

প্রবল ইচ্ছা শক্তি ও চেষ্টায় সফলতা আসে তার প্রমাণ এই ভিডিওতে।
একবার না পারিলে দেখা শতবার, পারিব না কথাটি বলিও না আর,🤝🤝💝💝

দেশের মানুষের ভালোবাসায় দুরন্ত গতিতে এগিয়ে চলা সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড
29/08/2023

দেশের মানুষের ভালোবাসায় দুরন্ত গতিতে এগিয়ে চলা সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড

13/08/2023

বীমা কি কেন করবেন। না জানলে জেনে নিন।

অনেকে মনে করেন বীমা করে মারা গেলে বেশি লাভ! আবার অনেকে মনে করেন মরে গেলে এই লাভ দিয়ে কি হবে? বিষয়টা এমন না বরং চিন্তাটা ...
11/12/2022

অনেকে মনে করেন বীমা করে মারা গেলে বেশি লাভ! আবার অনেকে মনে করেন মরে গেলে এই লাভ দিয়ে কি হবে?

বিষয়টা এমন না বরং চিন্তাটা এভাবে করা উচিত! যেমন একজন মানুষ তার ফ্যামিলির সকল সদস্য'র দায়িত্বভার কাঁধে নিয়ে সংসারের আয় উন্নতির পিছনে অগ্রণী ভুমিকা পালন করেন।

হঠাৎ যদি সেই মানুষটি আল্লাহর ডাকে সারা দিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় তখনও যেন রেখে যাওয়া বাবা মা ভাই বোন সহ স্ত্রী সন্তানের সাময়িক টাকার অভাবটা না হয়। সংসারটা যেন সচল থাকে।

তাঁর জন্যই বেঁচে থাকতেই চিন্তা করতে হয় আমি না থাকলেও যেন আমার পরিবার, আমার আদরের সন্তানেরা যেন কারও কাছে হাত পাততে না হয়। এজন্যই মানুষ বীমা করে রাখেন

[বেঁচে থাকলে মেয়াদ শেষে লভ্যাংশ সহ আসল টাকা ফেরত পাবেন, আর যদি মরে যায় তাহলে বীমা দাবীর পূর্ণ অর্থ তার ফ্যামিলি পাবে এক সপ্তাহের মধ্যে]

যেমন ধরেন আপনি ৫ হাজার টাকা প্রতি মাসের একটি পলিসি করেছেন ১০ বছর মেয়াদি! পলিসি সচল রেখে একটি অথবা দুটো কিংবা তাঁরচেয়েও বেশি কিস্তি দিয়ে মারা গেলেন! তাতে আপনার নমিনি তথা আপনার পরিবার পাবে এক সপ্তাহের মধ্যে প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো!

[আর যদি বেঁচে থাকেন বীমা মেয়াদ পর্যন্ত তখন আপনি লভ্যাংশ প্লাস আসল টাকা সহ ফেরত পাবেন দশ লক্ষ টাকার উপর]

(গ্রাহক বীমা কোম্পানির কাছে জিম্মি থাকেনা বরং বীমা কোম্পানি গ্রাহকের কাছে জিম্মি থাকে)

-সকল স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়নে সোনালী লাইফ আছে আপনার পাশে। সোনালী জীবন-সুখের জীবন

MD Nazim Sonali life - Sonali Jibon
08/12/2022

MD Nazim Sonali life - Sonali Jibon

Alhamdulillah ❤️
24/11/2022

Alhamdulillah ❤️

শতভাগ দাবি পরিশোধের অঙ্গীকার নিয়ে বরিশাল বীমা মেলায় স্টল স্থাপন করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। স্টলে দর্শনার্...

Alhamdulillah ❤️
24/11/2022

Alhamdulillah ❤️

24/11/2022
Alhamdulillah.... Sonalilife.com ❤️❤️
24/11/2022

Alhamdulillah.... Sonalilife.com ❤️❤️

লাইফ ইন্সুরেন্স এ ক্যারিয়ার গড়ার ২০ টি কারণ★আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে-ইদরা কর্তৃক নির্ধারিত কমিশন ও বেতন পাওয়ার মাধ...
18/11/2022

লাইফ ইন্সুরেন্স এ ক্যারিয়ার গড়ার ২০ টি কারণ

★আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে-ইদরা কর্তৃক নির্ধারিত কমিশন ও বেতন পাওয়ার মাধ্যমে আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে বীমা সেক্টরে।

★টাকা আপনার হয়ে কাজ করবে-যেহেতু আনলিমিটেড ইনকামের সুযোগ রয়েছে তাই টাকার মূল্য ঠিক রেখে তাকে সঠিক কাজে বিনিয়োগ করে লাভবান হওয়া যায়।

★অফিস সময়ের বাহিরে ও কাজ করার সুযোগ আছে-নির্দিষ্ট সময়ের বাহিরে কাজ করার সুযোগ রয়েছে।

★একজন আর্থিক উপদেষ্টা হওয়ার সুযোগ আছে-এক এক বীমা কর্মী এক এক জন আর্থিক উপদেষ্টা হিসেবে মানুষের কাছে পরিগণিত হয়।
মানুষের অসুখ হলে যেমন ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন পরে তেমনি আর্থিক স্বচ্ছলতার জন্য বীমা কর্মীর শরণাপন্ন হওয়া উচিত।

★বিনিয়োগবিহীন ব্যবসা-বীমা পেশায় ৬০% বিজনেস ও ৪০% জব তাই এই বিজনেসে কোনো প্রকার বিনিয়োগ ছাড়া ব্যবসা করার সুযোগ রয়েছে।

★অধিক অর্থ উপার্জন করুন নিজের স্বপ্ন পূরণ করুন-যেহেতু বীমা পেশায় অধিক ইনকামের সুযোগ রয়েছে তাই স্বপ্ন পূরনের ও সুযোগ রয়েছে।

★মহৎ পেশা-Insurance is not a job,, It is a noble profession.

★আয়ের উপর ন্যূনতম কর-ব্যাংকের ৬০০০০ টাকার লিমিট থাকলেও বীমাতে ২৫০০০০০ টাকা পর্যন্ত করমুক্ত থাকার সুযোগ রয়েছে।

★দেশের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধিতে অংশগ্রহণ- বীমা করার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পায়।

★নেটওয়ার্ক বৃদ্ধি- সবার সাথে কাজ করার মাধ্যমে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি শক্ত নেটওয়ার্ক স্থাপনের সুযোগ রয়েছে।

★পরিবার পরিজনদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি-নিজের সাথে পরিবার আত্মীয়স্বজন সবার সুরক্ষা নিশ্চিত করে তাদের সাথে সম্পর্ক সুন্দর করার সুযোগ রয়েছে।

★দেশ বিদেশে ভ্রমনের সুযোগ-কর্মী হিসেবে দেশ বিদেশে ঘুরার সুযোগ রয়েছে।

★অবসর গ্রহণের পর ও আয় করার সুযোগ- অবসর গ্রহনের পর কাজ করার সুযোগ বীমাপেশায় রয়েছে।

★এওয়ার্ড ও পুরষ্কার অর্জন করার সুযোগ-প্রতিবছর কিছু পুরষ্কার ও এওয়ার্ড পাওয়ার সুযোগ রয়েছে।

★দ্রুত পেশাগত উন্নয়ন- কিছু শর্ত পূরণ করে খুব সহজেই পেশাগত উন্নয়ন করার সুযোগ রয়েছে।
★হেলথ্ ও ইন্সুরেন্স কভারেজের সুযোগ- কর্মীদের হেলথ্ কভারেজ সুবিধা রয়েছে।

★রিবেটে নিজের ও পরিবারের নামে পলিসি গ্রহণ-নিজের পরিবার ও নিজের পলিসি করে ট্যাক্স রিবিট পাওয়ার সুযোগ রয়েছে।

★ভালো অনূভূতি হওয়া যে আমি একজন করদাতা-বীমাগ্রাহক কিংবা কর্মী হয়ে কর ছাড়ের যে সুযোগ রয়েছে তাতে সঠিক পরিসরে কর প্রদান করে চলা যায়।

★প্রতিনিয়ত প্রশিক্ষণের সুবিধা-প্রতি সপ্তাহে প্রতি মাসে অফলাইন অনলাইন ট্রেনিং এর সু্যোগ রয়েছে।শিখার নানা সুযোগ রয়েছে।

★সারা বাংলাদেশে বিজনেস এরিয়া-টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে কাজ করার সুযোগ রয়েছে।

আজ ৩১ অক্টোবর, ২০২২, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে সোনালী লাইফের 'শরীয়াহ্ কাউন্সিল'- এর ১৮ তম সভা অনুষ্ঠিত...
31/10/2022

আজ ৩১ অক্টোবর, ২০২২, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে সোনালী লাইফের 'শরীয়াহ্ কাউন্সিল'- এর ১৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শরীয়াহ্ কাউন্সিল- এর চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী,শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী, সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ; ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মাওলানা মোঃ সাইফুল কাবির,সোনালী লাইফের সিইও জনাব মীর রাশেদ বিন আমান [সদস্য],সদস্য মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন, মোঃ রাফে উজ জামান, জনাব বোরহান মজুমদার।

অনলাইনে যুক্ত ছিলেন সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা, পরিচালক ও সদস্য জনাব মোস্তফা গোলাম কুদ্দুস, পরিচালক ও সদস্য জনাব শেখ মোহাম্মদ ড্যানিয়েল ও পরিচালক ও সদস্য জনাব মোস্তফা কামরুস সোবহান।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার পরিধি বিস্তৃত করছে সর্বত্র। গ্রাহক সেবার পাশাপাশি সোনালী লাইফ তার উন্নয়ন কর্মীদের জীবন মানে...
29/10/2022

সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার পরিধি বিস্তৃত করছে সর্বত্র। গ্রাহক সেবার পাশাপাশি সোনালী লাইফ তার উন্নয়ন কর্মীদের জীবন মানের উন্নয়নেও কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় নির্মিত হতে চলেছে সোনালীর কর্মীবাহিনীর আবাসনের জন্য স্বপ্নের 'সোনালী পল্লী'।

কক্সবাজারের চকোরিয়ার ফাঁসিয়াখালিতে গতকাল ২৫ অক্টোবর, মঙ্গলবার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে 'সোনালী পল্লী'র নির্মাণ কাজের! যার মাধ্যমে সোনালি লাইফ বীমা শিল্পে উন্নয়ন এবং অগ্রগতির ধারায় আরো এক ধাপ এগিয়ে গেলো।

সোনালী লাইফের অ্যাসিস্টেন্ট এজেন্সি ডিরেক্টর; জনাব সাজিদুল আনোয়ারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সোনালী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।
উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধক হিসেবে ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য; জনাব আলহাজ্ব জাফর আলম।

❤️❤️❤️❤️সোনালী লাইফের কর্মীদের জন্য ১২তলা ভবন স্বপ্নের "সোনালী পল্লী" নির্মাণ কাজের আজ শুভ উদ্ভোধন হলো চকরিয়াতে। বীমা ইন...
29/10/2022

❤️❤️❤️❤️
সোনালী লাইফের কর্মীদের জন্য ১২তলা ভবন স্বপ্নের "সোনালী পল্লী" নির্মাণ কাজের আজ শুভ উদ্ভোধন হলো চকরিয়াতে।
বীমা ইন্ড্রাষ্ট্রি তে আরো একটি ইতিহাস সৃষ্টি করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

🎁সোনালী জীবন সুখের জীবন 🎁

26/10/2022

কোন পূর্বাভাস ছাড়াই যে কোন প্রাকৃতিক দুর্যোগে বা দূর্ঘটনায় এলোমেলো হয়ে যেতে পারে আপনার সুখের সংসার, এমনকি আপনার অতি প্রিয়জনকেও হারাতে পারেন অনাকাঙ্ক্ষিতভাবে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পলিসি যেকোন দুর্যোগ-দুর্বিপাকে আপনার ও আপনার প্রিয়জনের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং দূর করবে অনিশ্চিত ভবিষ্যতের ঝুঁকি।

আপনার ও আপনার পরিবারের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আছে সর্বদা আপনার পাশে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০৯৬৭৮২০০০০৪, ০১৯৭৬৬২৫৪৮৮, ০১৯৭৬৬২৫৪৯৯।

ব্যাংকের কিস্তি, সমিতির কিস্তি ঠিকই দিচ্ছি। তবে আমাদের চিকিৎসার কিস্তি, পেনশনের কিস্তি, জীবনের আর্থিক নিরাপত্তার কিস্তি,...
26/10/2022

ব্যাংকের কিস্তি, সমিতির কিস্তি ঠিকই দিচ্ছি। তবে আমাদের চিকিৎসার কিস্তি, পেনশনের কিস্তি, জীবনের আর্থিক নিরাপত্তার কিস্তি,পরিবারের নিরাপত্তার কিস্তি কি দিচ্ছি? না কখনো না! এসব নিয়ে আমরা কখনোই সেভাবে চিন্তা করিনা। সমীক্ষায় দেখা যায় মানুষের যত আয় তাঁর ৬০% ভাগ চিকিৎসা সহ বিভিন্ন ঝুঁকিতে ব্যয় হয়ে যায়! এর জন্যই আমাদের প্রত্যেকের প্রয়োজন আর্থিক নিরাপত্তা সহ চিকিৎসা কভারেজ যুক্ত লাইফ ইন্সুইরেন্স। লাইফ ইন্সুইরেন্স করা থাকলে যেমন আর্থিক সুবিধা পাওয়া যায়, তেমনই হঠাৎ ঘটে যাওয়া দূর্ঘটনা কিংবা অসুস্থতায় চিকিৎসার অর্থ পাওয়ার রয়েছে নিশ্চয়তা। সুদিনে দুর্দিনে সকল সুবিধা নিয়ে আপনার পাশে আছে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড

--সোনালী জীবন-সুখের জীবন

19/10/2022

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ATN Bangla তে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অর্জনের উপর "সোনালী জীবন" অনুষ্ঠানের প্রামাণ্য চিত্র...বীমা শিল্পের সকল অনিয়ম, নৈরাজ্য, দূর্নাম ও হারানো গৌরব ফিরিয়ে আনতে আধুনিক ও ডিজিটাল জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ শুরু হতে বিশ্বমানের গ্রাহক সেবা ও যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে আজ জনগণের আস্থার প্রতীক হিসাবে সুপরিচিত।

সোনালী লাইফ সোনালী জীবন সুখের জীবন
আখাউড়া মেট্রো অফিস
01756805500

15/10/2022

Sonali Life Insurance Company Limited
(আখাউড়া মেট্রো অফিস)

আমি একজন (বীমা পেশাজীবি)
অন্তর থেকে বীমা বিষয় এ কাজ করে যাচ্ছি।
আমি কি করি?
মানুষকে সঞ্চয়ের পরামর্শ দেই।
আমি বাচ্ছাদের জন্য শিশু নিরাপত্তা বীমা করার পরামর্শ দেই। আমি বাচ্ছাদের জন শিক্ষা বীমা প্লাস গ্রহণ করার পরামর্শ দেই।একটি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে দেই।আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য নিরাপত্তা নিশ্চিত করি।বৃদ্ধকালীন সময়ের জন্য অবসরকালীন পরিকল্পনা করে দেই।যারা হজ করতে ইচ্ছুক তাদেরকে হজ পরিকল্পের পরামর্শ দেই।হেলথ ইন্স্যুরেন্স পরিকল্পনা করার পরামর্শ দেই।আমি আমার পেশা নিয়ে তখনই গর্ববোধ করি যখন দেখি আমার দ্বারা মানুষজন উপকৃত হচ্ছে। মন খুলে হাসার তখন ইচ্ছা জাগে। তবে বিঃদ্রঃ অনেক এ আমাকে এড়িয়ে চলে, কিন্তু এটা তাদের ভুল। জনগণ একটি কথা মনে রাখবেন আজ বীমা এজেন্ট দের কাছ থেকে এড়িয়ে চলছেন আপনার দুঃসময়ে ওনারাই আপনার পাশে এসে দাঁড়াবে আর কেউ আসবে না। উনারা যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী একটি সঞ্চয় করে রাখুন ইনশাল্লাহ আপনার জন্য মঙ্গল হবে আল্লাহ সহায়ক।

Address

Akhaura
3450

Alerts

Be the first to know and let us send you an email when Nazim Insurance consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share